B.E./B.Tech পাস করলেই আপনি এখন পেতে পারেন কেন্দ্রীয় সরকার এর চাকরী | BISAG-N Recruitment 2022-23 for 250 Vacancies, Selection and Application Process more!

Bhaskaracharya Institute for Space Applications and Geoinformatics একটি National Agency যা চালানোর দায়িত্ব বর্তায় Gujarat সরকারের ওপর। এই সংস্থাটি মূলত Map-Based GeoSpatial Information Systems  প্রস্তুত করে থাকে। সম্প্রতি এই সংস্থা প্রচুর Software Professional নিয়োগের জন্য Notification Release করেছে , এ সম্বন্ধে বাকি তথ্য রইলো আজকের আর্টিকেল এ।

BISAG-N Recruitment 2022 Overview:-

Recruiting Organization Bhaskaracharya Institute for Space Applications and Geoinformatics
Post Name Software Professional
Vacancies 250
Salary 35,000
Job Location Gujarat
Last Date 03/01/2023
Mode of Application Online 
Official Website https://bisag-n.gov.in/ 

BISAG-N Recruitment 2022 Important Dates:-

BISAG-N Recruitment 2022 Online Application Starting  20/12/2022
BISAG-N Recruitment 2022 Online Application Closing  03/01/2023

BISAG-N Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Official Notice অনুসারে এই Recruitment Notice এর মাধ্যমে 250 জন কে নিয়োগ করা হবে Software Professional পদে ।

BISAG-N Recruitment 2022 Eligibility:-

Educational Qualification:-

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Computer/IT সমন্ধিত যেকোনো Field এ B.E./B.Tech Degree অর্জন করতে হবে 60% মার্কস সহ । এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি Download করুন।

BISAG-N Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

বিস্তারিত জানানো হয়নি।

BISAG-N Recruitment 2022 Salary:-

প্রাথমিকভাবে Salary বাবদ প্রতিমাসে 35,000 টাকা প্রদান করা হবে। ভবিষ্যতে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে Salary ও বাড়বে।

BISAG-N Recruitment 2022 Application Fee:-

Not Applicable 

BISAG-N Recruitment 2022 Application Process:-

BISAG-N Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা WBHRB এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ভিসিট করুন BISAG-N এর Recruitment Portal।
  • Homepage থেকে Apply অপশনে ক্লিক করুন।
  • আপনার সামনে আসবে Application Form টি সেটির প্রয়োজন অনুযায়ী তথ্য প্রদান করে Fill Up করুন।
  • একবার যাচাই করোনি সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা।
  • নির্দেশ অনুযায়ী Documents আপলোড করুন।
  • এখন পরের Page এ থাকা Submit বাটনে ক্লিক করুন। ইতিমধ্যে আপনার Application Form Fill Up সম্পূর্ণ হয়েছে।
  • এখন আপনার Application Form টি Download করুন বা প্রয়োজন অনুযায়ী A4 Size Paper এ Print Out কপি বের করুন।

BISAG-N Recruitment 2022 আবেদনের জন্য Important Documents:-

  1. Latest Resume 
  2. Degree Certificate
  3. School Leaving Certificate 
  4. 12th Marksheet বা  Diploma Certificate 
  5. 10th Marksheet 
  6. Scanned Photograph 
  7. Experience Certificate (যদি থাকে)
  8. Last Month Salary Slip 
  9. Additional Relevant Certificate

BISAG-N Recruitment 2022 Selection Process:-

চারটি পর্যায়ে সম্পূর্ণ হবে BISAG-N Recruitment 2022 এর Selection যথা:- 1) Madhyamik /Higher Secondary/ Diploma Result , 2)  Bachelor’s Degree , 3) Written Exam ও 4) Interview 

BISAG-N Recruitment 2022 Important Links:-

BISAG-N Recruitment 2022 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Google News  Follow Us 
Join Us on Telegram  Click Here

FAQ:-

1. BISAG-N Recruitment 2022 Notification Download করা যাবে কেমন করে?
ANS:- Download Section থেকে।
2.  BISAG-N Recruitment 2022 Official Website কোনটি ?
ANS:-  https://apps.bisag.co.in/ 
3. BISAG-N Recruitment 2022 Online Application Last Date কি?
ANS:- 03/01/2023 
4. কবে থেকে BISAG-N Recruitment 2022 Starting Date কি?
ANS:- 20/12/2022
5. BISAG-N Recruitment 2022 এর মাধ্যমে কতো Vacancy তে নিয়োগ করা হবে?
ANS:- 250

 

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823