Vidyasaarathi Scholarship 2022 (বিদ্যাসারথী স্কলারশিপ) West Bengal Eligibility, Last Date, Log In , Documents more in Bengali

বিদ্যাসারথী স্কলারশিপ । Vidyasaarathi Scholarship 2022 । Vidyasaarathi Scholarship Eligibility । Vidyasaarathi Scholarship Last Date । Vidyasaarathi Scholarship Eligibility Criteria। Vidyasaarathi Scholarship Details  ।Vidyasaarathi Scholarship Documents Required । Vidyasaarathi Scholarship  Result

Scholarship ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধন পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। সরকারি এবং বেসরকারি ও ভাই মাধ্যমে প্রদান করা হয়ে থাকে এই Scholarship গুলি আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের। আমরা আমাদের ওয়েবসাইটে 200 এর ও বেশী সরকারি এবং বেসরকারি সংস্থা কর্তৃক প্রদত্ত Scholarship  এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা অত্যন্ত জনপ্রিয় বেসরকারি এক Scholarship এর  সম্বন্ধে বিস্তারিত জানতে চলেছি যার  জন্য মোটামুটি তোমরা সবাই আবেদন করতে পারবে। অবশ্যই আর্টিকেল টি একবার ভালোভাবে পড়ে নাও।

Vidyasaarathi Scholarship কী?

Vidyasaarathi Scholarship ভারতবর্ষের সমস্ত বেসরকারি Scholarship গুলির মধ্যে অন্যতম যা প্রদান করে Protean eGov Technologies Limited (পূর্বে   DeNSDL e-Governance infrastructure limited নামে এই সংস্থাটি পরিচিত ছিল)। Corporate Funded এই Scholarship এর মাধ্যমে আর্থিকভাবে দুর্বল এবং সামাজিক বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে যেসব ছাত্র-ছাত্রীরা বঞ্চিত তাদের Scholarship প্রদান করা হয়ে থাকে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে। এখনো পর্যন্ত 10 Lakh এর ও বেশী ছাত্র-ছাত্রী এই Scholarship পেয়েছে এবং নিজেদের ভবিষ্যৎ তৈরির উদ্দেশ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

Vidyasaarathi Scholarship প্রদানের উদ্দেশ্য কি ?

এই প্রকল্প সূচনায় মূল উদ্দেশ্য যেসব গরীব এবং মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে তাদের উচ্চশিক্ষা গ্রহণে সাহায্য প্রদান করা। অনেক ক্ষেত্রেই দেখা যায়ছাত্রছাত্রীরা অর্থের অভাবে শিক্ষা গ্রহণে অক্ষম হয়, এই সমস্যার স্থায়ী সমাধান এই Scholarship প্রদান এর মূল লক্ষ্য।

Vidyasaarathi Scholarship Important Dates:-

Vidyasaarathi Scholarship 2022 Online Application Starting  
Vidyasaarathi Scholarship 2022 Online Application Closing  

Vidyasaarathi Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গের যেসব ছাত্র-ছাত্রীরা Higher Secondary পাস করে Full Time Undergraduate/ BE, BTech, ITI, Diploma  ইত্যাদি Degree এর জন্য Admission নিয়েছে এবং যাদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল নয় তারা সবাই এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে। এই সমন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Eligibility Section এ।

Vidyasaarathi Scholarship এর Eligibility:-

  • Undergraduate:- আবেদনকারী কে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 50% মার্কস সহ Higher Secondary পাস করতে হবে।
  • BE, BTech:- আবেদনকারী কে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 50% মার্কস সহ Diploma  পাস করতে হবে।
  • ITI:- আবেদনকারী কে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 35% মার্কস সহ Madhyamik পাস করতে হবে।
  • Diploma:- আবেদনকারী কে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 50% মার্কস সহ Madhyamik পাস করতে হবে।
  • আবেদনকালীন পরিবারের বার্ষিক আয় হতে হবে 3 Lakh এর মধ্যে।
  • ACC তে যারা কাজ করছেন তাদের পরিবারের কেউ এই  Scholarship এর যোগ্য নয় ।

Vidyasaarathi Scholarship 2022 Selection Process:-

উপরিউক্ত Eligibility যাদের আছে তাদের Qualifications এর ভিত্তিতে একটি Merit List প্রস্তুত করা হবে এবং Short Listing এর মাধ্যমে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের প্রদান করা হবে এই Scholarship ।

Vidyasaarathi Scholarship 2022 Distribution Process:-

ভর্তির প্রথম বছর থেকে ছাত্র বা ছাত্রী Scholarship Amount Demand Draft বা Electronic Transfer এর মাধ্যমে তাদের নিজের Bank Account এ পেয়ে যাবে। Scholarship প্রাপক যদি অসদুপায় অবলম্বন করে তাহলে সে ক্ষেত্রে Scholarship Amount প্রদান করা বন্ধ করাও হতে পারে।

Vidyasaarathi Scholarship 2022 Scholarship List:- 

Vidyasaarathi Scholarship  একটি মাত্র Scholarship নয় বরং এটি একাধিক Scholarship এর সম্মিলিত রূপ।  নিম্নে Vidyasaarathi এর অন্তর্গত Scholarship গুলির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • Concord Biotech Limited Scholarship for B.E/B.Tech Course
  • NSDL Shiksha Sahyog Scholarship
  • ACC Vidyasaarathi Scholarship
  • Astral Foundation Scholarship
  • JSW UDAAN Scholarship
  • Schindler Igniting Minds Scholarship
  • Sandvik Coromant Girls Scholarship
  • Shri Samprada Singh Scholarship Program
  • MPCL Scholarship
  • CARE Ratings Scholarship
  • M.P Birla Utthan Scholarship
  • Timken Scholarship
  • NSDL Scholarship
  • SNL Bearings Scholarship
  • ACC Vidyasaarathi Scholarship
  • Sterling and Wilson Solar Scholarship
  • Arvind Foundation Scholarship
  • Arvind Fashions Limited Scholarship
  • And more.

Vidyasaarathi Scholarship 2022 Scholarship Amount/ Benefits:-

Scholarship Amount 
Concord Biotech Limited Scholarship B.E/B.Tech Course এর জন্য 40000 টাকা এক বছরে
Concord Biotech Limited Scholarship ITI Course এর জন্য 15000 টাকা এক বছরে
Sterling and Wilson Solar Scholarship Class 12 এর জন্য 10000 টাকা এক বছরে
Sterling and Wilson Solar Scholarship for class 11 এর জন্য 10000 টাকা এক বছরে
Sterling and Wilson Solar Scholarship for ITI এ পাঠরত দের জন্য 10000 টাকা এক বছরে
Sterling and Wilson Solar Scholarship for Under Graduate এ পাঠরত দের জন্য 30000 টাকা এক বছরে
Sterling and Wilson Solar Scholarship Fulltime Post-Graduate এ পাঠরত দের জন্য 40000 টাকা এক বছরে
Sterling and Wilson Solar Scholarship for Diploma/Polytechnic এ পাঠরত দের জন্য 10000 টাকা এক বছরে

বিশেষ দ্রষ্টব্য বাকি থাকা Scholarship গুলির সম্বন্ধে আমরা বিস্তারিত পরে আলোচনা করব।

Vidyasaarathi Scholarship 2022 এর Application Process:-

Vidyasaarathi Scholarship 2022 এর জন্য Online এই একমাত্র আবেদন সম্ভব। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • Vidyasaarathi Scholarship এর Official Website ভিসিট করো।
  • Homepage থেকে Apply For Scholarship অপশনে ক্লিক করো।
  • প্রথমবারের জন্য এই Scholarship এর জন্য আবেদন করলে তথ্য প্রদান করে সর্বপ্রথম Registration করুন।
  • এর পর Register Email ID ও Password প্রদান করে Log In করুন।
  • Please Fill Up Profile Fast অপশনে ক্লিক করে প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্য প্রদান কর এবং পাশে থাকা Save বাটনে ক্লিক করো।
  • এর পর Search & Apply Scheme অপশনে ক্লিক করো । এখানেই তোমরা জানতে পারবে তুমি কোন কোন Scholarship এর জন্য আবেদন করতে পারবে।
  • তুমি যেই Scholarship এর জন্য আবেদন করতে চাইছ সেটিতে ক্লিক করে Apply করো। Bonfire Certificate টি Download করে নাও।
  • Bonfire Certificate টি Print Out করে নাও এবং সেটি পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের থেকে সিলসহ স্বাক্ষর করিয়ে ফের সেটি Scholarship  আবেদনের সময় আপলোড করে দিয়ে সবশেষে ‘Submit’ অপশনে ক্লিক করো।
  • ইতিমধ্যে তোমার Vidyasaarathi Scholarship এর জন্য আবেদন সম্পূর্ণ হয়েছে।

Vidyasaarathi Scholarship 2022 এর Application Fees:-

Not Applicable

Vidyasaarathi Scholarship 2022 আবেদনের জন্য Important Documents:-

  • Domicile Certificate
  • Identity Proof
  • Address Proof
  • Aadhar Card
  • Madhyamik, Higher Secondary এর Mark Sheet
  • Educational Qualification সম্মিলিত Details।
  • Allotment Letter
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির Receipt।
  •  আবেদনকারীর Bank Passbook এর প্রথম পাতা।
  • Admission সম্মিলিত অন্যান্য Details।
  • Income Certificate
  • PAN Card /Voter ID/Passport ইত্যাদি।

Vidyasaarathi Scholarship 2022 এর Renewal:-

এই Scholarship  এর  জন্য কোন প্রকার Renewal  এর প্রয়োজন নেই এটি এককালীন প্রদেয় । উপযুক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা একবার এই Scholarship এর  জন্য আবেদন করলে সেই Course টি শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক বছরে শিক্ষার্থীরা এই Scholarship পাবে।

Vidyasaarathi Scholarship 2022 এর (Duration) টাকা কখন এবং কোন সময়ের জন্য দেওয়া হয় :-

যতদিন পর্যন্ত চলবে Course চলবে ততদিন প্রার্থীরা এই Scholarship পাবে। সাধারণত Course চলাকালীন সময় প্রদান করা হয়ে থাকে এই Scholarship Amount।

Vidyasaarathi Scholarship 2022 এর Bank Account সম্বন্ধিত Details :-

Scholarship এর  টাকা নিজস্ব Bank Account  পেতে গেলে প্রার্থীদের নিজস্ব একটি Savings Account  থাকতে হবে। Account Number টি  বৈধ এবং চালু থাকতে হবে। সঙ্গে Aadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

Vidyasaarathi Scholarship 2022 এর Important Links:-

Vidyasaarathi Scholarship Online Application Link Click Here
Official Website Click Here
Google News Follow Us 
Join Us on Telegram Follow Us 

Vidyasaarathi Scholarship 2022 Contact Details:-

Address : 5th Floor, The Millenium, Flat No. 5W, 235/2A, Acharya Jagadish Chandra Bose Road, Kolkata – 700 020.

Tel : (033) 2281 4661 / 2290 1396

Fax : (033) 2289 1945

(Working Hours- Monday to Friday – 9:30 am to 6 pm)

Email:- [email protected] Phone Number:- 022-40904484.

FAQ:-

1. এই Scholarship এর সমন্ধে যদি কোন সমস্যা থাকে তাহলে কিভাবে সমাধান পেতে পারি?

ANS:- Email:- [email protected] Phone Number:- 022-40904484.

2. Vidyasaarathi Scholarship Apply কি Offline এ সম্ভব?

ANS:- না Fresh Application শুধুমাত্র Online e সম্ভব কিন্তু Renewal এর জন্য Application Offline এই একমাত্র সম্ভব। এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Renewal Section এ।

3. Vidyasaarath Scholarship Official Website কোনটি?
4. Vidyasaarath Scholarship এর জন্য Application Submission এর Last Date কি?

ANS:-

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

5 Comments

  1. দাদা…
    আমি 2022 এ H.S. pass করেছি। এখন JEE Main এর জন্য একটু প্রস্তুতি নিচ্ছি, এ বছর যদি সরকারি কলেজ না পাই; আগামী বছর আবার দেবো!
    মানে, 2022 এ যদি আমি কোনো কলেজে ভর্তি না হই, 2023 এ হই বা একটু পর; তাহলে কি 23 এ বা একটু পর আমি আর কোনো স্কলারশিপ (যে কোনো) পাবনা??

  2. দাদা আমি class XI তে পরি আমি কি এই scholarship পেতে পারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *