SBI General Suraksha Support Scholarship (2021-2022) এর Scholarship Amount , Eligibility Criteria, Selection Procedure ইত্যাদি জানুন

সমগ্র বিশ্বজুড়ে একটি আতঙ্ক সৃষ্টি করে রেখেছে COVID -19 নামক এক ব্যাধি। এই ব্যাধি ভারতে প্রবেশ করে 2020 সালের January মাসে। করোনা অতিমাড়ির সংক্রমণ কমানোর জন্য ভারত জুড়ে লকডাউন ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতি যদি কারোর হয়ে থাকে তারা হলো ভারতের যুব সমাজ এবং শিক্ষার্থীরা। লকডাউন এর কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি তো হচ্ছেই; এর পাশাপাশি যে সমস্ত পরিবারের সদস্যরা করণা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদের পরিবারের আর্থিক পরিস্থিতি আরো ভয়াবহ। কোথাও দেখা গেছে কিছু আঞ্চলিক সংগঠন এবং সমাজের উচ্চ বৃত্তীয় মানুষেরা এই Corona আক্রান্ত পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। Corona পীড়িত পরিবারের ছেলেমেয়েদের শিক্ষা লাভের পথকে সুগম করার উদ্দেশ্যে SBI এবং অন্য কিছু সংগঠনের সঙ্গে যোগ্য ছাত্র-ছাত্রীদের Scholarship প্রদানের কথা ঘোষণা করেছে। আজ আমরা বিস্তারিত জানতে চলেছে SBI General Suraksha Support Scholarshipএর সম্বন্ধে

SBI General Suraksha Support Scholarship কী ?

SBI General Suraksha Support Scholarship হলো ভারতীয় স্টেট ব্যাংক এর তরফ থেকে Corona পীড়িত পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সাহায্য প্রদান করার একটি প্রকল্প। এই Scholarship প্রকল্পটির সূচনা করেছে SBI General Insurance Company Limited। ভারতীয় স্টেট ব্যাংক এবং অন্যান্য কিছু বিনিয়োগকারী সংস্থা সংযুক্ত হয়ে Corona পীড়িত পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সাহায্য প্রদানের একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে।

Scholarship Name

SBI General Suraksha Support Scholarship

Official Link
Starting Date

Apply Now

 

 
Last Date 31/10/21

SBI General Suraksha Support Scholarship প্রদানের উদ্দেশ্য কি ?

Corona পীড়িত পরিবারের ছাত্র-ছাত্রীদেরকে এই Scholarship প্রদানের প্রধান উদ্দেশ্য হলো একটি শক্তিশালী আর্থিক সহায়তা প্রদান করা। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা আর্থিক অভাব-অনটন কাটিয়ে নিশ্চিন্তে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

SBI General Suraksha Support Scholarship এর জন্য কারা আবেদন করতে পারবেন ?

Corona এর বিরূপ পরিস্থিতিতে যে সমস্ত পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি মারা গেছে অথবা কোন ব্যক্তির চাকরি চলে গেছে সেই সমস্ত পরিবারের ছাত্র ছাত্রীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে।

SBI General Suraksha Support Scholarship এর Selection Procedure :-

  • ছাত্র-ছাত্রীদের বিগত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং পরিবারের আর্থিক সংকট বিবেচনা করে স্কলারশিপের জন্য যোগ্যতা প্রদান করা হবে।
  • প্রথমে ছাত্র-ছাত্রীদের বিগত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে একটি Merit List প্রকাশ করা হবে।
  • পরবর্তীতে মোবাইলে ফোন কলের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের একটি ইন্টারভিউ নেওয়া হবে এবং সবশেষে ছাত্র-ছাত্রীদের Documents Verification করা হবে।

SBI General Suraksha Support Scholarship এর Scholarship Amount :-

  • নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে বার্ষিক 29 হাজার 500 টাকা করে দেওয়া হবে।
  • Undergraduate কোর্সের ছাত্র-ছাত্রীদেরকে বার্ষিক 38500 টাকা করে দেওয়া হবে।
  • এছাড়াও এই Scholarship এর সুবিধাভোগীদের সর্বাধিক 8500 টাকা দেয়া হবে কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য।
  • এই বৃদ্ধিতে যে পরিমাণ টাকা দেয়া হবে তা ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র পড়াশোনার কাজে লাগাতে পারবে – টিউশন ফি, হোস্টেল ফি, ইন্টারনেট ব্যবহার, বই, স্টেশনারি আইটেম, অনলাইন লার্নিং সেট-আপ

SBI General Suraksha Support Scholarship এর (Eligibility Criteria)প্রয়োজনীয় যোগ্যতা :-

  • প্রথমত একজন আবেদনকারী কে ভারতীয় নাগরিক হতে হবে।
  • শিক্ষার্থীর পিতা-মাতা বা পরিবারের প্রধান উপার্জনকারী সদস্য যদি Corona তে আক্রান্ত হয়ে মারা যায় অথবা করোনাকালে পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির যদি চাকরি চলে যায় আপনি এই Scholarship এর জন্য আবেদন করতে পারবেন ।
  • আবেদনকারী শিক্ষার্থীকে নবম থেকে দ্বাদশ শ্রেণী অথবা Undergraduate কোর্সে পাঠরত হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সবকিছু মিলিয়ে 6 লক্ষ টাকার কম হতে হবে।
  • SBI General এবং Buddy4Study তে কর্মরত কর্মীদের পরিবারের শিক্ষার্থীরা এই Scholarship এর জন্য আবেদন করতে পারবে না।

SBI General Suraksha Support Scholarship এর Application Process:-

  • প্রথমে পাশে দেওয়া লিংকটিতে ক্লিক করতে হবে-https://www.buddy4study.com/user-info?url=%2Fpage%2Fsbi-general-suraksha-support-scholarship-program
  • পেজটিতে স্কলারশিপ সংক্রান্ত সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। সম্পূর্ণ নিবন্ধটি পড়ে নিয়ে ‘Apply Now’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • Scholarship Portal এ রেজিস্ট্রেশন করার জন্য একটি ফর্ম আসবে। প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সে ফরমটি পূরণ করতে হবে। এরপরে ‘Create New Account’ বাটনে ক্লিক করতে হবে।
  • এবারে পোর্টালে Log In করতে হবে এবং Fellowship এর জন্য আবেদন করতে হবে।
  • Application ID দিয়ে Log In করলে একটি নতুন ফর্ম আসবে, সেই ফরমটি সাবধানে পূরণ করতে হবে।
  • এরপরে Important Documents গুলি পোর্টালে আপলোড করতে হবে।
  • তারপরে ‘Terms and Conditions’ একসেপ্ট করে নিয়ে ‘Preview’ বাটনে ক্লিক করতে হবে।
  • সম্পূর্ণ আবেদনপত্রটি একবার ভালোভাবে যাচাই করে নিয়ে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

Important Documents SBI General Suraksha Support Scholarship এ আবেদনের জন্য :-

আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে-

  • আবেদনকারীর Passport Size Photo ,
  • আধার কার্ড
  • পরিবারের বার্ষিক আয়ের এর প্রমাণ পত্র (যেমন পরিবারের কর্তার স্যালারি স্লিপ অথবা ইনকাম সার্টিফিকেট ইত্যাদি)।
  • বিগত পরীক্ষার মার্কশীট
  • চলতি বছরে ভর্তির প্রমাণপত্র,
  • পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির মৃত্যুর প্রমাণপত্র অথবা চাকরি চলে যাওয়ার নথিপত্র,এমন একজন ব্যক্তি থেকে একটি শংসাপত্র গ্রহণ করতে হবে যিনি পরিবারের আর্থিক সংকটের ব্যাপারে জানেন যেমন স্কুল শিক্ষক, ডাক্তার, স্কুল প্রধান, কলেজের প্রধান অথবা একজন সরকারি কর্মকর্তা।

Bank Account Related গুরুত্বপূর্ণ তথ্য SBI General Suraksha Support Scholarship এ আবেদনের জন্য :-

  • ছাত্র-ছাত্রীদের নিজেদের নামে একটি একটিভ ব্যাংক একাউন্ট থাকতে হবে।
  • পিতা অথবা মাতার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও হবে,
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আঁধার কার্ড সংযুক্ত থাকতে হবে।
  • ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্ট এমন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হতে হবে যেখানে Electronic Clearing System (ECS) বা Core Banking এর সুবিধা রয়েছে।

যোগাযোগ পদ্ধতি :-

যদি কোন প্রার্থীদের এই বৃত্তি কর্মসূচী, এর যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, পুরস্কারের বিবরণ, বা বাছাই প্রক্রিয়া সম্পর্কিত কোন প্রশ্ন থাকে তবে তার নিষ্পত্তি ও ছাত্র-ছাত্রীরা নিজেরাই করতে পারবে। ছাত্র-ছাত্রীদের সমস্যা দূরীকরণের জন্য স্কলারশিপ পোর্টাল এর তরফ থেকে একটি ইমেইল আইডি দেওয়া হয়েছে – [email protected] । এছাড়াও ছাত্রছাত্রীরা ফোন কলের মাধ্যমে তাদের সমস্যাগুলি জানাতে পারবে। পোর্টাল এর তরফ থেকে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে +91-11-430-92248। প্রত্যেক সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 11 টা থেকে সন্ধ্যা 6 টা পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই নম্বরে ফোন করতে পারবে।

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 821

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *