Damodar Valley Corporation (DVC) পশ্চিমবঙ্গবাসীর দের কাছে খুব পরিচিত নাম। মোটামুটি প্রতি বছরই এই সংস্থার চাকুরী প্রার্থীদের জন্য নিয়ে আসে নতুন নতুন Recruitment । নববর্ষের পূণ্য তিথিতে DVC কর্তৃপক্ষ নিয়ে এসেছেন শতাধিক পদের জন্য Recruitment। চাকুরী প্রার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি DVC সমস্ত চাকরিকিন্তু কেন্দ্র সরকারের অন্তর্গত। এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।এই Recruitment এর মাধ্যমে মূলত দুই ধরনের Post এ নিযুক্ত করা হবে যথা Health Staff ও Engineer উভয় Post এর সম্বন্ধে বিস্তারিত আপনারা জানতে পারবেন নিম্নে বর্ণিত চার্ট দুটি তে।
DVC Recruitment 2022 Important Dates:-
Health Staff Recruitment Starting | 08/04/2022 |
Health Staff Recruitment Closing | 30/04/2022 |
Graduate Engineer Trainees Recruitment Starting | 06/04/2022 |
Graduate Engineer Trainees Recruitment Closing | 20/04/2022 |
Army Hospital এ প্রচুর স্বাস্থ্য কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে, জানুন বিস্তারিত
DVC Recruitment 2022 এর Vacancy সংখ্যা:-
Health Staff Recruitment | |
Post | Vacancy |
Dental Surgeon | 04 |
Physiotherapist | 06 |
Jr. Pharmacist Gr II | 12 |
Jr. Nursing Staff | 15 |
Jr. Chemist | 02 |
Jr Multi-Purpose Health Worker | 09 |
Jr. Lab Technician | 03 |
Jr. Health Inspector | 02 |
Jr. X-Ray Technician | 07 |
Lab Technician cum Media Maker | 03 |
Total | 63 |
পশ্চিমবঙ্গ Army HQ নিয়োগ , আবেদন শেষ হচ্ছে কিছুদিনের মধ্যেই !
Graduate Engineer Trainees Recruitment | |
Post | Vacancy |
Mechanical: | 22 |
Electrical | 22 |
Civil | 5 |
C&I | 5 |
IT | 5 |
Total | 59 |
Bureau of Indian Standard এর সরকারি চাকরির জন্য আবেদনের সুযোগ, Salary 70,000 পর্যন্ত
DVC Recruitment 2022 এর Eligibility:-
Health Staff Recruitment Educational Qualification:-
- Dental Surgeon:- Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে BDS Course পাস করতে হবে।
- Physiotherapist:-Science Steam এ অন্ততপক্ষে Higher Secondary পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
- Jr. Pharmacist Gr II:-Science Steam এ অন্ততপক্ষে Higher Secondary পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
- Jr. Nursing Staff:-Science Steam এ অন্ততপক্ষে Higher Secondary পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
- Jr. Chemist:- আবেদনকারীকে ন্যূনতম B. Sc পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
- Jr Multi-Purpose Health Worker:-অন্ততপক্ষে Higher Secondary পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
- Jr. Lab Technician:-অন্ততপক্ষে Higher Secondary পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
- Jr. Health Inspector:-Science Steam এ অন্ততপক্ষে Higher Secondary পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
- Jr. X-Ray Technician:-Science Steam এ অন্ততপক্ষে Higher Secondary পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং X Ray Technician Course পাস করতে হবে।
- Lab Technician cum Media Maker:-অন্ততপক্ষে Higher Secondary পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।
Graduate Engineer Trainees Recruitment Educational Qualification:-
Relevant Trade এ অন্ততপক্ষে চার বছর এর Engineering Course পাস করতে হবে Recognise শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন Official Notice থেকে, Official Notice টি Download করার জন্য Download Section এ প্রদান করা Official Notice টি দেখুন।
উত্তর দিনাজপুরে প্রচুর আশা কর্মী নিয়োগ কয়েকদিনে আবেদন শেষ হচ্ছে
DVC Recruitment 2022 এ আবেদনের Age Limit:-
Damodar Valley Corporation এর Norms মেনেই DVC Recruitment 2022 এর জন্য আবেদনকারীরা আবেদন করতে পারবেন।
DVC Recruitment 2022 এর Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Application Fees in INR |
General/OBC(NCL)/EWS | 300 |
SC/ST/PwBD/Ex-SM/Departmental Candidate | Not Applicable |
DVC Recruitment 2022 এর Salary:-
Post অনুযায়ী Salary ভিন্ন হবে। মোটামুটি Salary শুরু হতে পারে 22,900 থেকে 52,000 পর্যন্ত।
DVC Recruitment 2022 এর Application Process:-
IB ACIO Recruitment 2022 এর জন্য Application শুধুমাত্র Online এর মাধ্যমে সম্ভব https://www.dvc.gov.in/ থেকে এই Recruitment এর জন্য আবেদন করতে পারবেন। নিম্নে Step by Step Process সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- সর্বপ্রথম ভিজিট করুন Damodar Valley Corporation (DVC) এর Official Website
- Homepage এই পেয়ে যাবেন Career অপশন সেটিতে ক্লিক করুন।
- সামনে আসা Pop up window এর মধ্যে থেকে Recruitment Notice এ ক্লিক করুন।
- এখন আপনার সামনে চলে আসবে Recruitment List যার Application এখন Active আছে।
- যেই Recruitment এর জন্য আবেদন করতে চাইছেন তার পাশে থাকা APPLY NOW বাটনে ক্লিক করুন।
- আপনার সামনে এখন দুইটি অপশন আসবে তার মধ্যে থেকে সর্বপ্রথম Apply Now বাটনে ক্লিক করুন।
- প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্য প্রদান করুন এবং Save বাটনে ক্লিক করুন।
- যদি প্রদান করা তথ্য ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি Edit বাটনে ক্লিক করে Edit করতে পারবেন এবং প্রয়োজনে View বাটনে ক্লিক করে দেখে নিন সম্পূর্ণ Application Form।
- প্রয়োজন অনুযায়ী Important Documents গুলি Upload করুন।
- এখন Finally Preview বাটনে ক্লিক করে যাচাই করে নিন।
- আপনার সামনে Submit বাটন আসবে সেটিতে ক্লিক করুন। এখন আপনার Application Process সম্পন্ন হয়েছে।
Intelligence Bureau তে কাজের সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না
DVC Recruitment 2022 এর Selection Process:-
DVC Recruitment 2022 এর জন্য Selection মূলত দুই টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে যথা – 1) GATES Score ও 2) Personal Interview।
DVC Recruitment 2022 এর Important Links:-
Health Staff Recruitment Official Notice Download | Click Here |
Graduate Engineer Trainees Recruitment Official Notice Download | Click Here |
Health Staff Recruitment Apply Link | Click Here |
Graduate Engineer Trainees Recruitment Apply Link | Click Here |
Google News | Follow Us |
পূর্ব বর্ধমানের Asha Karmi নিয়োগ শুরু হয়ে গেছে, হাতে আর মাত্র কয়েকদিন
FAQ:-
1. DVC Recruitment 2022 Official Website কি?
ANS:- https://www.dvc.gov.in/
2. DVC Recruitment 2022 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:-Health Staff এর জন্য 08/04/2022 ও Graduate Engineer Trainees এর জন্য 06/04/2022
3. DVC Recruitment 2022 Application এর Last Date কি?
ANS:-Health Staff এর জন্য 30/04/2022 ও Graduate Engineer Trainees এর জন্য 20/04/2022
4. DVC Recruitment for Engineer 2022 Application Fees কি?
ANS:-300 টাকা
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।