কেমন করে আবেদন করবেন UGC NET ২০২৩ এর জন্য | UGC NET 2023 (NET June 2023) Application Process, Eligibility,Reservation Policy more!

আপনাদের মধ্যে যারা যারা ভবিষ্যতে Assistant Professor হতে বা Junior Research Fellowship Award পেতে চান, তাদের কাছে UGC NET or NTA UGC NET Exam অত্যন্ত পরিচিত। National Testing Agency বছরে দুই বার June ও December মাসে গ্রহণ এই Exam গ্রহণ করে থাকে। Covid 19 এর কারণে December Session এর Exam গ্রহণ সম্ভব হয় নি, এই Exam টি হতে চলেছে আগামী 21 February থেকে 10 March, 2023 এর মধ্যে। এ সম্বন্ধে বাকি তথ্য রইলো এই আর্টিকেলে।

UGC NET 2023 কী?

প্রতিবছর UGC Assistant Professor বা Junior Assistant Research Fellowship (JRF) এবং Assistant Professor পদের জন্য National Level Exam  গ্রহণ করে থাকে। আপনাদের জানিয়ে রাখি 2018 পর্যন্ত Central Board of Secondary Education (CBSE) UGC NET Exam টি গ্রহণ করত 2018 সালের পর থেকে NTA Exam টি গ্রহণ করছে সম্পূর্ণ সম্পূর্ণ 82 টি বিষয়ে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই Exam টি শুধুমাত্র কেন্দ্রিয় নয় রাজ্য এর অন্তর্গত বিভিন্ন University ও College এর এক্ষেত্রেও গ্রহণ করা হয় তাই তুমি যদি এই Exam পাস করে থাকো তুমি সর্ব ভারতীয় বিভিন্ন College ও University তে পড়ানোর সুযোগ পাবে।যারা যারা ভবিষ্যতে Assistant Professor হতে বা Junior Research Fellowship Award পেতে চান তারা অবশ্যই এই আর্টিকেলটি সম্পন্ন ভালোভাবে পড়ুন সমস্যা থাকলে আমাদের জানান কমেন্ট সেকশনে এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে।

UGC NET 2023 Overview:-

Coundcting Organisation National Testing Agency 
Exam Name UGC NET
Expected Candidates 12,50,000+
Exam Level  National 
Last Date 31/05/2023
Mode of Exam  Online – CBT (Computer Based Test)
Mode of Application Online
Official Website https://ugcnet.nta.nic.in/ 

UGC NET 2023 Important Dates:-

UGC NET 2023 Notification Releasing  10/05/2023
UGC NET 2023 Online Application Starting  10/05/2023
UGC NET 2023 Online Application Closing  31/05/2023
Last Date of Paying Application Fee Online  01/06/2023
Application Form Correction Window Opening  02-03/06/2023
UGC NET 2023 Admit Card Releasing  June, 2023
UGC NET 2023 Exam 13-2406/2023

UGC NET 2023 Eligibility:-

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।

Educational Qualification:-

  • আবেদনকারীকে অবশ্যই Masters Degree পাস করতে হবে 55% মার্কস সহ।
  • যারা Post Graduation পাস করার পর NET 2023 এর জন্য ভর্তি হবেন তাদের 50% মার্কস পেলেও আবেদন করতে পারবে NET 2023 এর জন্য।
  • Reserve Category অন্তর্ভুক্ত আবেদনকারীদের Educational Qualifications এর ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হবে।
  • যেসব আবেদনকারীরা June,2002 এর আগে State Eligibility Test পাস করেছে তারা আবেদন করতে পারবে না UGC NET 2022 এর জন্য।

UGC NET 2023 এ আবেদনের জন্য Age Limit:-

  • Junior Research Fellowship (JRF) এর জন্য যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 31 বছর এর বেশী হওয়া চলবে না।
  • Reserve Category অন্তর্ভুক্ত আবেদনকারীরা পাঁচ বছর অতিরিক্ত সময় পাবে।
  • Assistant Professor এর ক্ষেত্রে বয়সের কোনো উত্তর সীমা নেই।

বিশেষ দ্রষ্টব্য:- Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।

UGC NET 2023 Seat Reservation Policy:-

Government of India এর নিয়ম অনুযায়ী Category অনুযায়ী Seat Reservation এর সুবিধা পাবে পরীক্ষার্থীরা। নিম্নে এই সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Category Seat Reservation 
UR/EWS 10%
SC 15%
ST 7.5%
OBC-NCL 27%

UGC NET 2023 এর Salary:- 

UGC  NET 2022 Salary অনেকক্ষেত্রে নির্ভর করে কোন Institution এ কাজ করবেন তার ওপর তাও Assistant Professor এর Salary কম বেশি 50,000 মত হয়ে থাকে। অপর ক্ষেত্রে JRF Post এর প্রথম দুই বছর এ  আপনার Salary হতে পারে 31,000  এর মতো এবং এই Additional Amount ও পাবেন। পরবর্তী তিন বছরের Salary আপনার বেড়ে দাঁড়াবে 35,000 এর মতো।

UGC NET 2023 এর Application Fee:-

প্রয়োজনীয় Application Fee আবেদনকারীরা শুধুমাত্র UPI ও Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। Challan Form Online এ Generate করতে হবে। Category অনুযায়ী Application Fee নিম্নে বর্ণনা করা হলো।

Category  Application Fee in INR
UR 1100
OBC-NCL 550
SC/ST/PwD/Transgender 275

UGC NET 2023 Application Process:- 

UGC NET 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা UGC NET এর Official Website থেকে এই Exam এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • সর্বপ্রথম ভিজিট করুন UGC NET এর অফিসিয়াল ওয়েবসাইট https://ugcnet.nta.nic.in/ 
  • Homepage এ আপনি পেয়ে যাবেন Registration for UGC NET 2022 এর অপশন।
  • সর্বপ্রথম আপনার Email ID,Phone Number প্রদান করে Registration সম্পন্ন করুন।
  • Registration সম্পন্ন হয়ে গেলে আপনার Email ID তে Registration Number ও Password পেয়ে যাবেন।
  • প্রাপ্ত Registration Number ও Password প্রদান করে Log In করুন।
  • Personal Details, Academic Qualifications,Work Experience ইত্যাদি গ্রন্থ তথ্যসহ প্রদান করুন।
  • Exam Center Select করুন।
  • এখন আপনাকে Upload  করতে হবে Photograph ও Signature।
  • Preview বাটনে ক্লিক করে একবার জেনে নিন সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল থাকে ঠিক করে নিন Edit অপশন থেকে ।
  • এই পর্যায় আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • ইতিমধ্যে আপনি আপনার Application Successfully Submit করেছেন। Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য
  • Print Out কপি ও বের করে রাখতে পারেন।

UGC NET 2023 এর আবেদনের জন্য Important Documents:-

Document Format Size 
Passport Size Photograph PG/JPEG 10 KB – 200 KB
Signature PG/JPEG 4 KB – 30 KB

UGC NET 2023 Exam Pattern:- 

  • Parts:– UGC NET এ মোট দুইটি Paper যথা Paper 1ও Paper 2 থাকবে।দুটি Paper এই থাকবে MCQ Type Question। দুটি Paper এর মধ্যে পরীক্ষার্থীরা কোন Break পাবে না ।
  • Duration:- দুইটি Paper এর জন্য পরীক্ষার্থীরা হাতে পাবে 3 ঘন্টা সময়
  • Mode:- Computer Based Test এর মাধ্যমেই উভয় Exam নেওয়া হবে।
  • Language:- Hindi ও English উভয় ভাষাতেই পরীক্ষার্থীরা UGC NET 2022 প্রদান করতে পারবে।
  • Marking System:-প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর পরীক্ষার্থীরা পাবে 2 Number।
  • Negative Marking:- কোন Negative Marking নেই। এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা চারটি দেখুন।

UGC NET Paper  Number of Questions  Total Marks
Paper 1 50 100
Paper 2 100 200
Total  150 300

UGC NET 2023 Syllabus:- 

UGC NET 2023 Syllabus Download করার জন্য Download Section এ প্রদান করা Official Bulletin টি Download করুন।

UGC NET 2023 Exam Centre:- 

সমগ্র ভারতবর্ষের 91 টির ও বেশী Exam Centre এ গ্রহণ করা হবে এ বছরের UGC NET Exam । Exam Centre সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেতে Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন। পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ করে আমরা নিম্নে একটি চার্ট প্রদান করছে যার মাধ্যমে তোমার জানতে পারবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় UGC NET Exam হতে চলেছে।

City City Code
Asansol WB01
Burdwan (Bardhaman) WB02
Durgapur WB04
Hooghly WB06
Howrah WB07
Kalyani WB08
Kolkata WB10
Siliguri WB11

UGC NET Exam 2023 Admit Card :-

পরীক্ষার্থীরা UGC NEET Exam 2023 এর Admit Card Official Website থেকেই Download করতে পারবে । শুধুমাত্র Online এ এই Admit Card Download সম্ভব। Admit Card এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবে Exam Centres, Exam Date, Exam Time, Reporting Time ইত্যাদি। মনে রাখবেন Admit Card এছাড়া কোনো পরীক্ষার্থী Exam এ বসতে পারবে না। UGC NEET Exam 2023  এর Admit Card Officially প্রকাশ হলে এই এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব।

UGC NET Exam 2023 Answer Key:-

Exam গ্রহণের কিছুদিনের মধ্যেই Officially প্রকাশ করা হয় Answer Key । এই Answer Key এর মাধ্যমে পরীক্ষার্থীরা জেনে নিতে পারবে তাদের Performance। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Answer Key জেনে নিতে পারবে। পরীক্ষার্থীরা Answer Key প্রকাশ এর পর Answer Key Challenge করার সুবিধা পাবে নির্দিষ্ট সময়ের জন্য। এই সম্বন্ধে বিস্তারিত জানব Answer Key Publish হলে।

UGC NET Exam 2023 Result:-

NTA অফিশিয়াল ওয়েবসাইটে Scorecard প্রকাশ করে থাকে। পরীক্ষার্থীরা তাদের Login Details ( Application Number ও DOB/Password) প্রদানের মাধ্যমে তাদের Result/ Score Card জেনে নিতে পারবে। মনে রাখবেন এই Result  কিন্তু সর্ব সর্ব ভারতীয় Rank অনুসারে প্রকাশ করা হয়ে থাকে এবং এই Result টি শুধুমাত্র আপনাকে এক বছর সাহায্য করতে পারে Admission এর ক্ষেত্রে। এ সম্বন্ধে বিস্তারিত জানব আমরা Official Notice Publish হলে।

UGC NET Exam 2023 Merit List:-

Merit List আলাদা করে Publish করা হয় না। Score Card এর মাধ্যমেই এটি Publish করা হয়। পরীক্ষার্থীর Ranking বা Merit Score নির্ভর করবে NTA Score এর ওপর। একাধিক পরীক্ষার্থীর NTA Score এক হলে Tie Breaker এর মাধ্যমে তাদের NTA Score নির্ধারিত হবে।

  • যেসব পরীক্ষার্থীরা English এ যত বেশি Number পাবে তাদের CUET Rank ততো বেশী হবে।
  • কোন ক্ষেত্রে পরীক্ষার্থীর Overall Score সহ English Number এক হলে Service Aptitude Component  এ। যে বেশী Number পাবে তাকে পাস করানো হবে।
  • উপরিউক্ত শর্ত মেনে নেওয়ার পরও যদি Tie হয়ে থাকে তাহলে যার বয়স বেশি তাকে বেছে নেওয়া হবে।

UGC NET Exam 2023 Contact Details :-

UGC NET Exam এর Registration Refund বা অন্য কোনো তদসংলগ্ন সমস্যা থাকে আপনি নিম্নে উল্লেখিত মাধ্যমে সাহায্য পেতে পারেন।

  • Phone No:- 011-40759000
  • Email :-  ugcnet@nta.ac.in.
  • Website :– https://ugcnet.nta.nic.in/ 

UGC NET Exam 2023 Important Links:-

UGC NET 2023 Official Bulletin Download Link Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. UGC NET 2023 Exam Date কি ?
ANS:- 21 February থেকে 10 March, 2023 এর মধ্যে
2. UGC NET 2022 Syllabus কি?
ANS:- Download Section এ প্রদান করা Official Bulletin টি Download করুন।
3. UGC NET Full From কি?
ANS:- National Eligibility Test 
4. UGC NET Registration কোন Website এর মাধ্যমে সম্ভব?
ANS:- https://ugcnet.nta.nic.in/
5. UGC NET Exam এর মাধ্যমে কি UG/PG উভয় Course এ আবেদন সম্ভব?
ANS:-হ্যা।
6. UGC NET 2022 Registration কবে থেকে শুরু হয়েছে?
ANS:- 29/12/2022
7. UGC NET 2022 Online Application Last Date কি?
ANS:- 17/01/2023 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823