Sitaram Jindal Scholarship 2022 (সীতারাম জিন্দাল স্কলারশিপ) Application Form ,Last Date, Eligibility more in Bengali!

Sitaram Jindal Scholarship 2022 । সীতারাম জিন্দাল স্কলারশিপ ।সীতারাম জিন্দাল স্কলারশিপ Last Date ।Sitaram Jindal Scholarship Apply Online । Sitaram Jindal Scholarship West Bengal

দুঃস্থ ছাত্র-ছাত্রীদের কাছে Scholarship  এক বরদান স্বরূপ । আমরা ইতিপূর্বে West Bengal Student Credit Card, Rupashree Prakalpa, Kanyasree Prakalpa, WB OASIS Scholarship এবং Swami Vivekananda Merit Cum Means Scholarship সম্বন্ধে আলোচনা করেছি । উপরিউক্ত সবকটি Scholarship  State Government কর্তৃক প্রদত্ত।  Government  প্রদত্ত Scholarship  ছাড়াও ভারতবর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য বেশকিছু Non Government প্রদত্ত  Scholarship রয়েছে যা ছাত্র-ছাত্রীদের বিশেষ ভাবে সাহায্য করে চলেছে । আজ আমরা আলোচনা করবো তেমনই এক Scholarship যার নাম Sitaram Jindal Scholarship।।. বছরে বছরে এই Scholarship  হাজার হাজার ছাত্র-ছাত্রীদেরকে পড়াশোনার চালানোর ক্ষেত্রে অবশ্যম্ভাবীভাবে সাহায্য করে চলেছে । তাই আজ আমাদের আলোচনার বিষয় হিসেবে রয়েছে Sitaram Jindal Scholarship সম্বন্ধিত সামগ্রিক তথ্য ।

Sitaram Jindal Scholarship কী?

Sitaram Jindal Scholarship একটি Merit Cum Means Scholarship Scheme যা Sitaram Jindal Foundation এর পক্ষ থেকে প্রদান করা হয়। এই Foundation এর পিছনে রয়েছে ব্যাঙ্গালোরের একটি চ্যারিটেবল ট্রাস্ট সংস্থা যার লক্ষ্য আর্থিকভাবে দুঃস্থ ছাত্রছাত্রীদের Scholarship প্রদানের মাধ্যমে সঠিক শিক্ষা গ্রহণে যথাসম্ভব সাহায্য প্রদান করা । একাদশ শ্রেণি থেকে Post Graduation পর্যন্ত ছাত্রছাত্রীরা এই Scholarship এর  সুবিধা পেয়ে পারে । Sitaram Jindal Scholarship এর মাধ্যমে ছাত্রছাত্রীরা প্রতি মাসে Course ভিত্তিক 500 থেকে 3200 টাকা অবদি প্রদান করা হয়ে থাকে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেল পড়ুন ।

Sitaram Jindal Scholarship প্রদান এর উদ্দেশ্য কি?

  • যেসব ছাত্র ছাত্রীরা Government কর্তৃক প্রদত্ত Scholarship এর সুবিধা নিতে পারেনি তাদের সকলকে Scholarship প্রদান করা।
  • অর্থের  কারণে বিশেষত মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তার পড়াশোনা চালাতে পারেনা এই সমস্যার সমাধান এর প্রচেষ্টা।
  • প্রথাগত শিক্ষা ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষার প্রচার এই Scholarship প্রদানের অন্যতম লক্ষ্য।

Sitaram Jindal Scholarship 2022 Important Dates:-

Sitaram Jindal Scholarship Application Starting  
Sitaram Jindal Scholarship Application Closing 31/12/2022

Types of Sitaram Jindal Scholarship 2022:-

Category অনুযায়ী এই Scholarship কে পাচঁটি Category তে ভাগ করা যেতে পারে যা ক্লাস 11 থেকে ITI, BA, B.Com, B.Sc, BFA, BCA, BBA, BBM, MA, M.Phil, MBA, M.Com এবং বিভিন্ন Diploma, Engineering এবং Medical Course কভার করে থাকে।যেমন:- Category A,B,C,D,D। প্রতিটি Category এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা, Benefits এর সম্বন্ধে নিম্নে বিস্তারিত বর্ণনা করা হলো।

Sitaram Jindal Scholarship 2022 এর Eligibility :-

Category A:- 

  1. Category ‘A’ এর জন্য আবেদনকারীকে ক্লাস 11 থেকে 12 এর মধ্যে পাঠরত অবস্থায় থাকতে হবে ।
  2.   ছাত্রদের ক্ষেত্রে ন্যূনতম 70% মার্কসএবং ছাত্রীদের ক্ষেত্রে ন্যূনতম 65% মার্কস  ।
  3.  পারিবারিক বাৎসরিক আয় থাকতে হবে 4 Lakh টাকার মধ্যে ।
  4.   আবেদনকারী ছাত্র /ছাত্রীর বয়স 30 বছরের এর কম হতে হবে ।

Category B:- 

  • আবেদনকারীকে Government বা Public Institute বা শিক্ষা প্রতিষ্ঠানে ITI Course এ পাঠরত থাকতে হবে ।
  • ছাত্রদের ক্ষেত্রে ন্যূনতম 50% মার্কস এবং ছাত্রীদের ক্ষেত্রে ন্যূনতম 40% মার্কস লাগবে ।
  • পারিবারিক বাৎসরিক আয় থাকতে হবে  4 Lakh টাকার মধ্যে ।
  •  আবেদনকারী ছাত্র/ছাত্রীর বয়স 30 বছরের এর কম হতে হবে ।

Category C:- 

  • Category ‘C’ এর জন্য আবেদনকারীকে Graduate (UG) বা Post Graduate Course যেমন B.A., B.Com, B.Sc., BFA, BCA, BBA, BBM, Bachelor of Business Economics/Finance, B.Sc. বা M.A., M.Phil, M.Com, M.Lib (Science), MBA, Master of Business Economics/Finance/ Human Resources Management/ International Business/ M.Sc. / MVSc, M.Sc ইত্যাদি তে অধ্যয়নরত থাকতে হবে ।
  •  ছাত্রদের ক্ষেত্রে ন্যূনতম 65% নাম্বার এবং ছাত্রীদের ক্ষেত্রে ন্যূনতম 60% নাম্বার লাগবে ।
  • পারিবারিক বাৎসরিক আয় থাকতে হবে  4 Lakh  টাকার মধ্যে ।
  • আবেদনকারী ছাত্রছাত্রীর বয়স 30 বছরের এর কম হতে হবে ।

Category D:- 

  •  Category D এর জন্য আবেদনকারীকে বিভিন্ন Diploma Course  যেমন – Civil Engineering, Computer Science, Chemical, Auto Mobile, Nursing, Pharmacy ইত্যাদি Course এ পাঠরত হতে হবে। ।
  • ছাত্রদের ক্ষেত্রে ন্যূনতম 55% নাম্বার এবং ছাত্রীদের ক্ষেত্রে ন্যূনতম 50% নাম্বার লাগবে ।পারিবারিক বাৎসরিক আয় থাকতে হবে 4 Lakh  টাকার মধ্যে ।
  • আবেদনকারী ছাত্রছাত্রীর বয়স 30 বছরের এর কম হতে হবে ।

Category E:- 

  1. ‘E ক্যাটাগরিতে আবেদনকারী ছাত্রছাত্রীদের Graduation অথবা Post Graduation তে  Engineering,, Medicine, Neuropathy,MBBS ,Pharma, Homeopathy, Ayurveda, Architecture, M Pharma,Surgery ইত্যাদি Course এ পঠনরত হতে হবে ।
  2. ছাত্রদের ক্ষেত্রে ন্যূনতম 65% নাম্বার এবং ছাত্রীদের ক্ষেত্রে ন্যূনতম 60% নাম্বার লাগবে ।
  3. পারিবারিক বাৎসরিক আয় থাকতে হবে 4 Lakh টাকার মধ্যে।
  4.   আবেদনকারী ছাত্রছাত্রীর বয়স 30 বছরের এর কম হতে হবে ।

Sitaram Jindal Scholarship 2022 এর Selection Process:-

সমস্ত আবেদনকরীর নামের এর Shortlisting করা হবে এবং Qualifications এর ভিত্তিতে আবেদনকারীর নামের List তৈরি করা হবে যাদের পরবর্তীকালে Scholarship প্রদান করা হবে।

Sitaram Jindal Scholarship 2022 এর Distribution Process:-

আবেদনকারী দের ( অভিভাবকের হলেও হবে) Bank Account এ সরাসরি Scholarship Amount পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনকারীর Bank Account এর সঙ্গে Aadhar Card সংযুক্ত করা আবশ্যক।

Sitaram Jindal Scholarship 2022 এর Scholarship Amount:-

  • Category A:- Scholarship এর নিয়ম অনুসারে, ছাত্ররা প্রতিমাসে 500 টাকা এবং ছাত্রীরা প্রতিমাসে 700 টাকা করে পাবে ।
  • Category B:- Scholarship এর নিয়ম অনুসারে Government  ITI শিক্ষার্থী হলে আপনি প্রতিমাসে 500 টাকা এবং Privet ITI শিক্ষার্থী হলে আপনি প্রতিমাসে 700 টাকা করে পাবেন ।
  • Category C:- Scholarship এর  নিয়ম অনুসারে Graduate ছাত্রদের ক্ষেত্রে প্রতিমাসে পাবেন 1100 টাকা এবং Graduate ছাত্রীদের ক্ষেত্রে প্রতিমাসে পাবেন 1400 টাকা প্রদান করা হয়, আবার যদি আবেদনকারী শারীরিকভাবে অক্ষম, বিধবা ও Ex- Serviceman হলে সেক্ষেত্রে তিনি পাবে 1500 টাকা প্রতিমাসে । Post Graduation ছাত্ররা প্রতিমাসে 1500 টাকা এবং ছাত্রীরা প্রতিমাসে 1800 টাকা  করে পাবেন, শারীরিকভাবে অক্ষম, বিধবা বা Ex- Serviceman হলে 1800 টাকা করে প্রতিমাসে ।
  • Category D:- Scholarship এর নিয়ম অনুসারে  ছাত্ররা প্রতিমাসে পাবেন 1000 টাকা এবং ছাত্রীরা প্রতিমাসে পাবেন 1200 টাকা করে ।
  • Category E:- Scholarship এর মাধ্যমে সমস্ত ছাত্ররা প্রতিমাসে 2000 টাকা এবং ছাত্রীরা প্রতিমাসে  2300 টাকা  করে পাবেন । তবে Graduate Medicine Course এর ছাত্ররা পাবেন 2500 টাকা এবং ছাত্রীরা পাবেন 3000 টাকা করে প্রতিমাসে । Post Graduation Course এর ছাত্ররা 2800 টাকা ছাত্রীরা 3200 টাকা করে প্রতিমাসে পাবেন ।

তাছাড়া যেসব ছাত্রছাত্রীরা ছাত্রাবাসে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য রয়েছে এই স্কলারশিপের সুবিধা । যারা Diploma, Graduate, ITI কোর্সের রয়েছে তারা পাবে 1200 টাকা করে প্রতিমাসে এবং যারা Medical, Engineerig Course সহ বিভিন্ন PG Course এ পড়াশোনা করছেন তারা প্রতি মাসে পাবেন 1800 টাকা করে ।

Sitaram Jindal Scholarship 2022 এর Application Process:-

Sitaram Jindal Scholarship 2022 এর জন্য Offline এই একমাত্র আবেদন সম্ভব। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • Sitaram Jindal Scholarship এর Official Website থেকে Application Form টি Download করুন (আপনাদের সুবিধার্থে Application Form এর Download Link Download Section এ প্রদান করা হলো।)
  • Application Form এর Print Out কপি বের করুন।
  • Form Fill Up করুন সাবধানতার সঙ্গে এবং সঙ্গে Attach করুন Important Documents গুলি।
  • Speed Post এর মাধ্যমে পাঠিয়ে দিন নিম্নে প্রদান করা Address এ।

The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073

Sitaram Jindal Scholarship 2022 এর Application Fees:-

Not Applicable

Sitaram Jindal Scholarship 2022 আবেদনের জন্য Important Documents:-

  • Last পাস করা Exam এর Mark Sheet এর Xerox Copy।
  • Higher Secondary /SSLC/HSC এর Marksheet এর Xerox Copy।
  • Income Certificate এর Xerox Copy।
  • Annual Fees প্রদান করেছেন এমন প্রমাণ করবে এমন Documents এর Xerox Copy।
  • ছাত্র-ছাত্রীর Admission এর Proof এর  Xerox Copy।
  • যারা Hostel এ থেকে পড়াশোনা করছেন তাদের জন্যে Annexure Iv।
  • আবেদনকারী Persons with Disabilities হলে তার প্রমানপত্রের Xerox Copy।
  • Ex-servicemen এর ক্ষেত্রে তার প্রমানপত্রের Xerox Copy।

Sitaram Jindal Scholarship 2022 এর Renewal:-

এই Scholarship এর মাধ্যমে প্রদেয় অর্থ এককালীন প্রদেয় অর্থ হিসেবে প্রদান করা হয় তাই এই  Scholarship  Renew  করার কোন প্রয়োজন পড়বে না।

Sitaram Jindal Scholarship 2022 এর (Duration) টাকা কখন এবং কোন  সময়ের জন্য দেওয়া হয় :-

যতদিন পর্যন্ত চলবে Course চলবে ততদিন প্রার্থীরা এই Scholarship পাবে।

Sitaram Jindal Scholarship 2022 এর Bank Account সম্বন্ধিত Details :-

Scholarship এর  টাকা নিজস্ব Bank Account  পেতে গেলে প্রার্থীদের নিজস্ব একটি Savings Account  থাকতে হবে। Account Number টি  বৈধ এবং চালু হতে হবে, । সঙ্গে Aadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

Sitaram Jindal Scholarship 2022 এর Important Links:-

Sitaram Jindal Scholarship Application Form Download Link Click Here
Official Website Click Here
Google News Follow Us 

Sitaram Jindal Scholarship 2022 এর Contract Details:-

এই Scholarship সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে।

The Trustee

Sitaram Jindal Foundation

Jindal Nagar, Tumkur Road, Bangalore – 560 073

Scholarship Department:-scholarship@sitaramjindalfoundation.org

Donation/Aid  Department:-donation@sitaramjindalfoundation.org

General/Allied Queries:- info@sitaramjindalfoundation.org

Phone Number:- +91-80-2371-7777 / 78 / 79 / 80

FAQ:-

1. Sitaram Jindal Scholarship 2022 Last Date কি?
ANS:- 31/12/2022
2. Sitaram Jindal Scholarship 2022 Application Form PDF Download করবো কীভাবে?
ANS:- উপরে প্রদান করা Download Link থেকে।
3. Sitaram Jindal Scholarship কি সরকার কর্তৃক প্রদত্ত?
ANS:- না এটি Private Sector প্রদত্ত।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823