খুব তাড়াতাড়ি প্রকাশ হতে চলেছে IPPB GDS Result 2022 । কেমন করে IPPB GDS Result Check করবেন এবং তৎসংলগ্ন তথ্য আমরা আলোচনা করতে চলেছি আজকের এই নিবন্ধের মাধ্যমে ।
Indian Post Payment Bank (IPPB) সংস্থা এই নিয়োগের জন্য মোট 650 একটি শুন্য পদ ঘোষণা করেছিল। IPPB 2022 Exam টি অনুষ্ঠিত হয়েছিল 26 th June 2022 এবং Admit card প্রকাশ করা হয়েছিল 17th June 2022 তারিখে।
আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালোই হয়েছে। পরীক্ষার্থীরা এখন অধীর অপেক্ষা করছে IPPB GDS 2022 এর Result এর জন্য তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আশা করা যাচ্ছে এই চলতি মাসে অর্থাৎ July 2022 এ তোমাদের Result অফিসিয়ালি ভাবে প্রকাশ করা হবে ।
তবে কিভাবে Result Check করবেন তা জানা খুব জরুরী। অফিসিয়ালি ভাবে Result প্রকাশ করা হলেই Result Download process সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এবং Result Link প্রকাশ করব আমরা আমাদের Website এ। তাছাড়া বিস্তারিত জানার জন্য আমাদের Website সহ Social media হ্যান্ডেল গুলি ফলো করুন।
IPPB GDS Result 2022 Checking Process:-
IPPB GSD পরীক্ষার্থীদের সুবিধার্থে নিম্নে Step by Step Result Download করার পদক্ষেপগুলি বর্ণনা করা হলো ।
- IPPB এর অফিসিয়াল ওয়েবসাইটে যান ।
- “Result” Link এ ক্লিক করুন।
- সেখানে আপনি আপনার Roll No./ Registration No. /Name লিখুন।
- সামনের স্ক্রিনে প্রদর্শিত হবে আপনার IPPB GDS Result 2022
IPPB GDS Result 2022 Direct Link:-
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।