Higher Secondary (HS ) Routine 2022 (West Bengal) Official Notice সহ জানুন

বিগত দুই বছর ধরে Covid 19 নামক এক মরণব্যাধি সমগ্র পৃথিবী জুড়ে তার কুপ্রভাব বিস্তার করে রেখেছে । করোনা সংক্রমণ ঠেকানোর জন্য সমস্ত দেশ এবং রাজ্যগুলি নিজেদের সুরক্ষার্থে লকডাউন জারি করে রেখেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি যাদের ক্ষতি হয়েছে তারা হলো বর্তমান ছাত্র সমাজ । লকডাউন এর কারণে স্কুল কলেজগুলি কার্যত সম্পূর্ণরূপে বন্ধ । রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কোনো কোনো কলেজে অনলাইন ক্লাস শুরু হলেও তা কলেজে বসে শিক্ষকের সামনে ক্লাস করার মতো উপযোগী হচ্ছে না শিক্ষার্থীদের কাছে । এরকম পরিস্থিতির মধ্যে গত 1st November, 2021 West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) ঘোষণা করল Class XI এবং HS Exam 2022 এর RoutineHS Final Exam 2022 আগামী বছর অর্থাৎ 2022 সালের April মাসে নিম্নে বর্ণিত দিনগুলিতে আয়োজিত হবে ।

যেহেতু বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে সেই কারণে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ HS Exam 2022 এর Syllabus কিছুটা কমিয়ে দিয়েছে । একাদশ এবং দ্বাদশ শ্রেণির সিলেবাস সম্পর্কিত একটি ব্লগ আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে । আপনারা চাইলে নিন্মে প্রদান করা হাইলাইট টেক্সটে ক্লিক করে দেখে নিতে পারেন ।

আপনি কি উচ্চ্যমাধ্যমিক পরীক্ষার্থী , জানুন WBCHSE HS Exam Reduced Syllabus 2022

এই পরিমার্জিত সিলেবাস অনুযায়ী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চুড়ান্ত পরীক্ষাগুলি নেওয়া হবে । West Bengal council of Higher Secondary Education এর তরফ থেকে প্রকাশ করা HS Exam 2022 এর Routine এবং Practical Exam এর তারিখগুলি নিম্নে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে –

HS Routine 2022 এর :-

তারিখ দিন বিষয়
02-04-2022 শনিবার Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Santali, Oriya, Gujarati, Telugu, Punjabi.
04-04-2022 সোমবার English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English.
05-04-2022 মঙ্গলবার Vocational subjects – Healthcare, Automobile, Organised retailing, Security, IT and ITES, Electronics, tourism and hospitality, Plumbing, construction.
06-04-2022 বুধবার Biological science, Business Studies, Political Science.
08-04-2022 শুক্রবার Mathematics, Psychology, Anthropology, Agronomy, History.
09-04-2022 শনিবার Computer Science, Modern Computer Application, Environmental Studies, Health and Physical Education, Music, Visual Arts.
11-04-2022 সোমবার Physics, Nutrition, Aducation, Accountancy.
13-04-2022 বুধবার Commercial law and Preliminaries of Auditing, Philosophy, Sociology.
16-04-2022 শনিবার Chemistry, journalism and Mass Communication, Sanskrit, Persian, Arabian, French.
18-04-2022 সোমবার Statistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resources Management.
20-04-2022 বুধবার Economics.

🔥 Madhyamik Routine 2022 (Updated) 🔥 এখনই জেনে নিন Official Notice সহ

পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সমুহঃ 

  • 2022 এর HS Final Exam গুলি শুরু হবে 2nd April, 2022 এবং শেষ হবে 20th April, 2022 তারিখে ।
  • দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলি শুরু হবে সকাল 10 টায় এবং শেষ হবে দুপুর 1 টা 15 মিনিটে ।
  • দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি শুরু হবে 15th February, 2022 থেকে 4th March, 2022 পর্যন্ত।
  • উপরোক্ত পরীক্ষার তারিখগুলি WBCHSE তরফ থেকে প্রাথমিকভাবে প্রকাশ করা হয়েছে । যেকোনো অবাঞ্ছিত কারণের জন্য শিক্ষা পর্ষদ এই তারিখগুলি পরিবর্তন করতে পারে । এই কারণে সকল শিক্ষার্থীদেরকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এর অফিশিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে হবে কিংবা ফলো করুন আমাদের ওয়েবসাইট – www.bongsedu.com
Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *