WBBSE WB Madhyamik Result Date (West Bengal) 2022 | মাধ্যমিক রেজাল্ট 2022 Direct Link & Result Date Released জানুন বিস্তারিত!

03/06/2022 দিনটি এ বছর এর সকল Madhyamik এর ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময়েই প্রকাশিত হতে চলেছে Madhyamik Result 2022 । প্রসঙ্গত Madhyamik Exam 2022 শুরু হয়েছিল 07/03/2022 ও শেষ হয়েছিলো 16/03/2022 তে এবং এইবার Exam দিতে বসেছিল মোট 11 Lakh পরীক্ষার্থী। এইবার Madhyamik Result 2022 প্রকাশিত হবে 03/06/2022 তে। আশা করি তোমাদের সকল পরীক্ষা ভালই হয়েছে তোমাদের সকলের জন্য রইল অসংখ্য শুভকামনা।

এই আর্টিকেল টি শুধুমাত্র Madhyamik এর পরীক্ষার্থী দের জন্য কারণ এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন Madhyamik Result 2022 Date ,Result Checking Process এবং তদসংলগ্ন বিভিন্ন বিষয় সমূহ।

খুব স্বাভাবিক ভাবেই  Madhyamik এর পরীক্ষার্থীরা Result নিয়ে দুশ্চিন্তায় আছো তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি তেমন কোন চিন্তার কারন নেই ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে বোর্ড় এর পক্ষ থেকে সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে খুব একটা কড়া ভাবে কারণে খাতা দেখা হবে না।

পরীক্ষার্থীরা মাথায় রাখবে একবার কিন্তু পাসের হার 100% নয়, বোর্ড ইতিমধ্যে এই তথ্য জানিয়ে দিয়েছে যদিও এ ব্যাপারে ভয় পাওয়ার কোন কারণ নেই lমোটামুটি লিখে থাকলে তোমার পাসের চিন্তা হবেনা একথাও  সঙ্গে জানিয়েছেন বোর্ড অধিকর্তা । নিম্নে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে তুমি খুব সহজেই জেনে নিতে পারবেন তোমার Result।

Madhyamik Result 2022 Direct Link ,Click Here

Madhyamik এর Result 2022 পরীক্ষার্থীরা বেশ কয়েকটি মাধ্যমে জানতে পারবেন যা নিম্নে পরপর আলোচনা করা হলো তোমরা তোমাদের সুবিধামতো যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করেন জেনে নিতে পারবে তোমাদের Result ।

WB Madhyamik Result 2022 Checking Process:-

  • সর্বপ্রথম ভিজিট করো https://wbresults.nic.in/
  • সামনে পেয়ে যাবে Madhyamik Result Link সেটিতে ক্লিক করুন।
  • এখন তোমাকে প্রদান করতে হবে তোমার Roll No ও Date of Birth (DD/MM/YYYY) ফরমেটে।
  •  এখন নিচে থাকা Submit বাটনে ক্লিক করো, তোমার সামনে এখন তোমার Result চলে আসবে , প্রয়োজন অনুসারে তুমি Result Download ও Print Out কপি ও বের করতে পারো।

উপরে উল্লেখিত ওয়েবসাইট ছাড়া চার্ট এ প্রদান করা ওয়েবসাইট এর মাধ্যমেও তোমরা তোমাদের Result জানতে পারবে।

SL No Website SL No Website
1 http://wbresults.nic.in 8 www.schools9.com
2 www.exametc.com 9 www.jagranjosh.com
3 http://abpananda.abplive.in 10 www.vidyavision.com
4 www.wbbse.eb.gov.in  (Not Working) 11 www.news18bangla.com
5 www.anandabazar.com 12 www.Bangla.hindustantimes.com
6 www.indiaresults.com 13 www.fastresult.in
7 www.results.shiksha 14 www.indiatoday.in/education-today

WB Madhyamik Result 2022 Checking Process Via SMS:-

Result Declaration এর দিন প্রায় দেখা যায় খুব বেশি Traffic হওয়ার জন্য Server অনেকটাই Slow হয়ে যায়। যার ফলস্বরুপ ওয়েবসাইট অনেকটাই Slow হয়ে যায় এবং কোন কোন ক্ষেত্রে ওয়েবসাইট Crash হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা তোমাদের Result SMS এর মাধ্যমেও জানতে পারবে। এ পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা Step গুলি Follow করো।

  • মোবাইল ফোন থেকে WB 10 <SPACE > Roll Number প্রদান কর।
  • এখন এই SMS টি পাঠিয়ে দাও 5676750 Number এ।
  • কিছুক্ষণের মধ্যেই WBBSE কর্তৃপক্ষ দ্বারা তোমার ফোনে SMS পাঠানো হবে যার মধ্যে থাকবে তোমার Madhyamik 2022 Result।

তোমরা Mobile App এর মাধ্যমে ও তোমাদের Result জানতে পারবেন, এজন্য আপনাদের Google Play Store থেকে Madhyamik Result 2022 App থেকে বা www.results.shiksha থেকেও Download করতে পারবেন।

WB Madhyamik 2022 Passing Marks/Grading System:- 

এক জন ছাত্র বা ছাত্রীকে প্রতিটি বিষয় ন্যূনতম 25% মার্কস পেতে হবে WB Madhyamik 2022 এ পাস করার জন্য।  Grading System এর সম্বন্ধে বিস্তারিত জানতে নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।

Mark Range  Remark  Grade 
90-100 Outstanding AA
80-89 Excellent A+
60-79 Very Good A
45-59 Good B+
35-44 Satisfactory B
25-34 Marginal C
Below 25 Disqualified D

WB Madhyamik Result 2022 Official Notice Download Link :-

FAQ:-

1. Madhyamik Result 2022 Date West Bengal কি?
ANS:- 03/06/2022
2. কেমন করে জানতে পারবো আমরা Madhyamik Result 2022?
ANS:- Website /SMS/App এর মাধ্যমে তুমি জানতে পারবে তোমার Madhyamik Result 2022 । বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে নাও।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823