CMAT Exam 2022: Registration (Started), Eligibility, Exam Dates, Syllabus, Pattern, Fees & More in Bengali !

এখনো পর্যন্ত আমরা আমাদের ওয়েবসাইটে মূলত আলোচনা করেছি প্রথাগত শিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে। কিছুদিন আগে আমরা এক বন্ধুর রিকুয়েস্ট পেয়ে ছিলাম আমরা যেন প্রথাগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা এবং Management সংলগ্ন বিভিন্ন  বিষয়েও আপডেট প্রদান করি। এই আর্টিকেলে আমরা আলোচনা করতে চলেছি Management সংলগ্ন Exam CMAT 2022 সম্পর্কে। যদি আপনার ও স্বপ্ন থেকে থাকে CMAT 2022 সম্পন্ন করে ওই সাথে আপনার এই আর গড়ে তোলা তাহলে অবশ্যই এই আর্টিকেলটি সম্পন্ন পড়ুন।

CMAT Exam কি ?

CMAT একটি Aptitude Test যা গ্রহণ করে থাকে National Testing Agency (NTA)। পরীক্ষার্থীরা এই সর্বভারতীয় Exam পাস করলে সর্বভারতীয় বিভিন্ন Business School এ MBA/PGDM Course এর জন্য ভর্তি হতে পারবেন। মনে রাখবেন এই Exam টি AICTE Affiliated একটি Program তাই বলাই যায় CMAT Exam পাস করলে সর্বভারতীয় বিভিন্ন সরকারি কলেজ সহ খ্যাতনামা বিভিন্ন Private Institution এ ও ভর্তি  হতে পারবেন।

CMAT Exam 2022 Important Dates :-

CMAT Exam Online Application Starting 16/02/2022
CMAT Exam Online Application Closing 17/03/2022
Last Date of Paying Application Fees 18/03/2022
Online Correction Window Opening 19-21/03/2022
Online Admit Card Publishing April 2022
CMAT Final Exam
Final Result Declaration
Availability of Scorecard

Eastern Coalfields Recruitment 2022 : Apply for 313 Fresh Vacancy , Learn more in Bengali !

CMAT Exam 2022 Eligibility :-

  • Nationality:- আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।
  • Academic Qualifications:- অন্ততপক্ষে যে কোন বিভাগে Recognised শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাস করতে হবে।

CMAT Exam 2022 এ আবেদনের জন্য Age Limit:-

CMAT Exam এর পরীক্ষার্থী হওয়ার জন্য কোনো Age Limit নেই।

CMAT Exam 2022 এর Application Fees:-

17/03/2022 এর মধ্যে প্রয়োজনীয় Application Fees আবেদনকারীরা শুধুমাত্র Credit/Debit Card বা Net Banking এর মাধ্যমে প্রদান করতে পারবে।

Category Application Fees in INR
General/ EWS/OBC–NCL (Male) 2000
ST/SC/Female, Transgender 1000

Indian Navy Tradesman Recruitment 2022 : Notification out for 1531 Group C Posts More in Bengali !

CMAT Exam 2022 Application Process:-

  • CMAT Exam 2022 এর জন্য আবেদন শুধুমাত্র Online এ করা যেতে পারে। নিম্নে Step by Step Application Process বর্ণনা করা হলো।
  • সর্বপ্রথম ভিজিট করুন CMAT এর অফিসিয়াল ওয়েবসাইট https://cmat.nta.nic.in
  • সর্বপ্রথম আপনার Email ID,Phone Number প্রদান করে Registration সম্পন্ন করুন।
  • Registration সম্পন্ন হয়ে গেলে আপনার Email ID তে Registration Number ও Password পেয়ে যাবেন।
  • প্রাপ্ত Registration Number ও Password প্রদান করে Log In করুন।
  • Personal Details, Academic Qualifications,Work Experience ইত্যাদি গ্রন্থ তথ্যসহ প্রদান করুন।
  • Exam Center Select করুন।
  • এখন আপনাকে Upload  করতে হবে Photograph ও Signature।
  • Preview বাটনে ক্লিক করে একবার জেনে নিন সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি কিছু ভুল থাকে ঠিক করে নিন Edit অপশন থেকে ।
  • এই পর্যায় আপনাকে প্রদান করতে হবে প্রয়োজনীয় Application Fees।
  • ইতিমধ্যে আপনি আপনার Application Successfully Submit করেছেন। Application Form টির PDF File টি Download করুন এবং চাইলে ভবিষ্যতের জন্য Print Out কপি ও বের করে রাখতে পারেন।

