Indian Navy Chargeman Recruitment 2023: ইঞ্জিনিয়ারিং পাসেই ফের আর্মি তে যোগদানের সুযোগ!

Indian Navy এর সম্পর্কিত Recruitment সম্বন্ধে এর আগে আমরা আলোচনা করেছি।জ আলোচনা করব Indian Navy Chargeman Recruitment 2023 এর সম্বন্ধে বিস্তারিও যার মাধ্যমে  এই নিয়োগ হতে চলেছে 372 জন কর্মী। এই সম্বন্ধে যদি এখনো না জেনে থাকেন তাহলে আমাদের  এই  আর্টিকেল পড়ে জেনে নিতে পারবেন। 

Indian Navy Chargeman Recruitment 2023 Overview:-

Recruiting Organization  Indian Navy 
Post Name  Chargeman 
Vacancy  372
Salary  35,400 থেকে 
Job Location 
Job Type  Central Govt. Job
Last Date  29/05/2023
Mode Of Application  Online 
Official Website  https://www.joinindiannavy.gov.in/ 

Indian Navy Chargeman Recruitment 2023 Important Dates:-

Indian Navy Chargeman Recruitment 2023 Online Application Starting  15/05/2023
Indian Navy Chargeman Recruitment 2023 Online Application Closing  29/05/2023
Exam Date  

Indian Navy Chargeman Recruitment 2023 Vacancy সংখ্যা:-

Post  UR EWS OBC SC ST
Electrical Fitter 18 04 09 08 03
Electronics Fitter 07   03 01  
Gyro Fitter 04   01    
Radio Fitter 04 01 02    
Radar Fitter 08 01 01 01  
Sonar Fitter 04   01 01  
Instrument Fitter 03     01  
Computer Fitter 05   02    
Weapon Fitter 06   02    
Boilermaker 03        
Engine Fitter 19 05 12 07 03
Founder 02        
GT Fitter 07 01 03 01  
Ice Fitter 14 01 04 03  
Pipe Fitter 13 01 04 02 01
Machinist 10 02      
Machinery Control Fitter 02   02 01 5
Ref & AC Fitter 04 2 01 01  
Planter 15 02 06 03 02
Welder 10 03 03 04 01
Shipwright 15 01 05 01 01
Millwright 08   01   01
Ice Fitter Crane 04   01    
Painter 04       01
Civil Works 05       01
P & C 07 01 02 02  

Indian Navy Chargeman Recruitment 2023 Eligibility:-

Nationality:-

আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।

Education Qualification:- 

আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Engineering এর যেকোনও বিভাগে Diploma Degree অর্জন করতে হবে বা Physics/ Chemistry/ Mathematics সহ Science Steam এ Bachelor’s Degree অর্জন করতে হবে।

Indian Navy Chargeman Recruitment 2023 তে আবেদনের জন্য Age Limit:-

আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 25 এর মধ্যে। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সের ছাড় পেতে পারেন, এই বিষয়ে বিস্তারিত জনাতে Dowload Section এ প্রদান করা Official Notification Link এ Click করুন।

Indian Navy Chargeman Recruitment 2023 Salary:- 

Pay Level-6 এর হিসাব অনুযায়ী Indian Navy Chargeman Recruitment 2023 এর মাধ্যমে নিযুক্ত কর্মীদের মাসিক Salary প্রদান করা হবে। এক্ষেত্রে Salary শুরু হবে 35,400 থেকে শুরু। 

Indian Navy Chargeman Recruitment 2023 Application Fee:-

প্রয়োজনীয় Application Fee আবেদনকারীরা শুধুমাত্র UPI ও Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। Challan Form Online এ Generate করতে হবে। Category অনুযায়ী Application Fee নিম্নে বর্ণনা করা হলো।

Category  Application Fee in INR 
UR/OBC/EWS 278
ST/SC/PwD/ESM  Not Applicable 

Indian Navy Chargeman Recruitment 2023 Application Process:-

Indian Navy Chargeman Recruitment 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা Indian Navy এর Recruitment Portal থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ভিসিট করুন Indian Navy এর Recruitment Portal।
  • Homepage এ থাকা Apply Online বাটনে ক্লিক করুন।
  • পরের Page থেকে State Select করুন এবং Captcha Code প্রদান করে Save বাটনে ক্লিক করুন।
  • এবার পরের পেজ এ থাকা Registration বাটনে ক্লিক করুন।
  • Register with Aadhar Virtual ID বা Without Aadhar প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করুন।
  • Aadhar ও Phone Number প্রদান করে প্রাপ্ত OTP প্রদান করুন।
  • এবার আপনার সামনে Registration পেজ আসবে , সেটি যথাযথ তথ্য প্রদান করুন।
  • এবার Current Opening এর মধ্যে Chargeman এর পাসে থাকা Apply Now বাটনে ক্লিক করুন।
  • নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করে Application Form পূরণ করুন।
  • প্রয়োজন অনুযায়ী Documents আপলোড করুন। 
  • একবার প্রিভিউ বাটনে ক্লিক করে জেনে নিন সব তথ্য ঠিক প্রদান করেছেন কিনা যদি ঠিক থাকে তাহলে এবার Next বাটনে ক্লিক করুন।
  • নির্দেশ অনুযায়ী Application Fee প্রদান করুন এবং Submit বাটনে ক্লিক করুন।
  • এবার Application Process সম্পূর্ণ হয়েছে এখন Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।

Indian Navy Chargeman Recruitment 2023 Selection Process:-

মূলত ছয়টি পর্যায়ে সম্পূর্ণ হবে Indian Navy Chargeman Recruitment 2023 এর Selection যথা:-

  • Written Test
  • Computer Based Test
  • Trade Test / Skill Test
  • Interview
  • Medical Examination and Document Verification
  • Physical Standards Test (PST) & Physical Efficiency Test (PET)

Indian Navy Chargeman Recruitment 2023 Exam Pattern:-

Subject  Maximum Marks 
General Intelligence & Reasoning 10
Numerical Aptitude 10
General English 10
General Awareness 20
Specific Subjects যার জন্য আপনি আবেদন করেছেন 50

Indian Navy Chargeman Recruitment 2023 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Google News Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. Indian Navy Chargeman Recruitment 2023 Official Website কোনটি?
ANS:- https://www.joinindiannavy.gov.in/
2. Indian Navy Chargeman Recruitment 2023 Vacancy সংখ্যা কত?
ANS:- 248 জন
3. Indian Navy Chargeman Skilled Recruitment 2023 Salary কত?
ANS:- 35,400 থেকে 
4. Indian Navy Chargeman Recruitment 2023 Last Date কবে?
ANS:- 06/03/2023

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823