অ্যামাজন এখন সব ছাত্রীদের দিচ্ছে 1.6 Lakh টাকা | Amazon Future Engineer Scholarship 2022 Last Date, Eligibility, Direct Link more!

Amazon Scholarship India | Amazon Scholarship for College Student | Amazon Future Engineer Scholarship Program

আমাদের দৈনন্দিন জীবনে Ecommerce এর ব্যবহার বেড়েই চলেছে বিশেষত Covid পরবর্তীকালে আমাদের জীবনে Ecommerce এর গুরুত্ব ও অত্যন্ত বেড়ে গেছে। ভারতবর্ষে বর্তমানে Ecommerce সব ছাগলের মধ্যে অন্যতম Amazon। সম্প্রতি এই সংস্থা নিয়ে এসেছে  Computer Science ও Engineering এ পঠনরত ছাত্র-ছাত্রীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ Scholarship যার নাম Amazon Future Engineer Scholarship Program। 

Amazon Future Engineer Scholarship কী?

সমগ্র বিশ্বের অন্যতম সর্ববৃহৎ E-commerce সংস্থা হল Amazon। মোটামুটি বিশ্বের সমস্ত দেশেই এই সংস্থা দাপটের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। Computer Science এবং Engineering এর ক্ষেত্রে নিযুক্ত প্রতিশ্রুতি শীল এবং মেধাবী ছাত্রীদের উৎসাহ এবং সমর্থন প্রদান করার জন্য এই সংস্থা নিয়ে এসেছে  Amazon Future Engineer Scholarship।

ভারতবর্ষের ছাত্রীদের উন্নত মানের Professional Course এর মাধ্যমে যুগোপযোগ শিক্ষা প্রদানের জন্য Amazon ও অপর এক Non-Profit Organization Foundation for Excellence (FFE) এগিয়ে এসেছে। এই Scholarship এর মাধ্যমে বার্ষিক 40,000 টাকার হিসাবে সর্বমোট 1,60,000 টাকা প্রদান করা হয়ে থাকে।

Amazon Future Engineer Scholarship 2022 প্রদান এর উদ্দেশ্য কী?

  • যেসব ছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা চালাতে পারছে না তাদের পছন্দের Course এ পড়ার স্বপ্ন পূরণ করা। 
  • শিক্ষার্থীদের গবেষণার প্রতি আকর্ষিত করা ।
  •  যুগোপযোগী Professional শিক্ষা গ্রহণের উৎসাহ প্রদান। 
  • Engineering এবং Computer Science এর ক্ষেত্রে ভবিষ্যতে আগত বিভিন্ন Opportunities  নিয়ে আসা যাব ভবিষ্যৎ প্রজন্মকে সাহায্য করবে।
  • ভবিষ্যতে Amazon কিভাবে জনস্বার্থে আরো কাজে লাগতে পারে তার সম্বন্ধে গবেষণা সাধন।

Amazon Future Engineer Scholarship 2022 Important Dates:-

Amazon Future Engineer Scholarship 2022 Online Application Starting  
Amazon Future Engineer Scholarship 2022 Online Application Closing 31/12/2022

Amazon Future Engineer Scholarship 2022 এর জন্য কারা আবেদন করতে পারবে?

যে সকল ছাত্রীরা Higher Secondary পাস করে Computer Science বা তৎসংলগ্ন কোনো Course এ ভর্তি হয়ে নিজেকে Tech Expert হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা সবাই আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য।

Amazon Future Engineer Scholarship 2022 Distribution Process:-

Scholarship এর  জন্য নির্বাচিত প্রার্থীদের সরাসরি তাদের Bank Account এর মাধ্যমে এই Scholarship এর টাকাগুলি প্রদান করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের নিজেদের নামে একটি বৈধ Bank Account  থাকতে হবে এবং Bank Account  সঙ্গে Aadhar Card  অবশ্যই সংযুক্ত থাকতে হবে।

Amazon Future Engineer Scholarship 2022 এর Selection Process:-

আবেদন গুলি গ্রহণ করার পরে যে সমস্ত শিক্ষার্থীদের পরিবারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ এবং যাদের স্কলারশিপ প্রয়োজন এই সমস্ত  প্রার্থীদের নামগুলি আলাদা একটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

  • শিক্ষার্থীদের দ্বারা আপলোড করা ডকুমেন্টগুলি যাচাই করা হবে,
  • এরপরে এই সমস্ত শিক্ষার্থীদের ফোন কলের মাধ্যমে একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে।

Amazon Future Engineer Scholarship 2022 Amount/Benefits:-

আবেদনকারীরা Scholarship বাবদ প্রতি বছর 40,000 টাকা করে পাবে, টানা চার বছর পর্যন্ত (Graduation পাস পর্যন্ত)।

Amazon Future Engineer Scholarship 2022 Eligibility:-

  • আবেদনকারী ছাত্রীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  • যে সকল ছাত্রীরা এই বছর Higher Secondary পাস করে Computer Science বা তৎসংলগ্ন ক্ষেত্রে BE/BTech Degree তে পড়াশুনা চালিয়ে যাচ্ছে তারা আবেদন করতে পারবে।
  • আবেদনকারীকে Under Graduation এর প্রথম বর্ষে পড়তে হবে। 
  • আবেদনকারীকে State বা National Level Entrance Exam এর মাধ্যমে Under Graduation Course এ Admission নিতে হবে।
  • আবেদনকারীর পরিবারের Annual Income সর্বোচ্চ 3 Lakh টাকা পর্যন্ত হতে পারে।
  • পরিবারের প্রথম Graduation এ পড়ছে এমন ছাত্রী দের প্রাধান্য দেওয়া হবে Scholarship প্রদানের ক্ষেত্রে।

Amazon Future Engineer Scholarship 2022 Application Process:-

  • যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর  জন্য ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন https://www.buddy4study.com/page/amazon-future-engineer-scholarship  
  • এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে।  Scholarship এর   জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং  ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
  • Email/Mobile/Facebook/Gmail account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID  তৈরি করতে হবে এবং এই ID  দিয়ে Scholarship এর   জন্য Log In করতে হবে।
  • এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
  • Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’  বাটনে ক্লিক করে সমস্ত ফরমটি একবার ভালো করে দেখে নিতে হবে।  সমস্ত ফরমটি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

Amazon Future Engineer Scholarship 2022 Renewal:-

 কথা মাথায় রাখবেন এই Scholarship টির Renewal এর কোনো ব্যবস্থা নেই। একবার আবেদন করলেই আবেদনকারীরা Scholarship বাবদ প্রতি বছর 40,000 টাকা করে পাবে, টানা চার বছর পর্যন্ত (Graduation পাস পর্যন্ত)। Result Release এর কিছুদিনের মধ্যে আবেদনকারীর সাথে যোগাযোগ করে তার নিজস্ব Bank Account এ Scholarship এর টাকা প্রদান করা হবে।

Amazon Future Engineer Scholarship 2022 এর আবেদনের জন্য Important Documents:-

  • Madhyamik ও Higher Secondary এর Marksheet
  • College থেকে প্রাপ্ত Bonafide Certificate
  • Rank Certificate
  •  Seat allotment এর জন্য প্রয়োজনীয় Counselling Letter 
  • Family Income Certificate বা Salary Slip বা IT Return Form
  • Tuition/Hostel/Mess Paid Receipts
  • College Expense সম্বন্ধিত Statement
  • Bank Passbook
  • E-Aadhaar বা Original Aadhar এর Scanned Copy 

Amazon Future Engineer Scholarship 2022 এর (Duration) বা কোন সময়ের জন্য দেওয়া হয়?

এই Scholarship শুধুমাত্র Computer Science বা তৎসংলগ্ন কোনো Course এ পাঠরত ছাত্রীরদের  জন্য দেওয়া হয়। কারণ  Course চলাকালীন প্রতি বছর শিক্ষার্থীরা এই Scholarship পাবে। কিন্তু যদি ছাত্রছাত্রীরা কোন বছর  পরীক্ষা তে ব্যর্থ হয় তবে Scholarship প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।

Amazon Future Engineer Scholarship 2022 এ আবেদনের জন্য  Bank Account  সমন্বিত Details:-

Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের নিজেদের নামে একটি  Savings Bank Account থাকতে হবে। তবে বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের নিজেদের নামে Bank Account না থাকলেও চলবে তাদের পিতামাতা বা যেকোনো অভিভাবকের Bank Account থাকলে চলবে, কিন্তু বিদ্যালয়ের ঊর্ধ্বে শিক্ষার্থীদের জন্য নিজেদের নামে Bank Account থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন Bank Account এর সঙ্গে Aadhar Card সংযুক্ত থাকে।

Amazon Future Engineer Scholarship 2022 Contact Details:-

Email ID:- [email protected] 

Amazon Future Engineer Scholarship 2022 Important Links:-

Amazon Future Engineer Scholarship 2022 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. Amazon Future Engineer Scholarship 2022 Online Application Last Date কি? 

ANS:- 31/12/2022

2. Amazon Future Engineer Scholarship 2022 এর বার্ষিক অনুদান কত? 

ANS:- 1,60,000 টাকা

3. Amazon Future Engineer Scholarship 2022 এর Official Website কোনটি? 

ANS:- https://ffe.org/amazon-future-engineer/ 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *