একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ Indian Coast Guard এ | Indian Coast Guard Recruitment 2022 Notification, Last Date, Eligibility, Vacancy more!

আমাদের সবারই  পাহাড় বা সমুদ্র নিয়ে দুর্বলতা রয়েছে। যারা সমুদ্র প্রেমী ও অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের কাছে আজকের আর্টিকেল টি খুব গুরুত্বপূর্ণ হতে চলে চলেছে। সম্প্রতি Indian Coast Guard এর পক্ষ থেকে নতুন বছরের এক Recruitment প্রকাশ করা হয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই Indian Coast Guard এর Navik পদে যোগদান করতে পারবেন। চলুন জেনে নেই জেনে নেওয়া যাক সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

Indian Coast Guard Recruitment 2022 Overview:-

Recruiting Organisation Indian Coast Guard 
Post Name Navik (GD), Navik( DB), and Yantrik
Vacancies 300
Salary 29,200 থেকে শুরু
Job Location  
Last Date 22/09/2022
Mode of Application Online 
Official Website https://cgept.cdac.in/icgreg/candidate/login 

Indian Coast Guard Recruitment 2022 Important Dates:-

Indian Coast Guard Recruitment 2022 Online Application Starting  08/09/2022
Indian Coast Guard Recruitment 2022 Online Application Closiing  22/09/2022

Indian Coast Guard Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Post  Vacancy 
Navik (GD) 225
Navik (Domestic Branch) 40
Yantrik (Mechanical) 16
Yantrik (Electrical) 10
Yantrik (Electronics) 09
Total 300

Indian Coast Guard Recruitment 2022 Eligibility:-

Educational Qualification:-

  • Navik (General Duty) :-  এই পদে আবেদনের জন্য আপনার ন্যূনতম শিক্ষা যোগ্যতা Higher Secondary পাশ করতে হবে (Math ও Physics ) সহ।
  • Navik (Domestic Branch) :- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অন্ততপক্ষে Madhyamik পাশ হতে হবে।
  • Yantrik (Mechanical) :- আবেদনকারীকে Madhyamik পাশ সহ (Electrical /Mechanical/Electronics , Telecommunication Radio বা Power এ Engineering)পাশ হতে হবে।
  • Yantrik (Electronics):- আবেদনকারীকে Madhyamik পাশ সহ (Electrical /Mechanical/Electronics , Telecommunication Radio বা Power এ Engineering)পাশ হতে হবে।

Indian Coast Guard Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

সমস্ত পোষ্ট এর আবেদনকারীর নূন্যতম বয়স 18 ও সর্বোচ্চ বয়স হতে হবে 22 এর মধ্যে।

  • Navik (DB) পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স 01.08.2000 থেকে 30.09.2004 এর মধ্যে হতে হবে।
  • Navik (GD)Yantrik পদে আবেদনের জন্য আবেদনকারীর জন্ম 01.08.2000 থেকে 31.07.2004 এর মধ্যে হতে হবে।

সরকারের নিয়ম অনুসারে 32 ST/SC আবেদনকারীরা 5 বছর ও OBC আবেদনকারীরা 3 বছর ছাড় পাবে।

Indian Coast Guard Recruitment 2022 Salary:-

  • Navik GD পদের Salary (Pay Level 3 অনুসারে ) 21700 থেকে শুরু হতে পরে।
  • Navik DB পদের Salary (Pay Level 3 অনুসারে) 21700 থেকে শুরু হতে পরে।
  • Yantrik পদের Salary (Pay Level 5 অনুসারে) 29200 থেকে শুরু হতে পরে।

Indian Coast Guard Recruitment 2022 Application Fees:-

প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা শুধুমাত্র Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে।Category অনুযায়ী Application Fees নিম্নে বর্ণনা করা হলো।

Category  Application Fees in INR 
UR/OBC/EWS 250
ST/SC/PWD  Not Applicable 

Indian Coast Guard Recruitment 2022 Application Process:-

এই Recruitment এর জন্য আবেদন আপনি https://joinindiancoastguard.cdac.in/ Website থেকে করতে পারবেন। 08/09/2022 এ Application এর Link Active হয়ে যাবে।

  • সর্বপ্রথম ভিজিট করুন Indian  Coast Guard  এর Official Website https://joinindiancoastguard.cdac.in/
  • Fresh Application  লিংকে ক্লিক করুন।
  • First Time User হলে সর্বপ্রথম Registration সম্পন্ন করুন।
  • প্রাপ্ত Details প্রদান করে Application Form টি পূরণ করুন যথাযথ তথ্য সহকারে।
  • প্রয়োজনীয় Application Fees প্রদান করুন ও Application Form টি Submit করুন।
  • এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।

Indian Coast Guard Recruitment 2022 Selection Process:-

Indian Coast Guard Recruitment Shortlisting, Preliminary Selection Examination এবং Final Selection Exam এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে ।

Indian Coast Guard Recruitment 2022 Important Links:-

Indian Coast Guard Recruitment 2022 Online Application Starting  Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. Indian Coast Guard Recruitment 2022 এর Application Starting Date কি?
ANS:- 08/09/2022
2. Indian Coast Guard Recruitment 2022 এর Application Last Date কি?
ANS:- 22/09/2022
3. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে Indian Coast Guard Recruitment এর মাধ্যমে?
ANS:- 300
4. Indian Coast Guard Recruitment 2022 Official Website কোনটি?

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823