BECIL অর্থাৎ Broadcast Engineering Consultants India Limited যা Government of India Enterprise under Ministry of Information and Broadcasting এর অন্তর্গত এবং এটি একটি Mini Ratna Company। সম্প্রতি এই সংস্থা নিয়ে এসেছে চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। গত 05/04/2022 এ BECIL Recruitment 2022 Publish হয়েছে Official Website এ। এই Recruitment এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেল টি পড়ুন।,
সূচি
BECIL Recruitment 2022 Important Dates:-
BECIL Recruitment 2022 Online Application Starting | 05/04/2022 |
BECIL Recruitment 2022 Online Application Closing | 25/04/2022 |
BECIL Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Post | Vacancy সংখ্যা |
Office Assistant | 200 |
Data Entry Operator | 178 |
Total | 378 |
BECIL Recruitment 2022 এর Eligibility:-
Educational Qualification:-
- Office Assistant- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো Subject এ Graduation পাস করতে হবে।
- Data Entry Operator:-Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো Subject এ Higher Secondary/Graduation পাস করতে হবে।
Age Limit:- যারা যারা এই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন তাদের সর্বোচ্চ বয়স হতে পারে 45 বছর এবং সর্বনিম্ন বয়স 21 বছর।
BECIL Recruitment 2022 এর Application Fees:-
Category | Application Fees |
General/OBC/Women/Ex-Serviceman | 750/- (+ 500/- extra for every additional post applied) |
SC/ST/EWS/PH | 450/- (+300/- extra for every additional post applied) |
BECIL Recruitment 2022 এর Application Process:-
- BECIL 2022 এর জন্য আবেদন শুধুমাত্র Online এ করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process বর্ণনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন BECIL এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.becil.com/
- Homepage এ আপনি পেয়ে যাবেন Careers এর অপশন। সেই অপশনে ক্লিক করুন।
- নতুন Page থেকে Vacancy অপশনে ক্লিক করুন।
- এই Page এ আপনি পেয়ে যাবেন সমস্ত Recruitment এর লিস্ট যার Application এখনো চলছে।
- Homepage এ আপনি পেয়ে যাবেন Registration Link এর অপশন।
- সর্বপ্রথম আপনার Email ID,Phone Number প্রদান করে Registration সম্পন্ন করুন।
- Registration সম্পন্ন হয়ে গেলে আপনার Email ID তে Registration Number ও Password পেয়ে যাবেন।
- প্রাপ্ত Registration Number ও Password প্রদান করে Log In করুন।
- Personal Details, Academic Qualifications,Work Experience ইত্যাদি গ্রন্থ তথ্যসহ প্রদান করুন।
- এখন আপনাকে Upload করতে হবে Photograph ও Signature।
- Preview বাটনে ক্লিক করে একবার জেনে নিন সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল থাকে ঠিক করে নিন Edit অপশন থেকে ।
- এই পর্যায় আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
- ইতিমধ্যে আপনি আপনার Application Successfully Submit করেছেন। Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য Print Out কপি ও বের করে রাখতে পারেন।
UPSC CMS 2022 Notification Published Vacancy, Exam Date, Eligibility and more in Bengali!
BECIL Recruitment 2022 এর আবেদনের জন্য Important Documents:-
তেমন কিছু জানানো হয়নি।
BECIL Recruitment 2022 এর Selection Process:-
- Office Assistant পদে Recruitment এর জন্য Selection মূলত চারটি পর্যায়ে সম্পন্ন হবে যথা :- Written Test, Computer Proficiency Test, Typing Test ও Personal Interview।
- Data Entry Operator পদে Recruitment এর জন্য Selection মূলত একটি টি পর্যায়ে সম্পন্ন হবে যথা :- Typing Test।,
BECIL Recruitment 2022 এর Important Links:-
BECIL Recruitment 2022 Official Notification Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
NEET UG 2022 Registration Started Apply Online Link, Eligibility, Last Date more in Bengali!
FAQ:-
BECIL Recruitment 2022 Official Website কি?
2. BECIL Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:-05/04/2022
3. BECIL Recruitment 2022 Last Date কি?
ANS:-25/04/2022
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে BECIL Recruitment 2022 এর মাধ্যমে ?
ANS:-378
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।