Board এর পূর্বনির্ধারিত Notice অনুযায়ী ইতিমধ্যে 10/06/2022 তে ঘোষণা হয়ে গেল Higher Secondary Result 2022 , আর কিছুদিনের মধ্যেই Class 11 এর ও Result ঘোষণা হয়ে যাবে। Result ঘোষণার সঙ্গে সঙ্গে অফিশিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে পরের বছরের তথা Class 11 ও Higher Secondary Exam 2023 Routine । এ বছরের Class 11 এর যারা পরীক্ষার্থীদের তাদের জন্য এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই Routine টি মাথায় রেখে Preparation নিতে পারবে। বিশেষ দ্রষ্টব্য ইতিমধ্যে আমরা আলোচনা করেছি Madhyamik Routine 2023 এর সমন্ধে, কিছু দিনেই আমরা আলোচনা করব Higher Secondary Routine এর সম্বন্ধে বিস্তারিত। সমস্ত তথ্য সঠিক সময় পাওয়ার জন্য অবশ্যই ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং Social Media হ্যান্ডেল গুলিতে। অফিশিয়াল তথ্য অনুসারে Class 11 এর পরীক্ষা শুরু হতে চলেছে আগামী বছরের 14th March থেকে শুরু এবং এই পরীক্ষা চলবে 27 th March পর্যন্ত। আগের বছরের তুলনায় এ বছর পরীক্ষাটা আগেই হবে।
উল্লেখ্য পূর্বের মতোই এবার Madhyamik 2023 হতে চলেছে সম্পন্ন Offline Mode এ বিভিন্ন স্কুলগুলোতে । WBCHSE ClASS 11 Routine 2023 নিম্নে চার্টের মাধ্যমে বর্ণনা করা হলো ।Exam শুরু হবে দুপুর 02:00 থেকে বিকেল 5:15 টা পর্যন্ত (Afternoon)
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।