এ বছরের ANM ও GNM এর সকল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়ে গেল আজ । আজ অফিশিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে ANM GNM Exam Date ও Admit Card Download সহ Exam সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সমূহ।
এবছরের ANM ও GNM এর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি তোমাদের Registration শুরু হয়েছিল 17/01/2023 থেকে এবং পরীক্ষা নেওয়া হবে 23/07/2023 তে। আগেরবারের মতো এবছরও দুইটি Shift এর মাধ্যমে Exam সম্পন্ন হবে।
Shift | Date | Time |
Shift 1 | 23/07/2023 | 11.00 a.m to 12.30 p.m. |
WB ANM GNM 2023 Admit Card Download Process:-
WB ANM GNM Exam প্রদানের জন্য প্রয়োজনীয় Admit Card পরীক্ষার্থীরা WBJEE এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। নিম্নে বর্ণনা করা Step by Step পদ্ধতি অবলম্বন করো নিজের Admit Card বা Hall Ticket Download এর জন্য।
- সর্বপ্রথম ভিজিট করো WBJEEB এর Official Website https://wbjeeb.nic.in/
- Homepage থেকেই বেছে নাও ANM & GNM অপশনটি।
- পরেই পেলেই তুমি পেয়ে যাবে Download Admit Card for ANM (R) GNM 2022 অপশনটি তাতে ক্লিক করুন।
- Next পেজে তোমার সামনে একটি Application Form এর Link আসবে তাতে প্রদান করো তোমার Application Number, Date of Birth ও Security Pin
- এবং নীচে থাকা Sign In বাটনে ক্লিক করো , এখন তোমার সামনে চলে আসবে তোমার Admit Card বা Hall Ticket ।
(বিশেষ দ্রষ্টব্য :- এই Admit Card এর মাধ্যমে তুমি জানতে পারবে কোথায় তোমার Seat পড়েছে। Exam Centre এ এই Admit Card টি নিয়ে যাওয়া বাধ্যতামূলক।)
WB ANM GNM 2023 Admit Card Download Important Links:-
WB ANM GNM 2023 Admit Card Download Direct Link | Click Here |
WB ANM GNM 2023 Admit Card Notice Download Link | Click Here |
Official Website | Click Here |
WB ANM GNM 2023 Previous Year Question Paper Download Link | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. কবে হতে চলেছে WB ANM GNM 2023 Exam?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।