WBP Jail Police Warden Recruitment 2023: রাজ্যে প্রচুর Warden পদে নিয়োগ শুরু হয়ে গেলো জানুন বিস্তারিত!

পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ Jail Police। মহামারীর কারণে কিছু সময় এই পদের জন্য Recruitment বন্ধ থাকলেও সম্প্রতি WBP এই পদে নিয়োগের জন্য Official Notification Release করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রচুর শূন্য পদ এর জন্য এই Recruitment আনা হয়েছে, এই  সম্পর্কে বিস্তারিত জানতে নিবন্ধের সাথে থাকুন।

WBP Jail Police Warden Recruitment 2023 Overview:-

Recruiting Organization West Bengal Police
Post Name Jail Police (Warden)
Vacancies 130
Salary 27,286 থেকে শুরু
Job Location West Bengal 
Job Type State Govt. Job 
Last Date 26/08/2023
Mode of Application Online
Official Website https://prb.wb.gov.in/, https://wbpolice.gov.in/ 

WBP Jail Police Warden Recruitment 2023 Important Dates:-

WBP Jail Police Warden Recruitment 2023 Official Notification Releasing  02/08/2023
WBP Jail Police Warden Recruitment 2023 Online Application Starting  06/08/2023
WBP Jail Police Warden Recruitment 2023 Online Application Closing 26/08/2023
Application Correction Window Opening 29/08-04/09/2023
Exam Date  

WBP Jail Police Warden Recruitment 2023 Vacancy সংখ্যা:- 

Sl No. Category Male  Female  Total Vacancy
01 Unreserved (UR) 27 09 36
02 Unreserved (E.C.) 13 04 17
03 Unreserved (Ex-servicemen) 03 01 04
04 Scheduled Caste 14 04 18
05 Scheduled Caste (E.C.) 07 02 09 
06 OBC-A 07 02 09 
07 OBC-A (E.C) 02   02
08 OBC-B 05 01 06
09 OBC-B (E.C) 02 01 03
10 Unreserved (Meritorious sports persons) 02   02
11 Economically Weaker Sections [EWS] 06 02 08
12 Economically Weaker Sections [EWS]- (E.C) 03 01 04
13 Economically Weaker Sections [EWS]- (Ex-servicemen) 01   01

WBP Jail Police Warden Recruitment 2023 Eligibility:- 

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । 

Education Qualification:- 

আবেদনকারীকে কেন্দ্র বা রাজ্য সরকার  স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত পক্ষে অষ্টম শ্রেনি পাশ করতে হবে।

Computer Literacy:-

আবেদনকারী কে Microsoft Office সহ Computer চালাতে দক্ষ হতে হবে।

WBP Jail Police Warden Recruitment 2023 এ আবেদনের জন্য Age Limit:-

Office Notice অনুসারে আবেদনকারীর সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স হতে পারে যথাক্রমে 27 ও 18 বছর।তবে Category অনুযায়ী আবেদনকারীরা বয়সের ছাড় পেতে পারেন, এ বিষয়ে বিস্তারিত জানতে নিম্নে প্রদান করা  চার্ট এ Click করুন।

Category Age Relaxation 
ST/SC 5
OBC 3

Physical Standard Test:-

Male:-

  • Height;- General Category এর আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 CM। (গোর্খা, ঘারওয়ালি ,রাজবংশী ও ST আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা কত হবে 160 CM)
  • Weight:- ন্যূনতম 57 KG তাছাড়া উচ্চতার সাথে ওজনের অনুপাত মিলতে হবে সরকারি মাপকাঠি অনুসারে।(গোর্খা, ঘারওয়ালি ,রাজবংশী ও ST আবেদনকারীদের ক্ষেত্রে ওজন হতে হবে 53 KG তাছাড়া উচ্চতা অনুসারে ওজন মিলতে হবে)
  • Chest:- বুকের ছাতি হতে হবে ন্যূনতম 78 CM এবং 5 CM  ফুলিয়ে 83 CM করতে হবে। (গোর্খা, ঘারওয়ালি ,রাজবংশী ও ST আবেদনকারীদের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে ন্যূনতম 76 CM এবং 5 CM  ফুলিয়ে 81 CM করতে হবে।

Female:-

  • Height;- General Category এর আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 CM। (গোর্খা, ঘারওয়ালি ,রাজবংশী ও ST আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা কত হবে 152 CM)
  • Weight:- ন্যূনতম 49 কেজি তাছাড়া উচ্চতার সাথে ওজনের অনুপাত মিলতে হবে সরকারি মাপকাঠি অনুসারে।(গোর্খা, ঘারওয়ালি ,রাজবংশী ও ST আবেদনকারীদের ক্ষেত্রে ওজন হতে হবে 45 KG তাছাড়া উচ্চতা অনুসারে ওজন মিলতে হবে)
  • Chest:- Not Applicable

Physical Eligibility Test (Run):-

Male :- 

1600 মিটার দৌড়াতে হবে 6 Minutes 30 Second এ ।

Female:- 

800 মিটার দৌড়াতে হবে 4 Minutes 30 Second এ।

WBP Jail Police Warden Recruitment 2023 Salary:-

Pay Level 6 অনুযায়ী Salary প্রদান করা হবে । এক্ষেত্রে আপনার Salary হতে পারে 22,700 থেকে শুরু যা ভবিষ্যতে বেড়ে দাঁড়াতে পারে 58,500 পর্যন্ত। এ সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice থেকে। এক্ষেত্রে Basic Pay হতে পারে 27,286 পর্যন্ত।

WBP Jail Police Warden Recruitment 2023 Application Fees:-

প্রয়োজনীয় Application Fees আবেদনকারীদের Online মাধ্যম যেমন Credit Card, Debit Card,Net Banking/ UPI এর মাধ্যমে প্রদান করতে পারবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হল।

Category Application Fees in INR
UR/OBC/EWS  170
ST/SC/PwD 20

WBP Jail Police Warden Recruitment 2023 Application Process:-

পাওয়া তথ্য অনুযায়ী এই Recruitment টি WBP Police Recruitment Board এর মাধ্যমে গ্রহণ করা হবে। তাই আপনারা WBP এর Official Website থেকেই আবেদন করতে পারবেন WBP Jail Police Recruitment 2023 এর জন্য।

Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের জানিয়ে রাখি WBPRB এর পক্ষ থেকে Application এর জন্য Sahaj Mitra Kendra এর মাধ্যমে Submission এর ক্ষেত্রে গুরুত্ব প্রদান করেছে। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার নিকটস্থ সহজ তথ্য মিত্র কেন্দ্র থেকে Application এর । আপনার নিকটস্থ  Sahaj Mitra Kendra সম্বন্ধে জানার জন্য আর্টিকেলে নিচের দিকে থাকা Download Section থেকে Download করুন।

  • সর্বপ্রথম ভিজিট করুন West Bengal Police Recruitment Board এর Official Website।
  • Homepage এর উপরে কোণের দিকে থাকা Recruitment অপশনে ক্লিক করুন।
  • আপনার সামনে চলে আসবে Recruitment to the posts of Jail Police 2023 অপশনটি এর পাশে থাকা Get Details লিংকে ক্লিক করুন।
  • আবেদন করার পূর্বে প্রয়োজনীয় সমস্ত তথ্য জেনে নিন এবং ক্লিক করুন উপরে থাকা Application লিংকে। (Fresh Application Direct Link আপনারা পেয়ে যাবেন আর্টিকেল এর নিচের দিকে থাকা Download Section এ )।
  • প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্য প্রদান করে Application Form টি পূরণ করুন।
  • আপনার Passport Size Color Photo ও Signature JPG ফরমেটে আপলোড করুন।
  • একবার মিলিয়ে নেন শব্দোত্তর ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে Submit বাটনে ক্লিক করুন। 
  • Online এ আপনার সুবিধামতো মাধ্যমে Application Fees প্রদান করুন।
  • প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।

WBP Jail Police Warden Recruitment 2023 আবেদনের জন্য Important Documents:-

  • আবেদনকারীর Color Passport Size Photo JPG ফরমেটে 50 KB এর মধ্যে।
  • আবেদনকারীর Full Signature JPG ফরমেটে 50 KB এর মধ্যে।

WBP Jail Police Warden Recruitment 2023 Selection Process:-

WBP Jail Police এর Recruitment Process সম্পন্ন হবে চারটি পর্যায়ে। যথা:-

  • Written Exam,
  • Physical Measurement Test
  • Physical Endurance Test 
  • Interview 
  • Medical Exam

বিশেষ দ্রষ্টব্য Interview এর পরে পাস করা প্রার্থীদের একটি Merit List প্রস্তুত করা হবে । পরবর্তী কালে এই Merit List এর ভিত্তিতেই প্রার্থীদের Recruit করা হবে।

WBP Jail Police Warden Recruitment 2023 Exam Pattern:-

  • Subjects:- General Awareness and General Knowledge, Elementary Mathematics (Madhyamik standard) ,Reasoning , English, Computer Literacy এই পাঁচটি Subjects এই Exam গ্রহণ করা হবে।
  • Question Pattern:- সমস্ত প্রশ্ন হবে MCQ Type এর।
  • Duration:- পরীক্ষার্থীরা হাতে পাবে 1 ঘন্টা তথা 60 Minutes সময়।
  • Total Question:- মোট 90 টি প্রশ্ন থাকবে চারটি Subjects থেকে।
  • Marking Scheme:- প্রতি সঠিক উত্তরের পরীক্ষার্থী পাবেন 1 নম্বর।
  • Negative Marking:- হ্যাঁ অবশ্যই, প্রতি Question ভুল করলে 0.25 বা চারটি Question ভুল করলে 1 নম্বর কাটা হবে।

Subject  Number of Questions Marks  Duration
General Awareness and General Knowledge 25 25 60 Minutes
Elementary Mathematics 20 20
Reasoning 10 10
English 25 25
Computer Literacy 10 10
Total  90 90

WBP Jail Police Warden Recruitment 2023 Admit Card:- 

WBP Jail Police Warden Recruitment 2023 এর Admit Card Official Website থেকে Download করতে পারবেন।পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Official Website থেকে।

WBP Jail Police Warden Recruitment 2023 Result:-

উভয় Exam এর Result Online এ ঘোষণা করা হবে। PDF আকারে পরীক্ষার্থীরা তাদের Result Download করতে পারবে Official Website থেকেই। পরীক্ষার্থীদের Result সহ Score Card Download করার জন্য Log In করতে হবে এবং সঙ্গে Roll Number, Registration Number, DOB,Captcha Code প্রদান করতে হবে।

WBP Jail Police Warden Recruitment 2023 Official Notification Download Link  Click Here
Apply Now Click Here
Information to the Applicant Download Link  Click Here
List of Sahaj Mitra Kendras Click Here
Official Website  Click Here
Google News  Follow Us
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. WBP Jail Police Warden Recruitment 2023 Official Website কোনটি? 
ANS:- https://wbpolice.gov.in/ বা https://prb.wb.gov.in/ 
2. WBP Jail Police Warden Recruitment 2023 Vacancy সংখ্যা কত? 
ANS:- 160
3. WBP Jail Police Warden Recruitment 2023 Salary কত? 
ANS:- 58,500 পর্যন্ত  
4. WBP Jail Police Warden Recruitment 2023 Last Date কবে? 
ANS:- 26/08/2023

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823