IB ACIO Recruitment 2023: ইন্টেলিজেন্স ব্যুরোতে লাখ টাকার চাকরি, জানুন, বিস্তারিত!

দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে IB তথা Intelligence Bureau অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সম্প্রতি ভারতের এই কেন্দ্রীয় সংস্থা IB  ACIO Recruitment 2023 প্রকাশ করেছে। যে সব ব্যক্তিরা Adventure পছন্দ করেন এবং এই ধরনের কাজ করতে চান দেশের জন্য অবশ্যই এই আর্টিকেলটি ভালভাবে পড়ুন।

IB ACIO Recruitment 2023 Overview:-

Recruiting Organization Intelligence Bureau 
Post Name ACIO Grade II/ Executive
Vacancies 995
Salary  1,42,400 পর্যন্ত 
Job Type Central Govt. Job
Job Location All India
Last Date 15/12/2023
Mode of Application Online
Official Website https://www.mha.gov.in/ 

IB ACIO Recruitment 2023 Important Dates:-

IB ACIO Recruitment 2023 Notification Releasing  21/11/2023
IB ACIO Recruitment 2023 Online Application Starting  25/11/2023
IB ACIO Recruitment 2023 Online Application Closing  15/12/2023
Online Application Fees Payment Last Date  15/12/2023
Last Date of submission of Application Fee through SBI challan 19/12/2023
IB ACIO Written Exam  

IB ACIO Recruitment 2023 Vacancy সংখ্যা:-

Official Notice অনুসারে মোট 995 জনকে নিয়োগ করা হবে।ccঅনুযায়ী Vacancy সমন্ধে বিস্তারিত জানতে নিম্নে প্রদান করা চার্টটি দেখুন।

Category  Vacancy
Unreserved (UR) 377
Scheduled Caste (SC) 134
Scheduled Tribe (ST) 133
OBC 222
Economically Weaker Section (EWS) 129
Total  995

IB ACIO Recruitment 2023 Eligibility:-

Nationality:-

আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

Educational Qualification:-

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে Graduation পাস করতে হবে এবং সঙ্গে Computer চালাতে দক্ষ হতে হবে।

 IB ACIO Recruitment 2023 তে আবেদনের জন্য Age Limit:-

15/12/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স হতে হবে যথাক্রমে 27 ও 18 বছর। Category অনুযায়ী আবেদনকারীর বয়সে ছাড় পাবে এই সমন্ধে বিস্তারিত জানতে নিম্নে প্রদান করা চার্টটি দেখুন 

Category Highest Age Limit 
OBC 3
SC/ST 5
Departmental candidates 40 বছর পর্যন্ত 
Meritorious sportspersons 5
Widows/ Divorced women এবং সেই সব মহিলা যারা judicially separated UR- 35 বছর পর্যন্ত SC/ST-40 বছর পর্যন্ত 

IB ACIO Recruitment 2023 Salary:-

Pay Level 7 অনুযায়ী Salary প্রদান করা হবে, এক্ষেত্রে আবেদনকারীর Salary হতে পারে 44,900 থেকে 1,42,400 এর মধ্যে, এই সমন্ধে বিস্তারিত জানার জন্য Official Notice টি Download করুন।

IB ACIO Recruitment 2023 Application Fees:-

আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fees Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।

Category Recruitment Processing Fees Application Fees Total Fees
All Candidates 450 Not Applicable  450
General, EWS, OBC (Male) 450 100 550

IB ACIO Recruitment 2023 Application Process:-

যেসব আবেদনকারীরা IB ACIO Recruitment 2023 এর জন্য আবেদন করতে চান , তারা নিম্নে উল্লেখিত Application Process অবলম্বন করে তাদের Application Submit করতে পারবেন।

  • MHA এর Official Website ভিসিট করুন।
  • হোমপেজে থাকা Online Application for the Post of ACIO Grade 2/ Executive in Intelligence Bureau তে ক্লিক করুন।
  • যদি Register Candidate না হয়ে থাকেন সর্বপ্রথম প্রয়োজনীয় তথ্য প্রদান করে Registration সম্পন্ন করুন।
  • Registration Process সম্পন্ন হয়ে গেলে Log In আপনার Account এ।
  • প্রয়োজনীয় তথ্য সহকারে Application Form টি সাবধানে পূরণ করুন।
  • Application Form পুরণ হয়ে গেলে Offline বা Online এ প্রয়োজনীয় Application Fees প্রদান করুন।
  • Application Form এবং সঙ্গে Upload করুন প্রয়োজনীয় Document গুলি । Documents Submission এর সময় মাথায় রাখবেন সব Documents যেন পরিষ্কার এবং কর্তৃপক্ষ নির্দেশিত পন্থা অবলম্বন করে আপলোড করা হয় ।
  • একবার চোখ বুলিয়ে নিন প্রদান করা সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কিনা যদি Application Form পূরণ  ঠিকঠাক থাকে তাহলে Application Form টি Submit করুন।
  • প্রয়োজন অনুসারে আপনার Application Form টি Download ও Print Out কপি বের করুন।

IB ACIO Recruitment 2023 Selection Process:-

তিনটি পর্যায়ে সম্পুর্ণ হবে এই Recruitment এর Selection Process যথা:- 1) Tier 1 Exam, 2) Tier 2 Exam, 3) Tier 3 Interview। এই সমন্ধে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।

Tier  Mode  Details 
Tier 1 Objective Type মোট 100 টি MCQ প্রশ্ন থাকবে।মোট সময় বরাদ্দ থাকবে 1 ঘণ্টাCategory অনুযায়ী Qualifying Marks হতে হবে যথাক্রমে UR-35, OBC -34, SC/ST- 33, EWS-35
Tier 2 Descriptive Type English Essay এবং Precis Writing 
Tier 3 Interview  Viva

IB ACIO Recruitment 2023 Exam Pattern:-

Tier 1 Exam Pattern
Subjects No. of Questions Marks  Duration 
Current Affairs  20 20 60 Minutes 
General Studies  20 20
Numerical Aptitude  20 20
Reasoning and Logical Aptitude  20 20
English  20 20
Total  100 100
Tier 2 Exam Pattern
English Essay 30
60 Minutes
English Comprehension, Precis Writing  20
Total  50

IB ACIO Recruitment 2023 Admit Card :-

IB ACIO এর Admit Card MHA এর Religion Website থেকে Download করতে পারবেন । পরীক্ষার্থীরা তাদের Registration Number ও Password প্রদানের মাধ্যমে সহজেই তাদের Admit Card Download করতে পারবেন Regional Website থেকে।

IB ACIO Recruitment 2023 Result:- 

অস্থায়ী IB ACIO Answer Key ঘোষণা করার পরে,  MHA একটি PDF ফরম্যাটে Result  ঘোষণা করে এবং নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম ঘোষণা করে।  IB ACIO ফলাফল MHA এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে , এ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব Result প্রকাশ কালে।

IB ACIO Recruitment 2023 Official Notification Download Link Click Here
Apply Now  Click Here
Official Website  Click Here
Google News Follow Us
Join Us on Telegram Click Here

FAQ:-

1. IB ACIO Recruitment 2023 Official Website কি?
ANS:-  https://www.mha.gov.in/
2. IB ACIO Recruitment 2023 এর জন্য আবেদন এর Starting Date কি?
ANS:- 25/11/2023
3. IB ACIO Recruitment 2023 Application এর Last Date কি?
ANS:- 15/12/2023
4. IB ACIO Recruitment 2023 এর মাধ্যমে কত গুলি Vacancy তে নিয়োগ করা হবে?
ANS:- 995

Subhajyoti Karmakar
Subhajyoti Karmakar

পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College  সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Articles: 823