সি টেট ২০২৩ | CTET 2023 in Bengali | CTET 2023 Application Form | CTET 2023 Apply Online | CTET 2023 Form Fill Up | CTET Notification 2023 in Bengali
কিছুদিন আগেই আমরা আলোচনা করেছি বহুল প্রতীক্ষিত WB TET এর সম্বন্ধে বিস্তারিত। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করতে চলেছি WB TET সংলগ্ন CTET এর সম্বন্ধে বিস্তারিত যার Registration ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যদি আপনার কেন্দ্রীয় সরকারের অন্তর্গত স্কুলগুলিতে শিক্ষকতা করার স্বপ্ন থাকে তাহলে এই পরীক্ষাটি আপনার স্বপ্ন পূরণ করতে পারে, এই Exam এর সম্বন্ধে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রইল আজকের আর্টিকেলে।
CTET 2023 Overview:-
Conducting Organisation | Central Board of Secondary Education (CBSC) |
Exam Name | CTET |
Expected Candidates | 2 Lakh + |
Exam Level | National |
Last Date | 23/11/2023 |
Mode of Exam | Online |
Mode of Application | Online |
Official Website | https://ctet.nic.in |
CTET কী?
CTET একটি Central Level Exam যা পরিচালনা করে Central Board of Secondary Education (CBSE)। এই Exam পাস করলে পরীক্ষার্থীরা Central Government এর অন্তর্গত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যেমন NVS/KVS ইত্যাদিতে শিক্ষাগতা করার সুযোগ পায়। পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই Exam টি অনেকটা TET Exam এর মতনই। সাধারণত এই Exam Offline Mode এই নেয়া হয়ে থাকে কিন্তু Covid Pandemic এর কারণে এই Exam টি Online CBT Mode এই গ্রহণ করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বছরেও Exam CBT Mode এই গ্রহণ করা হবে।
CTET এবং TET এর তুলনা :-
CTET | TET |
CTET Exam গ্রহণ করে থাকে Central Board of Secondary Education (CBSE)। | TET Exam গ্রহণ করে থাকে উক্ত রাজ্যের শিক্ষা পরিষদ যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে West Bengal Board of Primary Education। |
CTET একটি Central Level Exam যার মাধ্যমে পরীক্ষার্থীরা Central Government এর অন্তর্গত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যেমন NVS/KVS ইত্যাদিতে শিক্ষাগতা করার সুযোগ পায়। | TET একটি State Level Exam যার মাধ্যমে পরীক্ষার্থীরা State Government এর অন্তর্গত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগতা করার সুযোগ পায়। বিভিন্ন রাজ্যের বিভিন্ন নামে এই TET Exam পরিচিত। যেমন:- পশ্চিমবঙ্গের WBTET, উত্তর প্রদেশ UPTET, রাজস্থান এর RTET ইত্যাদি। |
Class 1 থেকে 5 এর জন্য Higher Secondary ও D.El.Ed ও Class 6 ও 8 এর জন্য Graduation সহ B.Ed পাস করতে হবে। | Class 1 থেকে 5 এর জন্য Higher Secondary ও D.El.Ed ও Class 6 ও 8 এর জন্য Graduation সহ B.Ed পাস করতে হবে। |
CTET এর মাধ্যমে চাকরি প্রার্থী চাকরি ভারতবর্ষের যেকোন কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীন শিক্ষা প্রতিষ্ঠানে পেতে পারে। | TET এর মাধ্যমে চাকরি প্রার্থী চাকরি শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যের বিদ্যালয় তেই পাওয়া সম্ভব। |
Syllabus মোটামুটি এক হয়ে থাকে কিন্তু Questions Pattern TET এর তুলনায় উচ্চমানের হয়ে থাকে। | Syllabus এক হলেও Questions Pattern CTET এর তুলনায় সহজ হয়ে থাকে। |
CTET Exam দুই ভাগে বিভক্ত যথা Paper 1 (প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত) ও Paper 2 (ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) | TET Exam এক ভাগে বিভক্ত যথা Paper 1 (প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত) |
CTET 2023 Important Dates:-
CTET 2023 Official Notification Releasing | 03/11/2023 |
CTET 2023 Online Application Starting | 03/11/2023 |
CTET 2023 Online Application Closing | 23/11/2023 |
Last Date of Paying Application Fee | 23/11/2023 |
CTET 2023 Admit Card Releasing | – |
CTET Exam | 21/01/2024 |
CTET Result | – |
CTET 2023 Eligibility:-
Nationality:-
আবেদনকারীকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
Educational Qualification:-
প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত:-
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে 50% মার্কস সহ এবং দুই বছরের D.El.Ed Course বা চার বছরের Bachelor of Elementary Education (B.El.Ed). Course পাস করতে হবে।
বা
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে 45% মার্কস সহ এবং দুই বছরের D.El.Ed Course এর Final Year এ অবতীর্ণ হতে হবে বা পাস করতে হবে।
বা
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে 50% মার্কস সহ এবং দুই বছরের Diploma in Education (Special Education) এর Final Year এ অবতীর্ণ হতে হবে বা পাস করতে হবে।
বা
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduation পাস করতে হবে 50% মার্কস সহ এবং Bachelor of Education (B.Ed) Course পাস করতে হবে।
বা
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Post Graduation পাস করতে হবে 50% মার্কস সহ এবং তিন বছরের Integrated B.Ed.-M.Ed পাস করতে হবে।
ষষ্ট থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত:-
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Higher Secondary পাস করতে হবে 50% মার্কস সহ এবং চার বছরের Bachelor in Elementary Education (B.El.Ed)/B.A/B.Sc.Ed বা B.A.Ed/B.Sc.Ed এর Final Year এ অবতীর্ণ হতে হবে বা পাস করতে হবে।
বা
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduation পাস করতে হবে বা Final Year এ পাঠরত হতে হবে এবং D.El.Ed Course পাস করতে হবে।
বা
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Graduation পাস করতে হবে 50% মার্কস সহ এবং Bachelor of Education (B.Ed) Course পাস করতে হবে।
বা
NCTE কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী Graduation পাস করতে হবে 50% মার্কস সহ এবং এক বছরের Bachelor of Education (B.Ed) Course এ অবতীর্ণ হতে হবে।
বা
যেসব আবেদনকারীরা Bachelor of Education (B.Ed) Course পাস করেছে তারাও আবেদন করতে পারবে।
বা
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Post Graduation পাস করতে হবে 55% মার্কস সহ এবং তিন বছরের Integrated B.Ed.-M.Ed পাস করতে হবে।
CTET 2023 তে আবেদনের জন্য Age Limit:-
যেকোনো বয়সের আবেদনকারী আবেদন করতে পারবে CTET এর জন্য এবং যতবার ইচ্ছা আপনি CTET Exam দিতে পারবেন ।
CTET 2023 Salary:-
Element | Primary Teacher | TGT | PGT |
Pay Scale | 9300- 34800 | 9300- 34800 | 9300- 34800 |
Grade Pay | 4200 | 4600 | 4800 |
Basic Pay after 7th CPC | 35400 | 44900 | 47600 |
HRA | 3240 | 3400 | 4350 |
TA | 1600 | 1600 | 1600 |
Gross Salary | 40240 | 49900 | 53550 |
Net Salary | 35000-37000 | 43000-46000 | 48000-50000 |
CTET 2023 Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fee Credit Card/ Debit Card/ UPI / Net Banking এর মাধ্যমে প্রদান করতে হবে। নিম্নে Application Fee এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।
Category | শুধুমাত্র Paper 1 বা 2 | Paper 1 ও 2 উভয় |
General / OBC (NCL) | 1000 | 1200 |
SC / ST / Differently Abled Person | 500 | 600 |
CTET 2023 Application Process:-
CTET 2023 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব । প্রার্থীরা CTET এর Official Website থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Application Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- CTET এর Official Website https://ctet.nic.in/ ভিসিট করুন ।
