SSC CPO 2023 : হাজার হাজার SI পদে নিয়োগ CAPFs এ, জানুন বিস্তারিত!

সাধারণত পুলিশের চাকরি রাজ্য সরকারের হয়ে থাকে কিন্তু Delhi এর ক্ষেত্রে এমনটা হয় না। Delhi Police এর চাকরি Central Government এর অন্তর্গত। Staff Selection Commission প্রতিবছর এই Recruitment গ্রহণ করে থাকে। 22/07/2023 থেকে শুরু হয়েছে SSC CPO Recruitment 2023 যার মাধ্যমে নিয়োগ করা হবে Delhi Police ও Central Armed Police Force এ । বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

SSC CPO 2023 Overview:-

Recruiting Organization Staff Selection Commission (SSC)
Post Name SI, ASI
Vacancies  
Salary 1,12,400
Job Location All India
Job Type Central Govt. Job 
Last Date 15/08/2023
Mode of Application Online
Official Website https://ssc.nic.in/ 

SSC CPO 2023 Important Dates:-

SC CPO 2023 Official Notification Releasing  20/07/2023
SSC CPO 2023 Online Application Starting 22/07/2023
SSC CPO 2023 Online Application Closing  15/08/2023
Last date for making fee payment (Online) 15/08/2023
Last date for making fee payment (Offline)  
Online Correction Window Opening 16-17/08/2023
SSC CPO Tier 1 Admit Card Releasing  September, 2023
SSC CPO Tier 1   

SSC CPO 2023 Vacancy সংখ্যা:-

Sub Inspector (Exe.) in Delhi Police- Male
Category  UR OBC SC ST EWS Total
Sub Inspector (Exe.) in Delhi Police- Male
Open  39 21 12 06 10 88
Ex-Servicemen 03 02 01 01   07
Ex-Servicemen (Special Category) 02 01       03
Departmental Candidates 04 03 01 02 01  
Total  48 27 14 09 11 109
Sub Inspector (Exe.) in Delhi Police- Female
Open  24 13 07 04 05 53

Sub Inspector in Central Armed Police Forces (CAPF)- Males & Females
Post  UR EWS OBC SC ST Total  Grand Total  ESM
BSF (Male) 43 11 29 16 08 107 113 11
BSF (Female) 02 01 02 01   06
CISF (Male) 231 56 153 85 42 567 630 63
CISF (Female) 26 06 17 09 05 63
CRPF (Male) 319 79 213 118 59 788 818 82
CRPF (Female) 12 03 08 05 02 30
ITBP (Male) 21 10 13 07 03 54 63 06
ITBP (Female) 04 02 02 01   09
SSB (Male) 38 09 25 11 02 85 90 09
SSB (Female)     02 03   05
Total (Male) 652 165 433 237 114 1601 1714 171
Total (Female) 44 12 31 19 07 113

SSC CPO 2023 Eligibility:-

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । তাছাড়া আবেদনকারী যদি Nepal, Bhutan, Tibetan , Sri Lanka, Pakistan, Vietnam সহ আফ্রিকা মহাদেশের দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নেয় , তারাও আবেদন করতে পারবে Delhi Police Head Constable Recruitment এর জন্য।

Educational Qualification:- 

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Bachelor Degree পাস করতে হবে।

SSC CPO Recruitment 2023 আবেদনের জন্য Age Limit:-

আবেদনকারীর সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স হতে হবে যথাক্রমে 25 ও 20 বছর বয়স।

Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।

SSC CPO 2023 Salary:-

Pay Level 6 অনুযায়ী Salary প্রদান করা হবে Sub-Inspector (GD) in CAPFs ও Sub Inspector (Executive) পদের জন্য। নিম্নে চার্ট এর মাধ্যমে উভয় Post এর Salary সমন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Post Lowest Salary Highest Salary
Sub-Inspector (GD) in CAPFs  35400 112400
Sub Inspector (Executive) 35400 112400

SSC CPO 2023 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category Application Fees in INR
UR/EWS 100
ST/SC/PwD/Women Not Applicable 

SSC CPO 2023 Application Process:-

SSC CPO 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা SSC CPO এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ভিসিট করুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ।
  • যদি Register Candidate না হয়ে থাকেন সর্বপ্রথম প্রয়োজনীয় তথ্য প্রদান করে Registration সম্পন্ন করুন।
  • Registration Process সম্পন্ন হয়ে গেলে Log In আপনার Account এ।
  • Drop Down Menu তে থাকা Apply অপশনে ক্লিক করুন।
  • SSC Delhi Police Constable Driver Recruitment Select করুন এবং একবার General Instructions গুলো পড়ে নিন।
  • প্রয়োজনীয় তথ্য সহকারে Application Form টি সাবধানে পূরণ করুন।
  • Application Form পুরণ হয়ে গেলে Offline বা Online এ প্রয়োজনীয় Application Fees প্রদান করুন।
  • Application Form এবং সঙ্গে Upload করুন প্রয়োজনীয় Document গুলি । Documents Submission এর সময় মাথায় রাখবেন সব Documents যেন পরিষ্কার এবং কর্তৃপক্ষ নির্দেশিত পন্থা অবলম্বন করে আপলোড করা হয় ।
  • একবার চোখ বুলিয়ে নিন প্রদান করা সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা যদি Application Form পূরণ  ঠিকঠাক থাকে তাহলে Application Form টি Submit করুন।
  • প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।

 

SSC CPO 2023 এর আবেদনের জন্য Important Documents:-

যে সকল আবেদনকারীরা SSC CPO 2023 এর জন্য আবেদন করতে চান , তাদের নিম্নে উল্লেখিত Documents গুলি Upload করতে হবে।

  • আবেদনকারীর Photo ID Proof ।
  • আবেদনকারীর Higher Secondary এর Mark Sheet ।
  • আবেদনকারীর Educational Qualifications ।
  • DOB এর প্রমানপত্র যেমন Birth Certificate /Madhyamik Admit Card ইত্যাদি।
  • আবেদনকারীর Passport Size Photo ।
  • আবেদনকারীর Signature 

SSC CPO 2023 Selection Process:- 

SSC CPO Recruitment 2023 মূলত 5 টি পর্যায়ে সম্পন্ন করা হবে, যথা:-

  • Tier-I CBT Written Exam
  • Physical Efficiency Test (PET)
  • Tier-II CBT Written Exam
  • Document Verification
  • Medical Examination

SSC CPO 2023 Exam Pattern:- 

  •  Subjects:- চারটি বিষয়ে Exam গ্রহণ করা হবে যথা:- General Intelligence and Reasoning, General Knowledge and General Awareness, Quantitative Aptitude, English Comprehension 
  • Total Marks:- সম্পূর্ণ 200 নম্বর এর Exam গ্রহণ করা হবে।
  • Duration:- পরীক্ষার সময় পাবে মোট 120 Minutes
  • Marking System:- প্রতি সঠিক উত্তর পরীক্ষার্থীরা পাবে 1 নম্বর।
  • Question Pattern:- প্রতিটি প্রশ্নই হবে Objective Type।
  • Negative Marking:- প্রতি ভুল উত্তরে আবেদনকারীর 0.25 Marks কাটা হবে।

Part  Subjects  No.of Question Marks  Duration 
Part A General Intelligence and Reasoning 50 50 2 Hours 
Part B General Knowledge and General Awareness 50 50
Part C Quantitative Aptitude 50 50
Part D English Comprehension 50 50

SSC CPO 2023 Physical Endurance & Measurement Test:-

Physical Endurance Test for Male Candidates  
Race 1600 Meters Race 100 Meters Long Jump High Jump  Shot put (16 Lbs)
6.5 minutes 16 Second 3.65 Meters 3 বারে  1.2 Meters 3 বারে  4.5 Meters 3 বারে 

Physical Endurance Test for Female Candidates
Race 800 Meters Race 100 Meters Long Jump High Jump 
4 Minutes 18 Second 2.7 Meters 3 বারে  0.9  Meters 3 বারে 

Physical Measurements Test
Category  Height (in cms)    
বুক না ফুলিয়ে বুক ফুলিয়ে
For male candidates only GENERAL 170 80 85
For candidates belonging to Hill areas of Garhwal, Kumaon, Himachal Pradesh, Gorkhas, Dogras, Marathas, Kashmir Valley, Leh & Ladakh regions of J&K, North-Eastern States, and Sikkim 165 80 85
For all candidates belonging to Scheduled Tribes 162 77 82
(ii) For Female candidates only GENERAL 157    
For candidates belonging to Hill areas of Garhwal, Kumaon, Himachal Pradesh, Gorkhas, Dogras, Marathas, Kashmir Valley, Leh & Ladakh regions of J&K, North-Eastern States, and Sikkim 155    
For all candidates belonging to Scheduled Tribe 154    

SSC CPO 2023 Admit Card:- 

SSC CPO Recruitment এর Admit Card SSC এর Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার এক মাস আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Official Website থেকে।

SSC CPO Recruitment 2023 Result:-

উভয় Exam এর Result Online এ ঘোষণা করা হবে। PDF আকারে পরীক্ষার্থীরা তাদের Result Download করতে পারবে Official Website থেকেই। পরীক্ষার্থীদের Result সহ Score Card Download করার জন্য Log In করতে হবে এবং সঙ্গে Roll Number, Registration Number, DOB,Captcha Code প্রদান করতে হবে।

SSC CPO 2023 Official Notification Download Link  Click Here
Apply Now  Click Here
Official Website  Click Here
Google News  Follow Us
Join Us on Telegram  Click Here

FAQ:- 

1. SSC CPO 2023 Notification কবে Release হয়েছে?

ANS:- 22/07/2022

2. SSC CPO 2023 Salary কী?

ANS:-  35400 থেকে শুরু হবে।

3. SSC CPO 2023 Online Application কোন Website থেকে করা যাবে?

ANS:- https://ssc.nic.in/

4. SSC CPO 2023 আবেদনের Last Date কী?

ANS:- 15/08/2022

5. SSC CPO 2023 Notification Download করা যাবে কেমন করে?

ANS:- Download Section থেকে।

6. SSC CPO 2023 এর জন্য আবেদন এর Starting Date কি?

ANS:- 22/07/2022

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *