Bhartiya Pashupalan Nigam Limited তথা BPNL কেন্দ্র সরকারের অন্তর্গত একটি সংস্থা যা ভারতবর্ষের পশু পালন সংক্রান্ত সবকিছু দেখাশোনা করার দায়িত্ব পালন করে থাকে। এই ধরনের চাকরি থেকে বড় সুবিধা এই যে দায়িত্ব খুব একটা বেশি না থাকলেও Salary হয় উন্নত মানের। সম্পত্তি কেন্দ্র সরকারের এই সংস্থা Tehsil Manager, Regional Manager, District Manager, and Executive Manager পদের জন্য BPNL Recruitment 2022 Publish করেছে। যদি আপনি এই Recruitment এর জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আর্টিকেলটি ভালভাবে পড়ুন।
BPNL Recruitment 2022 Important Dates:-
BPNL Recruitment 2022 Online Application Starting | 20/04/2022 |
BPNL Recruitment 2022 Online Application Closing | 10/05/2022 |
BPNL Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Post | Vacancy |
Tehsil Manager | 660 |
Regional Manager | 17 |
District Manager | 66 |
Executive Manager | 04 |
Total Vacancy | 747 |
AIIMS Bhopal এ প্রচুর কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে
BPNL Recruitment 2022 এর Eligibility:-
Educational Qualification:-
আবেদনকারীকে অবশ্যই Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Madhyamik/ Higher Secondary /Graduation পাস করতে হবে। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
BPNL Recruitment 2022 এ আবেদনের Age Limit:
Post | Age Limit |
Regional Manager | 25 থেকে 45 এর মধ্যে l |
District Manager | 21 থেকে 40 এর মধ্যে |
Tehsil Manager | 21 থেকে 40 এর মধ্যে |
Executive Manager | 21 থেকে 40 এর মধ্যে |
BPNL Recruitment 2022 এর Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।.
Post | Application Fees in INR |
Regional Manager | 944 |
District Manager | 826 |
Tehsil Manager | 708 |
Executive Manager | 826 |
16,000 এর ও বেশী রাজ্যে কনস্টেবল নিয়োগ শুরু হয়ে গেছে হাতে আর মাত্র কয়েক দিন
BPNL Recruitment 2022 এর Salary:-
Post | Salary in INR |
Regional Manager | 35000 |
District Manager | 25000 |
Tehsil Manager | 20000 |
Executive Manager | 15000 |
BPNL Recruitment 2022 এর Application Process:-
BPNL Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব BPNL এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- র্বপ্রথম ভিজিট করুন BPNL এর Official Website aiimsbhopal.edu.in
- Homepage এই পেয়ে যাবেন Recruitment অপশন সেটিতে ক্লিক করুন।
- যেই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন তার পাশে থাকা APPLY NOW বাটনে ক্লিক করুন।
- আপনার সামনে এখন দুইটি অপশন আসবে তার মধ্যে থেকে সর্বপ্রথম Apply Now বাটনে ক্লিক করুন।
- প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্য প্রদান করুন এবং Save বাটনে ক্লিক করুন।
- যদি প্রদান করা তথ্য ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি Edit বাটনে ক্লিক করে Edit করতে পারবেন এবং প্রয়োজনে View বাটনে ক্লিক করে দেখে নিন সম্পূর্ণ Application Form।
- প্রয়োজন অনুযায়ী Important Documents গুলি Upload করুন।
- এখন Finally Preview বাটনে ক্লিক করে যাচাই করে নিন।
- আপনার সামনে Submit বাটন আসবে সেটিতে ক্লিক করুন। এখন আপনার Application Process সম্পন্ন হয়েছে।
BPNL Recruitment 2022 এর Selection Process:-
BPNL Recruitment 2022 এর জন্য Selection মূলত দুই টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে যথা – 1) Written Aptitude Test, 2) Interview এই সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice থেকে।
দুর্গাপুর NIT তে প্রচুর Assistant নিয়োগ, হাতে আর মাত্র কয়েকদিন
BPNL Recruitment 2022 এর Important Links:-
BPNL Recruitment 2022 Official Notification Download | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. BPNL Recruitment 2022 Notification Download করবেন কিভাবে?
2. BPNL Recruitment 2022 কবে থেকে Start হবে?
3. BPNL Recruitment 2022 Application Last Date কি?
4. BPNL Bhopal Recruitment 2022 Official Website কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।