বিগত দুই বছর ধরে Covid 19 নামক এক মরণব্যাধি সমগ্র পৃথিবী জুড়ে তার কুপ্রভাব বিস্তার করে রেখেছে । করোনা সংক্রমণ ঠেকানোর জন্য সমস্ত দেশ এবং রাজ্যগুলি নিজেদের সুরক্ষার্থে লকডাউন জারি করে রেখেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি যাদের ক্ষতি হয়েছে তারা হলো বর্তমান ছাত্র সমাজ । লকডাউন এর কারণে স্কুল কলেজগুলি কার্যত সম্পূর্ণরূপে বন্ধ । রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কোনো কোনো কলেজে অনলাইন ক্লাস শুরু হলেও তা কলেজে বসে শিক্ষকের সামনে ক্লাস করার মতো উপযোগী হচ্ছে না শিক্ষার্থীদের কাছে । এরকম পরিস্থিতির মধ্যে গত 1st November, 2021 West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) ঘোষণা করল Class XI এবং HS Exam 2022 এর Routine । HS Final Exam 2022 আগামী বছর অর্থাৎ 2022 সালের April মাসে নিম্নে বর্ণিত দিনগুলিতে আয়োজিত হবে ।
যেহেতু বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে সেই কারণে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ HS Exam 2022 এর Syllabus কিছুটা কমিয়ে দিয়েছে । একাদশ এবং দ্বাদশ শ্রেণির সিলেবাস সম্পর্কিত একটি ব্লগ আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে । আপনারা চাইলে নিন্মে প্রদান করা হাইলাইট টেক্সটে ক্লিক করে দেখে নিতে পারেন ।
আপনি কি উচ্চ্যমাধ্যমিক পরীক্ষার্থী , জানুন WBCHSE HS Exam Reduced Syllabus 2022
এই পরিমার্জিত সিলেবাস অনুযায়ী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চুড়ান্ত পরীক্ষাগুলি নেওয়া হবে । West Bengal council of Higher Secondary Education এর তরফ থেকে প্রকাশ করা HS Exam 2022 এর Routine এবং Practical Exam এর তারিখগুলি নিম্নে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে –
HS Routine 2022 এর :-
তারিখ | দিন | বিষয় |
02-04-2022 | শনিবার | Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Santali, Oriya, Gujarati, Telugu, Punjabi. |
04-04-2022 | সোমবার | English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English. |
05-04-2022 | মঙ্গলবার | Vocational subjects – Healthcare, Automobile, Organised retailing, Security, IT and ITES, Electronics, tourism and hospitality, Plumbing, construction. |
06-04-2022 | বুধবার | Biological science, Business Studies, Political Science. |
08-04-2022 | শুক্রবার | Mathematics, Psychology, Anthropology, Agronomy, History. |
09-04-2022 | শনিবার | Computer Science, Modern Computer Application, Environmental Studies, Health and Physical Education, Music, Visual Arts. |
11-04-2022 | সোমবার | Physics, Nutrition, Aducation, Accountancy. |
13-04-2022 | বুধবার | Commercial law and Preliminaries of Auditing, Philosophy, Sociology. |
16-04-2022 | শনিবার | Chemistry, journalism and Mass Communication, Sanskrit, Persian, Arabian, French. |
18-04-2022 | সোমবার | Statistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resources Management. |
20-04-2022 | বুধবার | Economics. |
🔥 Madhyamik Routine 2022 (Updated) 🔥 এখনই জেনে নিন Official Notice সহ
পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সমুহঃ
- 2022 এর HS Final Exam গুলি শুরু হবে 2nd April, 2022 এবং শেষ হবে 20th April, 2022 তারিখে ।
- দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলি শুরু হবে সকাল 10 টায় এবং শেষ হবে দুপুর 1 টা 15 মিনিটে ।
- দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি শুরু হবে 15th February, 2022 থেকে 4th March, 2022 পর্যন্ত।
- উপরোক্ত পরীক্ষার তারিখগুলি WBCHSE তরফ থেকে প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে । যেকোনো অবাঞ্ছিত কারণের জন্য শিক্ষা পর্ষদ এই তারিখগুলি পরিবর্তন করতে পারে । এই কারণে সকল শিক্ষার্থীদেরকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এর অফিশিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে হবে কিংবা ফলো করুন আমাদের ওয়েবসাইট – www.bongsedu.com ।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।