CMAT Exam 2022 এর আবেদনের জন্য Important Documents:-

  • Madhyamik এর Mark Sheet
  • Higher Secondary এর Mark Sheet
  • Graduation এর Mark Sheet
  • Caste Certificate (যদি থাকে)
  • PWD/DA Certificate (যদি থাকে)
  • আবেদনকারীর Signature ও Passport Size Photo

IISC Technical Assistant Recruitment 2022 : Apply for 100 Technical Assistant Posts  More in Bengali

CMAT Exam 2022 Admit Card Download:-

CMAT Exam 2022 এ বসতে গেলে Admit Card এর প্রয়োজন বাধ্যতামূলক। Admit Card ছাড়া আপনি এই Exam এ বসতে পারবেন না। মোটামুটি April মাসে Admit Card Downloading লিংক অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কিছু কিছু ন্যূনতম তথ্য প্রদানের মাধ্যমে আপনি আপনার Admit Card Download করতে পারবেন এর সম্বন্ধে বিস্তারিত আমরা পরে জানব।

CMAT Exam Centres:-

ভারতের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে CMAT Exam গ্রহণ করা হয়ে থাকে। নিম্নে চার্ট এ শুধু আপনারা জানতে পারবেন রাজ্যগুলির নাম। নিম্নে উল্লেখিত রাজ্যগুলির সমস্ত এক্সাম সেন্টার গুলির নাম জানার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন। বিশেষত পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের কলকাতা এবং শিলিগুড়িতে এই বছর CMAT Exam দিতে পারবে পরীক্ষার্থীরা।

Assam Kerala Puducherry
Andaman and Nicobar Karnataka Odisha
Arunachal Pradesh Lakshadweep Tamil Nadu
Bihar Meghalaya Rajasthan
Chandigarh Manipur Telangana
Haryana Madhya Pradesh Uttar Pradesh
Himachal Pradesh Mizoram Uttarakhand
Ladakh Nagaland West Bengal

Indian Coast Guard Assistant Commandant Recruitment 2022 : Apply for Assistant Commandant in Bengali !

CMAT Exam Pattern:-

  • Mode of Examination:- সম্পূর্ণরূপে Online এ গ্রহণ করা হবে CMAT 2022 Exam
  • Medium, of Questions:- পরীক্ষার্থীরা এই পরীক্ষাটি শুধুমাত্র English Language এই দিতে পারবে।
  • Duration of Exam:- CMAT Exam চলবে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু PWD পরীক্ষার্থীরা 30 Minutes সময় বেশী পাবে । দুইটি শিফটে যথা (9:00AM -12:00PM) ও (3:00PM- 6:00PM) পর্যন্ত এই Exam টি চলবে।
  • Marking Pattern :– 4 Number করে পাবেন প্রতি প্রশ্নের উত্তর সঠিক হলে এবং ভুল হলে 1 Number কাটা হবে প্রাপ্ত Number থেকে।
  • Questions Type:- Multiple Choice Questions.
Section Number of Questions Marks
Quantitative Techniques and Data Interpretation 20 80
Logical Reasoning 20 80
General Awareness 20 80
Language comprehension 20 80
Innovation and Entrepreneurship 20 80
Total 100 400

RBI Assistant Notification 2022 : Out for 950 Vacancies, Exam Date, Online Form, Dates, Application Process & More in Bengali !

CMAT Exam Syllabus:-

  • Quantitative Techniques and Data Interpretation:-, Profit and loss, Average, HCF & LCM, Age Problems,Table/Bar/Pie/Line Charts, Ratio, Percentages,Trigonometry ইত্যাদি ।
  • Logical Reasoning :-Dices, Directions, Embedded Images, Figure Matrix,  Pattern Series and Sequences, Alphanumeric series, Reasoning Deductive Reasoning/Statement Analysis, Input-Output, Mirror and Water Images, Odd One Out, Paper Folding, Puzzles, Analogies,Decision Making ইত্যাদি ।
  • General Awareness:- GK & Current Affair
  • Language Comprehension:- Jumbled Word/Paragraph, Vocabulary & Grammar, one word Substitution, Reading Comprehension, Cloze Test , Fill in the Blanks, Match the columns, Error Detection ইত্যাদি ।

Syllabus বিস্তারিত জানার জন্য Download Section এ প্রদান করা Notice টি দেখুন।

CMAT Exam Day Guidelines:-

  1. পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যাওয়ার সময় সঙ্গে CMAT 2022 Exam এর Admit Card নিয়ে যেতে হবে (মনে রাখবেন Admit Card এর Scanned, Photocopy,Digital Copy কিন্তু গ্রহণ করা হবে না Exam Center এ।
  2. Reporting Time এর 2 ঘন্টা আগেই পরীক্ষার্থীদের Exam Center এ পৌঁছাতে হবে।
  3. কোনো রকমের Electronic Item আপনি Exam Center এ নিয়ে যেতে পারবেন না।
  4. Exam Center এ Admit Card ছাড়া নিম্ন উল্লেখিত Documents গুলি Secondary Photo Identity Card হিসাবে নিয়ে যেতে হবে।
  • Aadhar Card
  • Voter ID
  • Pan Card
  • Passport
  • Driving Licence
  • College/University ID Card

East Coast Railway Apprentice Recruitment 2022 for 756 Apprentice Posts, Apply @rrcbbs.org.in in Bengali !

CMAT Exam 2022 Answer Key:-

CMAT Exam গ্রহণের কিছু দিনের মধ্যেই Individual Answer Key সহ Response Sheet প্রকাশ করা হয়ে থাকে। পূর্বে প্রাপ্ত Log In Details প্রদান করেই পরীক্ষার্থীরা তাদের Answer Key Download করতে পারবে।এর সম্বন্ধে বিস্তারিত আমরা পরে জানব।

CMAT Exam 2022 Result:-

CMAT Exam Answer Key প্রকাশ এর কিছুদিন পরেই সাধারনত অফিসিয়ালি Result প্রকাশ করা হয়। পূর্বে প্রাপ্ত Log In Details প্রদান করেই পরীক্ষার্থীরা তাদের Answer Key Download করতে পারবে।এর সম্বন্ধে বিস্তারিত আমরা পরে জানব।

CMAT Exam 2022 Important Links:-

CMAT Exam Official Notice Download Click Here
CMAT Exam Official Bulletin Download Click Here
Apply Now Click Here

UPSC CSE Civil Service Examination 2022 Notification Out, Exam Date, Apply Online, Vacancy, Eligibility & More in Bengali !

FAQ:- 

1. কতগুলি College এ Admission আপনি পেতে পারেন CMAT Exam 2022 এর মাধ্যমে ?

ANS:-AICTE Approved ভারতবর্ষের 1300 এর ও বেশী College এ Admission পেতে পারেন।

2. Calculator এর ব্যবহার কি Exam এ সম্ভব ?

ANS:-না।

3. CAT ও CMAT এর Syllabus কি এক ?

ANS:-মোটামুটি এক।

4. CMAT Application Official Website কি ?

ANS:-

5. CMAT 2022 Registration Fees কি?

 
ANS:-General Category এর ক্ষেত্রে 2000 ও বাকি সবার ক্ষেত্রে 1000 টাকা।

6. CMAT 2022 Application Last date কি ?

ANS:-17/03/2022

7. Application Form এর Hard Copy কি Authority এর কাছে পাঠাতে হবে?

ANS:- না।

8. CMAT Full Form কি ?

ANS:- Common Management Admission Test

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *