Coal India Limited  Management Trainee Recruitment 2022 for 481 Vacancies, Learn more about Salary, Eligibility, Last Date and more in Bengali!

Coal India Limited কেন্দ্র সরকারের অন্তর্গত ভারতবর্ষের সর্ব বৃহৎ Coal Mining এবং Refining সংস্থা যা ভারতবর্ষসহ অন্যান্য দেশেও কাজ করে চলছে। সম্প্রতি এই সংস্থায় চাকুরী প্রার্থীদের জন্য নিয়ে এসেছে এক বড় সুযোগ। শত শত জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে এই Recruitment এর মাধ্যমে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেল পড়ুন।

Coal India Limited  Management Trainee Recruitment 2022 Overview:-

Recruiting OrganizationCoal India Limited
Post NameManagement Trainee
Vacancies481
Salary50,000 থেকে
Job LocationCoal India Limited Mine
Last Date07/08/2022
Mode of ApplicationOnline
Official Websitehttps://www.coalindia.in/

Coal India Limited Management Trainee Recruitment 2022 Important Dates:-

Coal India Limited Management Trainee Recruitment 2022 Online Application Starting08/07/2022
Coal India Limited Management Trainee Recruitment 2022 Online Application Closing07/08/2022

Coal India Limited Management Trainee Recruitment 2022 Vacancy সংখ্যা:-

Post UR EWSSCSTOBC Total
Personnel & HR601420 0836138
Environment30 0710051668
Materials Management531114 0829115
Marketing & Sales1002 02  0317
Community Development3308110621 79
Legal210508061454 
Public Relations03  010206
Company Secretary03   0104
Total213476534122481

Coal India Limited Management Trainee Recruitment 2022 Eligibility:-

Educational Qualification:- 

  •  Personnel & HR:– আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত দুই বছরের  Post Graduate Degree/PG Diploma/Post Graduate Program পাস করতে হবে Management with specialization in HR/Industrial Relations/Personnel Management or MHROD or MBA or Master of Social Work with specialization in HR(Major) ন্যূনতম 60% মার্কস সহ।
  • Environment:-আবেদনকারীকে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত দুই বছরের Course পাস করতে হবে 60% মার্কস সহ বা Engineering Degree with PG Degree/Diploma in Environmental Engineering থাকলেও আবেদনকারী আবেদন করতে পারবে। 
  • Material Management:- Electrical Engineering / Mechanical Engineering পাস করতে হবে দুই বছরের ফুল টাইম MBA/PG Diploma পাস করতে হবে Management এ 60% মার্কস সহ।
  • Marketing and Sales:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই বছরের ফুল টাইম MBA/PG Diploma পাস করতে হবে Management এ 60% মার্কস সহ।
  • Community Development:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই বছরের ফুল টাইম Post Graduation Degree বা Diploma Community Development/Rural Development/Community Organisation and Development Practice/ Urban and Rural Community Development / Rural and Tribal Development/Development Management / Rural Managemen তে পাস করতে হবে ।
  • Legal:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম 60%  মার্কস সহ 3 বছরের বা 5 বছরের Law তে Graduation Degree অর্জন করতে হবে।
  • Public Relations:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Full Time Post Graduation Degree বা Diploma পাস করতে হবে নূন্যতম 60%  মার্কস সহ Journalism/Mass Communication/Public Relations এ।
  • Company Secretary :- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Full Time Post Graduation Degree বা Diploma পাস করতে হবে নূন্যতম 60%  মার্কস সহ Associate/Fellow membership of ICSI তে।

Coal India Limited Management Trainee Recruitment 2022 আবেদনের জন্য Age Limit:-

 আবেদনকারী সর্বোচ্চ বয়স হতে পারে 30 বছর। Category অনুযায়ী আবেদনকারীরা বয়সে ছাড় পাবে । এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করার চার্টটি দেখুন। 

Category Age Relaxtion 
ST/SC 
OBC3
PWD 10

Coal India Limited Management Trainee Recruitment 2022 Salary:- 

চাকরির শুরুতে Salary শুরু হবে 50,000 থেকে এবং অভিজ্ঞতা সঙ্গে সঙ্গে Salary বাড়তে পারে 1,60,000 পর্যন্ত।

Coal India Limited Management Trainee Recruitment 2022 Application Fees:- 

Coal India Limited Management Trainee এর জন্য আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Net Banking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।

Category Application Fees in INR 
UR/OBC/EWS1000+180(GST)=1180
SC/ST/PwBD/ESMNot Applicable 

Coal India Limited Management Trainee Recruitment 2022 Application Process:- 

এই Recruitment এর জন্য একমাত্র Online মাধ্যমিক সম্ভব নিম্নে Application Process এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • Download Section থেকে Application Link এ ক্লিক করুন বা Coal India Limited এর Official Website থেকে Application Link এ ক্লিক করুন।
  • First Time User হলে New Registration বাটনে ক্লিক করুন।
  • সমস্ত তথ্য একবার পুনরায় জেনে নিন এবং Scroll Down করে Click Here to Proceed অপশনে ক্লিক করুন।
  • Personal Details, Contact Details, Permanent Address Details প্রদান করুন  ও নতুন Password Set করুন।
  • সবশেষে আপনাকে প্রদান করতে হবে Security Pin এবং Submit বাটনে ক্লিক করুন।
  • প্রাপ্ত Details প্রদান করে Log In করুন।
  •  প্রয়োজনীয় Documents গুলি Upload করুন।
  • Pay করুন আপনার Application Fees।
  • এবার Application Form টি Download করুন এবং প্রয়োজনে Print Out কপি বের করুন।

Coal India Limited Management Trainee Recruitment 2022 Selection Process:- 

দুইটি পর্যায়ে সম্পূর্ণ হবে Coal India Limited Management Trainee Recruitment এর Selection যথা:- 

  • Written Exam (CBT Exam)
  • Document Verification

Coal India Limited Management Trainee Recruitment 2022 Important Links:- 

Coal India Limited Management Trainee Recruitment 2022 Official Notice Download Link Click Here
Apply Now Click Here
Google News Follow Us
Follow Us on Telegram Click Here

FAQ:- 

1. Coal India Limited Management Trainee Recruitment 2022 Official Website কি?
ANS:- https://www.coalindia.in/
2. Coal India Limited Management Trainee Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:- 08/07/2022
3. Coal India Limited Management Trainee Recruitment 2022 Apply Online Last Date কি?
ANS:- 07/08/2022
4. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে Coal India Limited Management Trainee Recruitment 2022 এর মাধ্যমে?
ANS:- 481
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823