WBJEE Admit Card 2022 Download Link Published on WBJEE 2022 Admit Card Out at wbjeeb.nic.in, more in Bengali!

WBJEE পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল WBJEE 2022 Admit Card। কিছুদিন আগেই বেশ কয়েকজন WBJEE পরীক্ষার্থীরা আমাদের প্রশ্ন করেছিলে Admit Card কদিন পরে বের হতে চলেছে আমাদের সবারই অপেক্ষার অবসান ঘটলো আজ অর্থাৎ 23/04/2022 এ।

মোটামুটি সকলকে ধারণা ছিল March এর শেষের দিকেই নাকি Officially WBJEE 2022 Admit Card Publish করা হবে। কিন্তু বিভিন্ন কারণবশত এদিন অনেকটাই পিছিয়ে গেছে অবশেষে 23/04/2022 এ Officially WBJEE 2022 Admit Card Release করা হয়েছে।

আপডেট পাওয়া তথ্য অনুসারে আগামী 30/04/2022 এ অনুষ্ঠিত হতে চলেছে WBJEE 2022। একদম সময় হাত ছাড়া করবে না। নিম্নে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে এখনি Download  করে নাও নিজের নিজের Admit Card।

WBJEE Admit Card 2022 Download Process:-

  • যারা যারা এডমিট কার্ড ডাউনলোড করবে তারা সর্বপ্রথম ভিসিট  করো WBJEE Official Website
  • Homepage এর মধ্যে পেয়ে যাবে WBJEE অপশন সেটিতে ক্লিক করুন।
  • পরের পেজে আপনি পেয়ে যাবেন Download Admit Card, সেটিতে ক্লিক করুন।
  • এখন আপনাকে প্রদান করতে হবে Application Number, Date of Birth, এবং Captca Code এ থাকা Security Pin সেটি প্রদান করুন।
  • এবং Sign In বাটনে ক্লিক করুন। এখন আপনার সামনে Admit Card এর PDF চলে আসবে সেটি Download করে নিন।

WBJEE Admit Card 2022 Direct Link:- 

unnamed

WBJEE সম্বন্ধে কোন প্রশ্ন থাকলে অবশ্যই Highlight টেস্ট এ ক্লিক করে সামগ্রিক তথ্যসমূহ জেনে নাও।
WBJEE 2022 Application Form Date , Registration , Syllabus , Exam Date , Application Fees এর সমন্ধে জানুন !

FAQ:-

1. কবে হবে WBJEE 2022 Exam?

ANS:- 30/04/2022

2. কোন Website থেকে Download করা যাবে WBJEE 2022 Admit Card?

ANS :- https://wbjeeb.nic.in/

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *