Delhi Police Constable Driver Recruitment 2022 for 1411 Vacancies | দিল্লি পুলিশে ড্রাইভার নিয়োগ, জানুন বিস্তারিত!

যদি আপনি Commercial Heavy Motor Vehicle চালাতে জানেন এবং সঙ্গে Licence ও থাকে, তাহলে আপনার জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর। সম্প্রতি Delhi Police কর্তৃপক্ষ নিয়ে এসেছে Delhi Police Constable Driver Recruitment 2022 । এই Delhi Police Constable Driver Recruitment 2022  সম্বন্ধে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি একবার ভালোভাবে পড়ুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াতে অথবা কমেন্ট সেকশনে জানাতে  পারেন ।

Delhi Police Constable Driver Recruitment 2022 Overview:-

Recruiting Organisation Staff Selection Commission (SSC)
Post Name Driver
Vacancies 1411
Salary 69100
Job Location Delhi
Last Date 29/07/2022
Mode of Application Online
Official Website https://ssc.nic.in/

Delhi Police Constable Driver Recruitment 2022 Important Dates:- 

Delhi Polce Constable Driver Recruitment 2022 Starting 08/07/2022
Delhi Polce Constable Driver Recruitment 2022 Closing 29/07/2022
Last Date for Paying Application Fees through Challan 29/07/2022
Last Date for Paying Application Fees Online 30/07/2022
Correction Window Opening 02/08/2022
CBT Exam October, 2022

Delhi Police Constable Driver Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Category URl EWS OBC SC ST Total 
Open 543 128 318 236 45 1270
Ex-S 61 14 35 26 05 141
Total 604 142 353 262 50 1411

Delhi Police Constable Driver Recruitment 2022 Eligibility:-

Nationality:–

আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । তাছাড়া আবেদনকারী যদি Nepal, Bhutan, Tibetan , Sri Lanka, Pakistan, Vietnam সহ আফ্রিকা মহাদেশের দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নেয় , তারাও আবেদন করতে পারবে Delhi Police Head Constable Recruitment এর জন্য।

Educational Qualification:- 

  • আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস থাকতে হবে।
  •  আবেদনকারীর নামে Heavy Motor Vehicle Driving Licence থাকতে হবে ।
  • Vehicle Maintenance এর Knowledge থাকতে হবে।

Delhi Police Constable Driver Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:- 

আবেদনকরীর বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। Caste Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে, এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।

Category  Age Relaxation 
ST/SC 5
OBC 3
Sportsmen/Sportswomen (UR/EWS/OBC) 32 বছর পর্যন্ত
Sportsmen/Sportswomen (SC/ST) 37 বছর পর্যন্ত
আইনতভাবে যেসব মহিলারা Divorce নিয়েছে এবং পরে আর বিয়ে করেনি এমন UR/EWS প্রার্থী 35 বছর পর্যন্ত
আইনতভাবে যেসব মহিলারা Divorce নিয়েছে এবং পরে আর বিয়ে করেনি এমন OBC প্রার্থী 38 বছর পর্যন্ত
আইনতভাবে যেসব মহিলারা Divorce নিয়েছে এবং পরে আর বিয়ে করেনি এমন ST/SC প্রার্থী 40 বছর পর্যন্ত
Delhi Police এ কর্মরত UR/EWS অন্তর্ভুক্ত প্রার্থীরা 40 বছর পর্যন্ত
Delhi Police এ কর্মরত OBC অন্তর্ভুক্ত প্রার্থীরা 43 বছর পর্যন্ত
Delhi Police এ কর্মরত ST/SC অন্তর্ভুক্ত প্রার্থীরা 45 বছর পর্যন্ত
Ex-Servicemen (UR/EWS) 3
Ex-Servicemen (OBC) 6
Ex-Servicemen (SC/ST) 8

Delhi Police Constable Driver Recruitment 2022 Salary:- 

Pay Level 3 অনুযায়ী আপনার Salary হবে 21,700 থেকে 69,100 এর মধ্যে।

Delhi Police Constable Driver Recruitment 2022 Application Fees:- 

Delhi Police Constable Driver Recruitment 2022 এর জন্য আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Net Banking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।

Category  Application Fees in INR 
UR/EWS 100
ST/SC/PWD/Women Not Applicable

Delhi Police Constable Driver Recruitment 2022 Application Process:- 

Delhi Police Constable Driver Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা Delhi Police Constable Driver এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ভিসিট করুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ।
  • যদি Register Candidate না হয়ে থাকেন সর্বপ্রথম প্রয়োজনীয় তথ্য প্রদান করে Registration সম্পন্ন করুন।
  • Registration Process সম্পন্ন হয়ে গেলে Log In আপনার Account এ।
  • Drop Down Menu তে থাকা Apply অপশনে ক্লিক করুন।
  • SSC Delhi Police Constable Driver Recruitment Select করুন এবং একবার General Instructions গুলো পড়ে নিন।
  • প্রয়োজনীয় তথ্য সহকারে Application Form টি সাবধানে পূরণ করুন।
  • Application Form পুরণ হয়ে গেলে Offline বা Online এ প্রয়োজনীয় Application Fees প্রদান করুন।
  • Application Form এবং সঙ্গে Upload করুন প্রয়োজনীয় Document গুলি । Documents Submission এর সময় মাথায় রাখবেন সব Documents যেন পরিষ্কার এবং কর্তৃপক্ষ নির্দেশিত পন্থা অবলম্বন করে আপলোড করা হয় ।
  • একবার চোখ বুলিয়ে নিন প্রদান করা সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা যদি Application Form পূরণ  ঠিকঠাক থাকে তাহলে Application Form টি Submit করুন।
  • প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।

Delhi Police Constable Driver Recruitment 2022 এর আবেদনের জন্য Important Documents:-

যে সকল আবেদনকারীরা Delhi Police Constable Driver Recruitment এর জন্য আবেদন করতে চান , তাদের নিম্নে উল্লেখিত Documents গুলি Upload করতে হবে।

  • আবেদনকারীর Photo ID Proof ।
  • আবেদনকারীর Higher Secondary এর Mark Sheet ।
  • আবেদনকারীর Educational Qualifications ।
  • DOB এর প্রমানপত্র যেমন Birth Certificate /Madhyamik Admit Card ইত্যাদি।
  • আবেদনকারীর Passport Size Photo ।
  • আবেদনকারীর Signature ।

Delhi Police Constable Driver Recruitment 2022 Selection Process:- 

Delhi Police Constable Driver Recruitment 2022 মূলত 5 টি পর্যায়ে সম্পন্ন করা হবে, যথা:-

  • Written Exam (CBT Mode)
  • Physical Endurance & Measurement Test (PE&MT)
  • Driving  Test
  • Documents Verification
  • Medical Examination

Delhi Police Constable Driver Recruitment 2022 Exam Pattern:- 

  •  Duration:- পরীক্ষার সময় পাবে মোট 90 Minutes ।
  • Mode:- Online CBT Mode এ গ্রহণ করা হবে Written Exam ।
  • Language:- Hindi এবং English উভয় ভাষাতেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
  • Marking Scheme:- প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরে দপরীক্ষার্থীরা পাবে 1 নম্বর।
  • Negative Marking:- Negative Marking নেই।
Subject Questions Marks 
General Awareness/ GK 20 20
General Intelligence/ Reasoning 20 20
Numerical Ability/ Maths 10 10
Road Sense, Vehicle Maintenance, Traffic Rules/ Signals, Vehicle & Environmental Pollution i.e Petrol and Diesel Vehicle, CNG Operated Vehicle, Noise Pollution, ইত্যাদি 50 50
Total 100 100

