আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করবেন কিভাবে? | PAN Card Aadhar Card Link in Bengali

আয়কর আইনের ধারা 139AA বিধান করে যে প্রত্যেক ব্যক্তি যারা 1লা জুলাই, 2017 তারিখের আগে  PAN Card বানিয়েছেন এবং পরে আধার কার্ড পেয়েছেন, তারা নির্ধারিত ফর্মে Aadhaar Card এর সাথে Pan Card linkকরাতে হবে । নিয়মঅনুযায়ী এই ধরনের ব্যক্তিদের নির্ধারিত তারিখের আগে বাধ্যতামূলকভাবে তাদের আধার এবং প্যান লিঙ্ক করতে হবে (ফি প্রদান ছাড়াই 31.03.2022 এবং নির্ধারিত ফি প্রদানের সাথে 31.03.2023)।

কিভাবে চেক করবেন আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক আছে কি না ?

আপনার Aadhaar Card and Pan Card link আছে কি না তা জানার জন্য নিম্নলিখিত পদ্ধতিটি ফলো করুন –

  • প্রথমে eFiling লিখে google এ সার্চ করুন ।
  • তারপর, দ্বিতীয় অপশন “Income Tax” এ ক্লিক করুন ।
  • তারপর, আবার সেখানে থাকা “Link Aadhaar Status” অপশনে ক্লিক করুন ।
  • তারপরের অপশনে “Pan” এর জায়গায় আপনার Pan Card নাম্বার এবং “Aadhaar Card Number” এর জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে “Validate” অপশনে ক্লিক করুন ।
  • যদি আপনার Aadhaar and Pan Card link থাকে তাহলে “Your PAN FQXXXXXX5N is already linked to given Aadhaar 47XXXXXXXX38” এইরকম লেখা থাকবে । আর যদি আপনার Aadhaar and Pan Card link করা না থাকে তাহলে “Your PAN Not linked to given Aadhaar এইরকম লেখা থাকবে ।

অথবা নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার Aadhaar Card and Pan Card link আছে কি না তা চেক করে নিনঃ

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823