ANM GNM WBJEE | ANM GNM Full Form in Bengali | ANM GNM 2023 Exam Date | ANM GNM Syllabus | ANM GNM Seat Matrix | ANM GNM Fees Structure | ANM GNM Application Direct Link West Bengal ANM GNM in Bengali
বর্তমানকালে চাকরিপ্রার্থীদের কাছে ANM GNM Course টি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে (বিশেষত ছাত্রীদের ক্ষেত্রে)। কারণ এই ANM GNM Course টি পাশ করলেই চাকরি প্রার্থী সরাসরি নিজের Career Staff Nurse তথা তৎসংলগ্ন Medical Field অন্যান্য গুরুত্বপূর্ণ Post এ শুরু করতে পারে। যদি আপনিও ভবিষ্যতে Medical তথা Nurse হিসেবে প্রতিষ্ঠিত করতে চান অবশ্যই আজকের আর্টিকেলটি পড়ুন আশাকরি আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে।
West Bengal ANM GNM Exam কী?
ANM GNM Examination রাজ্য সরকার কর্তৃক গৃহীত একটি Centralized Competitive Exam যা গ্রহণ করে West Bengal Joint Entrance Examinations Board। প্রতি বছর WBJEEB বছরে একবার এই Exam গ্রহন করে থাকে । Higher Secondary পাস এর পর পরীক্ষার্থীরা এই Exam এর জন্য Preparation নিতে পারে যার মাধ্যমে পরীক্ষার্থীরা ANM GNM Course এ পড়ার সুযোগ পায়। যারা যারা ভবিষ্যতে Nurse হতে চাও তারা অবশ্যই এই আর্টিকেলটি সম্পন্ন ভালোভাবে পড়ো সমস্যা থাকলে আমাদের জানাও কমেন্ট সেকশনে এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতে।
Date | Paper/Subject | Duration |
02/07/2023 | Life & Physical Science, English, Mathemathics, GK, Logical Reasoning | 1 Hours 30 Minutes |
West Bengal ANM GNM Exam Overview:-
Coundcting Organisation | West Bengal Joint Entrance Examination Board |
Exam Name | ANM & GNM |
Expected Candidate | |
Exam Level | State Level |
Last Date | 13/02/2023 |
Mode of Exam | Offline (OMR-based) |
Mode of Application | Online |
Official Website | https://wbjeeb.nic.in/ |
Comparison between West Bengal ANM GNM Course:-
ANM Course | GNM Course |
ANM শব্দটির Full Form Auxiliary Nursing Midwifery। | GNM শব্দটির Full Form General Nursing and Midwifery |
ANM একটি দুই বছরের Diploma Course। | GNM একটি সাড়ে তিন বছরের Diploma Course। |
আবেদনকারীর বয়স হতে হবে 17 থেকে 35 এর মধ্যে। | আবেদনকারীর বয়স হতে হবে 17 থেকে 35 এর মধ্যে। |
Science, Arts, Commerce যেকোনো Steam এ পড়াশোনা করলে আবেদন করতে পারবে আবেদনকারী। | English সহ Science Steam এ আবেদনকারী কে 40% মার্কস সহ পাস করতে হবে। |
ANM Course এর মাধ্যমে শিক্ষার্থীকে Operation Theatres, Various Equipment, Medicine ইত্যাদি সম্পর্কে বিস্তৃত শিক্ষা প্রদান করা হয়। | GNM Course এর মাধ্যমে শিক্ষার্থীকে কীভাবে আহত বা অসুস্থ ব্যক্তিদের যত্ন নিতে হয় এবং তাদের পুনরুদ্ধার করতে হয় সে সম্পর্কে জ্ঞান প্রদান করে। এটি প্রাথমিকভাবে রোগীদের পরিচালনার ক্লিনিকাল পদ্ধতির উপর দৃষ্টি নিবদ্ধ করে। |
ANM Course পাস করলে আবেদনকারী ভবিষ্যতে In-charge, Helper, Traveling Nurse, Maternal Care Room Incharge, Junior Lecturer ইত্যাদি হতে পারবে। | GNM Course পাস করলে আবেদনকারী ভবিষ্যতে Forensic Nurse,Nursing Teacher, Traveling Nurse, Clinical Nurse Consultant ইত্যাদি হতে পারবে। |
আবেদনকারী কে Medically Fit হওয়া বাধ্যতামূলক। | আবেদনকারী কে Medically Fit হওয়া বাধ্যতামূলক। |
আবেদনকারী কে অবশ্যই বাংলা বা নেপালি ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। | আবেদনকারী কে অবশ্যই বাংলা বা নেপালি ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। |
শুধুমাত্র মহিলা আবেদনকারীরা আবেদন করতে পারবে ANM Course এর জন্য। | পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে GNM এর জন্য |
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। | পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। |
বিশেষ দ্রষ্টব্য এই সম্বন্ধে আমরা বিস্তারিত জানব Eligibility Section এ।
West Bengal ANM GNM 2023 Important Dates:-
West Bengal ANN GNM 2023 Official Notification Releasing | 03/01/2023 |
West Bengal ANN GNM 2023 Online Application Starting | 17/01/2023 |
West Bengal ANN GNM 2023 Online Application Closing | 13/02/2023 |
Application Form Correction Window Opening | |
West Bengal ANN GNM 2023 Exam | 02/07/2023 |
West Bengal ANN GNM 2023 Answer Key Releasing | |
West Bengal ANN GNM 2023 Answer Key Releasing | |
West Bengal ANN GNM 2023 Counselling |
West Bengal ANM GNM 2023 Eligibility:-
ANM Course:-
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Arts/Science/Healthcare Science/Vocational Stream এ Core বা Optional Subject হিসেবে English সহ Higher Secondary বা তৎসংলগ্ন যে কোনো Exam পাস করতে হবে।
- আবেদনকারীর বয়স হতে হবে 17 থেকে 35 এর মধ্যে।
- যেসব আবেদনকারীরা National Institute of Open School (NIOS) থেকে Science বা Arts Steam এ Higher Secondary পাস করেছে, তারা আবেদন করতে পারবে।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
- আবেদনকারীকে বাংলা অথবা নেপালি ভাষা লিখতে, পড়তে এবং পড়তে জানতে হবে।
- আবেদনকারী কে Physically ও Mentally Fit হতে হবে।
GNM Course:-
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Core বা Optional Subject হিসেবে English সহ Science Steam এ 40% মার্কস সহ Higher Secondary পাস করতে হবে।
- আবেদনকারীর বয়স হতে হবে 17 থেকে 35 এর মধ্যে।
- যেসব আবেদনকারীরা National Institute of Open School (NIOS) থেকে পাস করেছে, তারাও আবেদন করতে পারবে।
- Indian Nursing Council কর্তৃক স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ANM Vocational এ 40% মার্কস সহ পাস করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই একজন পাস করা Registered ANM Nurse হতে হবে।
West Bengal ANM GNM 2023 Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে Application Fees এ প্রদান করতে হবে। নিম্নে Application Fees এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
UR/OBC/EWS | 400 |
ST/SC/OBC-A/OBC-B/অনাথ পরীক্ষার্থী | 300 |
West Bengal ANM GNM 2023 Application Process:-
West Bengal ANN GNM 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা WBJEE এর Official Website থেকে এই Exam এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- WBJEE এর Official Website ভিসিট করুন।
- Homepage থেকে ANM&GNM অপশনে ক্লিক করুন।
- পরের পেজে আপনার সামনে আসবে New Registration Link , সেটিতে ক্লিক করুন।
- আপনার নাম, পিতার মাতার নাম, DOB, Gender, Contact Details ও Type of Identification প্রদান করে Registration সম্পূর্ণ করুন।
- এবার একটি Password ও Security Question সহ Answer তৈরী করুন।
- একবার Preview বাটনে ক্লিক করুন একবার দেখে নিন সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা, যদি ঠিক থাকে তাহলে Submit বাটনে ক্লিক করুন।
- ANM&GNM 2023 এর Registration সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা Application Number পেয়ে যাবে Register করা Mobile Number ও Email এ।
- এবার প্রাপ্ত Log In Details প্রদান করে এবার Log In করুন এবং আপনার সুবিধামতো Exam Center Select করুন।
- আপলোড করুন আপনার Signature ও Photograph নির্দিষ্ট ফরম্যাটে। (এই সম্বন্ধে বিস্তারিত জানবো আমরা পরের সেকশনে।)
- আপনার ক্ষেত্রে প্রযোজ্য Application Fees প্রদান করুন।
- ইতিমধ্যে আপনার Application সম্পূর্ণ হয়েছে এখন Application Form টি Download করুন বা প্রয়োজন অনুযায়ী Print Out কপি বের করে নিন।
West Bengal ANM GNM 2023 আবেদনের জন্য Important Documents:-
Documents | Format | Size | Dimention |
Passport Size Photograph | JPG/JPEG | 10 KB থেকে 200 KB এর মধ্যে | 4 cm x 3 cm |
Signature | JPG/JPEG | 4 KB থেকে 30 KB এর মধ্যে | 4 cm x 1.5 cm |
Marksheet/Certificate | 50 KB থেকে 300 KB এর মধ্যে |
West Bengal ANM GNM 2023 Application Form Correction:-
Application Form টি পূরণ এর সময় সাবধানতা অবলম্বন করে Form Fill Up করাটাই বাঞ্ছনীয়। যদি কোন ক্ষেত্রে Application Form এ তথ্য প্রদান করেন আপনার Exam প্রদানের ক্ষেত্রে সমস্যা হতে পারে। যদিও কোন কারনে ভুল হয়ে যায় WBJEEB কর্তৃপক্ষ আবেদনকারীকে Application Form Correction এর সুযোগ প্রদান করে ।
বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 09/01/2022 থেকে 24/01/2023 পর্যন্ত Application Form Correction করা যাবে।একটা কথা মাথায় রাখবেন আপনি Application Form এর সমস্ত Details পরিবর্তন করতে পারবেন না। নিম্নে চার্টের মাধ্যমে যেই সব তথ্য পরিবর্তন করতে পারবেন এবং পরিবর্তন করতে পারবেন না তার সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
Corractable Details | Uncorrectable Details |
Domicile | Candidate’s name |
Category/ Pwd Status | Father’s Name |
Tuition Fee Waiver Status | Mother’s Name |
Exam Centers | Gender |
Photograph, Signature etc | Date of Birth |
West Bengal ANM GNM 2023 Application Form Correction Process:-
- WBJEE এর Official Website ভিসিট করুন।
- Homepage থেকে ANM&GNM অপশনে ক্লিক করুন।
- সামনে থাকা ANM&GNM Form Correction অপশনে ক্লিক করুন।
- পরের পেজে Application Form Number ও Password প্রদান করে Log In করুন।
- এইবার প্রয়োজন অনুযায়ী যেই সব তথ্য পরিবর্তন করতে হবে সেটি পরিবর্তন করুন এবং Submit বাটনে ক্লিক করুন।
West Bengal ANM GNM 2023 Exam Centres:-
Sl. No. | District | Zone |
1 | Alipurduar | Alipurduar |
2 | Bankura | Bankura |
3 | Bankura | Bishnupur |
4 | Birbhum | Bolpur |
5 | Birbhum | Suri |
6 | Cooch Behar | Cooch Behar |
7 | Dakshin Dinajpur | Balurghat |
8 | Darjeeling | Kurseong |
9 | Darjeeling | Siliguri |
10 | Hooghly | Arambagh |
11 | Hooghly | Bandel/Chinsurah |
12 | Hooghly | Serampore |
13 | Howrah | Howrah Maidan/Shibpur |
14 | Howrah | Salkia/Bally/Uttarpara |
15 | Howrah | Santragachi/Domjur |
16 | Howrah | Uluberia |
17 | Jalpaiguri | Jalpaiguri |
18 | Jhargram | Jhargram |
19 | Kalimpong | Kalimpong |
20 | Kolkata | Central Kolkata (Moulali/Beliaghata/Narkel Danga/Phool Bagan/Kakurgachi/Park Circus) |
21 | Kolkata | North Kolkata(Shyam bazar/ Bagh Bazar/Girish Park/Burra Bazar/ College Street/Sealdah) |
22 | Kolkata | Salt Lake/New Town (Salt Lake/Lake Town/New Town/Rajar Hat) |
23 | Kolkata | South Kolkata (Ballygaunge/MintoPark/Bhowanipore/Tollygaunge/Jadavpur) |
24 | Kolkata | West Kolkata (Joka/Behala/Alipore/Chetla/Khidirpore/BudgeBudge) |
25 | Malda | Malda |
26 | Murshidabad | Berhampur |
27 | Murshidabad | Jiaganj |
28 | Murshidabad | Raghunathganj |
29 | Nadia | Kalyani |
30 | Nadia | Krishnanagar |
31 | Nadia | Nabadwip |
32 | North 24 Parganas | Ashoknagar |
33 | North 24 Parganas | Barasat(Airport/Madhyamgram/Barasat) |
34 | North 24 Parganas | Barrackpur(Dum Dum Jn. To Barrackpur) |
35 | North 24 Parganas | Basirhat |
36 | Paschim Burdwan | Asansol |
37 | Paschim Burdwan | Durgapur |
38 | Paschim Medinipur | Garbeta |
39 | Paschim Medinipur | Kharagpur |
40 | Paschim Medinipur | Medinipur |
41 | Purba Burdwan | Burdwan |
42 | Purba Medinipur | Contai |
43 | Purba Medinipur | Haldia |
44 | Purba Medinipur | Tamluk |
45 | Purulia | Purulia |
46 | South 24 Parganas | Garia/Sonarpur/Baruipur |
47 | South 24 Parganas | Jainagar |
48 | Uttar Dinajpur | Raiganj |
বিশেষ দ্রষ্টব্যঃ- আবেদনকারীকে আবেদনের সময় Exam Centre হিসেবে চারটি Choice Fill করতে হবে, চারটির মধ্যে তিনটি উপরের List থেকে এবং বাকী নিম্নে প্রদান করা List থেকে।
Sl. No. | District | Zone |
1 | Howrah | Howrah Maidan/Shibpur |
2 | Howrah | Salkia/Bally/Uttarpara |
3 | Howrah | Santragachi/Domjur |
4 | Kolkata | Central Kolkata (Moulali/Beliaghata/Narkel Danga /Phool Bagan/ Kakurgachi / Park Circus) |
5 | Kolkata | North Kolkata(Shyam bazar/ Bagh Bazar/Girish Park/Burra Bazar/ College Street/Sealdah) |
6 | Kolkata | Salt Lake/New Town (Salt Lake/Lake Town/New Town/Rajar Hat) |
7 | Kolkata | South Kolkata (Ballygaunge/MintoPark/Bhowanipore/Tollygaunge/Jadavpur) |
8 | Kolkata | West Kolkata (Joka/Behala/Alipore/Chetla/Khidirpore/BudgeBudge) |
9 | North 24 Parganas | Barrackpur(Dum Dum Jn. To Barrackpur) |
10 | Paschim Burdwan | Durgapur |
West Bengal ANM GNM 2023 Exam Pattern:-
- Mode:- Offline Mode এ OMR Sheet এর মাধ্যমে Entrance Exam গ্রহণ করা হবে।
- Duration:- প্রতিটি Paper এর জন্য থাকবে বরাদ্দ 1 Hours 30 Minutes।
- Type of Questions:- Multiple Choice Questions (Objective Type ) এর Question থাকবে।
- Category:- দুইটি Category টি Question Paper বিভক্ত থাকবে । Category 1 তে শুধুমাত্র একটি সঠিক উত্তর হবে এবং Category 2 তে একাধিক সঠিক উত্তর হতে পারে।
- Number of Questions:- Category 1 এ থাকবে 85 টি Question ও অপর ক্ষেত্রে Category 2 এ থাকবে 15 টি Question।
- Mode of Answering:- প্রতিটি Question এর Answer এর জন্য OMR Sheet এ চারটি অপশন থাকবে , তার মধ্যে সঠিক উত্তরটি বাছাই করে, নির্দিষ্ট অপশনটি পাশে থাকা Circle টি কালো কালি কলম দিয়ে ভরতে হবে।
- Marking System:– Category 1 এর ক্ষেত্রে প্রতি Question এর সঠিক উত্তরে পরীক্ষার্থীরা পাবে এক নম্বর করে, অপর ক্ষেত্রে Category 2 এর ক্ষেত্রে প্রতি Question এর সঠিক উত্তরে পরীক্ষার্থীরা পাবে 2 নম্বর করে।
- Negative Marking:- Category 1 এর ক্ষেত্রে প্রতি Question এর ভুল উত্তরে পরীক্ষার্থীর 0.25 নম্বর কাটা হবে, অপর ক্ষেত্রে Category 2 এর ক্ষেত্রে Negative Marking নেই।
বিশেষ দ্রষ্টব্য:- Exam Pattern এর সম্বন্ধে বিস্তারিত জানতে নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।
Subjects | Category 1No of Questions | Category 2No of Questions | Total Questions | Total Marks |
Life Science | 30 | 10 | 40 | 50 |
Physical Science | 15 | 05 | 20 | 25 |
English | 15 | 15 | 15 | |
Mathematics | 10 | 10 | 10 | |
General Knowldge | 10 | 10 | 10 | |
Logical Reasoning | 05 | 5 | 5 | |
Total | 85 | 15 | 100 | 115 |
West Bengal ANM GNM 2023 Syllabus:-
Madhyamik Standard এর Life Science, Physical Science, Mathematics এবং Higher Secondary Standard এর English, General Knowledge, Logical Reasoning থেকে প্রশ্ন করা হবে। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আপনারা Download Section এ প্রদান করা Official Notice টি Download করতে পারেন।
West Bengal ANM GNM 2023 Admit Card:-
ANM&GNM Exam এর দুই সপ্তাহ আগেই সাধারণত Admit Card Release করা হয়ে থাকে WBJEE এর Official Website এ। পরীক্ষার্থীরা তাদের Application Form Number ও Password প্রদান করে Admit Card বা Hall Ticket Download করতে পারবে। পরীক্ষার্থীরা অবশ্যই মনে রাখবেন যে একমাত্র Official Website থেকে Download করা Admit Card এর Print Out কপি একমাত্র গ্রাহ্য করা হবে। এ সম্বন্ধে বিস্তারিত আমরা পরবর্তী কালে জানব।
West Bengal ANM GNM 2023 Result:-
স্থায়ী Answer Key ঘোষণা করার পরে, ANM&GNM এ Result ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে। ANM&GNM ফলাফল WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।
West Bengal ANM GNM 2023 Counselling:-
Result ঘোষণার পরেই ANM&GNM এর Counselling শুরু হয়ে যাবে। পাস করা পরীক্ষার্থীরা একমাত্র Counselling এর জন্য আবেদন করতে পারবে। Counselling এর জন্য পরীক্ষার্থীদের পৃথকভাবে Registration করতে হবে। Exam এ প্রাপ্ত নম্বর এর ভিত্তিতে পরীক্ষার্থীদের College Allotment করা হবে । Counselling এর সম্বন্ধে বিস্তারিত আমরা পরবর্তীকালে আলোচনা করব।
West Bengal ANM GNM 2023 Contact Details:-
The Controller of Examination
West Bengal Joint Entrance Examination Board
DB-118, Sector l, Salt Lake City, Kolkata 700064
- Help Desk Number:- 1800-1023-781, 1800-123-4782 (Ext. No- 2)
- Email ID:- info@wbjeeb.in
West Bengal ANM GNM 2023 Important Links:-
West Bengal ANN GNM 2023 Official Bulletine Download Link | Click Here |
Proformas for Certificates ANM & GNM 2023 Download Link | Click Here |
Rules of the Examination ANM &GNM 2023 Download Link | Click Here |
Examination Zones ANM &GNM 2023 | Click Here |
Important instructions ANM GNM-2023 | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. ANM GNM Counselling Date 2023 কি?
2. West Bengal ANN GNM 2023 Online Registration Starting Date কি?
3. West Bengal ANN GNM 2023 Online Application Closing Date কি?
4. West Bengal ANN GNM Exam 2023 কবে অনুষ্ঠিত হতে চলেছে?
5. West Bengal ANN GNM 2023 Admit Card কবে Publish করা হবে?
6. ANN GNM Full Form কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।