স্টেট ব্যাংক এ একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ | SBI CBO Recruitment 2022 Notification for 1422 Vacancies, Last Date, Eligibility, Salary, Selection more!

SBI ভারতবর্ষের সর্ব বৃহৎ Public Sector Bank। ভারতবর্ষের অর্থনীতিতে এই Bank অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেসব চাকরি প্রার্থীরা Banking Sector এ কাজ করতে চান তার মধ্যে সিংহভাগেরই ইচ্ছে থাকে SBI তে কাজ করার। প্রতিবছর মোটামুটি SBI এর পক্ষ থেকে Circle Based Officer CBO পদের জন্য Recruitment টি প্রকাশ করা হয়ে থাকে। আগের বছরের এই Recruitment এর মাধ্যমে নিয়োগ করা হয়েছিল হাজার এর ও বেশি Vacancy তে । তুমি যদি এই বছরের SBI CBO Recruitment 2022 এ আবেদন করতে চাও , অবশ্যই সম্পূর্ণ আর্টিকেল টি ভালোভাবে পড়ে নাও।

SBI CBO Recruitment 2022 Overview:-

Recruiting Organization State Bank of India
Post Name Circle Based Officer 
Vacancies 1422
Salary 36,000
Job Location All India
Last Date  07/11/2022
Mode of Application Online 
Official Website https://sbi.co.in/web/careers  

SBI CBO Recruitment 2022 Important Dates:-

SBI CBO Recruitment 2022 Official Notification Releasing  17/10/2022
SBI CBO Recruitment 2022 Online Application Starting  18/10/2022
SBI CBO Recruitment 2022 Online Application Closing  07/11/2022
Online Fee Payment Last Date  07/11/2022
Last Date for Editing the Application 07/11/2022
SBI CBO Call Letter Releasing  November 2022
SBI CBO 2022 Exam  04/12/2022
SBI CBO Result 2022 December 2022
SBI CBO Interview Call Letter  
SBI Circle-Based Officer Final Result  

SBI CBO Recruitment 2022 Vacancy সংখ্যা :-

এই Notification এর মাধ্যমে সর্বমোট 1422 টি  Vacancy তে Circle Based Officer পদের নিয়োগ করা হবে। Circle Based Officer পদের সম্পূর্ণ Vacancy এর মধ্যে 1400 টি Regular Vacancy ও বাকি 22 টি Backlog Vacancy। নিম্নে প্রদান করা দুইটি  চার্ট এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

SBI CBO Vacancy 2022 (Regular )
Circle State  SC ST OBC EWS UR Total 
North Eastern  Assam/ Arunachal Pradesh/Manipur/ Meghalaya/ Mizoram/ Nagaland/ Tripura  45 22 81 30 122 300
Bhubaneswar Odisha 26 13 47 17 72 175
Bhopal Madhya Pradesh/Chhattisgarh 26 13 47 17 72 175
Hyderabad Telangana 26 13 47 17 72 175
West Bengal West Bengal/ Sikkim/ A & N Islands 26 13 47 17 72 175
Maharashtra Maharashtra/ Goa 30  15 54 20 81 200
Jaipur Rajasthan 30 15 54 20 81 200
Total    158 107 272 110 453 1400 

SBI CBO Vacancy 2022 (Backlog )
Circle State  SC ST OBC Total 
Bhopal Madhya Pradesh/Chhattisgarh     08 08
Hyderabad Telangana   01   01
Maharashtra Maharashtra/Goa   12   12
Jaipur Rajasthan     01 01
Total     13 09 22

SBI CBO Recruitment 2022 Eligibility:-

Nationality:- 

আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি নেপাল ভুটান বাংলাদেশের কোন নাগরিকের কাছে Valid Certificate থেকে থাকে সে ও আবেদন করতে পারবে IBPS CBO 2022 এর জন্য।

Educational Qualification:-

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduation Degree পাস করতে হবে (BA,B.Com, B.Sc, B.Tech ইত্যাদি Degree অর্জন করলেই আবেদন করা যাবে।

Language Proficiency:- 

আবেদনকারী যেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের Bank এ কাজ করবে সেই অঞ্চলের স্থানীয় বা আঞ্চলিক ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

SBI PO Recruitment 2022 Experience:-

যে কোনও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অফিসার হিসাবে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

SBI PO Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

  • 01/01/2022 এর হিসাব অনুযায়ী বয়স 21 থেকে 30 এর মধ্যে হতে হবে।
  • আবেদনকারীর জন্ম 01/12/2000 এর আগে এবং 02/12/1991 এর পর হতে হবে , না হলে আবেদনকারী এই  Vacancy এর জন্য আবেদন করতে পারবে না।
  • সরকারের নিয়ম অনুসারে ST/SC আবেদনকারীরা 5 বছর, OBC আবেদনকারীরা 3 বছর ও PWD এর সঙ্গে পূর্বে উল্লেখিত Caste এর অন্তর্ভুক্ত হয়ে থাকলে 10 বছর এর ছাড় পাবেন। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।

Category  Age Relaxation 
ST/SC
OBC 3
PwBD 10
Ex Servicemen 05
PwBD+ SC/ ST 15
PwBD+ OBC 13

SBI CBO Recruitment 2022 Salary:-

সরকারী SBI CBO বিজ্ঞপ্তি 2022 অনুসারে, SBI CBO পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 36,000 টাকা দেওয়া হবে।এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।

SBI CBO Recruitment 2022 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category  Application Fees in INR 
UR/EWS/OBC 750
SC/ST/PWD Not Applicable

SBI CBO Recruitment 2022 Application Process:-

SBI CBO Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব SBI Career এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • সর্বপ্রথম ভিজিট করুন SBI এর Career Portal sbi.co.in/web/careers/current-openings
  • Homepage এর নীচে থাকা Click Here for New Registration’ অপশনে ক্লিক করুন এখন।
  • আবেদনকারীর নাম, Mobile Number, Email ID ইত্যাদি প্রদান করুন।
  • এখন আপনার Registration Number ও Password তৈরি হয়ে গেছে ।
  • প্রাপ্ত তথ্য প্রদান করে আপনার Application Form এর Dashboard ওপেন করুন।
  • Personal Details, Work Experience, Educational Qualifications প্রদান করুন।
  • একবার Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব কথা ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল হয়ে থাকে Edit বাটনে ক্লিক করে ঠিক করে নিন।
  • এখন আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।

SBI CBO Recruitment 2022 আবেদনের জন্য Important Documents:-

  • সাম্প্রতিক সময়ে তোলা ছবি,
  • ID Proof,
  •  Signature,
  • Date of Birth  এর প্রমাণ পত্র,
  •  আবেদনকারীর Resume,
  •  বিভিন্ন Educational Certificates,
  •   Professional Certificate থাকলে প্রদান করতে হবে,
  •  JAIIB/CAIIB Certificate থাকলে,
  •  Working Experience Certificate,
  • Salary Pay Slip,
  •  Madhyamik বা Higher Secondary এর Marksheet যা প্রমাণ করবে আপনার মাতৃভাষা সম্পর্কিত দক্ষতা (যেই রাজ্যের জন্য আপনি আবেদন করছেন),

SBI CBO Recruitment 2022 এর Terms and Conditions:-

  • প্রার্থীকে শুধুমাত্র একটি রাজ্যে শূন্য পদের জন্য আবেদন করতে হবে। একটি রাজ্যের শূন্য পদের বিরুদ্ধে আবেদনকারী প্রার্থী অন্য কোনো রাজ্যের শূন্যপদে আবেদন করার যোগ্য হবেন না।
  •  আবেদনকারীর প্রার্থীতা শুধুমাত্র সেই রাজ্যের শূন্যপদগুলির জন্য বিবেচনা করা হবে যার জন্য তিনি আবেদন করেছেন/ বেছে নিয়েছেন। মেধা তালিকা রাজ্য অনুযায়ী, বিভাগ অনুযায়ী তৈরি করা হবে।
  • নির্বাচিত প্রার্থীদের সেই রাজ্যের সার্কেলে পোস্ট করা হবে যাদের শূন্যপদে তারা নির্বাচিত হয়েছে।
  • নির্বাচিত প্রার্থীরা SMGS-IV গ্রেডে বা 12 বছরের চাকরি, যেটি পরে হোক না কেন তার/তার পদোন্নতি পর্যন্ত অভ্যন্তরীণ-বৃত্ত স্থানান্তরের অধিকারী হবেন না।

SBI CBO Recruitment 2022 Selection Process:-

  • SBI CBO Recruitment 2022 Online CBT এবং সাক্ষাত্কারের ভিত্তিতে হবে। যাইহোক, ব্যাংক লিখিত পরীক্ষা পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে। ব্যাঙ্কের দ্বারা গঠিত সংক্ষিপ্ত তালিকা কমিটি বাছাই করার পরামিতিগুলি নির্ধারণ করবে এবং তারপরে, ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক প্রার্থীকে বাছাই করা হবে এবং সাক্ষাত্কারের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ডাকার বিষয়ে ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এ বিষয়ে কোনো চিঠিপত্র গ্রহণ করা হবে না।
  • Merit List SBI CBO Recruitment 2022 পরীক্ষার জন্য Merit List  শুধুমাত্র Interview এ  প্রাপ্ত স্কোরের ভিত্তিতে নিচের ক্রমে প্রস্তুত করা হবে।
  • মেধা তালিকা রাজ্য অনুযায়ী, বিভাগ অনুযায়ী তৈরী করা   হবে। যদি একাধিক প্রার্থী কাট-অফ মার্কস (কাট-অফ পয়েন্টে সাধারণ মার্কস) স্কোর করে, এই ধরনের প্রার্থীদের মেধাক্রম অনুসারে তাদের বয়স অনুসারে Rank করা হবে।

SBI CBO Recruitment 2022 Exam Pattern:-

SBI CBO Recruitment 2022 পরীক্ষার জন্য মোট সময়কাল 2 ঘন্টা এবং 30 মিনিট। নীচের Online পরীক্ষার জন্য বিভাগ অনুযায়ী  Objective Test পরীক্ষার প্যাটার্ন দেখুন  ।

Section  No of Question  Total Marks  Duration 
English Language 30 30 30
Banking Knowledge 40 40 40
General Awareness 30 30 30
Computer Aptitude 20 20 20
Total 120 120 120 Minutes 

Objective Test এর সঙ্গে Online এ Descriptive Test নেওয়া হবে , যার Exam Pattern চার্ট এর মাধ্যমে বর্ননা করা হলো।

Descriptive Test No of Question  Total Marks  Duration 
Letter Writing 1 25 30
Banking Related Essay 1 25
Total 2 50 30 Minutes 

SBI CBO Recruitment 2022 Admit Card :-

State Bank of India কর্তৃক  Online Test নেওয়া হবে December ,2022  এবং Admit Card Publish করা হবে November মাসে ।প্রার্থীদের তাদের SBI CBO Admit Card  এর একটি হার্ড কপি পরীক্ষার হলে নিয়ে যেতে হবে যা শুধুমাত্র অফিসিয়াল থেকে ডাউনলোড করা যেতে পারে ।Admit Card Download Link শীঘ্রই আপডেট করা হবে।

SBI CBO Recruitment 2022 Result:-

একবার SBI CBO 2022 পরীক্ষা শেষ হয়ে গেলে, State Bank of India সেই প্রার্থীদের রোল নম্বর ঘোষণা করবে যারা নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য যোগ্য। SBI CBO ফলাফল অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং প্রার্থীরা শুধুমাত্র সেখান থেকেই তাদের ফলাফল দেখতে পারবেন। প্রার্থীদের তাদের যোগ্যতার অবস্থা সম্পর্কে কোনো এসএমএস বা মেল পাঠানো হবে না।

SBI CBO Recruitment 2022 Important Links:-

SBI CBO Recruitment 2022 Official Notification Download Link Click Here 
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. SBI CBO এর Official Notice কবে প্রকাশ করা হয়েছে ?
ANS:- 17/10/2022
2. SBI CBO Recruitment 2022 Online Application Last Date কি?
ANS:- 07/11/2022
3. শুধুমাত্র Graduation পাশ করলে কি আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন?
ANS:- না , অন্ততপক্ষে দুই বছরের Working Experience লাগবে।
4. SBI CBO Recruitment এর পরীক্ষা কবে নেওয়া হবে?
ANS:- December ,2022 
5. SBI CBO Salary কি ?
ANS:- 36,000 +
5. SBI CBO এর চাকরি কি Permanent ?
ANS:- হ্যাঁ Permanent
6. SBI CBO Recruitment 2022 এর মাধ্যমে কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে?
ANS:- 1422
7. SBI CBO Full Form কি?
ANS:- State Bank of India Circle Based Officer 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823