West Bengal Madrasah Service Commission Recruitment 2023 7th SLST(AT): হাজার হাজার কর্মী নিয়োগ রাজ্যের মাদ্রাসায়!

রাজ্যের সকল চাকরী প্রার্থী দের জন্য এলো খুশির খবর। বিশেষত যেই সব চাকরিপ্রার্থীরা D.El.Ed বা B.Ed পাস করে বসে আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপাতত পাওয়া খবর অনুযায় একসঙ্গে হাজার হাজার কর্মী নিয়োগ করা হবে West Bengal Madrasah Service Commission Recruitment 7th SLST(AT) এর মাধ্যমে। এই Recruitment এর সমন্ধে অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করা হলো এই প্রতিবেদনে। এই Recruitment এর সমন্ধে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের Social Media Handel গুলিতেও জানাতে পারেন, আমরা আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা যথা সম্ভব করবো।

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Overview:-

Recruiting Organization West Bengal Madrasah Service Commission 
Post Name Teaching Posts & Librarian, Clerk & Group D 7th SLST(AT)
Vacancies 1729
Salary  
Job Location West Bengal 
Job Type State Govt. Job 
Last Date  12/06/2023
Mode of Application Online 
Official Website https://wbmsc.com/ 

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Important Dates:-

West Bengal Madrasah Service Commission Recruitment Notification Releasing  04/05/2023
West Bengal Madrasah Service Commission Recruitment Online Application Starting  12/05/2023
West Bengal Madrasah Service Commission Recruitment Online Application Closing  12/06/2023
Admit Card Releasing   
Prelims Exam  
Mains Exam   
Interview   
Final Result   

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Vacancy সংখ্যা:-

Officially পাওয়া তথ্য অনুযায়ী মোট 1729 (Tentative) জনকে Teaching Posts & Librarian, Clerk এবং বিভিন্ন Group D পদে নিয়োগ করা হবে। এই সমন্ধে আমরা বিস্তারিত আলোচনা করবো Official Notice প্রকাশিত হলে।

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Eligibility:-

Education Qualification:–

  1. Assistant Teacher in Advance Arabic (Islam Parichay) / Theology Group equivalent to Graduate category in High /Sr. Madrasah:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Arabic/Theology/ Islamic Studies Kamil/Mumtazul Muhaddethin/Mumtazul Fuquha/Mumtazul Udaba তে নূন্যতম 50% মার্কস সহ B.A পাস করতে হবে এবং সঙ্গে Bachelor of Teaching/Bachelor of Education/Post Graduate Basic Training Degree থাকতে হবে তাছাড়া Madrasah Education System এ পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
  2. Assistant Teacher (UG) Arabic:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Fazil বা Arabic Elective Subject সহ Higher Secondary পাস করতে হবে এবং দুই বছরের D.El.Ed Degree থাকা বাধ্যতামূলক।
  3. Assistant Teacher (Work Education):- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Work Education এ Post Graduation ও Graduation বা Art and Craft / Tailoring and needle / Work Education এ Graduate ও Diploma Degree বা Home Science/Agriculture/Computer Science/ Information Technology তে Diploma Degree অর্জন করতে হবে।
  4. Librarian:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Kamil/M.M. / M.F. / M.U. বা Arts / Science / Commerce Stream এ Graduation পাস করতে হবে এবং সঙ্গে Madhyamik/Higher Secondary/ Graduation/Masters Level এ Arabic পড়তে হবে বা Library Science এ Diploma/Degree পাস করতে হবে এবং Madrasah Education System, Islamic Studies এ পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
  5. Clerk:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Madhyamik/ High Madrasah/Alim Examination পাস করতে হবে এবং Computer এ ভালো Typing Speed সহ নূন্যতম এক বছরের যেকোনও Computer এর Diploma বা Degree থাকতে হবে।
  6. Group ‘D’ & Lab Attendant:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাস করতে হবে।

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 তে আবেদনের জন্য Age Limit:-

প্রাপ্ত তথ্য অনুযায়ী আবেদনকারীরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স হতে পারে যথাক্রমে 40 ও 21 বছর।(Headmaster/Headmistress/Superintendent) এর জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে 55 বছর পর্যন্ত। একটা কথা মাথায় রাখবেন যে Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্টটি দেখুন।

Category Age Relaxation 
ST/SC  5
OBC  3
PwD 10

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Salary:-

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Application Fee:-

প্রয়োজনীয় Application Fee আবেদনকারীরা শুধুমাত্র UPI ও Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। Challan Form Online এ Generate করতে হবে। Category অনুযায়ী Application Fee নিম্নে বর্ণনা করা হলো।

Category  Application Fee in INR 
UR   
OBC- A & OBC-B  
SC/ ST/ PH  

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Application Process:-

West Bengal Madrasah Service Commission Recruitment  2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা West Bengal Madrasah Service Commission এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • WBMSC বা West Bengal Madrasah Service Commission এর Official Website ভিসিট করুন।
  • Homepage এই আপনি পেয়ে যাবেন Online Application Link সেটিতে ক্লিক করুন বা Link Section এ প্রদান করা লিঙ্ক এ ক্লিক করুন।
  • Mobile Number সহ অন্যান্য তথ্য প্রদান করে সর্বপ্রথম Registration সম্পূর্ণ করুন।
  • Registration এর পর পাওয়া তথ্য প্রদান করে Log In করুন।
  • আপনার সামনে আসবে Application Form টি সেটির প্রয়োজন অনুযায়ী তথ্য প্রদান করে Fill Up করুন।
  • একবার যাচাই করোনি সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা।
  • নির্দেশ অনুযায়ী Documents আপলোড করুন।
  •  যদি ঠিক থাকে নির্ধারিত Application Fees প্রদান করুন।
  • এখন পরের Page এ থাকা Submit বাটনে ক্লিক করুন। ইতিমধ্যে আপনার Application Form Fill Up সম্পূর্ণ হয়েছে।
  • এখন আপনার Application Form টি Download করুন বা প্রয়োজন অনুযায়ী A4 Size Paper এ Print Out কপি বের করুন।

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Selection Process and Exam Pattern:-

Teaching Post (All Graduate, PG, Under Graduate Teachers)
Stage  Marks 
Mains Exam 90
Interview 10

Clerk
Stage  Marks 
Preliminary Exam 100
Mains Exam 70
Computer Typing Test 10
Computer Proficiency Test 10
Interview  10

Various Group D Posts
Stage  Marks 
Preliminary Exam 100
Mains Exam 90
Interview 10

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Admit Card:-

West Bengal Madrasah Service Commission Recruitment  এর Admit Card West Bengal Madrasah Service এর Official Website থেকে Download করতে পারবেন । অনুসারে পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Regional Website থেকে।

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Answer Key:– 

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 পরীক্ষার Official Answer Key Tier-1 পরীক্ষা সফলভাবে সমাপ্ত হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে WBMSC প্রকাশ করে। West Bengal Madrasah Service Commission এর পরীক্ষায় প্রার্থীরা তাদের আনুমানিক নম্বর এবং প্রত্যাশিত Rank গণনা করতে Answer Key ব্যবহার করতে পারেন।ভবিষ্যতে লিংক টি প্রদান করা হবে Answer Key  Publish করা হবে।

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Result:- 

অস্থায়ী West Bengal Madrasah Service Commission Recruitment 2023 ঘোষণা করার পরে, WBMSC একটি PDF ফরম্যাটে Result  ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে। West Bengal Madrasah Service Commission Recruitment  2022 এর ফলাফল WBMSC এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।

West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Official Notification Download Link  Click Here
Madrasah Gazette Notification Download Link  Click Here
Official Website  Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. WBMSC Full Form কি?

ANS:- West Bengal Madrasah Service Commission

2. West Bengal Madrasah Service Commission Recruitment 2023 এর Exam কবে অনুষ্ঠিত হবে?

ANS:- 

3. West Bengal Madrasah Service Commission Recruitment 2023 কবে Release করা হয়েছে?

ANS:- 04/05/2023

4. West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Apply Online Link কোনটি?

ANS:- https://wbmsc.com/ 

5. West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Result কবে ঘোষণা করা হবে?

ANS:- এখনো জানানো হয়নি।

6. West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Application Form কি Offline এই Fill Up করা যাবে?

ANS:- না।

7. West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Online Application Starting Date কি?

ANS:- 12/05/2023

8. West Bengal Madrasah Service Commission Recruitment 2023 Online Application Closing Date কি?

ANS:- 12/06/2023

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *