Tata Capital Pankh Scholarship 2022 (টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলার্শিপ) Apply Online, Last Date, Eligibility, Status Check ইত্যাদি জানুন!

Tata Capital Pankh Scholarship । টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলার্শিপ । Tata Capital Pankh Scholarship Last Date। Tata Capital Pankh Scholarship Online Apply

Tata Company এর বিভিন্ন জনকল্যাণ মূলক কাজকর্ম আমাদের কারো কাছেই অজানা নয়। বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করেছে ভারতবাসী তথা বিশ্ববাসীর কল্যাণ এর জন্য। শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও Tata বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন যার মধ্যে অন্যতম একটি Tata Capital Pankh Scholarship Programme । আজকের আর্টিকেলে এই Scholarship এর সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি ।

Tata Capital Pankh Scholarship কী ?

বর্তমান সময়ে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের ছাত্র-ছাত্রীদের জন্য একটি অন্যতম Scholarship  প্রকল্প হল ‘Tata Capital Pankh Scholarship Programme‘। এই Scholarship  সূচনা করেছে  Tata Capital Group। এই প্রকল্পের মাধ্যমে 6th  শ্রেণি থেকে Graduation স্তর পর্যন্ত এবং এর সাথে Professional Degree এর ছাত্র-ছাত্রীদের এই Scholarship  প্রদান করা হয়। এই Tata Capital Pankh Scholarship প্রকল্পের সূচনা হয় 2013 সালে এবং 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কে প্রথম এই Scholarship প্রদান করা হয়। এই Scholarship  এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান Tution Fees  এবং অন্যান্য কিছু খরচ বহন করা হয়।

Tata Capital Pankh Scholarship প্রদান এর উদ্দেশ্য কি?

এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো উচ্চশিক্ষা গ্রহণে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করা এবং দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সাহায্য প্রদান করা। দরিদ্র-মেধাবী ছাত্র-ছাত্রীরা এই Scholarship এর মাধ্যমে আর্থিক সহায়তা গ্রহণ করে উচ্চশিক্ষা বা বিভিন্ন কারিগরি শিক্ষা অর্জন করবে এবং ভবিষ্যৎ জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে TATA Group মনে করছে।

Tata Capital Pankh Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

আর্থিক ভাবে দুর্বল পরিবারের যে সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের বিগত বছরের পরীক্ষায় 60% নম্বর অর্জন করে Higher Secondary , Undergraduate  Degree, Diploma/Polytechnic Degree অথবা কোন Professional Degree তে ভর্তি হবে তারা সকলে এই Scholarship এর  জন্য আবেদন করতে পারবে। এছাড়াও 6th  থেকে 10th  শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পিতা অথবা মাতা করণা আক্রান্ত হয়ে মারা গেছেন অথবা পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি করণা আক্রান্ত হয়ে মারা গেছেন তারাও এই Scholarship এর  জন্য আবেদন করতে পারবে।

Tata Capital Pankh Scholarship 2022 Important Dates:-

Tata Capital Pankh Scholarship Online Application Starting  
Tata Capital Pankh Scholarship Online Application Closing 31/07/2022

Types of Tata Capital Pankh Scholarship 2022:-

যথাক্রমে 1 ) Class 6 থেকে Class 12 এর ছাত্র-ছাত্রীদের জন্য , 2) Class 11 থেকে 12 এর ছাত্র-ছাত্রীদের জন্য, 3) Diploma ও Polytechnic এর ছাত্র-ছাত্রীদের জন্য ,4)  Undergraduate Degree Course এর ছাত্র-ছাত্রীদের জন্য ও 5) Professional Degree Course এর ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক ভাবে এই Scholarship প্রদান করা হয়ে থেকে। 

Tata Capital Pankh Scholarship 2022 এর Eligibility :-

Class 6 থেকে Class 12 এর জন্য:- 

  • প্রথমত একজন আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং 6th শ্রেণি থেকে 10th শ্রেণীতে কোন একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
  • যে সমস্ত শিক্ষার্থীদের পিতা-মাতা অথবা পরিবারের প্রধান বর্জনকারী ব্যক্তি করণা আক্রান্ত হয়ে মারা গেছে শুধুমাত্র তারাই Scholarship এর জন্য আবেদন করতে পারবে,
  • শিক্ষার্থীদের বিগত পরীক্ষায় কমপক্ষে 60% নিয়ে উত্তীর্ণ হতে হবে,
  • শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয়ের 4 Lakh টাকার কম হতে হবে।
  • কিন্তু Tata Capital কিংবা Buddy4Study তে কর্মরত কর্মীদের সন্তানরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে না।

Class 11 থেকে 12 এর ছাত্র-ছাত্রীদের জন্য:-

  • প্রথমত একজন আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং 11th কিংবা 12th শ্রেণীতে কোন একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
  • শিক্ষার্থীদের বিগত পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে,
  • শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয়ের 4 Lakh টাকার কম হতে হবে।
  • কিন্তু Tata Capital কিংবা Buddy4Study তে কর্মরত কর্মীদের সন্তানরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে না।

Diploma/Polytechnic বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য:-

  • প্রথমত একজন আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং Diploma/Polytechnic বিভাগে কোন একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
  • শিক্ষার্থীদের বিগত পরীক্ষায় কমপক্ষে 60 % নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে,
  • শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয়ের 4 Lakh টাকার কম হতে হবে।
  • কিন্তু Tata Capital কিংবা Buddy4Study তে কর্মরত কর্মীদের সন্তানরা এই Scholarship এর  জন্য আবেদন করতে পারবে না।

Undergraduate  স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য –

  • প্রথমত একজন আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং কোন একটি Undergraduate Drgree তে যেমন BCom, BSc, BBA, BA, BCA প্রভৃতি কোন একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
  • শিক্ষার্থীদের বিগত পরীক্ষায় কমপক্ষে 60 % নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে,
  • শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয়ের 4 Lakh টাকার কম হতে হবে।
  • কিন্তু Tata Capital কিংবা Buddy4Study তে কর্মরত কর্মীদের সন্তানরা এই Scholarship এর  জন্য আবেদন করতে পারবে না।

Professional Course এ যারা পড়াশোনা করবে তাদের জন্য:-

  • প্রথমত একজন আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং কোন একটি ডিগ্রিতে যেমন Engineering, Medical, Law, প্রভৃতি কোন একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
  • শিক্ষার্থীদের বিগত পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
  • শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয়ের 4 Lakh টাকার কম হতে হবে।
  • কিন্তু Tata Capital কিংবা Buddy4Study তে কর্মরত কর্মীদের সন্তানরা এই Scholarship এর  জন্য আবেদন করতে পারবে না।

Tata Capital Pankh Scholarship 2022 এর Selection Process:-

এই Scholarship এর   জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে। যেমন –

  • প্রথমে শিক্ষার্থীদের বিগত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পরিবারের বার্ষিক আয় এবং শিক্ষার্থীদের জীবনে Scholarship এর প্রয়োজনীয়তা প্রভৃতি বিষয় গুলি বিচার করে একটি Merit List  প্রকাশ করা হবে।
  • পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ফোন কলের মাধ্যমে একটি Online Interview নেওয়া হবে।
  • এরপরে Tata Capital Pankh Scholarship Program’ এর একটি বিশেষজ্ঞ কমিটি দ্বারা চূড়ান্ত পর্যায়ের আরো একটি Interview  নেওয়া হবে। Interview এর  পরে নির্বাচিত শিক্ষার্থীদের নাম Scholarship ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Tata Capital Pankh Scholarship 2022 এর Distribution Process:-

প্রত্যেক বছর শতাধিক শিক্ষার্থীকে উচ্চশিক্ষা চালিয়ে যাবার জন্য এই Scholarship প্রদান করা হয়। মোট Scholarship প্রাপকদের মধ্যে 50% সিট মহিলা শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা হয়। তবে SC/ST শ্রেণীর শিক্ষার্থী কিংবা শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা কোটা বরাদ্দ রয়েছে।

Tata Capital Pankh Scholarship 2022 এর Scholarship Amount/ Benefits :-

এই Scholarship  এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদেয় Tution Fees এর মোট অংকের 80% টাকা পেয়ে থাকে। বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য Scholarship নিম্নরূপ –

  • 6th শ্রেণি থেকে 10th  শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য – বছরে প্রায় 9000 টাকার অধিক,
  • 11th এবং 12th শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য – বছরে প্রায় 12000 টাকার অধিক,
  • Diploma/Polytechnic বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য – বার্ষিক 15000 টাকার অধিক,
  • Undergraduate স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য – বার্ষিক 20000 টাকার অধিক,
  • যে সমস্ত শিক্ষার্থীরা কোনো Professional Course এ পড়াশোনা করবে তাদের জন্য – বছরে প্রায় 50000 টাকা

Tata Capital Pankh Scholarship 2022 এর Application Process:-

Tata Capital Pankh Scholarship 2022 এর জন্য Online এই একমাত্র আবেদন সম্ভব। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • এই Scholarship এর জন্য আবেদন করতে হলে প্রথমে নিম্নে দেওয়া লিংকে ক্লিক করুন – “https://www.tatacapital.com/”
  • এবারে Buddy4Study এর নতুন একটি পেজ ওপেন হবে। এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। Scholarship এর জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং  ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
  • Email/Mobile/Facebook/Gmail account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID  তৈরি করতে হবে এবং এই ID  দিয়ে Scholarship এরজন্য Log In করতে হবে।
  • এবারে Tata Capital Pankh Scholarship Programme’ এর একটি পেজ ওপেন হবে যেখানে আবেদন পদ্ধতি সমন্বিত বিষয়গুলি দেওয়া থাকবে। ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • এরপরে প্রয়োজনীয় সমস্ত Documents গুলি Scan করে পোর্টালে আপলোড করতে হবে।
  • ‘Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’  বাটনে ক্লিক করে সমস্ত Form টি একবার ভালো করে দেখে নিতে হবে।  সমস্ত Form টি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

Tata Capital Pankh Scholarship 2022 এর আবেদনের জন্য Important Documents:-

Online এ আবেদনের সময় যে সমস্ত Documents গুলি প্রয়োজন সেগুলি হল –

  • আবেদনকারীর একটি Photo Identity Card
  • পরিবারের Annual Income Certificate ,
  • শিক্ষাপ্রতিষ্ঠানে Admission এর Certificate
  • চলতি বছরে প্রদান করা Admission Fees এর Received Copy ,
  • আবেদনকারীর Passport Size Photo
  • হসপিটাল, মেডিকেল স্টোর কিংবা ডাক্তারের থেকে গৃহীত একটি Death Certificate যেখানে আবেদনকারীর পিতা মাতা অথবা পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির মৃত্যুর কারণ হিসেবে COVID-19 এর উল্লেখ থাকবে।
  • Bank Account সংক্রান্ত তথ্য,
  • আবেদনকারীর বিগত বছরের পরীক্ষায় প্রাপ্ত Marksheet এবং Gradesheet
  • Caste Certificate সার্টিফিকেট (যদি থাকে)
  • PWD Certificate (যদি থাকে)

Tata Capital Pankh Scholarship এর Renewal :-

এই Scholarship  এর  জন্য কোন প্রকার Renewal  এর প্রয়োজন নেই। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা একবার এই Scholarship  এর  জন্য আবেদন করলে সেই Course টি শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক বছরে শিক্ষার্থীরা এই Scholarship পাবে।

Tata Capital Pankh Scholarship 2022 এর টাকা কখন( Duration) দেওয়া হয় ?

Sholarship টি অ্যাপ্রুভ হওয়ার পরে যতদিন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট Course টি সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত এই Scholarship  এর   ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু যদি ছাত্রছাত্রীরা কোন বছর বা সেমিস্টারের পরীক্ষা তে ব্যর্থ হয় তবে তার জন্য Scholarship প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।

Tata Capital Pankh Scholarship 2022 সংক্রান্ত Important Terms and Conditions : –

  • ইচ্ছুক প্রার্থীদের Scholarship এর জন্য আবেদন করার পূর্বে Scholarship সংক্রান্ত সমস্ত বিষয় গুলি ভালোভাবে জেনে নিতে হবে।
  • আবেদনের শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করার কোন প্রয়োজন নেই, শিক্ষার্থীরা প্রয়োজনীয় Documents গুলি একত্রিত করে নিয়ে অতিসত্বর আবেদন করতে পারে।
  • আবেদনের সময় প্রার্থীদের একটি বৈধ Mobile Number এবং Valid Email ID  ব্যবহার করতে হবে কারণ এই তথ্যগুলি ভবিষ্যতে প্রয়োজন হতে পারে ,
  • আবেদনকারীদের সাম্প্রতিককালে তোলা একটি ছবি ব্যবহার করতে হবে,
  • Mobile Phone থেকে কোনমতেই আবেদন করা উচিত নয়, এতে ফরম পূরণ করতে সমস্যা হতে পারে।
  • সর্বদাই Laptop কিংবা Desktop থেকে Form Submit  করতে হবে।

Tata Capital Pankh Scholarship 2022 Contact Details :-

Scholarship  সংক্রান্ত কোন বিষয়ে শিক্ষার্থীদের যদি কোন প্রশ্ন থাকে কিংবা কিছু বলার থাকে তবে তারা নিম্নলিখিত মাধ্যমগুলির দ্বারা তাদের বক্তব্য পেশ করতে পারবে –

011-430-92248 (Ext- 225) (Monday to Friday – 10:00AM to 6PM)

pankh@buddy4study.com 

Tata Capital Pankh Scholarship 2022 Important Link:- 

Tata Capital Pankh Scholarship Online Application Link  Click Here
Official Website  Click Here
Google News  Follow Us 

FAQ:-

1. Tata Capital Pankh Scholarship 2022 Apply Online এ সম্ভব?
ANS:- হ্যা।
2. Tata Scholarship 2022 Official Website কোনটি?
ANS:– https://www.tatacapital.com/sustainability/affirmative-action.html
3. Tata Capital Pankh Scholarship 2022 Apply Online Direct Link কোনটি?
ANS:– https://www.buddy4study.com/page/the-tata-capital-pankh-scholarship-programme
4. Tata Capital Pankh Scholarship 2022 Last Date কি?
ANS:-31/07/2022

 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823