ভারতবর্ষের কৃষি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ Ministry of Agriculture and Farmers Welfare, Government of India । দেশে কৃষিক দের সাহায্যার্থে অনেক প্রকল্প এর আয়োজন করেছেন এই সংস্থা। এ রকমই একটি প্রকল্পের নাম The Agriculture Marketing Infrastructure। এই প্রকল্প এর অধীনে সূচনা করা হয় Integrated Scheme for Agricultural Marketing (ISAM) । সম্প্রতি এই সংস্থা নিয়ে এসেছে চাকরি প্রার্থীদের জন্য বিরা সুখবর। একসঙ্গে নিয়োগ করা হবে হাজার হাজার নতুন Post এ বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেল পড়ুন।
ISAM Recruitment 2022 Overview:-
Recruiting Organization |
Integrated Scheme for Agricultural Marketing |
Post Name |
Assistant Manager,Field Officer ইত্যাদি |
Vacancies |
5012 |
Salary |
45000 |
Job Location |
Telangana, Andhra Pradesh, Tamil Nadu,Karnataka, Odisha |
Last Date |
21/07/2022 |
Mode of Application |
Online |
Official Website |
https://isam.org.in/ |
ISAM Recruitment 2022 Important Dates:-
ISAM Recruitment 2022 Online Application Starting |
22/06/2022 |
ISAM Recruitment 2022 Online Application Closing |
21/07/2022 |
ISAM Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Post |
Vacancy |
Assistant Manager |
1116 |
Field Officer |
542 |
Junior Survey Officer |
1012 |
Lower Division Clerk |
1184 |
Multi Task Worker |
1158 |
Total |
5012 |
ISAM Recruitment 2022 Eligibility:-
Educational Qualification:-
- Assistant Manager ও Field Officer:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনো বিভাগে Graduation পাস করতে হবে এবং সঙ্গে Computer চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
- Junior Survey Officer:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Madhyamik পাস করতে হবে বা তদসংলগ্ন Degree পাস করতে হবে এবং সঙ্গে National Council of Vocational Training Certificate in Draughtsman (Civil) Trade এর দুই বছর এর Course পাস করতে হবে।
- Lower Division Clerk:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে।
- Multi Tasking Worker:- আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Madhyamik পাস করতে হবে।
ISAM Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-
আবেদনকারীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে পারে যথাক্রমে 35 ও 18 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে। Age Relaxation এর সম্বন্ধে নিম্নে বর্ণনা করা হলো।
Category |
Age Relaxation |
Schedule Caste/Scheduled Tribe (SC/ST) |
5 |
Other Backward Classes (OBC) |
5 |
Economically Weaker Sections (EWS) |
Not Applicable |
Persons with Disabilities (PwD) |
10 |
Persons with Disabilities (PwD) + OBC |
15 |
Persons with Disabilities (PwD) + SC/ST |
15 |
ISAM Recruitment 2022 Salary:-
Post |
Salary in INR |
Assistant Manager |
45000 |
Field Officer |
45000 |
Junior Survey Officer |
40,000 |
Lower Division Clerk |
35,000 |
Multi Task Worker |
28,000 |
ISAM Recruitment 2022 Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
Category |
Application Fees in INR |
All |
480 |
ISAM Recruitment 2022 Application Process:-
এই Recruitment এর জন্য আবেদন শুধুমাত্র Online এই সম্ভব। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- Visit করুন ISAM এর Official Portal ভিসিট করুন।
- Homepage থেকে Recruitment সেকশনে ক্লিক করুন বা Download Section এ প্রদান করা লিংকে ক্লিক করুন।
- Stage 1 :- Page এর উপরে থাকা Registration লিঙ্ক এ ক্লিক করে Form Fill Up করুন প্রয়োজনীয় তথ্য প্রদান করে।
- একবার যাচাই করে নিই সমস্ত তথ্য ঠিকঠাক প্লান করেছেন কিনা করে থাকেন তাহলে এখন আপনাকে Upload করতে হবে Signature ও Photograph ।
- Stage 2 :-Registration Number, Name Phone Number Fill Up করে প্রদান করুন আপনার Application Fees।
- Stage 3:- Apply Online লিংকে ক্লিক করুন এবং প্রদান করুণ আপনার Registration ID ও Transaction ID এবং Submit বাটনে ক্লিক করুন। আপনার Application এই পর্যায়ে সম্পন্ন হয়েছে।
- Stage 4:- Successfully আবেদনের 2 দিন পর ক্লিক করুন Download Acknowledgement অপশনে এবং প্রদান করুন আপনার Registration ID ও নীচে থাকা Submit বাটনে ক্লিক করুন এবং Download করুন আপনার Application Form টি চাইলে আপনি Application Form টি Print Out ও করতে পারেন।
ISAM Recruitment 2022 Selection Process:-
Computerised Generated Merit List এর মাধ্যমে সম্পূর্ণ হবে ISAM Recruitment 2022 এর Selection।
ISAM Recruitment 2022 Important Links:-
Telangana ISAM Recruitment 2022 Official Notice Download Link |
Click Here |
Andhra Pradesh ISAM Recruitment 2022 Official Notice Download Link |
Click Here |
Tamil Nadu ISAM Recruitment 2022 Official Notice Download Link |
Click Here |
Karnataka ISAM Recruitment 2022 Official Notice Download Link |
Click Here |
Odisha ISAM Recruitment 2022 Official Notice Download Link |
Click Here |
Apply Now |
Click Here |
Google News |
Follow Us |
FAQ:-
1. ISAM Recruitment Official Website কি?
ANS:- https://isam.org.in/
2. ISAM Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:- 22/06/2022
3. ISAM Recruitment 2022 Last Date কি?
ANS:- 21/07/2022
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে ISAM Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:- 5012
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।