One Nation One Ration Card Scheme কী? কি কি সুবিধা পাবেন এবং উদ্দেশ্যই বা কি এক জাতি এক রেশন কার্ড প্রকল্প সূচনার?

ভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রক 2019 সালে একটি পাইলট ভিত্তিতে চারটি রাজ্যে One Nation & One Ration Card Scheme শিরোনামে একটি পাইলট স্কিম চালু করেছে।অধিবাসী শ্রমিকদের খাদ্য নিরাপত্তার বিষয়ে 12টি রাজ্য 1লা জানুয়ারী 2020-এ যুক্ত করা হয়েছিল  One Nation & One Ration Card। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল যে NFSA-এর অধীনে প্রায় 86% সুবিধাভোগীকে One Nation & One Ration Card পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এই সম্বন্ধে অন্যান্য প্রয়োজনীয় তথ্য রইল এই প্রতিবেদনে। 

এক জাতি এক রেশন কার্ড প্রকল্প কী?(What is One Nation One Ration Card Scheme?)

One Nation & One Ration Card একটি জাতীয় রেশন কার্ড অধিবাসী কর্মীদের এবং তাদের পরিবারকে সারাদেশে যে কোনো ন্যায্য মূল্যের দোকান থেকে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) সুবিধাগুলি অ্যাক্সেস করতে সক্ষম করবে৷

কেন্দ্র জানিয়েছে যে আসাম ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ’ (ONORC) প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে এর প্যান-ইন্ডিয়া রোল আউট এখন সম্পূর্ণ হয়েছে। সমস্ত 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, এখন কেন্দ্রীয় সরকারের উচ্চাভিলাষী কর্মসূচির আওতায় রয়েছে, যা সারা দেশে খাদ্য নিরাপত্তাকে বহনযোগ্য করে তুলেছে। 40,000 কোটি টাকার ভর্তুকিযুক্ত খাদ্যশস্য বহনযোগ্যতার মাধ্যমে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

এক জাতি এক রেশন কার্ড প্রকল্পের উদ্দেশ্য কী?(Objective of One Nation One Ration Card Scheme):- 

  • 2021 সালের মার্চের মধ্যে সমস্ত ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই প্রকল্পে একীভূত করা।
  • বিদ্যমান রেশন কার্ডগুলিকে এক দেশ এক রেশন কার্ড হিসাবে পরিণত করা হবে।
  • এটি একটি সর্বজনীন রেশন কার্ড হবে যা NFSA-এর অধীনে নিবন্ধিত প্রতিটি সুবিধাভোগীকে বরাদ্দ করা হবে।
  • ONORC ব্যবহার করে, একজন সুবিধাভোগী যিনি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হন, সেই সুবিধাভোগীর উৎস নির্বিশেষে গন্তব্য শহরে অবস্থিত ন্যায্যমূল্যের দোকান থেকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য কিনতে পারেন।
  • ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল (EPoS) ডিভাইসে বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে সুবিধাভোগীদের চিহ্নিত করা হবে। 
  • প্রতিটি ন্যায্যমূল্যের দোকানে এসব ডিভাইস বসানো হবে যার মাধ্যমে এই পদ্ধতি আরো ট্রান্সপারেন্ট হবে ।

এক জাতি এক রেশন কার্ড প্রকল্প এর সুবিধা কী? (Benefits of One Nation One Ration Card Scheme):- 

  • যারা ONORC-এর চৌকস তারা দেশের যে কোনো ন্যায্যমূল্যের দোকান থেকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাবেন, যা দেশের বিভিন্ন অংশে অবস্থানরত অধিবাসীদের ব্যাপকভাবে উপকৃত  করবে।
  • ONORC-এর মাধ্যমে, একটি রাজ্যের সমস্ত সুবিধাভোগী অন্য রাজ্যে যেখানে রেশন কার্ড ইস্যু করা হয়েছিল একই ন্যায্য রেশন পেতে পারেন।
  • কোনো ফাউল প্লের ক্ষেত্রে, একজন সুবিধাভোগী প্রায় সঙ্গে সঙ্গেই একটি বিকল্প FPS-এ স্যুইচ করতে পারেন।
  • এই স্কিমটি মহিলাদের এবং সমাজের অন্যান্য দরিদ্র শ্রেণীর জন্য উপকৃত হবে কারণ সামাজিক পরিচয় PDS অ্যাক্সেস করার ক্ষেত্রে একটি শক্তিশালী ফ্যাক্টর হবে।
  • পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সমন্বিত ব্যবস্থাপনা (IM-PDS) পোর্টাল – এটি রেশন কার্ড বহনযোগ্যতার জন্য প্রযুক্তিগত প্ল্যাটফর্ম প্রদান করবে।
  • 65 কোটি উপকারভোগী ONRC প্রকল্পের মাধ্যমে সরাসরি সুবিধা পাবে।
  • NFSA-এর অধীনে নিবন্ধিত 80 শতাংশ সুবিধাভোগীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
  • 25টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই প্রকল্পে একীভূত করা হয়েছে।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823