Delhi Police Constable Driver Recruitment 2022 Physical Endurance Test:-

Age  Race (1600 Meter)  Long Jump  High Jump 
30 বছর বয়স পর্যন্ত 7 Minutes 12.5 Feet 3.5 Feet
30 থেকে 40 এর মধ্যে 8 Minutes 11.5 Feet 3.25 Feet
40 বছর এর উপর 9 Minutes 10.5 Feet 3 Feet

Delhi Police Constable Driver Recruitment 2022 Physical Measurement Test:-

  • আবেদনকারীর উচ্চতা হতে হবে অন্ততপক্ষে 170 CM (ST/পার্বত্য অঞ্চলের বাসিন্দা/ Retired এবং মারা যাওয়া Delhi Police Personnel/ MTS /Compassionate আবেদনকারীদের উচ্চতা 165 CM হলেই চলবে।
  • আবেদনকারীর Chest হতে হবে ন্যূনতম 81 CM এবং বুক ফুলিয়ে হতে হবে 85 CM। (ST/পার্বত্য অঞ্চলের বাসিন্দা/ Retired এবং মারা যাওয়া Delhi Police Personnel/ MTS /Compassionate আবেদনকারীদের বুক 5 CM কম হলেই চলবে।

Delhi Police Constable Driver Recruitment 2022 Driving Skill Test:-

Marks;- Driving Skill Test এর জন্য থাকবে 150 নম্বর। Driving Test এর সম্বন্ধে বিস্তারিত আপনারা নিম্নে প্রদান করা চার্ট থেকে জানতে পারবেন।

Test  Total Marks Qualifying Marks 
Driving (Light Motor Vehicle)

 

(a) Driving (Forward)- 20 Marks

(b) Driving (Backward)- 20 Marks

(c) Parking- 10 Marks

50 25
Driving (Heavy Motor Vehicle)

 

(a) Driving (Forward)- 20 Marks

(b) Driving (Backward)- 20 Marks

(c) Parking- 10 Marks

50 25
Knowledge of Traffic Signs/ Road Sense/ Basic Driving Rules like Lane Driving, Overtaking Procedure, Road Map Reading, Assessment of Shortest Possible Route ইত্যাদি 25 12.5
Knowledge of Maintenance of Vehicle i.e tire pressure, battery water level, quantity & grade of oils to be used, coolant, the tension of belts/ hose pipes ইত্যাদি 25 12.5

Delhi Police Constable Driver Recruitment 2022 Admit Card:- 

Delhi Police Constable Driver Recruitment এর Admit Card SSC এর Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Official Website থেকে।

Delhi Police Constable Driver Recruitment 2022 Result:-

উভয় Exam এর Result Online এ ঘোষণা করা হবে। PDF আকারে পরীক্ষার্থীরা তাদের Result Download করতে পারবে Official Website থেকেই। পরীক্ষার্থীদের Result সহ Score Card Download করার জন্য Log In করতে হবে এবং সঙ্গে Roll Number, Registration Number, DOB,Captcha Code প্রদান করতে হবে।

Delhi Police Constable Driver Recruitment 2022 Important Links:-

Delhi Police Constable Driver Recruitment 2022 Official Notification Download Link Click Here
Apply Now Click Here
Google News Follow Us 

FAQ:-

1. Delhi Police Constable Driver Recruitment 2022 Notification কবে Release হয়েছে?

ANS:- 08/07/2022

2. Delhi Police Constable Driver Recruitment 2022 Salary কী?

ANS:-  21,700 থেকে 69,100 এর মধ্যে।

3. Delhi Police Constable Driver Recruitment 2022 Online Application কোন Website থেকে করা যাবে?
4. Delhi Police Head Constable Driver Recruitment 2022 আবেদনের Last Date কী?

ANS:- 29/07/2022

5. Delhi Police Head Constable Driver Recruitment  2022 Notification Download করা যাবে কেমন করে?

ANS:- Download Section থেকে।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *