MBA তে পরলেই এখনই তুমিও পেতে পারো 2 Lakh টাকা পর্যন্ত | Credit Suisse Scholarship Program 2022 Benefits, Last Date Selection Process more!

Credit Suisse Group AG একটি আন্তর্জাতিক সংস্থা যা মূলত Investment Bank ও Financial Services প্রদান করে থাকে। বর্তমানে এই সংস্থাটির Headquarter Switzerland এর Zurich শহরে অবস্থিত। সম্প্রতি এই আন্তর্জাতিক সংস্থা যেসব ছাত্রছাত্রীরা ভবিষ্যতে MBA বা MA Economics তে পড়তে চান তাদের জন্য নিয়ে এসেছে Scholarship, যার মাধ্যমে আবেদনকারীরা পেতে পারে 2 Lakh টাকা পর্যন্ত ।

Credit Suisse Scholarship Program কী?

Credit Suisse Group AG আন্তর্জাতিক ক্ষেত্রে সু পরিচিত ও প্রাচীন Financial Services প্রদানকারী সংস্থা । বিশেষ করে এই সংস্থাটি European Union এই সংস্থাটি বেশি পরিচিত। আমরা সবাই জানি MBA বা MA Economics এ পড়াশোনা করাটা কতটা ব্যয়বহুল। বেশিরভাগ ভারতবাসীর ক্ষেত্রেই এইসব Course এ পড়া সম্ভব হয় না। এই সমস্যার কথা মাথায় রেখে Credit Suisse Group AG নিয়ে এসেছে Scholarship । যার মাধ্যমে Scholarship প্রাপকরা খুব সহজেই তাদের পছন্দের MBA বা MA তে পড়াশোনা করে নিজের ভবিষ্যতকে সুরক্ষিত করতে পারবে। 

Credit Suisse Scholarship Program 2022 প্রদান এর উদ্দেশ্য কী?

  • যেসব ছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা চালাতে পারছে না তাদের পছন্দের Course এ পড়ার স্বপ্ন পূরণ করা। 
  •  যুগোপযোগী Professional শিক্ষা গ্রহণের উৎসাহ প্রদান। 
  •  MBA বা MA (Finance) এর ক্ষেত্রে ভবিষ্যতে আগত বিভিন্ন Opportunities  নিয়ে আসা যাব ভবিষ্যৎ প্রজন্মকে সাহায্য করবে।

Credit Suisse Scholarship Program 2022 Important Dates:-

Credit Suisse Scholarship Program Online Application Starting   
Credit Suisse Scholarship Program Online Application Closing  24/12/2022

Credit Suisse Scholarship Program 2022 এর জন্য কারা আবেদন করতে পারবে?

যেসব আবেদনকারীরা MBA Program (Batch 2022-24) এর প্রথম বর্ষে Admission নিয়েছে ভারতবর্ষের কোন প্রখ্যাত Institute of Management Studies এ বা Masters of Arts (Economics) (Batch 2022-24) এর প্রথম বর্ষে Admission নিয়েছে Delhi School of Economics, New Delhi তে তারা সবাই আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য।

Credit Suisse Scholarship Program 2022 Distribution Process:-

Scholarship এর  জন্য নির্বাচিত প্রার্থীদের সরাসরি তাদের Bank Account এর মাধ্যমে এই Scholarship এর টাকাগুলি প্রদান করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের নিজেদের নামে একটি বৈধ Bank Account  থাকতে হবে এবং Bank Account সঙ্গে Aadhar Card  অবশ্যই সংযুক্ত থাকতে হবে।

Credit Suisse Scholarship Program 2022 এর Selection Process:-

আবেদন গুলি গ্রহণ করার পরে যে সমস্ত শিক্ষার্থীদের পরিবারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ এবং যাদের স্কলারশিপ প্রয়োজন এই সমস্ত  প্রার্থীদের নামগুলি আলাদা একটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

  • শিক্ষার্থীদের দ্বারা আপলোড করা ডকুমেন্টগুলি যাচাই করা হবে,
  • এরপরে এই সমস্ত শিক্ষার্থীদের ফোন কলের মাধ্যমে একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে।

Credit Suisse Scholarship Program 2022 Amount/Benefits:-

শিক্ষা ক্ষেত্রে সমস্ত খরচ এর 80% বা সর্বমোট 2 Lakh টাকা পর্যন্ত প্রদান করা হবে এই Scholarship এর মাধ্যমে।

Credit Suisse Scholarship Program 2022 Eligibility:-

  • আবেদনকারী ছাত্রীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  • যেসব আবেদনকারীরা MBA Program (Batch 2022-24) এর প্রথম বর্ষে Admission নিয়েছে ভারতবর্ষের কোন প্রখ্যাত Institute of Management Studies এ বা Masters of Arts (Economics) (Batch 2022-24) এর প্রথম বর্ষে Admission নিয়েছে Delhi School of Economics, New Delhi তে তারা সবাই আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য।
  • আবেদনকারীকে যেকোন বিভাগে নূন্যতম 60% মার্কস সহ Graduation পাস করতে হবে।
  • আবেদনকারীর পরিবারের Annual Income সর্বোচ্চ 5 Lakh টাকা পর্যন্ত হতে পারে।
  • করোনা মহামারীর কারণে প্রভাব পড়েছে এমন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে এই Scholarship এর জন্য।

Credit Suisse Scholarship Program 2022 Application Process:-

  • যে সমস্ত শিক্ষার্থীরা এই Scholarship এর  জন্য ইচ্ছুক তারা নিচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন https://www.buddy4study.com/page/credit-suisse-scholarship 
  • এখানে Scholarship সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে।  Scholarship এর   জন্য আবেদন করার পূর্বে এই তথ্যগুলি ভালোভাবে জেনে নিতে হবে এবং  ‘Apply Now’ বাটনটিতে ক্লিক করতে হবে।
  • Email/Mobile/Facebook/Gmail account প্রভৃতি ব্যবহার করে পোর্টালে একটি Register ID  তৈরি করতে হবে এবং এই ID  দিয়ে Scholarship এর   জন্য Log In করতে হবে।
  • এবারে আবেদন পদ্ধতি সমন্বিত একটি পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশনগুলি ভালো করে পড়ে নিয়ে ‘Start Application’ বাটনে ক্লিক করতে হবে।
  • Terms and Conditions’ এক্সেপ্ট করে নিতে হবে এবং ‘Preview’  বাটনে ক্লিক করে সমস্ত ফরমটি একবার ভালো করে দেখে নিতে হবে।  সমস্ত ফরমটি ঠিকঠাক ভাবে পূরণ করা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

Credit Suisse Scholarship Program 2022 Renewal:-

 মাথায় রাখবেন এই Scholarship টির Renewal এর কোনো ব্যবস্থা নেই। একবার আবেদন করলেই আবেদনকারীরা Scholarship বাবদ শিক্ষা ক্ষেত্রে সমস্ত খরচ এর 80% বা সর্বমোট 2 Lakh টাকা পর্যন্ত প্রদান করা হবে এই Scholarship এর মাধ্যমে।

Credit Suisse Scholarship Program 2022 এর আবেদনের জন্য Important Documents:-

  • E-Aadhaar বা Original Aadhar এর Scanned Copy 
  • আবেদনকারীর Passport Size Photo 
  • Self-attested copy of Parents ‘Income Proof issued by a Government body/permanent employer/Form 16 (Income-Tax returns form)
  • Admission Proof
  • বর্তমান বছরের Fee Receipt
  • Bank Account Details
  • Marksheet বা Grade Card Graduation এর ।

Credit Suisse Scholarship Program 2022 এর (Duration) বা কোন সময়ের জন্য দেওয়া হয়?

এই Scholarship শুধুমাত্র Computer Science বা তৎসংলগ্ন কোনো Course এ পাঠরত ছাত্রীরদের  জন্য দেওয়া হয়। কারণ  Course চলাকালীন প্রতি বছর শিক্ষার্থীরা এই Scholarship পাবে। কিন্তু যদি ছাত্রছাত্রীরা কোন বছর  পরীক্ষা তে ব্যর্থ হয় তবে Scholarship প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে।

Credit Suisse Scholarship Program 2022 এ আবেদনের জন্য  Bank Account  সমন্বিত Details:-

Scholarship পেতে গেলে শিক্ষার্থীদের নিজেদের নামে একটি  Savings Bank Account থাকতে হবে। তবে বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের নিজেদের নামে Bank Account না থাকলেও চলবে তাদের পিতামাতা বা যেকোনো অভিভাবকের Bank Account থাকলে চলবে, কিন্তু বিদ্যালয়ের ঊর্ধ্বে শিক্ষার্থীদের জন্য নিজেদের নামে Bank Account থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন Bank Account এর সঙ্গে Aadhar Card সংযুক্ত থাকে।

Credit Suisse Scholarship Program 2022 Contact Details:-

Credit Suisse Scholarship Program 2022 Important Links:-

Credit Suisse Scholarship Program 2022 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. Credit Suisse Scholarship Program 2022 Online Application Last Date কি? 
ANS:- 24/12/2022 
2. Credit Suisse Scholarship Program 2022 এর বার্ষিক অনুদান কত? 
ANS:- 2 Lakh টাকা পর্যন্ত ।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823