রিলায়েন্স এখন আপনাকে দেবে পড়াশোনার জন্য ৬ লাখ টাকা পর্যন্ত | Reliance Foundation Scholarship 2023 Direct Link, Eligibility, Scholarship Amount more!

Reliance Foundation হলো Reliance Industries Ltd. এর অন্যতম একটি শাখা যেখানে জনহিতকর বিভিন্ন প্রকল্পের রুপায়ন এবং তার বাস্তবায়ন করা হয়। এই বেসরকারি সংস্থা টি সমাজের সকল প্রকার মানুষের উন্নতির জন্য কাজ করে চলেছে এবং সমস্ত ভারত বর্ষ জুড়ে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে নিজেদের স্থায়ী প্রভাব তৈরি করেছে।অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর অন্তর্গত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য Reliance Group বেশকিছু Scholarship প্রদান করা শুরু করেছে , এই Scholarship গুলির মধ্যে অন্যতম Reliance Foundation Scholarship। যদি আপনি উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে থাকেন , তাহলে আজকের আর্টিকেলটি পড়ুন আশা করি আপনাদের অনেকটাই সাহায্য হবে।

Reliance Foundation Scholarship কী ?

ভারতীয় ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনের আর্থিক সহায়তা প্রদান করতে Reliance Foundation অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। যেসমস্ত ছাত্রছাত্রীরা Undergraduate  কিংবা Postgraduate Degree তে Artificial Intelligence , Computer Sciences, Mathematics & Computing and, Electrical and/or Electronics Engineering ইত্যাদি বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্য বার্ষিক বৃত্তির ব্যবস্থা করেছে এই Reliance Foundation। Postgraduate  Degree এর  ছাত্র-ছাত্রীদের জন্য সর্বাধিক 6 Lakh টাকা এবং  Undergraduate Degree এর  ছাত্র-ছাত্রীদের জন্য সর্বাধিক 4 Lakh  টাকা Scholarship  প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে।

Reliance Foundation Scholarship 2023 প্রদানের উদ্দেশ্য কী?

এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো উচ্চশিক্ষা গ্রহণে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করা এবং দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সাহায্য প্রদান করা। দরিদ্র-মেধাবী ছাত্র-ছাত্রীরা এই Scholarship এর মাধ্যমে আর্থিক সহায়তা গ্রহণ করে উচ্চশিক্ষা বা বিভিন্ন কারিগরি শিক্ষা অর্জন করবে এবং ভবিষ্যৎ জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে ।

Reliance Foundation Scholarship 2023 এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

যে সমস্ত শিক্ষার্থীরা ভারতবর্ষের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর Degree তে Artificial Intelligence, Computer Sciences, Mathematics & Computing and, Electrical and/or Electronics Engineering. ইত্যাদি বিষয়ে উচ্চশিক্ষা অর্জনের আগ্রহী তারা নিজেদের শিক্ষাগত খরচ চালানোর ক্ষেত্রে এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।

Reliance Foundation Scholarship 2023 এর Important Dates :-

Reliance Foundation Scholarship Application Starting Date   
Reliance Foundation Scholarship Application Closing Date  14/02/2023 

Reliance Foundation Scholarship 2023 Selection Process:-

  • প্রথমে আবেদন পত্র গুলী প্রাথমিকভাবে একবার Screening করা হবে।
  • এরপরে প্রার্থীদের ধারা প্রদান করা ডকুমেন্টগুলি ভালভাবে যাচাই করা হবে এবং সুপারিশপত্র গুলি বিবেচনা করা হবে।
  • পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে একটি Virtual Interview নেওয়া হবে।

Reliance Foundation Scholarship 2023 Distribution Process:-

Scholarship এর  জন্য নির্বাচিত প্রার্থীদের সরাসরি তাদের Bank Account  এ Scholarship এর টাকা গুলি প্রদান করা হবে। প্রত্যেক বছর  Undergraduate Degree এর ক্ষেত্রে প্রায় 60 জন শিক্ষার্থী এবং  Postgraduate Degree এর প্রায় 40 জন শিক্ষার্থীকে এই প্রকল্পের জন্য নির্বাচন করা হয়। বহু শিক্ষার্থী এই প্রকল্পের সুবিধা গুলি গ্রহণ করে নিজেদের ভবিষ্যত জীবনে সাফল্য অর্জন করেছে।

তহবিলের 80% প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতে অগ্রিম মঞ্জুর করা হবে, টিউশন এবং সরাসরি একাডেমিক খরচের জন্য ব্যবহার করার জন্য। বাকি 20% তহবিল কনফারেন্স সংক্রান্ত খরচ সহ পরোক্ষ একাডেমিক এবং ব্যক্তিগত উন্নয়ন ব্যয় সহ পেশাদার বিকাশে সহায়তা করার অনুরোধের ভিত্তিতে মঞ্জুর করা হবে।

Reliance Foundation Scholarship 2023 Scholarship Amount  :-

  • Undergraduate Degree এর ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ Course  এর সময় কালে সর্বামোট 4 Lakh  টাকা পর্যন্ত Scholarship প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে।
  • Postgraduate Degree  এর ছাত্র-ছাত্রীদের জন্য  Degree এর সম্পূর্ণ সময়ে মোট 6 Lakh টাকা Scholarship প্রদান করা হয়।

Reliance Foundation Scholarship 2023 Eligibility:-

  • এই Scholarship শুধুমাত্র ভারতবর্ষে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের জন্য।
  • শিক্ষার্থীদের নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে যেকোনো একটি বিষয়ে সম্পূর্ণ সময়ের জন্য Undergraduate  Degree তে ভর্তি হতে হবে 1) Artificial Intelligence, 2)Computer Sciences ,3) Mathematics & Computing and Electrical and/or Electronics Engineering
  •  Undergraduate Degree এর ছাত্রীদের ক্ষেত্রে – JEE Main (Paper 1) পরীক্ষায় 1 থেকে 35 হাজারের মধ্যে যেকোনো একটি অর্জন করতে হবে।
  • Postgraduate Degree  এর  ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে – GATE Entrance পরীক্ষায় 550-1,000 নম্বর অর্জন করতে হবে। যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দেয়নি তারা Undergraduate Degree এর CGPA-তে 7.5 নম্বর অর্জন করেছে তারাও এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
  • আর্থিক ভাবে পিছিয়ে পরা মেধাবী ছাত্র-ছাত্রীদের এই Scholarship এর জন্য প্রাধান্য দেওয়া হবে।

Reliance Foundation Scholarship 2023 Application Process :-

  • যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন https://www.scholarships.reliancefoundation.org/
  • লিংকে ক্লিক করলে Reliance Foundation Scholarships এর হোমপেজটি ওপেন হবে,
  • এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship এর জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং  ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
  • Email/Mobile/Facebook/Gmail account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি  Register ID তৈরি করতে হবে এবং এই ID দিয়েScholarship এর জন্য Log In করতে হবে।
  • এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে পোর্টালে আপলোড করতে হবে।
  • ‘Terms and Conditions’  এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’  বাটনে ক্লিক করে সমস্ত ফরমটি একবার ভালো করে দেখে নিতে হবে।  সমস্ত Form টি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

Reliance Foundation Scholarship 2023 আবেদনের জন্য Important Documents:-

অনলাইনে আবেদন করার সময় যে সমস্ত Documents গুলি প্রয়োজন সেগুলি হল –

  • Madhyamik পরীক্ষার Mark Sheet ,
  • Higher Secondary পরীক্ষার Mark Sheet ,
  • সম্পূর্ণ বাসস্থানের ঠিকানা ,
  • Undergraduate Degree এর ছাত্র-ছাত্রীদের জন্য JEE Main Entrance পরীক্ষার Mark Sheet (যদি সম্ভব হয়) ,
  • Postgraduate Degree এর ছাত্র-ছাত্রীদের জন্য GATE Entrance পরীক্ষার Mark Sheet(যদি সম্ভব হয়) ,
  • Official Transcript অথবা Undergraduate Degree এর  Mark Sheet (Postgraduate Degree এর শিক্ষার্থীদের জন্য) ,
  • শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত একটি Identity Card ,
  • শিক্ষাপ্রতিষ্ঠান এ Admission এর Proof ,
  • আবেদনকারীর Passport Size Photo ,
  • উপযুক্ত কর্তৃপক্ষ থেকে গৃহীত দুটি সুপারিশ পত্র আর প্রথমটিতে শিক্ষার্থীর পড়াশোনা সংক্রান্ত বিষয় গুলি লেখা থাকবে এবং দ্বিতীয় টিতে শিক্ষার্থীর চারিত্রিক দোষ এবং গুন উল্লেখ থাকবে ,
  • শিক্ষার্থীরা যদি কোন Internship পেয়ে থাকে কিংবা কোন কাজের সঙ্গে যুক্ত থাকে তবে তার প্রমান পত্র ,
  • প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে সরকার স্বীকৃত একটি প্রতিবন্ধী সার্টিফিকেট ,
  • যে সমস্ত শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয়ের 10 Lakh  টাকা কিংবা তার কম তাদের ক্ষেত্রে Annual Income Certificate।

Reliance Foundation Scholarship 2023 Renewal:-

এই Scholarship টি এককালীন সময়ে প্রদেয় একটি । যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনের আগ্রহী কিন্তু পরিবারের অর্থাভাবের কারণে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছে না তাদের এককালীন সর্বাধিক 4 Lakh এবং  10 Lakh  টাকা পর্যন্ত Loan  প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এজন্য Renew করার কোন প্রয়োজন নেই।

Reliance Foundation Scholarship 2023 এর টাকা কখন (Duration) দেওয়া হয় ?

শিক্ষার্থীরা তাদের Degree Course এর যে বর্ষে এই Scholarship এর আবেদন করবে সেই বর্ষ থেকে শুরু করে Degree  শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক বছর শিক্ষার্থীরা এই Scholarship পাবে।

Reliance Foundation Scholarship 2023 Bank Account Details:-

এই Scholarship  পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Savings Bank Account থাকতে হবে এবং অবশ্যই Bank Account  টি Aadhar Card  এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

Reliance Foundation Scholarship 2023 Contact Details:-

Reliance Foundation Scholarship এর সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

FAQ:–

1. Reliance Foundation Scholarship 2023 আবেদনের Last Date কি?

ANS:- 14/02/2023 

2. Reliance Foundation Scholarship Contact Details কি?

ANS:-  Contact Section এ দেখুন।

3. Reliance Foundation Scholarship Application Form 2023 কোথায় পাবেন?

 ANS:-  Online এ official website এর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *