বছর পার হয়ে গেলেও Covid – 19 এর প্রভাব পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাতে বর্তমান । আগেই Covid – 19 এর জেরে কমিয়ে দেওয়া হয়েছে 2022 এর Madhyamik Exam এর সিলেবাস, এবার কমিয়ে দেওয়া হলো High Madrasah 2022 এবং Alim Examination 2022 এর সিলেবাস ।
যদিও 2022 এর Madhyamik Exam এর সিলেবাস, এবার কমিয়ে দেওয়া দেওয়ার সঙ্গে সঙ্গেই Madrasah বোর্ড এর পক্ষ থেকেও সিলেবাস কমিয়ে দেওয়া সহ Questions Paper পরিবর্তনের কথাটা স্পষ্ট হয়ে যায় । এমনকি এই ব্যপারে গত 26.08.2021 তারিখে একটি বিশেষ মাধ্যমেও অফিশিয়ালি সিলমোহর লাগায় West Bengal Board of Madrasah Education এর প্রেসিডেন্ট Dr. Sk. Abu. Taher. Kamruddin মহাশয় ।
HS Routine 2022 (West Bengal) Official Notice সহ জানুন
WBBME এর 26.08.2021 তারিখে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী বোর্ডের অফিশিয়াল সাইট তে প্রদান করা হয়েছে High Madrasah 2022 এবং Alim Examination 2022 এর কমিয়ে https://wbbme.org দেওয়া সিলেবাসের প্রতিলিপি । যার বিস্তারিত রুপ নিম্নে PDF লিঙ্ক সহ প্রদান করা হলো ।
প্রসঙ্গতউল্লেখ্য যে Madrasah Board এর Reduce Syllabus, Question Pattern সহ Mark Distribution এর ফাইনাল নোটিশটি আপলোড করা হয় অফিশিয়াল ওয়েবসাইটে গত কাল অর্থাৎ 06/09/2021 তে। অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য নিম্নে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন।
2022 সালের Reduce Syllabus ও Questions Pattern সহ Mark Distribution নিম্নরূপঃ-
Madhyamik Exam Syllabus 2022 PDF Download সহ ডিটেইলস এ Syllabus ও Mark Divison
Bengali First Language:-
Urdu (First Language) :-
এবার মাত্র 40,000 টাকায় সম্পূর্ণ করুন নিজের B.Ed Degree !
Arabic:-
Islam Parichoy:-
English:-
এবার Swami Vivekananda Merit cum Means Scholarship পান মাত্র 60 % নম্বরেই , জানুন বিস্তারিত
History:-
Geography:-
Life Science:-
Physical Science:-
Sikshashree Scholarship কি ,গুরুত্বপূর্ণ তারিখ, যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
Math:-
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।