Question Pattern for ALIM Examination 2022 | 2022 সালের পরিবর্তিত ALIM Question Pattern জানেন কি ?

মাদ্রাসা এবং হাই মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের জন্য একটি জরুরী বিজ্ঞপ্তি । 2022 সালের Alim Exam এর জন্য প্রত্যেকটি বিষয় ভিত্তিক Questions & Number Pattern সম্পর্কিত একটি নোটিশ প্রকাশ করেছে West Bengal Board of Madrasah Education । এবারের মাদ্রাসার Alim Exam কত নম্বরের, কোন অধ্যায় থেকে কত নম্বর থাকছে, তা সমস্তকিছু এই Questions & Number Pattern এ বর্ণিত রয়েছে ।

বহু বিতর্কিত Alim Exam 2022 নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 9th November একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল । উক্ত নোটিশের মাধ্যমে 2022 সালের আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় । 2022 সালের আলিম পরীক্ষাটি যে বাতিল করা হয়নি সে বিষয়টি স্পষ্ট হয়ে যায় এই নোটিশটি প্রকাশনের মাধ্যমে । ইতিপূর্বে আমরা 2022 সালের Alim এবং Fazil Exam Routine সম্পূর্ণ বাংলায় অন্য একটি নিবন্ধের মাধ্যমে প্রকাশ করেছি, আপনারা চাইলে নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করা তা ডাউনলোড করে নিতে পারবেন ।

Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন

সম্প্রতি WBBME এর তরফ থেকে আলিম পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক নম্বর বিভাজন এর একটি তালিকা প্রকাশ করেছে । Alim Exam 2022 এর প্রতিটি অধ্যায়ের জন্য পরীক্ষার Questions & Number Pattern যেভাবে বিভাজিত হয়েছে তা নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হলো ।

Alim Exam 2022 এর Questions & Number Pattern:  

বাংলার Questions & Number Pattern: 

অধ্যায় বহু প্রকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ) ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ) রচনাধর্মী প্রশ্ন

(Essay Type)

মোট
গল্প 1×3 1×4 3×2 5×1 18
কবিতা 1×3 1×4 3×2 5×1 18
প্রবন্ধ 1×3 1×3 3×1 5×1 14
নাটক —- —- —- 5×1 5
ব্যাকরণ 8 8 —- —- 16
নিমিত্তি —- —- —- কাল্পনিক গল্প বা প্রতিবেদন= 5

রচনা= 10

অনুবাদ = 4

19
17 19 15 39 90

WBBME Exam Routine 2022 (Alim, Fazil ও High Madrasah) কেমন করে জানবেন ?

বাংলার উত্তর প্রদানের জন্য নির্ধারিত শব্দ সংখ্যা (Word Limit):

  • 10 নম্বরের জন্য – কমবেশি 400 টি শব্দ ।
  • 05 নম্বরের জন্য – কমবেশি 150 টি শব্দ ।
  • 04 নম্বরের জন্য – কমবেশি 125 টি শব্দ ।
  • 03 নম্বরের জন্য – কমবেশি 60 টি শব্দ ।
  • 01 নম্বরের জন্য – কমবেশি 20 টি শব্দ ।

URDU (First Language) এর Questions & Number Pattern:

অধ্যায় MCQ VSAQ SAQ LAQ SDAQ EAQ DAQ মোট
(A) Prose 1×7=7 1×2=2 2×1=2 —- —- 7×2=14 25
(B) Poetry Ix6=6 1 x3=3 2×3=6 —- 1 x5=5 —- —- 20
(C) Rapid

Reader

1 x5=5 1×5=5 —- —- 1 x5=5 —- —- 15
(D)Grammar

& Rhetoric/ Vocabulary

—- Ix8=8 2×1=2 —- —- —- —- 10
(E) Writing —- —- —- 3×1=3 —- 7×1=7 10×1=10 20
18 18 10 3 10 21 10 90

পরিবর্তিত হলো Alim Syllabus 2022 , নতুন সিলেবাস কি আপনি জানেন ?

Alim Exam 2022 এর প্রশ্নের ধরন:-

  • বহুনির্বাচনী প্রশ্ন (MCQ): সব প্রশ্নই বাধ্যতামূলক ।
  • খুব সংক্ষিপ্ত উত্তর প্রকারের প্রশ্ন (VSAQ): (i) একক শব্দ বা একক বাক্যে উত্তর (ii) কলামের মিল (iii) শূন্যস্থান পূরণ করুন (iv) সত্য/মিথ্যা টাইপ প্রশ্ন ।
  • সংক্ষিপ্ত উত্তর প্রকার প্রশ্ন (SAQ): উত্তর দুই বা তিনটি বাক্যে হওয়া উচিত ।
  • দীর্ঘ উত্তর প্রকার প্রশ্ন (LAQ):
  • সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর প্রকার প্রশ্ন (SDAQ):
  • প্রবন্ধের ধরন প্রশ্ন (EAQ): উত্তরটি 100 টি শব্দে হতে হবে ।
  • বর্ণনামূলক উত্তরের প্রকার প্রশ্ন (DAQ):

1. Group-A: পাঠ্য প্রশ্ন60 নম্বর ।

   গদ্য: 25 নম্বরঃ-

  • বহুনির্বাচনী প্রশ্ন (MCQ – 4 টি বিকল্প দিতে হবে) – 7 নম্বর ।
  • খুব সংক্ষিপ্ত উত্তর প্রকারের প্রশ্ন (VSAQ— 3 টির মধ্যে 2টি প্রশ্নের বিকল্প)- 2 নম্বর ।
  • সংক্ষিপ্ত উত্তরের প্রকার প্রশ্ন (SAQ— 1 টি প্রশ্নের মধ্যে 2 টি প্রশ্নের বিকল্প)- 2 নম্বর ।
  • প্রবন্ধের প্রকার প্রশ্ন (EAQ— 3 টির মধ্যে 2 টি প্রশ্নের বিকল্প)-14 নম্বর

 কবিতা: 20 নম্বরঃ-

  • বহুনির্বাচনী প্রশ্ন (MCQ- 4 টি বিকল্প দিতে হবে) – 6 নম্বর ।
  • খুব সংক্ষিপ্ত উত্তর প্রকারের প্রশ্ন (VSAQ – 4 টির মধ্যে 3 টি প্রশ্নের বিকল্প)- 3 নম্বর ।
  • সংক্ষিপ্ত উত্তরের প্রকার প্রশ্ন (SAQ- 4 টির মধ্যে 3 টি প্রশ্নের বিকল্প)- 6 নম্বর ।
  • সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর প্রকারের প্রশ্ন (SDAQ— 2 টির মধ্যে 1 টি প্রশ্নের বিকল্প)- 5 নম্বর ।

জানুন Madrasah Syllabus West Bengal 2021 , Official PDF Download লিংক সহ

র‍্যাপিড রিডার: 15 নম্বরঃ-

  • মাল্টিপল চয়েস প্রশ্ন (MCQ) – 5 নম্বর ।
  • খুব সংক্ষিপ্ত উত্তর প্রকারের প্রশ্ন (VSAQ— 6 টির মধ্যে 5 টি প্রশ্নের বিকল্প) -5 নম্বর ।
  • সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তরের প্রকার প্রশ্ন (SDAQ- 2 টির মধ্যে 1 টি প্রশ্নের বিকল্প) – 5 নম্বর ।
  1. Group-B : ব্যাকরণ এবং শব্দভান্ডার (পাঠ্য ব্যাকরণ)- 10 নম্বর । 
  • খুব সংক্ষিপ্ত উত্তর প্রকারের প্রশ্ন (VSAQ – 10টির মধ্যে 8টি প্রশ্নের বিকল্প) – 8 নম্বর ।
  • সংক্ষিপ্ত উত্তরের প্রকার প্রশ্ন (SAQ- 2টির মধ্যে 1টি প্রশ্নের বিকল্প)- 2 নম্বর ।
  1. Group-C : লেখা- 20 নম্বর ।
  • দীর্ঘ উত্তর প্রকার প্রশ্ন (LAQ): (2টির মধ্যে 1টি প্রশ্নের বিকল্প) – 3 নম্বর (প্রবচন) ।
  • প্রবন্ধের ধরন প্রশ্ন (EAQ): 2টির মধ্যে 1টি প্রশ্নের বিকল্প) – 7 নম্বর (চিঠি লেখা/সংলাপ লেখা)
  • বর্ণনামূলক উত্তরের প্রকার প্রশ্ন (DAQ): 3টির মধ্যে 1টি প্রশ্নের বিকল্প) – 10 নম্বর (প্রবন্ধ লেখা/গল্প লেখা) ।

পরিবর্তিত হলো Fazil Syllabus , জানুন পরিবর্তিত Fazil Syllabus 2022

Question Pattern for ALIM Examination 2022 সম্বন্ধিত Official Notice টি Download করার জন্য বাটনে করুন ।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823