মুখ্যমন্ত্রীর অনুরোধে শ্রীমতি মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গ সরকার, ভবানীপুরে কলকাতা পুলিশ হাসপাতাল ভবনের মধ্যে একটি 300 শয্যার কোভিড চিকিত্সা এবং সুবিধা স্থাপন সম্প্রতি এই প্রতিষ্ঠানে Case Worker, Center Administrator পদে নিয়োগ এর জন্য Official Notice জারি করা হয়েছে, এই সমন্ধে বিস্তারিত তথ্য রইলো এই প্রতিবেদনে।
Center Administrator:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে Post Graduation বা এর সমতুল্য Degree পাস করতে হবে।Computer চালাতে দক্ষ হতে হবে এবং Social work/ Women Issue তে অন্তত পক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Case Worker:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে Graduation পাস করতে হবে।Computer চালাতে দক্ষ হতে হবে এবং Social work/ Women Issue তে অন্তত পক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Kolkata Police Hospital Recruitment 2023 তে আবেদনের জন্য Age Limit:-
Kolkata Police Hospital Recruitment এর Application Process টি সম্পূর্ণ রুপে Offline এর মাধ্যমে সম্ভব। নিম্নে Step by Step Application Process সম্পর্কে আলোচনা করা হল।
Download Section থেকে Application Form টি Download করুন।
A4 Size Page এ Print Out বের করুন।
প্রয়োজন অনুজায়ি Application Form টি পূরণ করুন।
প্রয়োজনীয় Document গুলি Attach করুন।
একবার দেখে নিন সমস্ত কিছু ঠিক আছে কি না ।
যদি ঠিক থাকে তাহলে পাঠিয়ে দিন দিন নিম্নে প্রদান করা ঠিকানায়।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
Subhajyoti Karmakar
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।