এবার আপনার পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার | West Bengal Student Credit Card Scheme Eligibility, Last Date, Helpline Number etc!

West Bengal Student Credit Card  (WBSCC) সম্ভবত পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের স্বার্থে রাজ্য সরকারের নেওয়া ভবিষ্যতের সবথেকে বড় প্রকল্প । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্ধোপাধ্যায় এই স্কীম শুরু করার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন । পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ সহ ভারতের যে কোনো রাজ্যে বা বিদেশে পড়াশোনা করার জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত খুব অল্প সুদে  ঋণ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প।এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও এই সম্পর্কে এখনো পর্যন্ত সম্পূর্ণ তথ্য ভালোভাবে জনসাধারনের কাছে উপস্থাপন করা হয়নি ।আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিকালে চালু হওয়া West Bengal Student Credit Card Scheme (WBSCC) এর সম্পর্কে।

পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কী? (What is West Bengal Student Credit Card Scheme?)

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনের সময় এই পশ্চিমবঙ্গ ছাত্রদের ক্রেডিট কার্ডের (Student Credit Card) প্রতিশ্রুতি দিয়েছে ।  ভোটে জয়লাভের পরে গত 24 শে জুন 2021 তারিখে একটি দলীয় মন্ত্রিসভা বৈঠকের আয়োজন করা হয় যেখানে, Student Credit Card প্রকল্পটির বাস্তবায়ন করা হয়েছে।পশ্চিমবঙ্গের Madhyamik তথা Madhyamik ঊর্ধ্ব যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তাদের অতি অল্প সুদের হারে এবং সরকারি স্বীকৃতি পত্র সহকারে Educational Loan প্রদান করা হবে। 

 একজন শিক্ষার্থী সর্বাধিক 10 Lakh টাকা পর্যন্ত Educational Loan গ্রহণ করতে পারবে এই প্রকল্পের মাধ্যমে।শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় খুশির খবর এই যে শিক্ষার্থীরা এই ঋণ গ্রহণ করার পরবর্তী 15 বছরের মধ্যে এই ঋণ পারিশোধ করতে পারবে।

বিশেষ দ্রষ্টব্য এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জানার জন্য পাসে প্রদান করা লিঙ্কে ক্লিক করুন (West Bengal Student Credit Card Scheme)।

পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এর উদ্দেশ্য (Objective of West Bengal Student Credit Card Scheme):-

পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক কিন্তু পরিবারের আর্থিক অভাবের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না তাদের আর্থিক সহায়তা প্রদান করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। মাননীয়া মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয় যে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে এই Loan এর  Guarantor  হিসেবে থাকবে খোদ পশ্চিমবঙ্গ সরকার। এভাবে শিক্ষার্থীরা অধিক বেশি শিক্ষা অর্জন করতে পারবে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। এর ফলে পশ্চিমবঙ্গে বেকারত্বের সমস্যা অনেকটাই কমে আসবে বলে পশ্চিমবঙ্গ সরকার মনে করছে।

  • ভারতে বা বিদেশে, পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল এবং পোস্টডক্টরাল শিক্ষার জন্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ।
  • এই ঋণ প্রাতিষ্ঠানিক এবং অ-প্রাতিষ্ঠানিক খরচ যেমন হোস্টেল ফি বা ভাড়া, ল্যাপটপ কেনাকাটা, এবং স্টাডি ট্যুর এসবের জন্য যথেষ্ট টাকা বরাদ্দ করা হবে ।
  •  এই ব্যবস্থার অধীনে ঋণ পরিশোধের জন্য ছাত্রদের 15 বছর সময় থাকবে।
  • একজন শিক্ষার্থী বা তাদের পিতামাতা বা আইনগত অভিভাবক সময়সীমার আগে যেকোনো মুহূর্তে ঋণের পরিমাণ ফেরত দিতে পারেন।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823