ভারত সরকারের অধীনস্থ Bank গলির মধ্যে অন্যতম একটি Bank হলো Indian Bank যার অবস্থান ভারতের সমস্ত রাজ্যে লক্ষণীয়। SO তথা Specialist Officer পদটি প্রতিটি Bank এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতি Indian Bank SO পদের জন্য Indian Bank SO Recruitment 2023 জারি করেছে, শুধুমাত্র Graduation পাস করলেই আপনি আবেদন করতে পারবেন এই Recruitment এর জন্য, এই সমন্ধে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
Indian Bank SO Recruitment 2023 Overview:-
Recruiting Organisation | Indian Bank |
Post Name | Specialist Officer (SO) |
Vacancy | 203 |
Salary | 89,890 |
Job Type | Public Sector Bank Job |
Job Location | All India |
Last Date | 28/02/2023 |
Mode of Application | Online |
Official Website | https://indianbank.in/ |
Indian Bank SO Recruitment 2023 Important Dates:-
Indian Bank SO Recruitment 2023 Short Notice Releasing | 03/02/2023 |
Indian Bank SO Recruitment 2023 Detailed Notice Releasing | 07/02/2023 |
Indian Bank SO Recruitment 2023 Online Application Starting | 16/02/2023 |
Indian Bank SO Recruitment 2023 Online Application Closing | 28/02/2023 |
Indian Bank SO Exam |
Indian Bank SO Recruitment 2023 Vacancy সংখ্যা:-
Post | Vacancy |
Financial Analyst (Credit Officer) | 60 |
Risk Officer | 15 |
IT/Computer Officer | 23 |
Information Security | 07 |
Marketing Officer | 13 |
Treasury Officer (Dealer for Treasury) | 20 |
Industrial Development Officer | 50 |
Forex Officer | 10 |
HR Officer | 05 |
Total | 203 |
Indian Bank SO Recruitment 2023 Eligibility:-
Nationality:-
- আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা নেপাল ও ভুটানের বাসিন্দা হলেও আবেদনকারীরা আবেদন করতে পারবে।
- এছাড়াও Burma, Pakistan, Sri Lanka, Vietnam , Zaire, Kenya, Tanzania, Uganda, Zambia, Ethiopia, Malawi থেকে আগত যেসব বাসিন্দারা ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করেছে তারাও আবেদন করতে পারবেন।
Educational Qualification:-
- Industrial Development Officer:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Mechanical / Electrical/ Electronics / Chemical / Textile /Production / Civil এ BE বা B.Tech Degree অর্জন করতে হবে এবং সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Credit Officer:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে CA/ICWA Degree অর্জন করতে হবেএবং সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Information Security:- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Computer Science বা তৎসংলগ্ন কোনও Computer Course পাস করতে হবে এবং সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- এছাড়াও বাকি Post গুলির ক্ষেত্রে নূন্যতম Graduation পাস করলেই আবেদনকারীরা আবেদন করতে পারবে।
Indian Bank SO Recruitment 2023 আবেদনের জন্য Age Limit:-
Official Notice অনুসারে আবেদনকারীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স যথাক্রমে হতে পারে 40 ও 20 বছর।
Indian Bank SO Recruitment 2023 Salary:-
Scale | Pay Scale |
Scale I | 36000-1490(7)-46430-1740(2)-49910-1990(7)-63840 |
Scale II | 48170-1740(1)-49910-1990(10)-69810 |
Scale III | 63840-1990(5)-73790-2220(2)-78230 |
Scale IV | 76010-2220(4)-84890-2500(2)-89890 |
Indian Bank SO Recruitment 2023 Application Fees:-
আবেদনকারীকে প্রয়োজনীয় Application Fee Online মাধ্যমে তথা Credit Card /Debit Card /Netbanking এর মাধ্যমে প্রদান করতে হবে। Category অনুযায়ী প্রয়োজনীয় Application Fees নিম্নে চার্ট এর মাধ্যমে বর্ণনা করা হলো।
Category | Application Fee in INR |
UR/EWS/OBC | 850 |
ST/SC/PWD | 175 |
Indian Bank SO Recruitment 2023 Application Process:-
Indian Bank SO Recruitment এর জন্য আবেদন শুধুমাত্র Online এই সম্ভব। নিম্নে প্রদান করার পদ্ধতি অবলম্বন করুন এই Recruitment এর জন্য আবেদন করার জন্য।
- নীচে থাকা Download Section এ প্রদান করা লিঙ্কে ক্লিক করুন।
- সর্বপ্রথম Homepage থেকে Online Registration বাটনে ক্লিক করুন।
- Valid Email ID ও Mobile Number প্রদান করে সর্বপ্রথম Registration করুন।
- প্রাপ্ত Details প্রদান করে Log In করুন এবং আপনার Personal Details প্রদান করুন।
- সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা একবার মিলিয়ে নিন যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখন Submit বাটনে ক্লিক করুন।
- প্রয়োজনীয় Application Fees এখন আপনাকে প্রদান করতে হবে।
- এখন আপনার Application Form Successfully Submit হয়েছে। চাইলে আপনি আপনার Application Form এর PDF Copy বের করে Print Out ও করে নিতে পারবেন।
Indian Bank SO Recruitment 2023 Online Application এর জন্য Important Documents:-
- আবেদনকারীর Color Photo
- Signature
Indian Bank SO Recruitment 2023 Selection Process:-
দুই টি পর্যায়ে সম্পন্ন হবে Indian Bank SO Recruitment এর আবেদন প্রক্রিয়া । যথা:-
- Written Exam
- Interview
Indian Bank SO Recruitment 2023 Exam Pattern:-
- Mode:- Indian Bank SO Recruitment Computer Based Test বা CBT Mode এই আয়োজন করা হবে।
- Marking Scheme:- প্রতি প্রশ্নের সঠিক উত্তর পরীক্ষার্থীরা পাবে 1 নম্বর।
- Negative Marking:- প্রতি চারটি প্রশ্নের উত্তর ভুল করলে আবেদনকারীর এক নম্বর কাটা হবে।
- Duration:- পরীক্ষার্থীরা হাতে সময় পাবে 1 ঘন্টা।
- Section:- Professional Knowledge (Respective Domain), English Language ও General Awareness with Special Reference to Banking Industry এই তিন ভাগে প্রশ্নপত্রে ভাগ থাকবে।
Subject | Number of Questions | Marks |
Professional Knowledge (Respective Domain) | 60 | 60 |
English Language | 20 | 20 |
General Awareness with Special Reference to Banking Industry | 20 | 20 |
Total | 100 | 100 |
Indian Bank SO Recruitment 2023 Important Links:-
Indian Bank SO Recruitment 2023 Official Notification Download Link | Click Here |
Apply Now | Click Here |
Google News | Follow Us |
Join Us on Telegram | Click Here |
FAQ:-
1. Indian Bank SO Recruitment 2023 Application Starting Date কি?
2. Indian Bank SO Recruitment 2023 Application Closing Date কি?
3. কতো গুলো Vacancy তে নিয়োগ করা হবে Indian Bank SO Recruitment 2023 এর মাধ্যমে?
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।