Kolkata Police SI Recruitment 2023: একবারে শতাধিক কর্মী নিয়োগ জানুন বিস্তারিত!

বহুল পরীক্ষিত Kolkata  SI (Sub Inspector) Recruitment আজকেই প্রকাশিত হয়ে গেল । Corona সহ অন্যান্য বেশ কিছু সমস্যার কারনে দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়েছিল এই Recruitment । সময়ে সময়ে উঠে এসেছে এই Recruitment সংলগ্ন বিভিন্ন আপডেট ভ্রান্ত প্রমাণিত হয়েছে।Kolkata Police এ যোগদান আপনার যদি স্বপ্ন হয়ে থাকে অবশ্যই সম্পন্ন আর্টিকেলটি পড়ুন।প্রয়োজনে আমাদের জানান আপনাদের সমস্যা চেষ্টা করব আপনাদের সঙ্গে সমস্ত সমস্যা সমাধান করার । 

Kolkata Police SI Recruitment 2023 Overview:- 

Recruiting Organization  West Bengal Police 
Post Name  Sub Inspector 
Vacancy  169
Salary  32,100
Job Location  Kolkata 
Last Date  18/09/2023
Mode Of Application  Online 
Official Website  https://prb.wb.gov.in/ 

Kolkata Police SI Recruitment 2023 Important Dates:- 

Kolkata Police SI Recruitment 2023 Official Notification Releasing  25/08/2023
Kolkata Police SI Recruitment 2023 Online Application Starting  29/08/2023
Kolkata Police SI Recruitment 2023 Online Application Closing  18/09/2023
Online Correction Window Opening  21-27/09/2023
Admit Card Releasing   
Exam   

Kolkata Police SI Recruitment 2023 Vacancy সংখ্যা:- 

SL No.  Category Sub Inspector Vacancy  Sub Inspectress Vacancy  Total 
01 UR 68 05 75
02 SC 35 02 37
03 ST 09 01 10
04 OBC – A 16 01 17
05 OBC – B 11   11
06 EWS 17 01 19
Total 156 09 169

Kolkata Police SI Recruitment 2023 Eligibility:- 

Education Qualification:- 

আবেদনকারীকে যে কোনো Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাশ করতে হবে এবং বাংলা ভাষা ভাষা সম্পর্কে দক্ষ হতে হবে ।

Physical Standard:  

Category  Height  Weight Chest 
All Categories   167 cm  56kg  79 cms
Gorkhas, Garhwalies, Rajbanshis, and Scheduled Tribes 155cm  45kg  76cms 

Kolkata Police SI Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:- 

আবেদনকারীর সর্বোচ্চ এবং সর্বনিন্ন বয়স যথাক্রমে: 20 থেকে 27 । তবে Category অনুযায়ী আবেদনকারীরা বয়সের ছাড় পেতে পারেন।নিম্নে Age Limit সম্পর্কে চার্টের মাধ্যমে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

Category  Age Limit 
General  20 থেকে 27 
OBC   20 থেকে 30 
SC/ST  20 থেকে 33

Kolkata Police SI Recruitment 2023 Salary:- 

Officially পাওয়া তথ্য অনুযায়ী Pay Level 10 অনুযায়ী Salary প্রদান করা হবে ।New ROPA 2019 অনুযায়ী Basic Pay হবে 32,100 টাকা এবং Gross Salary হবে 37,415 টাকা।এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা Official Notice টি Download করুন।

Kolkata Police SI Recruitment 2023 Application Fee:- 

প্রয়োজনীয় Application Fees আবেদনকারীদের Online মাধ্যম যেমন Credit Card, Debit Card,Net Banking এর মাধ্যমে প্রদান করতে হবে। 

Category  Application Fee in INR 
UR/OBC/EWS 270 
SC/ST  20 

Kolkata Police SI Recruitment 2023 Application Process:- 

পাওয়া তথ্য অনুযায়ী এই Recruitment টি West Bengal Police Recruitment Board এর মাধ্যমে গ্রহণ করা হবে। তাই আপনারা WBP এর Official Website থেকেই আবেদন করতে পারবেন Kolkata Police SI Recruitment 2023 এর জন্য।

Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের জানিয়ে রাখি WBPRB এর পক্ষ থেকে Application এর জন্য Sahaj Mitra Kendra এর মাধ্যমে Submission এর ক্ষেত্রে গুরুত্ব প্রদান করেছে। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার নিকটস্থ সহজ তথ্য মিত্র কেন্দ্র থেকে Application এর । আপনার নিকটস্থ  Sahaj Mitra Kendra সম্বন্ধে জানার জন্য আর্টিকেলে নিচের দিকে থাকা Download Section থেকে Download করুন।

  • সর্বপ্রথম ভিজিট করুন West Bengal Police Recruitment Board এর Official Website।
  • Homepage এর উপরে কোণের দিকে থাকা Recruitment অপশনে ক্লিক করুন।
  • আপনার সামনে চলে আসবে Recruitment to the posts of  Kolkata Police SI – Recruitment 2023 অপশনটি এর পাশে থাকা Get Details লিংকে ক্লিক করুন।
  • আবেদন করার পূর্বে প্রয়োজনীয় সমস্ত তথ্য জেনে নিন এবং ক্লিক করুন উপরে থাকা Application লিংকে। (Fresh Application Direct Link আপনারা পেয়ে যাবেন আর্টিকেল এর নিচের দিকে থাকা Download Section এ )।
  • প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্য প্রদান করে Application Form টি পূরণ করুন।
  • আপনার Passport Size Color Photo ও Signature JPG ফরমেটে আপলোড করুন।
  • একবার মিলিয়ে নেন শব্দোত্তর ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে Submit বাটনে ক্লিক করুন। 
  • Online এ আপনার সুবিধামতো মাধ্যমে Application Fees প্রদান করুন।
  • প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।

Kolkata Police SI Recruitment 2023 Selection Process:- 

ছয়টি পর্যায়ে সম্পন্ন হবে Kolkata Police SI Recruitment এর Selection Process টি।

  1. Preliminary Exam, 2) Physical Measurement Test, 3) Physical Efficiency Test, 4) Main/Final Exam, 5) Personality Test, 6) Medical Examination

Kolkata Police SI Recruitment 2023 Official Notification Download Link  Click Here 
Apply Now  Click Here 
Official Website Click Here 
Google News  Follow Us 
Join Us On Telegram  Click Here 

FAQ:-

1. Kolkata Police SI Recruitment 2023 এর Official Website কোনটি?
ANS:-https://prb.wb.gov.in/
2. Kolkata Police SI Recruitment 2023 এর Vacancy সংখ্যা কত?
ANS:- 169
3. Kolkata Police SI Recruitment 2023 এর Salary কত?
ANS:- 37,415 টাকা
4. Kolkata Police SI Recruitment 2023 এর Last Date কবে?
ANS:-18/09/2023

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823