ONGC GT পদের Recruitment কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এবং কিছুদিন আগেই শেষ হয়ে গেছে এই Recruitment এর Application Process । এবার ONGC নিয়ে এলো অন্য একটি গুরুত্বপূর্ণ Recruitment , ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে ONGC Recruitment এর । এই আর্টিকেল এর মাধ্যমে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব সম্প্রতি সময়ে প্রকাশিত সময়ে প্রকাশিত ONGC Recruitment এর সম্বন্ধে বিস্তারিত।
ONGC Recruitment 2022 Overview:-
Recruiting Organization | Oil and Natural Gas Corporation |
Post Name | Finance & Accounts Officer, Marine Officer etc. |
Vacancies | 56 |
Salary | 1,80,000 |
Job Location | All India |
Last Date | 07/11/2022 |
Mode of Application | Online |
Official Website | https://ongcindia.com/ |
ONGC Recruitment 2022 Important Dates:-
ONGC Recruitment 2022 Online Application Starting | 18/10/2022 |
ONGC Recruitment 2022 Online Application Closing | 07/11/2022 |
ONGC Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Post | Vacancy |
Finance & Accounts Officer | 48 |
F&A Officer (Secretariat Executive) | 04 |
Marine Officer | 04 |
Total | 56 |
ONGC Recruitment 2022 Eligibility:-
Educational Qualifications:-
- Finance & Accounts Officer:- আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ICWA /CA/MBA Finance এ পাস করতে হবে।
- F&A Officer (Secretariat Executive):-আবেদনকারীকে ICSI এর Final Exam পাস করতে হবে এবং Associate বা Fellow Members হতে হবে ICSI এর।
- Marine Officer:- আবেদনকারীর কাছে Ministry of Transport’s এর Competency for Master Foreign Going এর Certificate থাকতে হবে।
ONGC Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-
Official Notice অনুসারে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে পারে 50 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
ONGC Recruitment 2022 Salary:-
Official Notification অনুযায়ী আপনার Salary হবে 80,000 থেকে 1,40,000 এর মধ্যে।
ONGC Recruitment 2022 Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
Gen/ OBC/ EWS | 300 |
SC/ST/ PwD/ ESM | Not Applicable |
ONGC Recruitment 2022 Application Process:-
ONGC Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা ONGC এর Recruitment Portal থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন ONGC এর Career Portal https://recruitment.ongc.co.in/
- আপনি যে রাজ্যের বাসিন্দা সেটি সিলেক্ট করুন।
- আপনার DOB, নাম, Mobile Number, Email ID ইত্যাদি ও সঙ্গে Captcha Code প্রদান করুন।
- এখন আপনার Registration Number ও Password তৈরি হয়ে গেছে ।
- প্রাপ্ত তথ্য প্রদান করে আপনার Application Form এর Dashboard ওপেন করুন।
- Personal Details, Work Experience, Educational Qualifications প্রদান করুন।
- একবার Preview বাটনে ক্লিক করে জেনে নিন সব কথা ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল হয়ে থাকে Edit বাটনে ক্লিক করে ঠিক করে নিন।
- এখন আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
- এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।
ONGC Recruitment 2022 Selection Process:-
দুইটি পর্যায়ে সম্পূর্ণ হবে ONGC Recruitment 2022 এর Selection যথা :- CBT Test ও Interview।
ONGC Recruitment 2022 Important Links:-
ONGC Recruitment 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. ONGC Recruitment 2022 Notification Download করা যাবে কেমন করে?
2. ONGC Recruitment 2022 Official Website কোনটি ?
3. ONGC Recruitment 2022 Online Application Last Date কি?
4. কবে থেকে ONGC Recruitment 2022 এর Registration শুরু হয়েছে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।