Kolkata Municipal Corporation এ একসঙ্গে প্রচুর Health Worker নিয়োগ | KMC HHW Recruitment 2022 Last Date, Eligibility, Vacancy more !

বর্তমানে রাজ্য সরকার কর্তৃক বছরে যতগুলো Vacancy আনা হয় তার মধ্যে অনেকটাই আনা হয় Health Department তথা WBHRB বা West Bengal Health Recruitment Board । সম্প্রতি এই সংস্থা KMC এর পক্ষ Honorary Health Worker পদের জন্য Recruitment প্রকাশ করেছে । জেলাবাসীর সকল চাকরি প্রার্থীর কাছে এই Recruitment টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেল পড়ে নিন।

KMC HHW Recruitment 2022 Overview:-

Recruiting Organisation Kolkata Municipal Corporation
Post Name Honorary Health Worker
Vacancies  127
Salary  4500+
Job Location Kolkata 
Last Date  15/09/2022
Mode of Application  Offline 
Official Website https://www.kmcgov.in/ 

KMC HHW Recruitment 2022 Important Dates:-

KMC HHW Recruitment 2022 Application Starting  30/08/2022
KMC HHW Recruitment 2022 Application Closing  15/09/2022

KMC HHW Recruitment 2022 Vacancy সংখ্যা:-

এই Recruitment এর মাধ্যমে 127 জন কর্মী নিয়োগ করা হবে Honorary Health Worker পদে। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।

KMC HHW Recruitment 2022 Eligibility:-

Educational Qualification:-

  • উদ্বিগ্ন গ্রামের স্থায়ী বাসিন্দা যেখানে প্রার্থী আবেদন করেছিলেন তাকে সেখানে নিয়োগ করা হবে ।
  • স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম Madhyamik পাশ হতে হবে।

KMC HHW Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

আবেদনকারীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে হবে যথাক্রমে 40 ও 22 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।

KMC HHW Recruitment 2022 Salary:-

মাসিক বেতন হতে পারে 4500 সহ অন্যান্য ভাতা পাবেন ।

KMC HHW Recruitment 2022 Application Fees:-

Not Applicable

KMC HHW Recruitment 2022 Application Process:-

  • HHW Recruitment এর জন্য আপনাকে Offline এ আবেদন করতে হবে।
  • সর্বপ্রথম Download সেকশন এ প্রদান করা Application Form টি Download করুন।
  • এইবার Form টির Print Out কপি বের করুন।
  • খুব ভালোভাবে সমস্ত তথ্য প্রদান করুন এবং সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি অ্যাটাচ করে BDO অফিসে জমা দিন 15/09/2022 এর মধ্যে।

To the Municipal Commissioner, Kolkata Municipal Corporation, 5, S. N. Benarjee Road, Kolkata – 700013

KMC HHW Recruitment 2022 এ আবেদনের জন্য Important Documents:-

  • আবেদনকারীর বয়সের প্রমাণপত্র। (Birth Certificate/Madhyamik Admit Card)
  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • আপনি যেই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা তার প্রমান পত্র (Voter Card/Ration Card)
  • আবেদনকারীর স্বাক্ষর করা সাম্প্রতিক সময়ে তোলা দুই কপি Passport Size Photo ।
  • আবেদনকারী যে বিধবা/বিবাহিত তার প্রমাণপত্র । বিবাহিতদের ক্ষেত্রে স্বামীর পরিচয় পত্র  যেমন- Marriage Certificate, Voter Card, Aadhar Card, Ration Card ইত্যাদি। বিধবা আবেদনকারীদের ক্ষেত্রে স্বামীর Death Certificate ও  আবেদনকারী Divorce প্রাপ্ত হয়ে থাকলে তার প্রমান পত্র।
  • আবেদনকারী যে কোন গোষ্ঠীর সদস্য তার প্রমাণ পত্র।

KMC HHW Recruitment 2022 Selection Process:-

Merit List Releasing এবং Personal Interview এর মাধ্যমে সম্পূর্ণ হবে KMC HHW Recruitment এর Selection।

KMC HHW Recruitment 2022 Important Link:-

KMC HHW Recruitment 2022 Official Notification Download Link  Click Here
Apply Now Click Here
Official Website  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:- 

1. KMC HHW Recruitment 2022 Notification কবে Release হয়েছে?

ANS:- 30/08/2022

2.  KMC HHW  Recruitment 2022 Online Application কোন Website থেকে করা যাবে?

ANS:- https://www.kmcgov.in/

3.  KMC HHW Recruitment 2022 আবেদনের Last Date কী?

ANS:- 15/09/2022

4.  KMC HHW Recruitment 2022 Fresh Application Starting Date কী?

ANS:- 30/08/2022

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *