বেশ কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম SSC CHSL 2022 Recruitment সম্বন্ধে । যেসমস্ত প্রার্থীরা এই Recruitment এর জন্য আবেদন করেছিলেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে SSC CHSL Tier II Exam Date । সকল চাকুরী প্রত্যাশী প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি SSC CHSL 2022 Recruitment এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল 14th May 2022 তারিখে ।
Staff Selection Commission (ssc) অফিসিয়ালি SSC CHSL 2022 Tier II Exam এর Admit card Release সহ Exam সম্বন্ধিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে । প্রদত্ত তথ্য অনুযায়ী আবেদনকারীরা পরীক্ষার 7 দিন আগে তাদের SSC CHSL Tier II Exam 2022 এর Admit card Download করে নিতে পারবেন ।
SSC CHSL 2022 Tier II Exam Date খুব শীঘ্রই জানানো হবে । Admit Card হল একটি গুরুত্বপূর্ণ নথি যেটি ছাড়া একজন পরীক্ষার্থী অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না । তাই SSC CHSL Tier 2 Exam 2022 এর Admit Card Download সম্পর্কিত সমস্ত তথ্য আমাদের নিবন্ধে আলোচনা করা হয়েছে । কিভাবে SSC CHSL Tier 2 Exam Admit Card Download করবেন নিম্নে তা বর্ণনা করা হয়েছে ।
SSC CHSL Tier 2 Exam 2022 Admit Card Download Process:-
- SSC CHSL অফিসিয়াল ওয়েবসাইট “ssc.nic.in” লগইন করুন ।
- হোমপেজে “Admit Card” অপশনে ক্লিক করুন।
- আপনার রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও D.O.B লিখুন।
- “Login” বাটনে ক্লিক করুন ।
- আপনার সামনের স্ক্রিনে প্রদর্শিত হয়ে যাবে আপনার SSC CHSL Tier2 2022 এর Admit card ।
SSC CHSL Tier 2 Admit Card Download Direct Link:
সরাসরি নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করে Download করে নিন আপনার SSC CHSL Tier 2 Exam 2022 এর Admit card ।
Name of Region | SSC CHSL Application Status | SSC CHSL Admit Card |
SSC Central Region (CR) | Click Here | Click Here |
SSC Madhya Pradesh Region (MPR) | Click Here | Click Here |
SSC Southern Region (SR) | Click Here | Click Here |
SSC North Region (NR) | Click Here | Click Here |
SSC Kerala Karnataka Region(KKR) | Click Here | Click Here |
SSC Western Region (WR) | Click Here | Click Here |
SSC Eastern Region (ER) | Click Here | Click Here |
SSC North Western Region (NWR) | Click Here | Click Here |
SSC North Eastern Region (NER) | Click Here | Click Here |
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।