- Homepage এর নিচে থাকা Candidate Activity এর মধ্যে থাকা Apply for Dec- 2022 অপশনে ক্লিক করুন।
- পরের Page থেকে New Registration অপশনে ক্লিক করুন।
- পরের Page এ আসবে Exam সমন্বিত বিভিন্ন তথ্য, একবার পড়ে নিন এবং নিজে থাকা Click Here to Proceed অপশনে ক্লিক করুন।
- Personal Details, Present Address/Permanent Address, Password Select করুন Security Pin প্রদানের মাধ্যমে।
- পরের Page এ আপনি পেয়ে যাবেন Application No বা Registration No সেটি আগে লিখে রাখুন।
- নির্দেশ অনুযায়ী Documents আপলোড করুন এবং পাশে থাকা Next বাটনে ক্লিক করুন।
- এখন আপনাকে প্রদান করতে হবে Application Fees।
- এখন পরের Page এ থাকা Submit বাটনে ক্লিক করুন। ইতিমধ্যে আপনার Application Form Fill Up সম্পূর্ণ হয়েছে।
- এখন আপনার Application Form টি Download করুন বা প্রয়োজন অনুযায়ী A4 Size Paper এ Print Out কপি বের করুন।
CTET 2023 Selection Process:-
CTET এর শুধুমাত্র একটি পর্যায়ে রয়েছে, শুধুমাত্র লিখিত পরীক্ষা পাশের মাধ্যমেই আবেদনকারী CTET Exam পাস করতে পারবে। একটা কথা মাথায় রাখবেন যে CTET পাস করা মানেই চাকুরী পেয়ে যাবেন এমন কোন গ্যারান্টি নেই এটি শুধুমাত্র কেন্দ্র সরকারের অন্তর্গত বিভিন্ন স্কুলে শিক্ষকতা করার সুযোগ প্রদান করে।
CTET 2023 Exam Pattern:-
Paper 1 ও Paper 2 এই দুই ভাগে বিভক্ত CTET এর Question Paper । এরমধ্যে Paper 1 টি শুধুমাত্র সেসব আবেদনকারীদের জন্য যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণীর শিক্ষকতা করতে চান এবং Paper 2 সেসব আবেদনকারীদের জন্য যারা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পড়াতে চান। উভয় Paper এ Objective Multiple Choice Questions থাকে । প্রতিবছর Cut off Marks ভিন্ন হয়ে থাকে , আগের বছরের UR Category এর অন্তর্গত আবেদনকারীদের Cut off Marks ছিল 80-85। Subject, Total Questions ও Marks এর সম্বন্ধে জানতে নিম্নে প্রদান করা চার্ট টি দেখুন।
Subject | Number of Questions | Total Marks |
Language I (compulsory) | 30 | 30 |
Language II (compulsory) | 30 | 30 |
Child Development and Pedagogy | 30 | 30 |
Environmental Studies | 30 | 30 |
Mathematics | 30 | 30 |
Total | 150 | 150 |
দুইটি Language এ আবেদনকারীকে পরীক্ষা দিতে হবে Language এর চার্ট নিম্নে প্রদান করা হলো।
Code | Language | Code | Language | Code | Language |
01 | English | 08 | Khasi | 15 | Punjabi |
02 | Hindi | 09 | Malayalam | 16 | Sanskrit |
03 | Assamese | 10 | Manipuri | 17 | Tamil |
04 | Bengali | 11 | Marathi | 18 | Telugu |
05 | Garo | 12 | Mizo | 19 | Tibetan |
06 | Gujarati | 13 | Nepali | 20 | Urdu |
07 | Kannada | 14 | Oriya |
CTET 2023 Exam Centres:-
States & UT | Cities |
Andaman & Nicobar Island | Port Blair |
Andhra Pradesh | Anantapur, Bhimavaran, Chirala, Eluru, Guntur,Kadapa, Kakinada, Kurnool, Nandyala, Narsaraopeta, Nellore, Proddatur, Rajamundry, Srikulam, Tirupati, Vijaywada, Visakhapatnam, Viziannagaram |
Assam | Dibrugarh, Guwahati, Jorhat, Silchar, Tezpur |
Bihar | Bhagalpur, Bhojpur, Gaya, Muzzafarpur, Patna, Purnea |
Chhattisgarh | Bhilai Nagar, Bilaspur, Raipur |
Chandigarh | Chandigarh |
Dadar & Nagar Haveli | Dadar & Nagar Haveli |
Daman & Diu | Daman |
Delhi | New Delhi |
Goa | Panaji |
Gujarat | Ahmedabad, Anand, Bardoli, Gandhinagar, Jamnagar, Mehsana, Rajkot, Surat, Vadodara, Valsad, Vapi |
Haryana | Ambala, Faridabad, Gurugram, Karnal, Hisar, Kurukshetra |
Himachal Pradesh | Bilaspur, Hamirpur, Kullu, Mandi, Shimla, Solan, Una |
Jammu | Jammu, Samba, Srinagar |
Jharkhand | Bokaro, Dhanbad, Hazaribagh, Jamshedpur, Ranchi |
Karnataka | Belagavi, Bengaluru, Hubballi, Kalaburagi, Mangaluru, Mysuru, Shivamogga, Udupi |
Kerala | Alappuzha, Ernakulam, Idukki, Kannur, Kasaragod, Kollam, Kottayam, Kozhikode, Malappuram, Palakkad, Thiruvananthapuram, Thrissur |
Lakshadweep | Kavaratti |
Madhya Pradesh | Bhopal, Gwalior, Indore, Jabalpur, Sagar, Satna, Ujjain |
Maharashtra | Ahmednagar, Amravati, Aurangabad, Baramati, Chandrapur, Dhule, Jalgaon, Kashti, Kolhapur, Kopragaon, Latur, Mumbai, Nagpur, Nanded, Nashik, Pandharpur, Pune, Ratnagiri, Sangmner, Sangoli, Satara, Sindurpur, Solapur |
Manipur | Imphal |
Meghalaya | Shillong |
Mizoram | Aizal |
Nagaland | Dimapur, Kohima |
Odisha | Balasore, Berhampur- Ganjam, Bhubaneswar, Cuttack, Dhenkanal, Rourkela, Sambalpur |
Puducherry | Puducherry |
Punjab | Amritsar, Bhatinda, Fatehgarh Sahib, Jalandhar, Ludhiana, Pathankot, Patiala, Sangrur |
Rajasthan | Ajmer, Alwar, Bikaner, Jaipur, Jodhpur, Kota, Sikar, Udaipur |
Sikkim | Gangtok |
Tamil Nadu | Chennai, Coimbatore, Cuddalore, Dindigul, Erode, Kanchipuram, Karur, Mahurai, Kanyakumari, Nammakal, Salem, Thanjavar, Thoothukhudi, Tiruchirappali, Tirupur, Vellore, Villupuram, Virudhunagar |
Tripura | Agartala |
Uttar Pradesh | Agra, Aligarh, Bareilly, Basti, Bijnor, Bilaspur, Faizabad, Firozabad, Ghaziabad, Ghazipur, Gorakhpur, Jhansi, Kanpur, Lucknow, Meerut, Mathura, Moradabad, Muzaffarnagar, Noida, Pryagraj, Sitapur, Varanasi |
Uttarakhand | Almora, Dehradun, Haldwani, Pauri Garhwal, Roorkee, Rudrapur |
West Bengal | Asansol, Burdwan, Durgapur, Howrah, Kalyani, Kolkatta, Siliguri, Siuri |
CTET 2023 Admit Card:-
CTET এর Admit Card CTET এর Official Website থেকে Download করতে পারবেন । পাওয়া তথ্য অনুসারে Admit Card পরীক্ষার্থীরা December মাসের শুরু থেকে Download করতে পারবেন। পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Regional Website থেকে।
CTET 2023 Answer Key:–
CTET 2023 পরীক্ষার Official Answer Key পরীক্ষা সফলভাবে সমাপ্ত হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে CBSC প্রকাশ করে। CTETএর পরীক্ষায় প্রার্থীরা তাদের আনুমানিক নম্বর এবং প্রত্যাশিত Rank গণনা করতে Answer Key ব্যবহার করতে পারেন।ভবিষ্যতে লিংক টি প্রদান করা হবে Answer Key Publish করা হবে।
CTET 2023 Result:-
অস্থায়ী CTET 2023 Answer Key ঘোষণা করার পরে, CBSC একটি PDF ফরম্যাটে Result ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে।CTET 2023 এর ফলাফল CTET এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।
CTET 2023 Important Links:-
CTET 2023 Official Notification Download Link | Click Here |
Information Bulletin | Click Here |
Apply Now | Click Here |
Official Website | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. CTET Full Form কি?
2. CTET 2023 Exam কবে অনুষ্ঠিত হবে?
3. TET আর CTET কি এক?
4. CTET 2023 Notification কবে Release করা হয়েছে?
5. CTET 2023 Apply Online Link কোনটি?
6. CTET 2023 Result কবে ঘোষণা করা হবে?
7. CTET 2023 Application Form কি Offline এই Fill Up করা যাবে?
8. CTET 2023 Online Application Starting Date কি?
9. CTET 2023 Online Application Closing Date কি?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।