Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF Scholarship 2022 Last Date, Eligibility, Selection more in Bengali!

PM Scholarship in Bengali | Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF Scholarship | PMSS Scholarship in Bengali | NSP Scholarship in Bengali

আমরা পূর্বে ভারত সরকার প্রদত্ত Defence Sector এ যুক্ত পরিবার এর ও সমাজের পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য শুরু করা Scholarship এর সম্বন্ধে জেনেছি। আজ আমরা আলোচনা করতে চলেছি রেল বিভাগের পুলিশ এর কর্মীদের পরিবারের জন্য নিয়ে আসা এক বিশেষ স্কলারশিপ এর সম্বন্ধে। আজকে আর্টিকেলে মাধ্যমে আপনারা জানতে পারবেন Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF Scholarship এর সম্বন্ধে বিস্তারিত তথ্য।

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 Scholarship কী ?

ভারতের রেল বিভাগের পুলিশদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যাত্রী রক্ষার্থে বা রেলের সম্পত্তি রক্ষার্থে কিংবা কোন উগ্রপন্থীদের হামলায় পুলিশকর্মীরা নিহত হন। অনেক সময় ট্রেন এক্সিডেন্ট করলে পুলিশকর্মীরা নিহত হন। ফলে সেই পুলিশ কর্মীদের পরিবারগুলি চরম আর্থিক অভাবের সম্মুখীন হয়। এমন অবস্থাতে সেই পুলিশকর্মীদের স্ত্রী এবং সন্তানেরা যাতে উচ্চমানের কোন পেশাদারী শিক্ষা বা কারিগরি শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে কর্ম জীবনের পথ সুগম করে তার জন্য এই Scholarship  মাধ্যমে অর্থ সাহায্য করা হয়।

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF Scholarship 2022 প্রদানের উদ্দেশ্য কি ?

একজন RPF/RPSF কর্মী মারা গেলে শুধু পুলিশ বিভাগে নয় সেই কর্মীদের পরিবারেও একটা অপূরণীয় ক্ষতি হয়ে যায়। পরিবারে আর্থিক অভাব-অনটন দেখা দেয়। এরকম পরিবারের সন্তানেরা যাতে একটি ভালো পেশাদারী শিক্ষা গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য অর্থ সাহায্য করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF Scholarship 2022 Important Date:

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF Scholarship 2022 Online Application Starting  31/10/2022
Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF Scholarship 2022 Online Application Closing 15/11/2022

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

যে সমস্ত RPF/RPSF কর্মীরা তাদের কর্মজীবনে মারা গেছেন অথবা আহত হয়েছেন কিংবা বর্তমানে ওই সমস্ত বিভাগে সার্ভিস দিয়ে চলেছেন সেই সমস্ত কর্মীদের স্ত্রী এবং সন্তানেরা বিভিন্ন ধরনের প্রফেশনাল কিংবা টেকনিক্যাল কোর্সে শিক্ষা গ্রহণের সময় এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 এর Scholarship Amount :-

  • এই Scholarship এর  মাধ্যমে মহিলা শিক্ষার্থীদের প্রতি মাসে 2250 টাকা করে দেওয়া হয়।
  • পুরুষ শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে 2000 টাকা বরাদ্দ রয়েছে।

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 এর Eligibility :-

RPF/RPSF কর্মীর পরিবারের যেসমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক কিংবা Graduation কিংবা কোন ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে BE, B.Tech, BDS, MBBS, BEd, BBS, Engineering, Medicine, Dental, Veterinary, BBA, BCA, BPharm, BSc (Nursing, Agriculture, etc), MBA, MCA, প্রভৃতি প্রফেশনাল এবং টেকনিকাল কোর্সে ভর্তি হবে তারা সকলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। উল্লেখ্য যে ছাত্র-ছাত্রীদেরকে তাদের বিগত পরীক্ষায় 60 % নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 এর Selection Process :-

  • Catogory I : RPF/RPSF বিভাগীয় কর্মীরা যারা রেল সম্পত্তি বা রেলযাত্রীদের রক্ষা করতে কোন মাওবাদী হামলা বা অন্য কোনো দুর্ঘটনায় মারা গেছেন; অথবা যারা ইলেকশন ডিউটিতে গেছেন সেই সমস্ত পরিবারের স্ত্রী এবং সন্তানেরা,
  • Category II : যে সমস্ত RPF/RPSF কর্মীরা তারা কর্মজীবনে মারা গেছেন তার স্ত্রী এবং সন্তান-সন্ততি
  • Category III : অবসরপ্রাপ্ত RPF/RPSF কর্মীদের সন্তান সন্ততি,
  • Category IV : কর্মরত RPF/RPSF কর্মীদের স্ত্রী,

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 এর Distribution Process :-

এই Scholarship  প্রদানের জন্য প্রত্যেক বছর নতুন করে 150 জন শিক্ষার্থী নির্বাচন করা হয়। এরমধ্যে 75 টি স্থান ছেলেদের জন্য এবং 75 টি স্থান মেয়েদের জন্য রয়েছে। তবে কোন বিভাগে যোগ্য প্রার্থীদের সংখ্যা কম হলে অন্য বিভাগ থেকে প্রার্থী নেওয়া হয়।

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 এ আবেদনের জন্য Important Documents :-

  • সার্ভিস সার্টিফিকেট (4 ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য জরুরী)
  • উচ্চমাধ্যমিক বা গ্রাজুয়েশন বা ডিপ্লোমা কোর্স এর মার্কশিট এবং সার্টিফিকেট,PPO অথবা ডিসচার্জ সার্টিফিকেট, (1,  2 এবং 3 ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য জরুরী)।

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 এর Application Process :-

  • National Scholarship Portal এর অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্কটিতে scholarships.gov.in  ক্লিক করতে হবে।
  • এরপরে Terms and Conditions গুলি একসেপ্ট করে নিয়ে “Continue” বাটনে ক্লিক করতে হবে।
  • পরের পেজটিতে একটি ফর্ম আসবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য গুলি যেমন বাসস্থানের অবস্থা, স্কলারশিপ এর প্রকৃতি Scholarship স্কিমের বিভিন্ন প্রকারভেদ, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, ইমেইল আইডি ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে সঠিক জায়গায় পূরণ করে ফরমটি সম্পন্ন করতে হবে।
  • এরপরে ব্যাংক সংক্রান্ত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের শাখার নাম, IFSC কোড ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • ফরমটি পূরণ করা হয়ে গেলে “REGISTER” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপরে প্রার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড তাদের মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে পোর্টালে লগইন করতে হবে।
  • মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য একটি OTP আসবে। OTP টি সঠিকভাবে পূরণ করে লগইন করতে হবে।
  • এরপরে প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, বিদ্যালয় সংক্রান্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করতে হবে।

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 এর Renewal Process :-

  • Scholarship টি Renew করার জন্য উপরিউক্ত ওয়েবসাইটের লিঙ্কটিতে লিংকটিতে ক্লিক করতে হবে।
  • হোম পেজের উপরের দিকে থাকা ‘Log in’ অপশনটিতে ক্লিক করতে হবে। ছাত্র-ছাত্রীরা যেই শিক্ষাবর্ষে রিনিউ করতে চায় সেই বর্ষটি Select করতে হবে।
  • এরপরে ছাত্র-ছাত্রীদের নিজের নিজের Application ID এবং Password দিয়ে লগইন করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় সমস্ত Documents গুলো আপলোড করতে হবে।

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 এর (Duration) টাকা কখন  এবং কোন  সময়ের জন্য দেওয়া হয় :- 

বিভিন্ন কোর্সের ওপর ভিত্তি করে এই Scholarship এর  মেয়াদ রয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা গুলি অর্জন করলে Course শেষ করা পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই Scholarship পাবে। তবে একজন শিক্ষার্থীকে সর্বাধিক 5 বছর পর্যন্ত এই Scholarship দেওয়া হয়।

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 এ আবেদনের জন্য Bank Account Details সম্বন্ধিত :-

  • ছাত্র-ছাত্রীদের নিজেদের নামে একটি একটিভ ব্যাংক একাউন্ট থাকতে হবে।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আঁধার কার্ড সংযুক্ত থাকতে হবে।
  • ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্ট এমন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হতে হবে যেখানে Electronic Clearing System (ECS) বা Core Banking এর সুবিধা রয়েছে।
  • ছোটখাট অ্যাকাউন্টের ক্ষেত্রে, এটিকে প্রধান অ্যাকাউন্টে রূপান্তরিত করা উচিত।

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 Important Link : 

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF 2022 Official Notification Download Link  Click Here 
Apply Now  Click Here 
Google News Follow Us 
Join Us Telegram  Click Here

FAQ:-

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF Scholarship 2022 Last Date কবে?

ANS:– 15/11/2022

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF Scholarship 2022 এর Official Website কোনটি?

ANS:– https://scholarships.gov.in/  

Prime Minister’s Scholarship Scheme For RPF/RPSF Scholarship 2022 এর Online Application Starting Date কি?

ANS:– 31/10/2022

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *