IBPS এর মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ Specialist Officer পদে | IBPS SO Recruitment 2022 for 710 Vacancies, Apply Online, Last Date, Eligibility more!

IBPS SO 2022 | Specialist Officer Recruitment 2022 |IBPS SO notification 2022 PDF | Specialist Officer Recruitment 2022 in Bengali | IBPS SO Apply Online | CRP SPL-XII

ভারতবর্ষে Banking Sector এর সবথেকে বেশি চাকরির প্রদান করা হয় IBPS ( Institute of Banking & Personnel Selection) এর পক্ষ থেকে। Banking Sector এর বিভিন্ন পরীক্ষার আগে দিয়েছো তাদের কাছে এই নামটা চেনা হলো বেশিরভাগ নতুন পরীক্ষার্থীদের কাছে এই নামটি একদমই অচেনা। IBPS কর্তৃক প্রকাশিত Recruitment এর সম্বন্ধে বিস্তারিত জানার আগে IBPS এর সম্বন্ধে বিস্তারিত ধারণা থাকা আবশ্যক। এটি আপনাকে সাহায্য করবে Banking Sector এর বিভিন্ন Recruitment সম্বন্ধে বিস্তৃত ধারণা পেতে। এ বিষয়ে আমরা আগেই আর্টিকেল লিখে রেখেছি জানার জন্য নিম্নে প্রদান করা হাইলাইট টেক্সট এ ক্লিক করে জেনে নিন। আজকের আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় IBPS SO Notification 2022।

 IBPS SO Recruitment 2022 Overview:-

Recruiting Organization Institute of Banking & Personnel Selection (IBPS)
Post Name Specialist Officer
Vacancies 710
Salary 39000
Job Location All India
Last Date  21/11/2022
Mode of Application Online
Official Website https://ibps.in 

IBPS SO Recruitment 2022 Important Dates:-

IBPS SO Recruitment 2022 Official Notification Releasing   31/10/2022
IBPS SO Recruitment 2022 Online Application Starting  01/11/2022
IBPS SO Recruitment 2022 Online Application Closing  21/11/2022
IBPS SO Preliminary Exam  21-31/12/2022
IBPS SO Prelims Admit Card Releasing  December 2022
IBPS SO Prelims Result Releasing January 2023
IBPS SO Prelims Admit Card Releasing January 2023
IBPS SO Mains Exam  29/01/2023
IBPS SO Prelims Result February 2023
IBPS SO Interview Admit Card Date 2022 February/March 2023
IBPS SO Interview Date February 2023
IBPS SO Provisional Allotment 2022 April 2023

IBPS SO Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Post  UR EWS OBC SC ST Total 
IT Officer 18 04 12 07 03 44
Agriculture Field Officer (AFO) 206 47 141 84 38 156
Rajbasha Adhikari 12 01 06 04 02 25
Law Officer 06 01 02 01   10
HR / Personal Officer 06 01 04 03 01 15
Marketing Officer (MO) 40 09 28 16 07 100

IBPS SO Recruitment 2022 Participating Banks:-

IBPS SO এর মাধ্যমে শুধুমাত্র একটি ব্যাংকে নিয়োগ করা হয় না, শুধুমাত্র এই Recruitment এর মাধ্যমেই একাধিক Bank এ নিয়োগ করা হবে। নিম্নে Bank এর List টি প্রদান করা হলো।

  • Bank of Baroda 
  • Canara Bank 
  • Indian Overseas Bank 
  • UCO Bank 
  • Bank of India 
  • Central Bank of India 
  • Punjab National Bank 
  • Union Bank of India
  • Bank of Maharashtra
  • Indian Bank
  • Punjab & Sind Bank

IBPS SO Recruitment 2022 Eligibility:-

Nationality:- 

আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি নেপাল ভুটান বাংলাদেশের কোন নাগরিকের কাছে Valid Certificate থেকে থাকে সে ও আবেদন করতে পারবে IBPS SO 2022 এর জন্য।

Educational Qualification:- 

  • IT Officer:- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Computer Science/ Computer Applications/Information Technology/Electronics/Electronics & Telecommunications/ Electronics & Communication/Electronics & Instrumentation এ চার বছরের Engineering Degree পাস করতে হবে বা Electronics/Electronics & Tele Communication/Electronics & Communication/Electronics & Instrumentation/Computer Science/Information Technology/Computer Applications তে Post Graduate পাস করতে হবে।
  • Agriculture Field Officer (AFO):- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Agriculture/Horticulture/Animal Husbandry/Veterinary Science/Dairy Science/Fishery Science/ Pisciculture/Agri. Marketing & Cooperation/Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/Agricultural Biotechnology/Food Science/ Agriculture Business Management/Food Technology/Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture এ Graduation পাস করতে হবে।
  • Rajbhasha Adhikari):- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Hindi সহ English এ Graduate পাস করতে হবে
  • Law Officer:- Bar Council কর্তৃক স্বীকৃত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে Bachelor Degree in Law (LLB) Degree অর্জন করতে হবে।
  • HR/Personnel Officer:- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Personnel Management /Industrial Relations/HR /HRD/Social Work /Labour Law তে Post Graduation Degree পাস করতে হবে।
  • Marketing Officer:- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে MMS এ দুই বছরের Graduate / Marketing এ MBA বা Full Time PGDBA/PGDBM/PGPM/PGDM Degree Marketing Specialization সহ পাস করতে হবে।

Computer Literacy:- 

Bank এর সমস্ত কাজ Computer বা Laptop এই সম্পূর্ণ হবে তাই Computer এর Basic Knowledge সহ Bank Software চালাতে জানতে হবে।

Language Proficiency:- 

আবেদনকারী যেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের Bank এ কাজ করবে সেই অঞ্চলের স্থানীয় বা আঞ্চলিক ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

IBPS SO Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

আবেদনকারীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে হবে যথাক্রমে 30 ও 20 বছর। Category অনুযায়ী Age Relaxation এর সম্বন্ধে নিম্নে আলোচনা করা হলো।

Category  Age Relaxation
ST/SC 5
OBC 3
PWD 10
Ex Servicemen 5
Widows/Divorced Women 9
Jammu & Kashmir এর বাসিন্দা 1984 এর সময়ে 5
1984 দাঙ্গার প্রভাব পড়েছে এমন পরিবারের সদস্যদের 5
Union Carbide Factory, Bhopal গ্যাস দুর্ঘটনায় মারা গেছে এমন পরিবারের সদস্য 5

IBPS SO Recruitment 2022 Application Fees:- 

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category  Application Fees iin INR 
SC/ST/PWD 175
General and Others 850

IBPS SO Recruitment 2022 Application Process:-

  • IBPS SO 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব IBPS এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
  • সর্বপ্রথম ভিজিট করুন IBPSএর Career Portal
  • Homepage এর নীচে থাকা Click Here for New Registration’ অপশনে ক্লিক করুন এখন।
  • আবেদনকারীর নাম, Mobile Number, Email ID ইত্যাদি প্রদান করুন।
  • এখন আপনার Registration Number ও Password তৈরি হয়ে গেছে ।
  • প্রাপ্ত তথ্য প্রদান করে আপনার Application Form এর Dashboard ওপেন করুন।
  • Personal Details, Work Experience, Educational Qualifications প্রদান করুন।
  • একবার Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব কথা ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল হয়ে থাকে Edit বাটনে ক্লিক করে ঠিক করে নিন।
  • এখন আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।

IBPS SO Recruitment 2022 আবেদনের জন্য Important Documents:- 

Documents  Pexels  File Size
Photograph 200 x 230 Pixels 20KB থেকে 50KB
Signature 140 x 60 Pixels 10KB থেকে 20KB
Left Thumb Impression 240 x 240 Pixels 200 DPI 20KB থেকে 50KB
Self Declaration 800 x 400 pixels 200 DPI 50KB থেকে 100KB

IBPS SO Recruitment 2022 এর Selection Process:-

IBPS SO Recruitment তিনটি পর্যায়ে সম্পন্ন হবে যথা:- Preliminary Exam,Mains Exam ও Interview । উভয় Stage এর সম্বন্ধে বিস্তারিত নিম্নে Exam Pattern Section এ আলোচনা করেছি।

IBPS SO Recruitment 2022 Exam Pattern:-

IBPS SO Preliminary Exam Pattern:-

Law Officer & Rajbhasha Adhikari
Section No. Of Questions Maximum Marks Duration 
English Language 50 25 40 Minutes
Reasoning 50 50 40 Minutes
General Awareness 50 50 40 Minutes
Total  150 125 120 Minutes

IT Officer, Agriculture Field Officer, HR/Personnel Officer and Marketing Officer
Section No. Of Questions Maximum Marks Duration 
English Language 50 25 40 Minutes
Reasoning 50 50 40 Minutes
Quantitative Aptitude 50 50 40 Minutes
Total  150 125 120 Minutes

IBPS SO Mains Exam Pattern:-

Rajbhasha Adhikari

Section

No. Of Questions

Maximum Marks

Duration 

Profession Knowledge (Objective)

45

60

30 Minutes

Profession Knowledge (Descriptive)

02

30 Minutes

Law Officer, IT Officer, Agriculture Field Officer, HR/Personnel Officer and Marketing Officer
Section No. Of Questions Maximum Marks Duration 
Profession Knowledge 60 60 45 Minutes

IBPS SO Recruitment 2022 Admit Card:- 

IBPS SO এর Admit Card IBPS এর Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Official Website থেকে।

 IBPS SO Recruitment 2022 Result:

Preliminary ও Mains উভয় Exam এর Result Online এ ঘোষণা করা হবে। PDF আকারে পরীক্ষার্থীরা তাদের Result Download করতে পারবে Official Website থেকেই। পরীক্ষার্থীদের Result সহ Score Card Download করার জন্য Log In করতে হবে এবং সঙ্গে Roll Number, Registration Number, DOB,Captcha Code প্রদান করতে হবে।

IBPS SO Recruitment 2022 Important Links:-

IBPS SO Recruitment 2022 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Goolfe News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. IBPS SO 2022 Notification কবে Release হয়েছে?

ANS:- 31/10/2022

2. IBPS SO Recruitment 2022 Online Application Starting Date কি?

ANS:- 01/11/2022

3. IBPS SO Recruitment 2022 Online Application Last Date কি?

ANS:- 21/11/2022

4. IBPS SO Salary কি ?

ANS:- 39000

5. IBPS SO এর চাকরি কি Permanent ?

ANS:- হ্যাঁ Permanent

6. IBPS SO Recruitment 2022 এর মাধ্যমে কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে?

ANS:- 710

7. IBPS SO Full Form কি?

ANS:-Institute of Banking & Personnel Specialist Officer

8. IBPS SO 2022 Preliminary Exam কবে অনুষ্ঠিত হবে?

ANS:- 21 থেকে 31 December 2022

9. IBPS SO 2022 Mains Exam কবে অনুষ্ঠিত হবে?

ANS:- 29/01/2023 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *