স্বামী বিবেকানন্দ বৃত্তি ২০২২ এর জন্য আবেদন করবেন কিভাবে? | Swami Vivekananda Scholarship 2022 (SVMCM) Last Date, Eligibility, Apply Online more in Bengali!

Swami Vivekananda Scholarship in Bengali  | Swami Vivekananda Merit Cum Means Scholarship  | SVMCM Scholarship | Bikash Bhavan Scholarship 2022  | Swami Vivekananda Scholarship Last Date  | Swami Vivekananda Scholarship Eligibility

Swami Vivekananda Scholarship আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের কাছে পড়াশোনা চালিয়ে যাওয়ার এক অন্যতম হাতিয়ার । যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন, তাহলে আপনি Swami Vivekananda  Merit –Cum-Means  Scholarship এর ব্যাপারে কিছু জানেন না এটা কিন্তু অসম্ভব । এ বিষয়টি উল্লেখ্য যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপটিই ‘বিকাশ ভবন স্কলারশিপ (Bikash Bhavan Scholarship 2021) নামে পরিচিত ।

পশ্চিমবঙ্গের যে সকল ছাত্র ছাত্রীরা Swami Vivekananda Merit Cum Means Scholarship বা Bikash Bhavan 2021  এর জন্য আবেদন করবেন ভাবছেন তাদের জন্য চলে এলো এক সুসংবাদ। আপনাদের মধ্যে অনেকের হয়তো 75% এর কম পেয়েছেন যারা ভাবছেন যে আবেদন করতে পারবেন না এই স্কলারশিপের জন্য । থামুন আপনাদের জন্য রয়েছে আজ একটি বিশেষ আপডেট । গত বছর মুখ্যমন্ত্রী Mamata Banerjee ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে Swami Vivekanand Merit Cum Means Scholarship এর জন্য নূন্যতম মার্কস 75% থেকে কমিয়ে 60% নির্ধারিত করেছেন । চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই Swami Vivekananda Scholarship বা Bikash Bhavan 2021 এর লাভ পেতে পারেন ?

Swami Vivekananda Scholarship কী ?

মুলত 2016 থেকে এই Scholarship টির রূপান্তর করা হয়, যার পরিবর্তিত রূপ বর্তমান Swami Vivekananda Merit cum Means Scholarship । সকল ছাত্র-ছাত্রীরা যারা ভালো নম্বর পেয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন অথবা প্রফেশনাল কোর্স পাস করে নতুন কোর্সে ভর্তি হয়েছে তারা সকলে এই Scholarship এর লাভ নিতে পারবেন । এই ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন Swami Vivekananda Scholarship বা Bikash Bhavan 2022 পাওয়ার জন্য শিক্ষার্থীদের যোগ্যতা এবং ফর্ম ফিলাপের প্রক্রিয়া সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি 

Swami Vivekananda Scholarship 2022 প্রদানের উদ্দেশ্য কি ?

এই Swami Vivekananda Scholarship বা Bikash Bhavan Scholarship প্রদানের উদ্দেশ্যগুলি হল-

  • উচ্চমাধ্যমিক স্তর থেকে শুরু করে গবেষণা স্তর পর্যন্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা।
  • দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করে তোলা।
  • মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে তুলতে পারে।

Swami Vivekananda Scholarship 2022 Important Dates:-

Fresh Application 2022(Only Clas XI) Online Application Starting  17/08/2022
Fresh Application 2022(Only Clas XI) Online Application Closing   
Renewal Application(Only Clas XII) Online Application Starting  17/08/2022
Renewal Application(Only Clas XII) Online Application Closing   
Fresh Kanyashree (K3) Application 2022 Online Application Starting  17/08/2022
Fresh Kanyashree (K3) Application 2022 Online Application Closing   

Swami Vivekananda Scholarship 2022 এর  জন্য কারা আবেদন করতে পারবেন ?

উচ্চমাধ্যমিক, পলিটেকনিক কলেজ বা ইন্সটিটিউশন, জেনারেল ডিগ্রী কলেজ বা ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল /নার্সিং কলেজ বা ইন্সটিটিউশন ইত্যাদি সমস্ত প্রতিষ্ঠানগুলিতে যেকোনো বিষয় নিয়ে পাঠরত সকল ছাত্র-ছাত্রীরা Swami Vivekananda Merit cum Means Scholarship এর সুবিধা নিতে পারবেন । এমনকি ‘কন্যাশ্রী -K2’ প্রাপক মেয়েরাও এই Scholarship  এর জন্য আবেদন করতে পারবেন, তবে উপরের সমস্ত ক্লাসের শিক্ষার্থীদের আবেদন করার জন্য পৃথক পৃথক ফর্ম রয়েছে ।

Swami Vivekananda Scholarship 2022 এর Eligibility :-

Swami Vivekananda Merit Cum Scholarship বা Bikash Bhavan Scholarship এর প্রয়োজনীয় যোগ্যতাগুলি হল- 

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  • আবেদনকারীর পারিবারিক বাৎসরিক ইনকাম 5 Lakh এর কম হতে হবে ।
  • মাধ্যমিক, উচ্চমাধ্যমিক (আর্টস, কমার্স, সাইন্স) এবং ডিপ্লোমার শিক্ষার্থীদের ক্ষেত্রে 75% নম্বর থাকা আবশ্যিক কিন্ত আপডেটেড তথ্য অনুযায়ী শুধুমাত্র 60% নম্বর পেলেই আপনি এই Scholarship এর জন্য আবেদন করতে পারবেন
  • গ্র্যাজুয়েশন (UG) এবং পোস্ট গ্রাজুয়েশন (PG) লেভেলের আর্টস, সাইন্স, কমার্স শিক্ষার্থীদের জন্য 53% নম্বর লাগবে ।
  • পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে 55% নম্বর লাগবে ।
  • UG মেডিকেল ডিগ্রি, BAR ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে 75% নম্বর আবশ্যিক ।

Renewal এর ক্ষেত্রে আবেদন করেন ন্যূনতম Marks 60% হওয়া বাধ্যতামূলক এ সমন্ধে বিস্তারিত জানবো আমরা Renewal Section এ।

Swami Vivekananda Scholarship 2022 এর Distribution Process:-

Swami Vivekananda Scholarship বা Bikash Bhavan Scholarship এর জন্য নতুন আবেদনপত্রগুলি প্রত্যেক বছর November এবং December মাসে জমা নেওয়া হয় এবং পরবর্তী বর্ষে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সকল শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে Scholarship এর টাকা প্রদান করা হয়। তবে রিনুয়াল আবেদনকারীদের জন্য আবেদনের কোন নির্দিষ্ট সময় নেই। বছরের যেকোনো সময়ে Renewal আবেদন করা যায়। এবং আবেদনের দুই মাসের মধ্যে Scholarship এর  টাকা শিক্ষার্থীরা পেয়ে যায়।

Swami Vivekananda Scholarship 2022 এর  Selection Process :-

  • প্রথমত, Online Application গুলি সাজানো হয়।
  • প্রাপ্ত নম্বর এবং শিক্ষার্থীর আয়ের মাপকাঠির উপর ভিত্তি করে প্রাথমিক ভাবে এগুলিকে একটি অবরোহ ক্রমে বাছাই করা হয়।
  • সেই অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে।
  • প্রার্থীদের জমা দেওয়া সমস্ত নথির প্রাপ্যতার উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হবে অবশেষে, বৃত্তি তাদের নিজ নিজ অ্যাকাউন্টে বিতরণ করা হবে।

Swami Vivekananda Scholarship 2022 এর Scholarship Amount/ Benefits:-

Class (Course) Marks Scholarship Amount (Per Month)
Higher Secondary (H.S) 60% 1000 /-
Graduation (Arts, Commerce) 60% 1000 /-
Graduation (Science) 60% 1500 /-
Graduation (Professional) 60% 1500 /-
Graduation (Medical)  60% 5000 /-
Graduation (Engineering) 60% 5000 /-
Post Graduation (Arts, Commerce) 53% 2000 /-
Post Graduation (Science) 53% 2500 /-
Post Graduation (Professional) 53% 2500 /-
Post Graduation (Engineering) 53% 5000 /-
Kanyashree ‘K3’ Applicant  (Arts, Commerce) 45% 2000 /-
Kanyashree ‘K3’ Applicant  (Science) 45% 2500 /-
M.Phil. (01.04.2017 এর পরবর্তী Level এ পাঠরত Applicant)    5000 /-
PhD. (01.04.2017 এর পরবর্তী Level এ পাঠরত Applicant)   8000 /-

Swami Vivekananda Scholarship 2022 এর Application Process :-

শুধুমাত্র Online মাধ্যম এই এই Scholarship এর জন্য আবেদন করা যেতে পারে। নিম্নে Swami Vivekananda Scholarship 2022 এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ভিজিট করুন Swami Vivekananda Merit Cum Means Scholarship এর Official Website।
  • Homepage এর উপরে থাকা Registration অপশনে ক্লিক করুন।
  • সমস্ত Terms and Conditions ও অন্যান্য তথ্য পড়েনি এবং Page এর নিচের দিকে থাকা Declaration অপশন এর পাসে থাকা বক্স এ ক্লিক করুন।
  • সুবিধার্থে Download করতে পারেন User Manual এবং পাশে থাকা Proceed to Registration অপশনে ক্লিক করুন।
  • তারপর, সেখানে মোট 6 টি অপশন পাবেন ভিন্ন ভিন্ন 6 ধরনের শিক্ষার্থীদের জন্য । আপনি যে ক্যাটাগরির অন্তর্গত সেই চেকবক্সটি বেছে নিয়ে তাতে ক্লিক করতে হবে ।
  • তারপর, আপনার সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে, যার মধ্যে আপনার সর্বশেষ পাস করা বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি সম্বন্ধে কিছু তথ্য এবং বর্তমানে পাঠরত সম্বন্ধে তথ্য সমূহ যথাযথভাবে ফিলাপ করে শেষে একটি পছন্দমতো ‘Password’ তৈরি করতে হবে ।
  • তারপর, আপনাকে একটি মোবাইল নম্বর দিয়ে ‘Register’ বাটনে ক্লিক করলে সাথে সাথে মোবাইলে একটি ‘OTP’ আসবে যা ভেরিফাই করার পর আপনি পরবর্তী পর্যায়ের জন্য এগিয়ে যেতে পারবেন ।
  • এই পর্যায়ে আপনি একটি ‘Application ID’ দেখতে পাবেন যা চাইলে খাতায় বা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে রেখে দিতে পারেন । যদিও বা না করে্ন কোনো ব্যাপার না, কারণ আপনার মোবাইল নম্বরে বা মেইল আইডিতে অলরেডি ‘ID’ এবং ‘Password’ পাঠিয়ে দেওয়া হবে ।
  • তারপর, আপনাকে আবার লগইন পেজে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার “Application ID” ও “Password” সহ একটি নির্দিষ্ট ক্যাপচা কোড প্রদান করেতে হবে ।
  • তারপর, আপনার নামে একটি Account ওপেন হবে যেখানে আপনাকে ‘Edit Profile’ অপশনে ক্লিক করে আপনার যাবতীয় তথ্য যেমন – Personal Details, Bank Account Details ইত্যাদি প্রদান করতে হবে ।
  • উপরিউক্ত সমস্ত তথ্যগুলি যথাযথ পূরণ করা হয়ে গেলে ‘Save and Continue’ বাটনে ক্লিক করতে হবে । এরপর আপনি পৌঁছে যাবেন পরবর্তী ‘Documents Upload’ প্রক্রিয়াতে ।
  • এই পর্যায়ে আপনার প্রয়োজনীয় Documents গুলো। Important Documents এর সম্বন্ধে আপনারা সাথে জানতে পারবেন Important Documents সেকশন। এ।
  • সবার শেষে একবার পুরো Application Form টি চোখ বুলিয়ে নিন কোথাও ভুল হয়েছে নাকি, ঠিকঠাকভাবে দেখে নিয়ে ‘Save and Continue’ বাটনে ক্লিক করে সাবমিট করলে আপনার Swami Vivekananda Merit Cum Scholarship এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং পরবর্তীকালে যা আপনি ‘Application ID’ দিয়ে যাচাই করে নিতে পারবেন যে আপনার ‘Application Status’ কোন অবস্থায় রয়েছে ।
  • Application Details এর মধ্যে থাকা View Fresh Application বাটনে ক্লিক করুন এবং উপরে থাকা Download Application Form Details এ ক্লিক করে জেনে নিন Application Form এর PDF কপি টি।

Swami Vivekananda Scholarship 2022 Renewal:-

Fresh Application এর মতন Renewal Online মাধ্যমেই করা যাবে নিম্নে Renewal Process এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ভিজিট করুন Swami Vivekananda Merit Cum Means Scholarship এর Official Website।
  • Homepage এর উপরে থাকা Applicant Log In অপশনে ক্লিক করুন।
  • প্রদান করুন আপনার Applicant ID, Password ও Captcha Code।
  • ডান দিকে থাকা বার এ ক্লিক ক্লিক করুন এবং Application Details টি বেছে নিন।
  • Edit Renewal Application এ ক্লিক করুন এবং নির্দেশ অনুযায়ী তথ্য প্রদান করুন।
  • Upload করুন প্রয়োজনীয় Documents গুলি এবং Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব তথ্য ঠিকঠাক আছে কিনা, ঠিক থাকলে Submit বাটনে ক্লিক করুন।
  • Application Details এর মধ্যে থাকা View Renewal Application বাটনে ক্লিক করুন এবং উপরে থাকা Download Application Form Details এ ক্লিক করে জেনে নিন Application Form এর PDF কপি টি।

Swami Vivekananda Scholarship 2022 তে আবেদনের জন্য Important Documents:-

আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলি পোর্টালে আপলোড করতে হবে –

  • বিগত বছরের পরীক্ষার Marksheet ।
  • একটি সরকার স্বীকৃত পরিচয় পত্র Aadhar Card, Voter Card , Pan Card বা Licence হতে পারে),
  • চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির একটি প্রমাণ পত্র ।
  • এমন 2 জন ব্যক্তি থেকে একটি শংসাপত্র গ্রহণ করতে হবে যিনি পরিবারের আর্থিক সংকটের ব্যাপারে জানেন যেমন স্কুল শিক্ষক, ডাক্তার, স্কুল প্রধান, কলেজের প্রধান অথবা একজন সরকারি কর্মকর্তা।
  • ব্যাংক একাউন্ট সংক্রান্ত তথ্য ।
  • আবেদনকরীর Passport Size Photo ।

বিশেষ দ্রষ্টব্য:- Renewal এর জন্য আবেদনকারী কে শুধুমাত্র বিগত পরীক্ষার Marksheet ও নতুন ক্লাসে Admission এর Proof আপলোড করতে হবে।

Swami Vivekananda Scholarship 2022 এর (Duration) টাকা কখন  কোন  সময়ের জন্য দেওয়া হয় ?

মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে পারলে এই Scholarship এর  জন্য আবেদন করা যায়। একাদশ শ্রেণীতে আবেদন করলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে প্রত্যেক বছর শিক্ষার্থীরা 12000 টাকা করে পাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর অর্জন করলে Graduation Degree প্রথম বর্ষে আবেদন করতে হবে। এবং Scholarship Renew  করার জন্য প্রত্যেক বছর Honours বিষয়টিতে ন্যূনতম 53% নম্বর অর্জন করতে হবে তবেই Scholarship টি Renew  করা যাবে। এভাবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জনের করলে শিক্ষার্থীদের Scholarship এর   জন্য আবেদন Renew করতে হবে।

Swami Vivekananda Scholarship 2022 এর Terms and Conditions:-

সমস্ত আবেদনকারী কে নিম্নলিখিত Terms and Conditions গুলি খেয়াল রাখতে হবে ।

  • প্রদান করা বিভিন্ন Details এর মধ্যে কোনো Details যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনাকে Scholarship প্রদত্ত অর্থ ফেরত দিতে হবে।
  • আবেদনকারী যদি কোন Scholarship পেয়ে থাকে তাহলে Scholarship এর জন্য আবেদন করতে পারবে না বা SVMCM Scholarship পেলে আপনি অন্য কোনো Scholarship এর জন্য আবেদন করতে পারবেন না।

Swami Vivekananda Scholarship 2022 এ আবেদনের জন্য Bank Account সমন্বিত Details:-

Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের নিজেদের নামে একটি  Savings Bank Account থাকতে হবে। তবে বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের নিজেদের নামে Bank Account না থাকলেও চলবে তাদের পিতামাতা বা যেকোনো অভিভাবকের Bank Account থাকলে চলবে, কিন্তু বিদ্যালয়ের ঊর্ধ্বে শিক্ষার্থীদের জন্য নিজেদের নামে Bank Account থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন Bank Account এর সঙ্গে Aadhar Card সংযুক্ত থাকে।

Swami Vivekananda Scholarship 2022 Status Checking Process:-

  • ভিজিট করুন Swami Vivekananda Merit Cum Means Scholarship এর Official Website।
  • আপনার “Application ID” ও “Password” সহ একটি নির্দিষ্ট ক্যাপচা কোড প্রদান করুন।
  • Dashboard ওপেন করুন এবং ক্লিক করুন Track Application অপশনে।
  • পরের Page এ আপনার সামনে চলে আসবে আপনার Application Form এর Status।

Swami Vivekananda Scholarship 2022 এর Contact Details:-

প্রার্থীদের স্বামী বিবেকানন্দ বৃত্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, তারা হেল্পডেস্কে যোগাযোগ করতে পারেন। তাদের রেফারেন্সের জন্য স্বামী বিবেকানন্দ বৃত্তি যোগাযোগ নম্বর এবং ইমেল আইডি নীচে তালিকাভুক্ত করা হয়েছে:

Email ID :- helpdesk.svmcm-wb@gov.in

Helpline Number:-  +1800-102-8014

Official Website:- https://svmcm.wbhed.gov.in/

Swami Vivekananda Scholarship 2022 Important Links:- 

Swami Vivekananda Scholarship 2022 Official Notification Download Link  Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us
Join Us on Telegram Click Here

FAQ:- 

1. Swami Vivekananda Scholarship এর Status কেমন করে Check করবেন ?
ANS:- SVMCM এর অফিশিয়াল ওয়েবসাইটে https://svmcm.wbhed.gov.in/ আপনি Status Check করতে পারবেন ।
2. Swami Vivekananda Scholarship এ Fresh Application Submit এর Last Date কবে ?
ANS :- এখনো জানানো হয় নি।
3. Swami Vivekananda Scholarship এ Renewal এর Last Date কবে ?
ANS :- এখনো জানানো হয় নি।
4. Valid Application এবং Password থাকা সত্ত্বেও আপনি Scholarship  Renew করতে পারছেন না কেন ?
ANS:- যে সমস্ত শিক্ষার্থীরা পূর্ববর্তী বছরের Scholarship এর জন্য অনুমোদন পেয়ে ছিল শুধুমাত্র তারাই Scholarship  Renew করতে পারবে।
5. Application ID এবং Password  হারিয়ে গেলে কি করতে হবে ?
ANS:-  আপনি যদি Swami Vivekananda  Scholarship এর জন্য Application ID, Password ভুলে গিয়ে থাকেন তবে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন। ‘https://svmcm.wbhed.gov.in/page/faq.php‘ এরপরে পড়ে থাকা Applicant Log in অপশনটিতে ক্লিক করুন। এরপরে  Forgotten Applicant Id/Password অপশনে ক্লিক করুন।
6. “Sorry! Kanyashree authentication fails. Please enter valid data.” at the time of K3 registration? এরকম মেসেজ কেন Show  করে ?
ANS:-  Scholarship এর  জন্য আবেদনের সময় যদি শিক্ষার্থীদের দ্বারা কোন তথ্য যেমন – Kanyashree(K2) Id/DOB/Name/Father’s Name/Mother’s Name ইত্যাদি শুধুমাত্র কন্যাশ্রী ডেটাবেসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় তবে এরকম মেসেজ আসে
7. Swami Vivekananda Scholarship 2022 Official Website কোনটি?
8. Swami Vivekananda Scholarship 2022 এর জন্য কি Dropper রা Apply করতে পারে?
ANS :- কোন কোন ক্ষেত্রে আবেদন করা যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব নয়।
9.Swami Vivekananda Scholarship 2022 Online Application Starting Date কি?
ANS :- 17/08/2022

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823