SSC GD Constable Recruitment 2023 : 24,000 এর ও বেশি কর্মী নিয়োগ, জানুন বিস্তারিত!

SSC কর্তৃক যেসব Recruitment প্রকাশ করা হয় তার মধ্যে একটি Recruitment হলো SSC GD Constable । প্রতিবছর SSC GD Recruitment প্রকাশ করা হয় । এই Recruitment এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে প্রতি বছরই এই Recruitment এ প্রচুর Vacancy তে নিয়োগ করা হয়। যদি আপনি চাকরি প্রার্থী হয়ে থাকেন , তাহলে অবশ্যই SSC GD Constable 2023-24 আর্টিকেল টি সম্পূর্ণ পড়ুন।

SSC GD Constable Recruitment 2023 Overview:-

Recruiting OrganizationStaff Selection Commission (SSC)
Post NameGeneral Duty (GD)
Vacancies24369
Salary 69,100
Job LocationAll India
Last Date30/12/2023
Mode of ApplicationOnline 
Official Websitehttps://ssc.nic.in/ 

SSC GD Constable Recruitment 2022 Important Dates:-

SSC GD Recruitment 2022 Official Notification Releasing24/11/2023
SSC GD Recruitment 2022 Online Application Starting 24/11/2023
SSC GD Recruitment 2022 Online Application Closing 31/12/2023
Last Date for generating offline challan30/11/2023
Last date for payment through Challan01/01/2024
SSC GD Application Status Releasing January, 2024
SSC GD Admit Card ReleasingJanuary, 2024
SSC GD Exam20 February- 12 March, 2024
SSC GD Answer key Releasing
SSC GD Result declaration
SSC GD Physical Exam 

SSC GD Constable Recruitment 2023 Vacancy সংখ্যা:-

SSC GD Vacancy (Total)
Post Vacancy
BSF6174
CISF 11025
CRPF3337
SSB635
ITBP3189
AR 1490
SSF290
Total 26146
ForceSSC GD Constable Female Vacancies
SCSTOBCEWSURTotal
BSF13883199181362963
CISF1641032441254761112
CRPF020113104571
SSB1601061942
ITBP74549938230495
AR0303152142
SSF110620073074
Total 40824858437611832799
ForceSSC GD Constable Male Vacancies
SCSTOBCEWSURTotal
BSF7354671028102519565211
CISF15069742196108641519913
CRPF46129468850913143266
SSB1034512594226593
ITBP3803065232856892694
AR1612531562356891448
SSF3316602390222
Total 3334235447763257962623347 

SSC GD Constable Recruitment 2023 Eligibility :-

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে । তাছাড়া আবেদনকারী যদি Nepal, Bhutan, Tibetan , Sri Lanka, Pakistan, Vietnam সহ আফ্রিকা মহাদেশের দেশ থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব নেয় , তারাও আবেদন করতে পারবে GD Constable এর জন্য।

Educational Qualification:-

আবেদনকারীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Madhyamik বা সংলগ্ন Exam পাস করতে হবে।

SSC GD Constable Recruitment 2023 আবেদনের জন্য Age Limit:-

Official Notice অনুসারে আবেদনকারীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হতে পারে যথাক্রমে 24 ও 18 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে এই সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন নিম্নে প্রদান করা চার্ট এ।

Category Age Relaxtion 
ST5
SC5
OBC3
Ex- Servicemen
নিহত শিশু ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিরা1984 সালের দাঙ্গা বা 2002 সালের সাম্প্রদায়িক দাঙ্গা গুজরাট এর (UR)5
নিহত শিশু ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিরা1984 সালের দাঙ্গা বা 2002 সালের সাম্প্রদায়িক দাঙ্গা গুজরাট এর (OBC)8
নিহত শিশু ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিরা1984 সালের দাঙ্গা বা 2002 সালের সাম্প্রদায়িক দাঙ্গা গুজরাট এর (ST/SC)10

SSC GD Constable Recruitment 2023 Salary:-

Official Notice অনুসারে Salary বাবদ 21,700 টাকা থেকে 69,100 এর মধ্যে হবে। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।

SSC GD Constable Recruitment 2023 Application Fees:-

প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা শুধুমাত্র SBI Bank Challan ও Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে। Challan Form Online এ Generate করতে হবে। Category অনুযায়ী Application Fees নিম্নে বর্ণনা করা হলো।

Category Application Fees in INR 
UR/ OBC/EWS100
ST/SC/PWD/ Ex ServicemanNot Applicable
FemaleNot Applicable

SSC GD Constable Recruitment 2023 Application Process:-

যেসব আবেদনকারীরা SSC GD Constable Recruitment 2023 এর জন্য আবেদন করতে চান , তারা নিম্নে উল্লেখিত Application Process অবলম্বন করে তাদের Application Submit  করতে পারবেন।

  • ভিসিট করুন SSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in/ ।
  • যদি Register Candidate না হয়ে থাকেন সর্বপ্রথম প্রয়োজনীয় তথ্য প্রদান করে Registration সম্পন্ন করুন।
  • Registration Process সম্পন্ন হয়ে গেলে Log In আপনার Account এ।
  • Drop Down Menu তে থাকা Apply অপশনে ক্লিক করুন।
  • SSC GD Constable 2023 Select করুন এবং একবার General Instructions গুলো পড়ে নিন।
  • প্রয়োজনীয় তথ্য সহকারে Application Form টি সাবধানে পূরণ করুন।
  • Application Form পুরণ হয়ে গেলে Offline বা Online এ প্রয়োজনীয় Application Fees প্রদান করুন।
  • Application Form এবং সঙ্গে Upload করুন প্রয়োজনীয় Document গুলি । Documents Submission এর সময় মাথায় রাখবেন সব Documents যেন পরিষ্কার এবং কর্তৃপক্ষ নির্দেশিত পন্থা অবলম্বন করে আপলোড করা হয় ।
  • একবার চোখ বুলিয়ে নিন প্রদান করা সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা যদি Application Form পূরণ  ঠিকঠাক থাকে তাহলে Application Form টি Submit করুন।
  • প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।

SSC GD Constable Recruitment 2023 এর আবেদনের জন্য Important Documents:-

যে সকল আবেদনকারীরা SSC GD Constable Recruitment এর জন্য আবেদন করতে চান , তাদের নিম্নে উল্লেখিত Documents গুলি Upload করতে হবে।

  • আবেদনকারীর Photo ID Proof
  • আবেদনকারীর Madhyamik এর Mark Sheet।
  • DOB এর প্রমানপত্র যেমন Birth Certificate /Madhyamik Admit Card ইত্যাদি।
  • আবেদনকারীর Passport Size Photo
  • আবেদনকারীর Signature

SSC GD Constable Recruitment 2023 Selection Process:-

নিম্নে উল্লেখিত চারটি পর্যায় সম্পন্ন হবে SSC GD Constable Recruitment এর Selection যথা:-

  • Online Computer Based Test
  • Physical Standard Test
  • Physical Efficiency Test
  • Medical Test

SSC GD Constable Recruitment 2023 Exam Pattern:-

TierType of ExaminationMode of examination
Stage-IObjective Multiple ChoiceCBT (Online)
Stage-IIPhysical Endurance Test/ Physical Standard TestPhysical Test
Medical ExaminationMedical Examination of Candidates at HospitalsMedical Test

SSC GD Constable Tire 1 Exam Pattern:-

SectionNo. of QuestionsTotal Marks  
General Intelligence & Reasoning204060 Minutes
General Knowledge & General Awareness2040
Elementary Mathematics2040
English/ Hindi2040
Total80160

SSC GD Constable 2022 PST/ PET (Physical Eligibility):-

StandardMale CandidatesFemale Candidates
Height ( General ,SC & OBC)170157
Height ( ST )162.5150
Chest Expansion (General , SC & OBC)80/ 5N/A
Chest Expansion ( ST )76 / 5N/A
For All Male Candidate Physical Endurance Test
Race Time 
5 KM24 Minutes
1 Mile Ladakh Region এর জন্য 6 ½ Minutes
For All Female Candidate Physical Endurance Test
Race Time 
1.6 KM8 ½ Minutes
800 Metres Ladakh Region এর জন্য 4 Minutes

SSC GD Constable Recruitment 2023 Syllabus:-

  • General Knowledge:- Code Inequalities,Coding and Decoding, Data Sufficiency, Ordering and Ranking, Directions and Distances,Blood Relations,Input-Output,Scheduling, Double Lineup, Linear Seating Arrangement, Circular Seating Arrangement, Syllogism ও Verbal Reasoning ইত্যাদি।
  • Quantitative Aptitude:- Important Schemes,Persons in News, Portfolios,Static General Knowledge,Scientific Research, Important Dates, Obituaries, Obituaries, Sports, Books and Authors, Awards and Honors ওCurrent Affairs ইত্যাদি।
  • General Reasoning:- Data Sufficiency, Number System, Time and Work, Speed, Distance, and Time, Ratio and Proportions & Mixture and Alligation, Profit and Loss, Problems of Ages, Interest,Quadratic Equation, Mensuration and Geometry, Data Interpretation, Number Series ও Percentage ইত্যাদি।
  • English Comprehension:- Cloze Test, Error Correction, Fill in the Blanks, Para Jumbles, Active and Passive Voice, Synonyms-Antonyms, Verbal Ability, Vocabulary, Grammar ও Reading Comprehension ইত্যাদি।

SSC GD Constable Recruitment 2023 Exam Centre:-

SSC RegionsExam Centres
Central Region (CR)/Bihar and Uttar PradeshBhagalpur (3201), Darbhanga (3202), Muzaffarpur (3205), Patna (3206), Purnea (3209), Agra (3001), Bareilly (3005), Gorakhpur (3007), Jhansi (3008), Kanpur (3009), Lucknow (3010), Meerut (3011), Prayagraj (3003), Varanasi (3013)
Eastern Region (ER)/Andaman & Nicobar Islands, Jharkhand, Odisha, Sikkim and West BengalPort Blair (4802), Ranchi (4205), Balasore (4601), Berhampore (Odisha) (4602), Bhubaneshwar (4604), Cuttack (4605), Dhenkenal (4611), Rourkela (4610), Sambalpur (4609), Gangtok (4001), Hooghly (4418), Kolkata (4410), Siliguri (4415)
Karnataka, Kerala Region (KKR)/Lakshadweep, Karnataka and KeralaKavaratti (9401), Bengaluru (9001), Hubballi (9011), Mangaluru (9008), Ernakulam (9213), Thrissur (9212), Thiruvananthapuram (9211)
Madhya Pradesh Sub-Region (MPR)/Chhattisgarh and Madhya PradeshBilaspur (6202), Raipur (6204), Durg-Bhilai (6205), Bhopal (6001), Gwalior (6005), Indore (6006), Jabalpur (6007), Satna (6014), Sagar (6015), Ujjain (6016)
North Eastern Region (NER)/ Arunachal Pradesh, Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland and TripuraItanagar (5001), Dibrugarh (5102), Guwahati (Dispur) (5105), Jorhat (5107), Silchar (5111), Imphal (5501), Churachandpur (5502), Ukhrul (5503), Shillong (5401), Aizwal (5701), Kohima (5302), Agartala (5601)
Northern Region (NR)/Delhi, Rajasthan and UttarakhandDelhi (2201), Ajmer (2401), Alwar (2402), Bharatpur (2403), Bikaner (2404), Jaipur (2405), Jodhpur (2406), Kota (2407), Sriganganagar (2408), Udaipur (2409), Sikar (2411), Dehradun (2002), Haldwani (2003), Haridwar (2005), Roorkee (2006)
North Western Sub-Region (NWR)/Chandigarh, Haryana, Himachal Pradesh, Jammu and Kashmir, Ladakh and PunjabChandigarh/Mohali (1601), Hamirpur (1202), Shimla (1203), Jammu (1004), Samba (1010), Srinagar (J&K) (1007), Leh (1005), Amritsar (1404), Jalandhar (1402), Ludhiana (1405), Patiala (1403)
Southern Region (SR)/Andhra Pradesh, Puducherry, Tamil Nadu and TelanganaChirala (8011), Guntur (8001), Kakinada (8009), Kurnool (8003), Nellore (8010), Rajahmundry (8004), Tirupati (8006), Vizianagaram (8012), Vijaywada (8008), Vishakhapatnam   (8007), Puducherry (8401), Chennai (8201), Coimbatore (8202), Madurai (8204), Salem (8205), Tiruchirapalli (8206), Tirunelveli (8207), Vellore (8208), Hyderabad (8601), Karimnagar (8604), Warangal (8603)
Western Region (WR)/Dadra and Nagar Haveli and Daman and Diu, Goa, Gujarat and MaharashtraPanaji (7801), Ahmedabad (7001), Anand (7011), Gandhinagar (7012), Mehsana (7013), Rajkot (7006), Surat (7007), Vadodara (7002), Amravati (7201), Aurangabad (7202), Jalgaon (7214), Kolhapur (7203), Mumbai (7204), Nagpur (7205), Nanded (7206), Nashik (7207), Pune (7208)

SSC GD Constable Recruitment 2023 Admit Card :-

SSC GD Constable  এর Admit Card SSC এর Religion Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Tier 1 এর Admit Card পরীক্ষার্থীরা May/June 2022 মাস থেকে Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Regional Website থেকে।

SSC GD Constable Recruitment 2023 Answer Key:- 

SSC GD Constable Paper -1 পরীক্ষার Official Answer Key Tier-1 পরীক্ষা সফলভাবে সমাপ্ত হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে SSC প্রকাশ করে। GD Constable Paper -1 পরীক্ষায় প্রার্থীরা তাদের আনুমানিক নম্বর এবং প্রত্যাশিত Rank গণনা করতে Answer Key ব্যবহার করতে পারেন।ভবিষ্যতে লিংক টি প্রদান করা হবে Answer Key Publish করা হবে।

SSC GD Constable Recruitment 2023 Result:- 

অস্থায়ী SSC GD Constable Answer Key ঘোষণা করার পরে, SSC একটি PDF ফরম্যাটে Result  ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে। SSC GD Constable ফলাফল SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।

SSC GD Constable 2023 Official Notification Download Click Here
Apply Now Click Here
Official Website Click Here
Google News Follow Us 
Join Us on Telegram Click Here

FAQ:-

1. SSC GD Full Form কি ?
ANS:- Staff Selection Commission General Duty Constable ।
2. SSC GD Notification PDF কেমন করে ডাউনলোড করবেন?
ANS:- আমরা ইতিমধ্যে অফিসিয়াল PDF টি পাবলিশ করেছি , ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
 3. SSC GD Constable 2023 তে কীভাবে Apply  করবেন ?
ANS:-  https://ssc.nic.in/Portal/Apply এই ওয়েবসাইট এ অনলাইন এ অ্যাপ্লাই করতে পারবেন।
4. SSC GD Salary কত?
ANS:- 21,700  থেকে শুরু হয়।
5.  SSC GD এর পরীক্ষা দিতে গেলে অন্তত কত  বয়স হতে হবে ?
ANS:- 18- 23 এর মধ্যে হতে হবে।
6. SSC GD Constable 2023 Online Application Start হবে কবে থেকে?
ANS:- 24/11/2023
7. SSC GD 2023 Online Application Last Date কি?
 ANS:- 30/12/2023
8. SSC GD 2023 Negative Marking কি আছে?
ANS:-হ্যা , প্রতি ভুল  উত্তরে 0.25 Marks কাটা হবে।
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823