পশ্চিমবঙ্গ ANM GNM ২০২২ প্রশ্ন পত্র (Solved) | WB ANM GNM 2022 Shift 2 Question Paper Soved (Answer Key)

ANM GNM 2022

Shift 2 

LIFE SCIENCE

Category 1

  1. মস্তিষ্কে যে অংশটি দেহের ভারসাম্য রক্ষা সঙ্গে সম্পর্কিত তা হল-
  1. মেডুলা অবলংগাটা
  2. সেরিবেলাম 
  3. সেরিব্রাম
  4. থ্যালামাস
  5. _______ হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন।
  1. অক্সিন
  2. জিব্বেরেলিন
  3. ইথিলিন
  4. অ্যাবসিসিক অ্যাসিড
  5. বায়ুমন্ডলে ওজোন স্তর -এর উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ, কারণ ইহা-
  1. পৃথিবীকে বৃষ্টি দেয়
  2. পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে 
  3. পৃথিবীকে বন্যা থেকে রক্ষা করে
  4. পৃথিবীকে অগ্নুৎপাত থেকে রক্ষা করে
  5. অপটিক্স স্নায়ু হল একটি-
  1. মোটর স্নায়ু
  2. স্পাইনাল স্নায়ু
  3. মিশ্র স্নায়ু
  4. সেনসরি স্নায়ু 
  5. কোন হরমোনটি পিটুইটারির অগ্রখন্ড থেকে নিঃসৃত হয় না?
  1. ACTH
  2. ADH 
  3. FSH
  4. TSH
  5. মাটির অম্লতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি হলো-
  1. মিথেন 
  2. ক্লোরোফ্লোরো কার্বন
  3. নাইট্রাস অক্সাইড
  4. হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন
  5. জিন ব্যাংক যার উদাহরণ, তা হল-
  1. এক্স সিটু সংরক্ষণ 
  2. জীব বৈচিত্র্য হটস্পট
  3. ইন সিটু সংরক্ষণ
  4. মাইক্রোপ্রোপাগেশন।
  5. ‘Origin of Species’ বইটির লেখক কে?
  1. গ্রেগর জোহান মেন্ডেল
  2. চার্লস ডারউইন 
  3. জে বি ল্যামার্ক
  4. স্ট্যানলি মিলার
  5. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া?
  1. Azotobacter 
  2. Pseudomonas
  3. Escherichia
  4. Mycoplasma
  5. Penicillium chrysogenum কোন জীবাণুর অনুজীব?
  1. ক্ষতিকর ব্যাকটেরিয়া
  2. ক্ষতিকর ছত্রাক 
  3. উপকারী ছত্রাক
  4. উপকারী প্রোটোজোয়া
  5. ক্রায়োসংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হল-
  1. তরল অক্সিজেন
  2. তরল নাইট্রোজেন 
  3. তরল কার্বন ডাইঅক্সাইড
  4. তরল মিথেন
  5. ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা হল
  1. বাতাস
  2. দূষিত জল 
  3. যৌন মিলন
  4. পতঙ্গ বাহক
  5. বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে বলা হয়
  1. হাইড্রোফিলি
  2. অ্যানিমোফিলি
  3. অরনিথোফিলি
  4. কাইরোপ্টেরোফিলি 
  5. উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ, পরাগধানীতে, যা থাকে
  1. বৃত্তি
  2. পাপড়ি
  3. গর্ব পত্র
  4. পরাগরেণু
  5. নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদে সৃষ্টি করা হয়?
  1. সংকরকরন
  2. জোড়কলম
  3. শাখাকলম
  4. মাইক্রোপ্রোপাগেশন
  5. Vinca rosea থেকে যে উপক্ষারকটি পাওয়া যায় সেটি হল-
  1. রেসারপিন
  2. ভিনক্রিস্টিন 
  3. অ্যাট্রোপিন
  4. সরফিন
  5. HIV তে যে উৎসেচকটি RNA থেকে DNA উৎপাদন করে তা হল
  1. ট্রান্সক্রিপটেজ
  2. হেলিকেজ
  3. DNA পলিমারেজ
  4. রিভার্স ট্রান্সক্রিপটেজ 
  5. মানুষের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত?
  1. 60
  2. 23
  3. 46
  4. 40

20. লাল বর্ণান্ধতা যে হিসেবে পরিচিত-

  1. ডিউটেরানোপিয়া
  2. প্রোটোনোপিয়া
  3. ট্রাইটানোপিয়া
  4. অ্যামব্লায়োপিয়া
  5. DNA -র  সঙ্গে যুক্ত অত্যন্ত ক্ষারক প্রোটিনটি হল
  1. হিস্টোন
  2. গ্লবিউলিন
  3. অ্যালবুমিন
  4. ফাইব্রিনোজেন
  5. কোন শব্দটি একটি জীবের সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়?
  1. জিন
  2. নিউক্লিয়াস
  3. জিনোম
  4. প্রোটিওম
  5. মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামক ছোট হাড় তিনটি নিম্নলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায়?
  1. চক্ষু
  2. কর্ণ 
  3. নাসিকা
  4. জিহ্বা
  5. বাডিং পদ্ধতিতে যার অযৌন জনন ঘটে
  1. Amoeba
  2. Saccharomyces 
  3. Penicillium
  4. Bacillus
  5. নিম্নলিখিত গুলির মধ্যে কোনগুলি বেমতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত?
  1. লাইসোজোম
  2. মাইটোকনড্রিয়া
  3. গলগি বস্তু
  4. মাইক্রোটিউবিউলস 
  5. প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষ অঙ্গাণুটি হল-
  1. গলগি বডিস
  2. নিউক্লিয়াস
  3. রাইবোজোম 
  4. লাইসোজোম
  5. নিম্নলিখিত রোগ গুলির মধ্যে কোনটি মশক বাহিত নয়?
  1. ডেঙ্গু
  2. চিকুনগুনিয়া
  3. প্লেগ 
  4. ম্যালেরিয়া
  5. নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতির একটি?
  1. চিত্র মৃগ
  2. এক সিংওয়ালা গন্ডার
  3. ময়ূর
  4. চিতা
  5. নিচের কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয়?
  1. কাশি
  2. ঘর্মস্রাব
  3. চোখের মিটমিট
  4. হাঁচি
  5. যে মাইটোটিক মেটাফেজ দশা গুলিতে ‘V’ আকৃতির ক্রোমোজোম দেখা যায় তারা হল:
  1. অ্যাক্রোসেন্ট্রিক
  2. অ্যাসেন্ট্রিক
  3. মেটাসেন্ট্রিক 
  4. সাব মেটাসেন্ট্রিক

Category 2

  1. সবাত শ্বসনে গ্লুকোজ জারিত হয়ে যা উৎপন্ন করে-
  1. CO²
  2. CO
  3. H²O
  4. C²H5OH
  5. স্বাভাবিক সাইনোভিয়াল তরল যেগুলি দ্বারা গঠিত-
  1. হায়ালুরোনিক অ্যাসিড
  2. লুব্রিসিন
  3. অ্যাসিটাইলকোলিন
  4. ফাইব্রিনোজেন
  5. ক্যারিওটাইপিইং যা বর্ণনা করে-
  1. ক্রোমোজোমের অঙ্গসংস্থান 
  2. ক্রোমোজোম সংখ্যা
  3. ক্রোমোজোমের অস্বাভাবিকতা
  4. ক্রোমোজোমের নিউক্লিওটাইড ক্রোম
  5. মানুষের শুক্রাণুর অ্যাক্রোজোম-এ থাকে-
  1. অ্যালক্যালাইন ফসফটেজ
  2. রেনিন
  3. হায়ালুরোনিডেজ 
  4. অ্যাক্রোসিন 
  5. লাইসোজেনিক চক্রে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে?
  1. পোষক ব্যাকটেরিয়া কোষের বিদারন ঘটে
  2. ভাইরাস একটি প্রোফাজ সৃষ্টি করে 
  3. অপত্য ভাইরাস কণা সৃষ্টি হয়
  4. পোষাক ব্যাকটেরিয়াতে নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে
  5. ডোমেইন আরকিয়াতে যার অন্তর্ভুক্ত-
  1. প্রোটিওব্যাকটেরিয়া
  2. সায়ানোব্যাকটেরিয়া
  3. মিথানোজেনস 
  4. হ্যালোফিলস 
  5. নিম্নলিখিত গুলির মধ্যে কোনগুলি নন আয়োনাইজিং রেডিয়েশন?
  1. আলফা কণা
  2. গামা কণা
  3. অতিবেগুনি রশ্মি 
  4. মাইক্রোওয়েভস
  5. যে পদ্ধতিগুলি এক্স-সিটু সংরক্ষণের জন্য গৃহীত হয়?
  1. ক্রায়োসংরক্ষণ 
  2. জার্মপ্লাজম ব্যাংক 
  3. বোটানিক্যাল গার্ডেন 
  4. জাতীয় উদ্যান
  5. জীবাণুর কোন কম্বিনেশন গুলিতে সবকটি নাইট্রোজেন চক্রের সাথে সরাসরি যুক্ত?
  1. Azotobacter, Nitrosomonas এবং Nitrobacter 
  2. Escherichia, Nitrosomonas এবং Thiobacillus
  3. Clostridium, Nitrobacter এবং Rhizobium 
  4. Klebsiella, Rhizobium এবং Salmonella
  5. DNA যে যৌগগুলি দ্বারা গঠিত হয়ে থাকে
  1. পেন্টোজ শর্করা 
  2. ফসফেট 
  3. গ্লুকোজ
  4. নাইট্রোজেনাস বেস

PHYSICAL SCIENCE

Category 1

  1. 18Ar40 , 19K40 and 20Ca40 -এই তিনটি মৌলিককে বলা যায়-
  1. আইসোটোপ
  2. আইসোবার 
  3. আইসোটোন
  4. আইসোকেম
  5. অক্সিজেন হাইড্রোজেন ও সালফার-এর আণবিক গুরুত্ব যথাক্রমে 32,2 ও 32 হয় তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত?
  1. 49
  2. 98
  3. 82
  4. 66
  5. নিচের সারণীতে প্রথম স্তম্ভে দেওয়া বস্তুগুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেওয়া শ্রেণী নামগুলির সঠিক সামঞ্জস্য নির্ণয় করো।
  1. 1-c, 2-d, 3-b, 4-a
  2. 1-a, 2-b, 3-c, 4-d
  3. 1-d, 2-c, 3-a, 4-b
  4. 1-b, 2-d, 3-c, 4-a
  5. জলের বুদ্বুদ সর্বদাই গোলাকৃতি হয়; অন্য কোনো আকারের হয় না। জলের কোন ভৌত ধর্ম এর জন্য দায়ী?
  1. পৃষ্ঠটান 
  2. সান্দ্রতা
  3. স্থিতিস্থাপকতা
  4. আপেক্ষিক গুরুত্ব
  5. একটি জলের পাম্প 50 মিনিটে 6 মিটার  উচ্চতায় রাখা একটি 500 লিটার  জলের ট্যাঙ্কে জল তুলে ভর্তি করতে পারে। পামতির ক্ষমতা কত? (g=10 m/s²)
  1. 10 Watt 
  2. 30 Watt
  3. 5 Watt
  4. 15 Watt
  5. 0°C তাপমাত্রায় 10g বরফকে 800 ক্যালোরি তাপ প্রয়োগ করলে
  1. প্রায় অর্ধেক বরফ গলে যাবে
  2. সব বরফ জল হয়ে বাষ্প হয়ে যাবে
  3. 10°C  তাপমাত্রায় 10g  জল পাওয়া যাবে
  4. 0° তাপমাত্রায় 10g  জল পাওয়া যাবে
  5. একটি স্বরে যদি 256,400,512 ও 630 কম্পাঙ্কের চারটি সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি?
  1. 256 কম্পাঙ্কের সুরটি
  2. 400 কম্পাঙ্কের সুরটি
  3. 512 কম্পাঙ্কের সুরটি
  4. 630 কম্পাঙ্কের সুরটি
  5. মানবদেহের চোক্ষু লেন্স হল একটি
  1. উভাবতল লেন্স
  2. উভোওল লেন্স
  3. সমতল  দর্পণ
  4. প্রিজম
  5. নিম্নলিখিত গ্যাস গুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না?
  1. হাইড্রোজেন
  2. নিয়ন 
  3. কার্বন-ডাই- অক্সাইড
  4. মিথেন
  5. অম্ল বৃষ্টিতে যে অ্যাসিড সব থেকে বেশি থাকে তা হল-
  1. নাইট্রিক অ্যাসিড
  2. হাইড্রোক্লোরিক অ্যাসিড
  3. সালফিউরিক অ্যাসিড 
  4. সাইট্রিক অ্যাসিড
  5. সাধারণ তুলা যন্ত্র (দাঁড়িপাল্লা)  দিয়ে কি মাপা হয়?
  1. ভর 
  2. ওজন
  3. বল
  4. চাপ
  5. এক ব্যক্তি একটি 10 m  বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি ও মোট সরন হবে
  1. 1.6 m/s², 10 m
  2. 2.5 m/s, 40 m
  3. 3.2 m/s, 10 m
  4. 2.5 m/s, 0 m
  5. সঠিক উত্তরটি নির্বাচন কর । বিশেষ পরিস্থিতিতে কোন বস্তুর-
  1. ভর ও ওজন দুই-ই শূন্য হতে পারে
  2. ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য হতে পারে না
  3. ভর শূন্য হতে পারে না কিন্তু  ওজন শূন্য হতে পারে
  4. ঘর বা ওজন কোনোটি-ই শূন্য হতে পারে না
  5. একটি বন্দুক থেকে 20 g  ভরের একটি বুলেট ছড়া হল। বুলেটটি 100 m/s  বেগে একটি বালির বস্তা কে আঘাত করে বস্তার মধ্যে 10 cm  দূরে গিয়ে থেমে গেল। বুলেটটির উপর বালির প্রতিরোধ বল কত ছিল?
  1. 1000 N 
  2. 100 N
  3. 200 N
  4. 500 dyne
  5. ‘নিউটন’ কিসের একক?
  1. বর
  2. বল 
  3. অভিকর্ষ
  4. তড়িৎ প্রবাহ
  5. ‘g’ – এর মান সম্পর্কে নিজের কোন কোন উক্তিগুলি সঠিক?
  1. পৃথিবীপৃষ্ঠের সর্বত্র এর মান সমান।
  2. কোনো একটি অক্ষাংশ রেখার সর্বত্র এর মান সমান। 
  3. নিরক্ষরেখার সর্বত্র এর মান সমান।
  4. উত্তর ও দক্ষিণ মেরুতে এর মান শূন্য। 
  5. একটি বিশাল তুলোর বস্তা ও একটি ছোট লোহার টুকরো দুটির ওজন 1 kg  । সে ক্ষেত্রে নিচের কোন কোন উক্তিগুলি সঠিক?
  1. আসলে তুলোর বস্তা টির ভর সামান্য হলেও বেশি।
  2. যেহেতু তাদের ওজন সমান তাই তাদের ভর সমান।
  3. লোহার টুকরোটির ভর সামান্য বেশি।
  4. লোহার টুকরোটির উপর সক্রিয় অভিকর্ষজ বলের মান বেশি। 
  5. দুটি বালক 70 m  ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একই জায়গা থেকে যথাক্রমে 13 m/s  ও 9 m/s  গতিতে দৌড়াতে শুরু করল।  কতক্ষণ পরে আবার তারা একসঙ্গে মিলিত হবে?
  1. তারা আর কখনোই একসঙ্গে মিলিত হবে না।
  2. যদি তারা একে অপরের উল্টোদিকে দৌরাতে শুরু করে তাহলে 20 sec  পরে । 
  3. 65 sec  পরে আবার তারা একসঙ্গে মিলিত হবে।
  4. যদি তারা একই দিকে দৌড়াতে শুরু করে তাহলে 110 sec পরে।
  5. কোনো গতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ করলে,
  1. বস্তুটির গতিপথের বেগের ও তরনের কোনো পরিবর্তন হয় না।
  2. বস্তুটি একই অভিমুখে কিন্তু পরিবর্তত গতিপথে চলতে থাকতে পারে। 
  3. বস্তুটি একই গতিতে কিন্তু পরিবর্তিত অভিমুখে চলতে থাকতে পারে
  4. বস্তুটি উল্টোদিকে চলতে শুরু করতে পারে। 
  5. 1 জুল কার্য্য সম্পন্ন হয় যখন,
  1. একটি বল 1 kg  ঘরের একটি স্থির বস্তুর ওই বলের অভিমুখে 1 m/s² ত্বরণ সৃষ্টি করে এবং বস্তুটির 1 m  হয় সরন । 
  2. একটি বল 1 kg  ভরের একটি স্থির বস্তুর 1 m  সরন সৃষ্টি করে।
  3. একটি বল 100 g  ভরের একটি স্থির বস্তুর ওই বলের অভিমুখে 1 m/s² ত্বরণ সৃষ্টি করে এবং বস্তুটির 10 m  সরণ হয়। 
  4. 1 N মানের একটি বল একটি স্থির বস্তুর 1 m  সরণ সৃষ্টি করে । 

ENGLISH

  1. Choose the word, which can most appropriately replace the italicized words in the given sentence: Primitive tales mainly comprised stories of old-time gods and heroes.
  1. Ode
  2. Legend 
  3. Epic
  4. Allegory
  5. Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete: Those who have well_______ their transition from village life to city life have prospered.
  1. Managed 
  2. Taken
  3. Tried
  4. Finalised
  5. Observe the two italicized words in the following two sentences and give your observation by choosing any one option below:
  1. A vote of censur was passed against the Chairman.
  2. Every film needs a clearance from the Censor Board.
  1. Only sentence -I is correct.
  2. Only sentence -II is correct.
  3. Both sentence -I and II are correct .
  4. Neither sentence I nor II is correct.
  5. Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully complete: Ashok had to drop his plan of going to the picnic as he had certain________ to keep during that period.
  1. Urgencies
  2. Preparations
  3. Commitments 
  4. Arrangements
  5. Fill in the blank with the most appropriate word/ group of words to make the sentence meaningfully complete: I shall not join_______ you need me.
  1. If not
  2. If
  3. Whether
  4. Unless 
  5. Fill in the blank with the most appropriate word/ group of words to make the sentence meaningfully complete: His statement is replete________ contradictions.
  1. In
  2. Of
  3. By
  4. With 
  5. Find out which part of the sentence has an error:
  1. The blinds
  2. Deserve
  3. Our sympathy 
  4. And cooperation 
  5. Select the wrongly spelt word.
  1. Kiln
  2. Masculine
  3. Muslin
  4. Disciplin 
  5. Select the wrongly spelt word.
  1. Dairy
  2. Dafodil 
  3. Dainty
  4. Damage
  5. A sentence is given in direct (or indirect) speech. Out of the four alternatives given select the one which best expresses the same sentence in indirect (or direct) speech: He said, “Where shall I be this time next year!”
  1. He asked that where should he be that time next year.
  2. He wondered where he would be that time the following year. 
  3. He wondered where he should be that time the next year.
  4. He contemplated where shall he be that time the following year.
  5. Choose the alternative which best expresses the meaning of the idiom/phrase/proverb given in italics in the following sentence: I take exception to your remark.
  1. Accept gladly
  2. Object to 
  3. Will consider carefully
  4. Am thankful for
  5. Choose the alternative which best expresses the meaning of the idiom/phrase/proverb given in italics in the following sentence: I fell very put out about yesterday’s incident.
  1. Pleased
  2. Fearful
  3. Disturbed 
  4. Overjoyed
  5. Choose the word, which has nearly the same meaning as OBLIGATORY.
  1. Agreeable
  2. Required 
  3. Stubborn
  4. Useful
  5. Choose the word, which is opposite in meaning to FICKLE.
  1. Tasty
  2. Quick
  3. Constant 
  4. Healthy
  5. Choose the word that can replace both the word in the two given sentence:
  1. The document was declared void.
  2. I felt pity for the sickly person.
  1. Useless
  2. Defective
  3. Invalid 
  4. Weak

MATHEMATICS

  1. একটি চৌবাচ্চায় দুটি নল দিয়ে জল ভরা যায় । শুধু প্রথম নলটি ব্যবহার করলে চৌবাচ্চাটি ভরতে 10 মিনিট লাগে এবং শুধু দ্বিতীয় নলটি ব্যবহার করলে 15 মিনিট লাগে। প্রথমে শুধু দ্বিতীয় নলটি ব্যবহার করে চৌবাচ্চাটির অর্ধেক ভর্তি করা হলো এবং তারপর প্রথম নলটিও খুলে দেয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি করতে মোট কত সময় লাগলো?
  1. 6 min
  2. 3 min 
  3. 10 ½ min
  4. 7 ½ min
  5. একটি বৃত্তাকার মাঠের ব্যাস 35 মিটার হলে 110 cm/sec  বেগে ওই মাঠের চারদিকে এক পাক দৌড়ে আসতে কত সময় লাগবে?
  1. 100 sec. 
  2. 200 sec.
  3. 2 sec.
  4. 50 sec.
  5. পাশাপাশি দুটি স্কুলের ছাত্র ছাত্রীর মোট সংখ্যা সমান কিন্তু ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত একটিতে 9:10  এবং অন্যটিতে 10:9 হলে দুটি স্কুল মিলে ছাত্র-ছাত্রী সংখ্যার অনুপাত কত?
  1. 9:10
  2. 10:9
  3. 10:11
  4. 1:1 
  5. একটি সমবায় ব্যাংক প্রথম বছরে 5% ও   দ্বিতীয় বছরে 4% চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। কিছু টাকা যদি  2 বছরে সুদে-আসলে 2184 টাকা হয়, তাহলে আসলের পরিমাণ কত?
  1. 1900 টাকা
  2. 1959 টাকা
  3. 2000 টাকা 
  4. 2500 টাকা
  5. কত টাকার 2 বছরের 4% হারে সরল সুদ ও 4% চক্রবৃদ্ধি সুদের অন্তর 110 টাকা হবে?
  1. 60000 টাকা
  2. 68000 টাকা
  3. 68250 টাকা
  4. 68750 টাকা 
  5. একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 154 বর্গমিটার ও পার্শ্ব তলের ক্ষেত্রফল 308 বর্গমিটার হলে, চোঙটির উচ্চতা কত?
  1. 7 মিটার 
  2. 14 মিটার
  3. 21 মিটার
  4. 27 মিটার
  5. যদি log√5 [x/y-y/x+2] = log√5 4 হয়,  তাহলে
  1. x=y
  2. x≠y
  3. x>y
  4. x<y
  5. যদি log x/q-r = log y/r-p = log z/p-q হয়,  তাহলে log (xp. yq. zr) =
  1. log √2
  2. 0
  3. log 2
  4. log 3
  5. দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117; সংখ্যা দুটি কত?
  1. 9,6
  2. 12,15
  3. 81,84
  4. 19,22
  5. বার্ষিক সরল সুদের হার কত হলে 5000 টাকার আট বছরের সুদ 4800 টাকা হবে?
  1. 6%
  2. 12%
  3. 18%
  4. 9%

GENERAL KNOWLEDGE

  1. পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি?
  1. নিউইয়র্ক
  2. বেইজিং
  3. মুম্বাই
  4. টোকিয়ো 
  5. প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান?
  1. জহরলাল নেহেরু
  2. সি ভি রমন
  3. ডক্টর অমর্ত্য সেন
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
  5. লাক্ষাদ্বীপ অবস্থিত-
  1. আটলান্টিক মহাসাগরে
  2. প্রশান্ত মহাসাগরে
  3. বঙ্গোপসাগরে
  4. আরব সাগরে
  5. থিওরি অফ রিলেটিভিটি (আপেক্ষিকতা তত্ত্ব) প্রবর্তন করেন
  1. টমাস আলভা এডিসন
  2. আলবার্ট আইনস্টাইন 
  3. মার্কিন
  4. জেমস ওয়াট
  5. নিচের কোনজন চতুর্থ ভারতীয় গ্র্যান্ডস্ল্যাম বিজেতা?
  1. সানিয়া মির্জা
  2. রোহন বপান্না 
  3. মহেশ ভূপতি
  4. লেন্ডার পেস
  5. আলজাইমার রোগটি মানব দেহে কোন অংশকে আক্রান্ত করে?
  1. কান
  2. মস্তিষ্ক 
  3. চোখ
  4. পাকস্থলী
  5. ডাঃ জাকির হোসেন ছিলেন
  1. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি
  2. লোকসভার প্রথম স্পিকার
  3. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি
  4. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি
  5. বিখ্যাত ‘আনন্দমঠ’ উপন্যাসটি রচনা করেছিলেন—
  1. সরোজিনী নাইডু
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
  3. শ্রী অরবিন্দ
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
  5. সম্প্রতি খবরের শিরোনামে আসা বাগরাম বিমানপতটি  কোন দেশে অবস্থিত?
  1. পাকিস্তান
  2. আফগানিস্তান 
  3. ইরান
  4. ভারত
  5. ভারতীয় পার্লামেন্টের দুটি সভার নাম কি?
  1. বিধান সভা ও লোক সভা
  2. রাজ্য সভা ও লোক সভা
  3. রাজ্য সভা ও বিধান পরিষদ
  4. লোক সভা ও সুপ্রিম কোর্ট

LOGICAL REASONING 

  1. (C)
  2. Find the odd one out
  1. Pen
  2. Book 
  3. Pencil
  4. Note book
  5. Find the right option below where the two given words have the same relationship as, ‘CARPENTER—SAW’
  1. Garden—Flower
  2. Sky—Rainbow
  3. Soldier—Gun 
  4. River—Boat
  5. Choose the right option to fill in the blank : PAW:DOG::HOOF:?
  1. Teeth
  2. Claw
  3. Elephant
  4. Horse
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823