Uttar Banga Krishi Vishwavidyalaya একটি Public State Agricultural University যা উত্তরবঙ্গের Pundibari তে অবস্থিত। এই University শিক্ষার্থীদের Agricultural Engineering, Agriculture এবং Horticulture এর বিভিন্ন Course এ শিক্ষা প্রদান করে থাকে, সম্প্রতি এই সংস্থা প্রচুর Teaching ও Non Teaching Staff নিয়োগের জন্য Official Notice জারি করেছে, এ সম্বন্ধে বাকি প্রয়োজনীয় তথ্য রইল এই আর্টিকেলে।
UBKV Recruitment 2022 Overview:-
Recruiting Organization | Uttar Banga Krishi Vishwavidyalaya |
Post Name | Teaching and Non Teaching Staff |
Vacancies | 30 |
Salary | 1,44,200 |
Job Location | Coochbehar |
Last Date | 13/01/2023 |
Mode of Application | Offline |
Official Website | https://www.ubkv.ac.in/ |
UBKV Recruitment 2022 Important Dates:-
UBKV Recruitment 2022 Offline Application Starting | 23/12/2022 |
UBKV Recruitment 2022 Offline Application Closing | 13/01/2023 |
UBKV Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Official Notice অনুসারে Teaching Staff (15 জন Professor, 5 জন Assistant Professor, 5 জন Associate Professor) ও Non Teaching Staff (2 জন Accountant, 2 জন Junior Library Assistant, 1 জন Sub Assistant Engineer) নিয়োগ করা হবে, এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।
UBKV Recruitment 2022 Eligibility:-
Educational Qualification:-
- Professor/Assistant Professor/Associate Professor:– আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Agriculture বা Horticulture বা Technology / Engineering / Agricultural Engineering এ 1st বা High 2nd Class সহ Master’s Degree অর্জন করতে হবে, PhD Degree এবং সঙ্গে 10 বছর Teaching এর অভিজ্ঞতা থাকতে হবে।
- Accountant:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Commerce বা Economics with Mathematics এ Bachelor’s Degree অর্জন করতে হবে এবং সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Junior Library Assistant:-আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Library Science এ Diploma বা Degree অর্জন করতে হবে।
- Sub Assistant Engineer:– আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Electrical Engineering / Electrical/ Electronics Engineering এ Bachelor’s বা Diploma Degree অর্জন করতে হবে।
UBKV Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:–
Post | Age Limit |
Professor | 21 বছর থেকে 55 বছর |
Assistant Professor | 21 বছর থেকে 45 বছর |
Associate Professor | 21 বছর থেকে 37 বছর |
Accountant | 21 বছর থেকে 40 বছর |
Junior Library Assistant | 21 বছর থেকে 40 বছর |
Sub Assistant Engineer | 21 বছর থেকে 40 বছর |
Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notification Download করুন।
UBKV Recruitment 2022 Salary:-
Post | Salary Per Month |
Professor | Pay Level 14 অনুযায়ী 1,44,200 টাকা |
Assistant Professor | Pay Level 14 অনুযায়ী 1,31,400 টাকা |
Associate Professor | Pay Level 10 অনুযায়ী 57,000 টাকা |
Accountant | Pay Level 9 অনুযায়ী 37,100 |
Junior Library Assistant | Pay Level 8 অনুযায়ী 35,800 |
Sub Assistant Engineer | Pay Level 8 অনুযায়ী 35,800 |
UBKV Recruitment 2022 Application Fee:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fee Demand Draft / Bank Challan এর মাধ্যমে Application Fee এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
UBKV Recruitment 2022 Application Process:-
UBKV Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Offline এ সম্ভব UBKV এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারেন।নিম্নে Step by Step Application Process সমন্ধে আলোচনা করা হল।
- Download Section থেকে Application Form টি Download করুন।
- A4 Size Paper এ এবার Application Form টি Print Out করুন।
- পূরণ করুন Application Form টি যত্ন সহকারে।
- প্রয়োজনীয় Documents Attach করুন সঙ্গে এবং পাঠিয়ে দিন নিম্নে প্রদান করা ঠিকানায় Post এর মাধ্যমে ।
Registrar (Recruitment Section), Uttar Banga Krishi Viswavidyalaya, P.O- Pundibari, Dist. Cooch Behar, Pin.- 736165, West Bengal
UBKV Recruitment 2022 Selection Process:-
Personal Interview এর মাধ্যমে সম্পন্ন হবে UBKV Recruitment এর Selection।
UBKV Recruitment 2022 Important Links:-
Teaching Staff Notification Download Link | Click Here |
Non Teaching Staff Notification Download Link | Click Here |
Application Form Download Link | Click Here |
Official Website | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. UBKV Recruitment 2022 Recruitment এর Vacancy সংখ্যা কত?
2. UBKV Recruitment 2022 Recruitment এর Salary কত?
3. UBKV Recruitment 2022 Recruitment এর Last Date কবে?
4. UBKV Recruitment 2022 Recruitment এর Official Website কোনটি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।