ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী তথা BSF চাকুরী প্রত্যাশী প্রার্থীদের জন্য বয়ে নিয়ে এলো সুখবর। সম্প্রতি Directorate General Border Security Force (BSF) এ একাধিক SI, HC ও CT পদের Recruitment এর জন্য এক Notice জারি করেছে। যদি আপনিও BSF Recruitment 2022 এর জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়ুন । যদি কোনোরকম সমস্যা অথবা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের সোশ্যাল মিডিয়াতে বা কমেন্ট সেকশনে জানাতে পারেন।
BSF Recruitment 2022 Important Dates:-
BSF Recruitment 2022 Online Application Starting | 21/05/2022 |
BSF Recruitment 2022 Online Application Closing | পরের 30 দিন পর্যন্ত |
BSF Recruitment 2022 Vacancy সংখ্যা:-
Sl No. | Post | Vacancy |
1 | SI (Master) | 08 |
2 | SI (Engine Driver) | 06 |
3 | SI (Workshop) | 02 |
4 | HC (Master) | 52 |
5 | HC (Engine Driver) | 64 |
6 | HC (Workshop) | 19 |
7 | CT (Crew) | 130 |
Total | 281 |
BSF Recruitment 2022 Eligibility:-
Educational Qualification:-
- আবেদনকারীকে Recognise শক্ষাপ্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে।
- তাছাড়া আপনি যেই Post এর জন্য আবেদন করবেন সেই Post এর জন্য প্রয়োজনীয় Diploma/Degree পাস করতে হবে। এই সমন্ধে বিস্তারিত জানতে পারবেন Download Section এ প্রদান করা Official Notice থেকে।
BSF Recruitment 2022 এ আবেদনের জন্য Age Limit:-
আবেদনকারীর বয়স হতে হবে 22 থেকে 28 এর মধ্যে। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে।
BSF Recruitment 2022 Salary:-
Post অনুযায়ী Salary ভিন্ন হবে তাও Salary শুরু হতে পারে 35,400 থেকে 1,12, 400 এর মধ্যে।
BSF Recruitment 2022 Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
General | 200 |
SC/ ST/ Ex-Servicemen/ Female | Not Applicable |
BSF Recruitment 2022 Application Process:-
- সর্বপ্রথম ভিজিট করুন এই Recruitment এর Official Website https://rectt.bsf.gov.in/ ।
- Homepage থেকে Career বা Recruitment Section এ ক্লিক করুন।
- Notification টি বেছে নিন।
- Application Form টি পূরণ করুন যথাযথ তথ্য সহকারে ও Application Form টি Submit করুন।
- এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।
BSF Recruitment 2022 এর Selection Process:-
দুটি পর্যায়ে সম্পন্ন হবে BSF Recruitment 2022 যথা 1) Skill Test ও 2)Personal Interview
BSF Recruitment 2022 Important Links:-
BSF Recruitment 2022 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
FAQ:-
1. কবে থেকে BSF Recruitment 2022 এর আবেদন শুরু হয়েছে?
2. BSF Recruitment 2022 আবেদনের Last Date কি?
3. কত গুলো Vacancy তে নিয়োগ করা হবে BSF Recruitment 2022 এর মাধ্যমে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।