এখন সবাই পেতে পারে বার্ষিক 1 Lakh টাকার Scholarship | Ishan Uday Scholarship Scheme 2022 for NER, Last Date, Eligibility, Process Selection more!

Ishan Uday Scholarship in Bengali | Ishan Uday Special Scholarship for North Eastern Region | NSP Scholarship

ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ছাত্র-ছাত্রীদের সমস্যা ভিন্ন। ভারতবর্ষের উত্তরপূর্ব আগের রাজ্যগুলি বরাবর বিভিন্ন সমস্যায় জর্জরিত যার মধ্যে অন্যতম অর্থনৈতিক সচ্ছলতা এবং শিক্ষাগত কাঠামো। ভারতবর্ষের উত্তর-পূর্ব থাকে রাজ্যগুলির ছাত্র-ছাত্রীদের বিভিন্ন Degree , Professional ও Technical Course পড়াশোনার সুযোগ প্রদানের জন্য ভারত সরকার শুরু করেছে Ishan Uday Scholarship

Ishan Uday Scholarship 2022 কী ?

ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলি শুরু থেকেই অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। সেখানে শিক্ষার মান এবং সাক্ষরতার হারও নিম্ন প্রকৃতির। 2014 -15 শিক্ষাবর্ষে The Ministry of HRD এবং University Grants Commission একত্রে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শিক্ষার মান বৃদ্ধিতে এক অভিনব প্রকল্প উদ্ভাবন করেছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্য যথাক্রমে –সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম এবং মনিপুর ।এই সমস্ত রাজ্যের নিম্নবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক বা সমমানের কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাধারণ Degree Course , Professional ও Technical Course জন্য ভর্তি হতে চায় তাদেরকে মাসিক বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বছর নতুন করে 10,000 জন ছাত্রছাত্রীকে এই স্কলারশিপের সুবিধা প্রদান করা হবে।

Ishan Uday Scholarship 2022 প্রদানের উদ্দেশ্য কি?

  • উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে উচ্চশিক্ষার অধিক সুযোগ প্রদান করা ।
  • এই সমস্ত অঞ্চলগুলিতে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি করা ।
  • উত্তর-পূর্বাঞ্চলে পেশাগত শিক্ষার প্রতি মনোযোগ দেওয়া ।
  • উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষার ক্ষেত্রে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় তার যথাযথ ব্যবহার করা ।

Ishan Uday Scholarship 2022 Important Dates:-

Ishan Uday Scholarship 2022 Online Application Starting  31/10/2022
Ishan Uday Scholarship 2022 Online Application Closing  15/10/2022

Ishan Uday Scholarship 2022 এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

University Grants Commission তাদের একটি ঘোষণায় জানিয়েছে যে প্রত্যেক বছর 10000 জন নতুন শিক্ষার্থীকে এই Scholarship এর আওতায় নিয়ে আসা হবে। ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির যে সমস্ত নিম্নবিত্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা সাধারণ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে Degree Course  বা কোন Technical / Professional Course এ অথবা Para Medical Course এর জন্য কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে তারা এই Scholarship এর  জন্য আবেদন করতে পারবে।

Ishan Uday Scholarship 2022 এর  Selection Process:-

  • UGC জানিয়েছে যে প্রত্যেক বছর Renewal ছাত্র-ছাত্রীদের পাশাপাশি নতুন করে আরো 10,000 জন ছাত্রছাত্রীকে এই Scholarship প্রদান করা হবে।
  • জনসংখ্যার উপর ভিত্তি করে প্রতিটি রাজ্যের জন্য সর্বাধিক স্কলার্শিপ প্রাপকের সংখ্যা নির্ধারিত রয়েছে। তবে যদি কোন রাজ্যে Scholarship প্রাপকের সংখ্যা সেই রাজ্যের নির্ধারিত সংখ্যার চাইতে কম হয় তবে অন্যান্য রাজ্যের যোগ্য শিক্ষার্থীদের দিয়ে সেই সমস্ত স্থান গুলি পূরণ করা হবে।
  • তবে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের জন্য প্রতিটি রাজ্য থেকে 3% আসন সংরক্ষিত রয়েছে।

Ishan Uday Scholarship 2022 এর Distribution Process:-

Scholarship এর জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদেরকে DBT (Direct Benefit Transfer) মোডে সরাসরি তাদের Bank Account  এ Scholarship এর টাকা প্রদান করা হয়ে থাকে। নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নাম  Public Financial Management System (PFMS) এ প্রেরণ করা হবে।

Ishan Uday Scholarship 2022 Scholarship Amount/Benefit  :-

  • যেসমস্ত ছাত্রছাত্রীরা সাধারণ Degree কোর্সের জন্য ভর্তি হবে তারা প্রতি মাসে 5400 টাকা করে পাবে।
  • এবং যেসমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের Technical/Medical/Professional/Paramedical কোর্সের জন্য ভর্তি হবে তাদের জন্য প্রতি মাসে 7800 টাকা বরাদ্দ রয়েছে।

Ishan Uday Scholarship 2022 Eligibility :-

  • একজন আবেদনকারীকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্য যথা – সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম এবং মনিপুর এই আটটি রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোন General Degree Course কিংবা Professional Course ভর্তি হতে হবে।
  • আবেদনকারী পরিবারের বার্ষিক আয়ের 4 লক্ষ 50 হাজার টাকার কম হতে হবে।

Ishan Uday Scholarship 2022 Application Process  :-

  • National Scholarship Portal এর অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্কটিতে “scholarships.gov.in” ক্লিক করতে হবে।
  • এরপরে “Terms and Conditions” গুলি Accept করে নিয়ে “Continue” বাটনে ক্লিক করতে হবে।
  • পরের পেজটিতে একটি ফর্ম আসবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য গুলি যেমন বাসস্থানের অবস্থা, Scholarship এর প্রকৃতি Scholarship Scheme এর বিভিন্ন প্রকারভেদ, Mobile Number,  জন্ম তারিখ, Email ID ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে সঠিক জায়গায় পূরণ করে Form টি সম্পন্ন করতে হবে।
  • এরপরে ব্যাংক সংক্রান্ত তথ্য যেমন Account Number, Bank Branch IFSC Code ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • ফরমটি পূরণ করা হয়ে গেলে “Register” অপশনটিতে ক্লিক করতে হবে।

  • এরপরে প্রার্থীদের Application Number এবং Password তাদের মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এই Application Number দিয়ে Portal এ Log In করতে হবে।
  • মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য একটি OTP আসবে। OTP টি সঠিকভাবে পূরণ করে লগইন করতে হবে।
  • এরপরে প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, বিদ্যালয় সংক্রান্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করতে হবে।

 Ishan Uday Scholarship 2022 এ আবেদনের জন্য Important Documents :-

আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি হল –

  • Domicile Certificate
  • Aadhar card
  • বিগত পরীক্ষার Marksheet এবং Certificate
  • উপযুক্ত কর্তৃপক্ষ থেকে গৃহীত একটি Income Certificate

Ishan Uday Scholarship 2022 Renewal :-

  • UGC কর্তৃক প্রকল্পটি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করা হবে।
  • Scholarship টি Renew করার জন্য প্রার্থীদেরকে পরবর্তী সেমিস্টার কিংবা পরবর্তী বর্ষে উন্নীত হতে হবে।
  • পূর্ববর্তী বছরের পুরস্কারপ্রাপকরা কানাডা ব্যাংকের মনোনীত ব্যাংক শাখার মাধ্যমে UGC এর প্রথা মেনে Scholarship টি Renew করতে পারবে।
  • এছাড়াও শিক্ষার্থীদের ভালো চরিত্র এবং সৎ আচরণ বজায় রাখতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ উপস্থিতি বজায় রাখতে হবে ।

Ishan Uday Scholarship 2022 এর টাকা কখন  (Duration) এবং কোন  সময়ের জন্য দেওয়া হয় :-

যতদিন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট Course টি সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত এই Scholarship এর ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু যদি ছাত্রছাত্রীরা কোন বছর বা Scholarship এর পরীক্ষা তে ব্যর্থ হয় অথবা তাদের কলেজ পরিবর্তন করে তবে তার জন্য Scholarship প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।

Ishan Uday Scholarship 2022 এর Bank Account সম্বিত Details:-

এই Scholarship পাওয়ার জন্য শিক্ষার্থীদের নিজেদের নামে একটি Savings Bank Account থাকতে হবে এবং অবশ্যই Bank Account টি Aadhar Number এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

Ishan Uday Scholarship 2022 Contact Details :

  • Email ID:- helpdesk[at]nsp[dot]gov[dot]in 
  • Phone Number:- 0120 – 6619540
  • Official Website:- https://scholarships.gov.in/ 

Ishan Uday Scholarship 2022 Important Links: 

Ishan Uday Scholarship 2022 Official Notification Download Link Click Here 
Apply Now  Click Here
Google News   Follow Us 
Join Us On Telegram  Click Here 

FAQ:

1. Ishan Uday Scholarship 2022 এ আবেদনের Last Date কবে ?
ANS:- 15/11/2022
 2. Ishan Uday Scholarship 2022 Application গ্রহণ  কবে থেকে শুরু হয়েছে?
ANS:- 31/10/2022
3. Ishan Uday Scholarship 2022 আবেদনের জন্য Official Website কোনটি?
 ANS:- https://scholarships.gov.in/ 
4. Ishan Uday scholarship প্রকল্পের সুবিধা টি কারা কারা পাবে ?
ANS:- ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্য যথা – সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম এবং মনিপুর এই এই সমস্ত রাজ্যগুলিতে বসবাসকারী যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরিবারের বার্ষিক আয়ের 4 লক্ষ 50 হাজার টাকার নিচে তারা এই Scholarship এর সুবিধাটি পাবে।
5. যে সমস্ত শিক্ষার্থীরা Distance এ পড়াশোনা করছে অথবা কোন Open University থেকে পড়াশোনা করছে তারা কি Scholarship পাবে ?
ANS:- না, Distance এ পড়াশোনা করলে এই Scholarship প্রদান করা হবে না। এটি শুধুমাত্র  Regular  Course  এর ছাত্র-ছাত্রীদের জন্য।
6. যদি কোন শিক্ষার্থী একবার Scholarship পাওয়ার পরে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করে তবে কি তারা Scholarship পাবে ?
ANS:- না, কলেজ বা বিশ্ববিদ্যালয় পরিবর্তন করলে অথবা নির্দিষ্ট Course পরিবর্তন করলে Scholarship প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।
7. কোন কোন কোর্স গুলি এই Scholarship প্রকল্পের আওতা ভুক্ত ?
ANS:- যে কোনো রকমের General Degree,  Professional বা Technical Course , Medical বা প্যারামেডিকেল কোর্স, MBBS, BAMS,BDS, B.Arch, BTech ইত্যাদি।
8. ছাত্র-ছাত্রীরা যদি কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় তবে কি এই তারা Scholarship পাবে ?
ANS:- Scholarship পাবে। উল্লেখ্য যে শুধুমাত্র Undergraduate Course জন্যই এই Scholarship দেওয়া হবে।
9. ছাত্রছাত্রীরা যদি কোন Dual Degee Course জন্য ভর্তি হয় তবে কি তারা এই Scholarship পাবে ?
ANS :-  হ্যাঁ, পাবে। যদিও শুধুমাত্র প্রথম Degree Course মেয়াদ পর্যন্ত এই Scholarship দেওয়া হবে।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823